1 00:00:33,346 --> 00:01:18,833 দেশি-বিদেশি যেকোনো মুভি কিংবা সিরিজের বাংলা সাবটাইটেলের জন্য ভিজিট করুনঃ Bsubtune.xyz 2 00:01:20,404 --> 00:01:59,927 কৃতজ্ঞতায়ঃ কে এন হাসান ভাই ♥️ 3 00:02:00,927 --> 00:02:30,927 এটা আমার করা পঞ্চম বাংলা সাবটাইটেল। 4 00:02:35,927 --> 00:03:10,927 আশাকরি, আপনাদের মানসম্মত একটা বাংলা সাব উপহার দিতে পেরেছি। 5 00:03:15,334 --> 00:05:20,279 অনুবাদ ও সম্পাদনায়ঃ এফ জে নয়ন 6 00:05:35,256 --> 00:05:37,661 - তোমরা পথ ভুলে যাওনি তো? - না, আমরা ম্যাপ দেখে এসেছি। 7 00:05:37,967 --> 00:05:38,967 ভিতরে আসো। 8 00:05:48,671 --> 00:05:51,038 আমরা কি তাদের দুজনকে একান্তে কথা বলতে দেই? 9 00:05:51,172 --> 00:05:52,429 এটাও একটা প্রথা। 10 00:05:52,840 --> 00:05:54,496 আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। 11 00:06:05,802 --> 00:06:09,806 জানি না, আমাদের মতো দুজন অপরিচিত লোক কী নিয়ে কথা বলবে। 12 00:06:10,255 --> 00:06:11,583 আমারও একই কথা। 13 00:06:17,911 --> 00:06:19,669 - তুমি কোথায় পড়াশোনা করেছো? - হুমম? 14 00:06:19,770 --> 00:06:20,918 কোথায় পড়াশোনা করেছো? 15 00:06:23,184 --> 00:06:25,333 - বাহরাইনের কোথায় ছিলেন আপনি? - মানামাতে। 16 00:06:25,358 --> 00:06:26,355 ওহ, মানামাতে। 17 00:06:26,380 --> 00:06:27,982 - ওহ, ছেলের চাচাতো ভাইও মানামাতে ছিল। - সত্যি? 18 00:06:28,007 --> 00:06:29,349 - তার চাচাকে চিনেন? - না। 19 00:06:29,552 --> 00:06:32,200 মি. পিকে রাধাকৃষ্ণ। তিনি জেলা বিচারক ছিলেন। 20 00:06:32,849 --> 00:06:35,325 - ওহ, হ্যাঁ হ্যাঁ। - তার বড় চাচাকে চিনেন? 21 00:06:36,075 --> 00:06:38,310 মি. রাঘাবান মাস্টার। স্কুলের প্রিন্সিপাল হয়ে অবসরে গেছেন। 22 00:06:39,928 --> 00:06:42,474 - খবরের কাগজে নিশ্চয়ই দেখেছেন। - হ্যাঁ, এখন মনে পড়ছে। 23 00:07:20,773 --> 00:07:22,999 এই, সবাইকে তাড়াতাড়ি আসতে বলো। 24 00:07:25,703 --> 00:07:26,844 একটু পানি ঢেলে দাও। 25 00:07:27,360 --> 00:07:28,617 এদিক দিয়েই আসো। 26 00:07:29,415 --> 00:07:31,336 এখন নববধূর পা ধুয়ে দাও। 27 00:07:32,748 --> 00:07:34,083 এখন বরণ অনুষ্ঠান সম্পন্ন করো। 28 00:07:37,297 --> 00:07:38,172 এখন তাকে প্রদীপটা দাও। 29 00:07:38,313 --> 00:07:40,118 এখন তাকে প্রদীপটা দাও। 30 00:07:41,180 --> 00:07:42,711 ডান পা আগে দিয়ে প্রবেশ করো। 31 00:07:42,899 --> 00:07:44,172 দয়া করে ডান পা দাও। 32 00:07:45,724 --> 00:07:46,724 সাবধানে... 33 00:08:03,957 --> 00:08:05,409 চাচি, এবার তোমার পালা। 34 00:08:07,779 --> 00:08:10,302 আজকে একটু মিষ্টি খেলে কোনো সমস্যা নেই। 35 00:08:12,473 --> 00:08:13,583 একটু নে। 36 00:08:14,669 --> 00:08:15,669 আরেকটু নে। 37 00:08:18,075 --> 00:08:19,075 ধন্যবাদ। 38 00:08:22,746 --> 00:08:26,714 - তুমি সেটা বলেছিলে। - অপেক্ষা করে দেখো। কেবল তো মাত্র শুরু হলো। 39 00:08:27,669 --> 00:08:31,275 তুই চা চেয়েছিলি? আর তারা এখানকার সবাইকে দিয়ে বেড়াচ্ছে। 40 00:08:34,153 --> 00:08:35,559 আমাকে সকালে যেতে হবে। 41 00:08:35,748 --> 00:08:40,255 - দু'দিন থাকতে পারবে না? - বাসায় অনেক কাজ করা বাকি আছে। 42 00:08:40,943 --> 00:08:43,513 তুমি তোমার বোনের পক্ষেই থেকে যাবে। 43 00:09:20,877 --> 00:09:23,205 - অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছো নাকি? - কিছুটা। 44 00:09:23,752 --> 00:09:26,380 - আমি ব্যস্ত ছিলাম তাই দেরি হলো। - ঠিক আছে। 45 00:09:27,959 --> 00:09:30,310 - এই ঘর আর পরিবারের লোকদের তোমার পছন্দ হয়েছে? - হ্যাঁ। 46 00:09:30,505 --> 00:09:32,544 - আমার বাবা-মাকে? - হ্যাঁ। পছন্দ হয়েছে। 47 00:09:34,130 --> 00:09:37,583 - এখনিই স্বাচ্ছন্দবোধ করছো? - হ্যাঁ। 48 00:09:47,943 --> 00:09:49,045 আর কী বলবো? 49 00:09:49,490 --> 00:09:50,490 আর কী... 50 00:09:57,046 --> 00:09:58,133 বসো। 51 00:10:20,760 --> 00:10:22,439 - অন্ধকার ভয় লাগে? - হুম? 52 00:10:22,627 --> 00:10:24,174 মানে, তোমার অন্ধকার ভয় লাগে? 53 00:10:35,152 --> 00:10:38,275 আমার বাসায় হয় সাম্বার নাহয় চাটনি রান্না হবে, একসাথে দুটো নয়। 54 00:10:38,919 --> 00:10:40,638 এখানকার লোকেরা দুটোই চায়। 55 00:10:40,842 --> 00:10:44,052 ওর বাবা হাতেতৈরি চাটনি পছন্দ করে। 56 00:10:44,732 --> 00:10:47,419 প্রত্যেক পরিবারের নিজস্ব রীতি আছে, তাই না? 57 00:10:53,720 --> 00:10:54,720 দুধ। 58 00:10:56,357 --> 00:10:59,661 কাল অনেক ঝামেলা হয়েছিল। ফটোগ্রাফার আর অতিথিদের মধ্য 59 00:10:59,763 --> 00:11:01,888 তোমাকে ভালো করে দেখতে পাইনি। 60 00:11:02,357 --> 00:11:05,083 এখন তোমায় দেখলাম। তুমি অনেক সুন্দরী। 61 00:11:06,435 --> 00:11:08,013 এই সুন্দরীর নাম কী? 62 00:11:08,115 --> 00:11:09,123 জোনাকি। 63 00:11:09,271 --> 00:11:12,591 আমার ক্লাস আছে। যেতে হবে। কাল দেখা হবে। 64 00:11:33,926 --> 00:11:35,075 দয়া করো। মা হয়তো আমাদের দেখছে। 65 00:11:39,615 --> 00:11:41,279 আমার হঠাৎ তাড়া আছে। 66 00:11:42,325 --> 00:11:44,490 নাহলে আমরা একটা ভালো সময় পার করতাম। 67 00:11:45,864 --> 00:11:48,372 আমাদের আলাদা করে আর হানিমুনের দরকার নেই। দরকার আছে কি? 68 00:11:51,427 --> 00:11:53,356 আমাদের এখন থেকেই হানিমুন শুরু হয়ে গেছে। 69 00:11:53,449 --> 00:11:54,910 আস্তে বলো। মা শুনে ফেলবে। 70 00:11:58,544 --> 00:11:59,544 খুব গরম নাকি? 71 00:11:59,708 --> 00:12:00,708 ঠিক আছে। 72 00:12:22,346 --> 00:12:24,697 আমি গোসল করতে যাচ্ছি। ঠিক আছে? 73 00:12:59,307 --> 00:13:02,143 এই, তারা চলে এসেছে। বুঝেছো? 74 00:13:02,871 --> 00:13:03,871 আসো। 75 00:13:27,847 --> 00:13:29,129 একটু কাপ্পাটা খাও। [কাপ্পা=শ্বেতসার জাতীয় খাদ্যবিশেষ] 76 00:13:32,567 --> 00:13:34,332 - গরুর মাংস খাও? - হ্যাঁ। 77 00:13:35,325 --> 00:13:38,177 - তুমি কি গরুর মাংসের কথা বললে? - হ্যাঁ। আমি বাইরে বানিয়েছি। 78 00:13:38,279 --> 00:13:40,810 আমরা শুধু খাওয়া শেষে গরুর মাংস খেতাম। 79 00:13:41,045 --> 00:13:42,575 এখন সেটা ঘরেও পৌঁছে গেছে। 80 00:13:42,834 --> 00:13:44,411 দ্রুতই রান্নাঘরে ঢুকে যাবে। 81 00:13:44,560 --> 00:13:45,771 এজন্যই আমার মা এখানে আছে। 82 00:13:49,123 --> 00:13:50,575 তোমরা আমাদের সাথে খাবে না? 83 00:13:50,709 --> 00:13:53,099 আমরা পরে খাবো। আগে অতিথিরা। 84 00:13:53,606 --> 00:13:55,473 তুমি আমাদের সাথে খাও, সোনা। আসো। 85 00:13:55,584 --> 00:13:57,568 তুমি আমাদের সাথে খাও, সোনা। আসো। 86 00:13:58,224 --> 00:13:59,224 দয়া করে শুরু করো। 87 00:14:01,615 --> 00:14:03,990 - মসলা বেশি হয়নি তো? - মোটেও না। 88 00:14:14,672 --> 00:14:15,672 মা ... 89 00:14:16,015 --> 00:14:18,310 এই, আজকের রাতের খাবার কেমন ছিল? 90 00:14:18,412 --> 00:14:21,107 দারুণ ছিল। আমি অনেক খেয়েছি। 91 00:14:21,193 --> 00:14:22,161 সত্যি? 92 00:14:22,301 --> 00:14:23,482 আমি জামা বদলে আসছি। 93 00:14:23,536 --> 00:14:25,403 সমস্যা নেই। আমি পারবো। তুমি শুয়ে পড়তে পারো। 94 00:14:25,458 --> 00:14:26,575 আমি সাহায্য করব। 95 00:14:26,678 --> 00:14:28,357 না, আমি সামলে নিতে পারবো। 96 00:14:28,498 --> 00:14:29,498 তুমি যাও। 97 00:14:29,810 --> 00:14:30,810 আমি তাহলে যাচ্ছি। 98 00:14:31,068 --> 00:14:32,294 আচ্ছা, মা। যাও। 99 00:14:57,588 --> 00:14:58,666 বিছানা কাবাডি হবে নাকি? 100 00:14:59,575 --> 00:15:02,424 কাপ্পা বিরিয়ানি খেয়ে উত্তেজনা হারিয়ে ফেলছি। 101 00:15:02,974 --> 00:15:04,404 102 00:15:14,373 --> 00:15:17,357 - আমাকে তোমায় উত্তেজিত করতে দাও। - পারবে? 103 00:16:40,424 --> 00:16:41,588 - মা। - হ্যাঁ। 104 00:16:41,729 --> 00:16:44,572 - ঢেঁড়শগুলো কিভাবে কাটবো? - তোমার ইচ্ছা। 105 00:16:44,713 --> 00:16:46,182 - এটা ঠিক আছে? - হ্যাঁ, ঠিক আছে। 106 00:18:05,076 --> 00:18:07,341 মা, তুমি বসো। আমি তো আছি, তাই না? 107 00:18:07,435 --> 00:18:08,545 আসো, বসো। 108 00:18:09,216 --> 00:18:11,109 না, আমি তোমার সাথে খাবো, মা। 109 00:18:13,122 --> 00:18:15,146 মায়েরও কিছুটা সঙ্গ দরকার, তাই না? 110 00:18:26,083 --> 00:18:26,896 ওগো। 111 00:19:24,032 --> 00:19:25,547 এই, আমি বের হচ্ছি। 112 00:19:42,618 --> 00:19:43,689 হ্যাঁ, মা। 113 00:19:44,822 --> 00:19:46,251 ডাক্তারের কাছে গিয়েছিলাম। 114 00:19:46,720 --> 00:19:49,341 সবকিছু ঠিক আছে। বিশ্রাম নিতে বলেছেন। 115 00:19:50,396 --> 00:19:52,202 তাই তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। 116 00:19:52,537 --> 00:19:54,568 তোর গর্ভধারণের সপ্তম মাসে আসলে হয়না? 117 00:19:54,841 --> 00:19:56,583 বেশি দেরি করিও না। 118 00:19:56,842 --> 00:19:57,842 তাড়াতাড়ি চলে এসো। 119 00:19:59,026 --> 00:20:01,204 নারে, মা। এখানের জঁজাল নিয়ে চিন্তায় আছি। 120 00:20:01,381 --> 00:20:03,044 সেগুলো সামলানোর জন্য তো এখন একজন আছে। 121 00:20:03,553 --> 00:20:05,552 টিকেট বুক করে দুদিনের মধ্যে তোমায় কল করব। 122 00:20:05,661 --> 00:20:07,122 শীঘ্রই আসার জন্য প্রস্তুত থেকো। 123 00:20:07,200 --> 00:20:09,060 আচ্ছা, তোর যা ভালো মনে হয়। 124 00:20:12,450 --> 00:20:13,583 দিদি নাকি? 125 00:20:13,864 --> 00:20:15,356 হ্যাঁ। 126 00:20:58,036 --> 00:20:59,271 আম কি শেষ হয়ে গেছে? 127 00:20:59,296 --> 00:21:02,345 অনেক আছে। যবের মুণ্ডগুলো দেখে ওগুলো নিয়ে আসছি। 128 00:21:17,527 --> 00:21:19,417 - কড়া করে ভেজো না। - আচ্ছা। 129 00:21:51,004 --> 00:21:52,152 বাবা, তোমার চা। 130 00:21:52,287 --> 00:21:54,146 আমি এখনো ব্রাশ করিনি, মা। 131 00:21:54,184 --> 00:21:55,371 তাহলে আগে ব্রাশ করে নেন। 132 00:21:55,467 --> 00:21:56,505 আমি আবার গরম করে দিব। 133 00:21:56,583 --> 00:21:58,052 আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না। 134 00:21:59,521 --> 00:22:00,599 দাঁত ব্রাশটা... 135 00:22:03,678 --> 00:22:04,771 উনার জন্য ওটা নিয়ে যাও। 136 00:22:05,326 --> 00:22:06,326 যতই হোক, তিনি আমাদের বাবা। 137 00:22:07,325 --> 00:22:08,957 তোমার সমস্যা থাকলে আমি নিয়ে যাচ্ছি। 138 00:22:08,982 --> 00:22:10,685 - না, আমি নিয়ে যাচ্ছি। - আমি পারবো। 139 00:22:10,771 --> 00:22:12,224 - আমাকে... - আমি যাচ্ছি... 140 00:23:42,200 --> 00:23:43,943 - আমার কি জন্য গরম পরোটা আনতে পারবে? - এনে দিচ্ছি। 141 00:23:52,531 --> 00:23:53,868 এই নাও। 142 00:23:55,067 --> 00:23:56,278 - মা... - হ্যাঁ। 143 00:23:56,372 --> 00:23:58,802 চাটনিটা কি হাত দিয়ে মাখাও নি? 144 00:23:58,857 --> 00:24:00,418 না, বাবা। মিক্সার মেশিন ব্যবহার করেছিলাম। 145 00:24:01,732 --> 00:24:02,732 সমস্যা নাই। 146 00:24:03,053 --> 00:24:05,075 হাত দিয়ে করে নিজেকে চাপ দেওয়া দরকার নেই। 147 00:24:25,716 --> 00:24:26,826 এই, আমি যাচ্ছি। 148 00:24:28,224 --> 00:24:29,224 আসো। 149 00:24:29,433 --> 00:24:30,917 শরীরে ময়লা লেগে আছে, সোনা। 150 00:24:31,332 --> 00:24:32,659 সমস্যা নাই। কাছে আসো তো। 151 00:25:38,432 --> 00:25:39,455 মা, 152 00:25:39,480 --> 00:25:41,607 'কুরুভা' চালের ভাতে কয়টা সিটি দিবে? 153 00:25:43,692 --> 00:25:45,457 আচ্ছা। পরে কথা বলবো। 154 00:26:34,164 --> 00:26:35,217 ঠিক আছে। 155 00:26:35,945 --> 00:26:36,935 কী হয়েছে, মশাই? 156 00:26:36,998 --> 00:26:38,750 নতুন বউ খাওয়ার জন্য কিছু দেয়নি? 157 00:26:39,287 --> 00:26:40,872 সে এখানে নতুন। 158 00:26:41,529 --> 00:26:43,411 তাকে কিছুটা সময় দেওয়া উচিত না? 159 00:26:43,818 --> 00:26:45,841 ঠিকই বলেছেন। আমি মজা নিচ্ছিলাম। 160 00:26:46,553 --> 00:26:49,552 জানতে মন চায়, কতদিন ধরে এই খুঁতখুঁতেপনা চলে। 161 00:26:50,178 --> 00:26:52,224 ম্যাডাম, প্লিজ... 162 00:26:58,162 --> 00:27:00,075 - কুকারে ভাত রান্না করেছো? - হ্যাঁ। 163 00:27:00,365 --> 00:27:01,372 ওহ! 164 00:27:01,552 --> 00:27:03,474 চুলায় ভাত রান্না করো, কেমন? 165 00:27:05,154 --> 00:27:06,474 আচ্ছা। পরিবেশন করতে পারো। 166 00:27:08,646 --> 00:27:09,646 আরেকটু তরকারি নাও। 167 00:27:21,534 --> 00:27:22,786 হ্যাঁ, দুপুরে খেয়েছি। 168 00:27:23,324 --> 00:27:24,581 কিন্তু মজা করে খেতে পারিনি। 169 00:27:25,584 --> 00:27:28,638 বাইরের খাবার কখনোই পছন্দ করি না। 170 00:27:28,708 --> 00:27:32,023 তাকে শুধু ভাতটা চুলায় রান্না করতে বলো। 171 00:27:32,640 --> 00:27:33,693 দুঃখিত, সোনা। 172 00:27:33,717 --> 00:27:35,441 কাল থেকে তোমায় দুপুরের খাবার বাক্সে করে দিব। 173 00:27:35,466 --> 00:27:37,724 কুকারের রান্না ভাতে কেন মানিয়ে নিতে পারছো না? 174 00:28:29,295 --> 00:28:31,115 ওগো, রাতে ভাত খেতে পারবে? 175 00:28:31,958 --> 00:28:34,060 সন্ধ্যায় আমরা নানরুটি খেয়েছিলাম, ঠিক আছে? 176 00:28:34,591 --> 00:28:36,521 না মানে, আমি দুপুরের কিছু ভাত তুলে রেখেছিলাম। 177 00:28:36,967 --> 00:28:39,255 সমস্যা নাই। নানরুটি অনেক স্বাস্থ্যসম্মত। 178 00:29:05,115 --> 00:29:06,365 হ্যাঁ। এই তো চলছে। 179 00:29:06,537 --> 00:29:08,851 আবার সকালে রান্না করা নাস্তা খেয়েছিস। 180 00:29:09,016 --> 00:29:11,497 আমি আগের রাতের অবশিষ্ট খাবার খাই। 181 00:29:11,724 --> 00:29:13,465 এখন তুই ওই বাড়ির একজন সদস্য। 182 00:29:13,490 --> 00:29:14,935 তাদের মত হওয়ার অভ্যাস কর। 183 00:29:15,068 --> 00:29:16,708 আচ্ছা, আমি পরে কথা বলবো। 184 00:29:20,683 --> 00:29:21,762 হুমম, হয়েছে। 185 00:33:11,060 --> 00:33:12,084 হ্যালো। 186 00:33:12,263 --> 00:33:13,279 হ্যালো। 187 00:33:15,735 --> 00:33:17,208 তোমার জন্য কিছু নিয়ে এসেছি। 188 00:33:17,688 --> 00:33:18,790 কী? 189 00:33:19,646 --> 00:33:21,490 - তুমি পেয়ারা পছন্দ করো? - হ্যাঁ। 190 00:33:21,552 --> 00:33:22,615 এগুলো তোমার জন্য। 191 00:33:23,036 --> 00:33:24,497 দাঁড়াও, আমি তোমার জন্য চা বানাই। 192 00:33:24,552 --> 00:33:26,810 - জানো, আমি কী সবচেয়ে অপছন্দ করি? - না, বলো। 193 00:33:27,029 --> 00:33:28,263 দুধ চা। 194 00:33:28,318 --> 00:33:29,533 এখানে কিছুক্ষণ সময় কাটাও। 195 00:33:29,557 --> 00:33:31,997 আমি দেরিতে গেলে মা বোকা দিবে। 196 00:33:32,115 --> 00:33:34,529 আমাকে স্কুলে যেতে হবে। কাল দেখা হবে। 197 00:33:35,099 --> 00:33:36,099 টাটা। 198 00:34:53,278 --> 00:34:54,426 ওগো 199 00:34:56,388 --> 00:34:57,513 ওগো 200 00:36:03,583 --> 00:36:04,926 হ্যালো। 201 00:36:04,951 --> 00:36:05,951 হ্যাঁ, বলো। 202 00:36:06,357 --> 00:36:07,754 কী খবর? 203 00:36:07,779 --> 00:36:09,880 তেমন ভালো না। তোমার ব্যাপারে বলো। 204 00:36:09,958 --> 00:36:11,583 জানো, কেন তোমাকে কল করেছি? 205 00:36:11,608 --> 00:36:12,666 এই রবিবার, 206 00:36:12,690 --> 00:36:14,177 সন্ধ্যা ৭টায় 207 00:36:14,202 --> 00:36:17,001 টাউন হলের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি। 208 00:36:17,068 --> 00:36:18,193 দারুণ। 209 00:36:18,318 --> 00:36:20,935 তোমার স্বামীকে নিয়ে তোমাকে আসতেই হবে। 210 00:36:21,097 --> 00:36:22,115 অবশ্যই যাবো। 211 00:36:22,239 --> 00:36:23,361 রবিবারে। 212 00:36:23,385 --> 00:36:25,622 তাকে বলো, কোনো কাজে আবদ্ধ না হতে। 213 00:36:25,684 --> 00:36:26,910 তাকে বলবো। 214 00:36:27,341 --> 00:36:29,488 - রবিবারে দেখা হবে। - আচ্ছা, দেখা হবে। 215 00:36:29,958 --> 00:36:30,996 - আচ্ছা, বাই। - বাই। 216 00:36:35,105 --> 00:36:37,012 - রঙ চা'টা কেমন হয়েছে? - চমৎকার। 217 00:36:37,293 --> 00:36:40,434 আমি গরম গরম বিরিয়ানি রান্নার কথা ভাবছি। 218 00:36:40,459 --> 00:36:41,488 - আজকে? - হ্যাঁ। 219 00:36:41,513 --> 00:36:43,152 আজকে কোনো বিরিয়ানি রান্না হবে না। 220 00:36:43,177 --> 00:36:44,271 তুমি জানো কি? 221 00:36:44,296 --> 00:36:47,216 এই সপ্তাহে চারবার আমিষ রান্না করেছো। 222 00:36:47,325 --> 00:36:48,379 চলো করি, আনকি। 223 00:36:48,693 --> 00:36:50,708 যতক্ষণ গরুর মাংস ফ্রিজে আছে... 224 00:36:50,740 --> 00:36:52,005 আমি কীভাবে শান্তিতে বসে থাকতে পারি? 225 00:36:52,341 --> 00:36:53,779 ওটা ওখানেই থাকতে দাও। 226 00:36:53,818 --> 00:36:55,490 ওটা নিয়ে এত অস্থির হয়ে যাচ্ছো কেন? 227 00:36:55,708 --> 00:36:57,380 যখন তুমি খাওয়ার সময় চুরি করা বন্ধ করবে। 228 00:36:57,411 --> 00:36:59,255 আমি যেভাবেই হোক রান্না করবো। ঠিক আছে? 229 00:36:59,280 --> 00:37:00,521 তোমার মন যা চায়, করো। 230 00:37:37,357 --> 00:37:38,513 - মা... - হ্যাঁ। 231 00:37:38,615 --> 00:37:40,286 মেশিনে ধুলে... 232 00:37:40,326 --> 00:37:41,833 কাপড়গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না? 233 00:37:43,661 --> 00:37:45,466 আমার কাপড়গুলো মেশিনে ধুইয়ো না। 234 00:37:59,006 --> 00:38:00,834 - ওগো, মেরামতের মিস্ত্রি আসেনি। - কী? 235 00:38:00,859 --> 00:38:01,859 জলের পাইপ মেরামতের মিস্ত্রি... 236 00:38:02,077 --> 00:38:03,873 দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। 237 00:38:03,898 --> 00:38:05,529 চিন্তা করো না। আমি ঠিক করে দিব। 238 00:41:03,419 --> 00:41:04,521 ধুর! 239 00:42:27,207 --> 00:42:28,392 - ওগো... - হুমম? 240 00:42:28,417 --> 00:42:29,857 আমার পিরিয়ড চলছে। 241 00:42:32,449 --> 00:42:34,119 - তুমি চা বানাও নি? -না। 242 00:42:36,085 --> 00:42:37,851 আমাদের জন্য কিছু নাস্তা কিনে আনবো। 243 00:42:39,296 --> 00:42:41,273 ঊষাকে দুপুরের খাবার রান্না করতে বলে দিব। 244 00:42:41,460 --> 00:42:42,678 সে আসবে। 245 00:42:45,750 --> 00:42:48,219 - আমার স্যানিটারি প্যাড শেষ হয়ে গেছে। - কী? 246 00:42:48,734 --> 00:42:50,255 তুমি কি আমার জন্যে প্যাড কিনে আনবে? 247 00:42:53,491 --> 00:42:54,966 আনবো। 248 00:43:25,336 --> 00:43:26,719 আপনি বিশ্রাম নিন। 249 00:43:27,138 --> 00:43:28,821 আমাদের আজ সকালের নাস্তা রান্না করতে হবে না। 250 00:43:28,860 --> 00:43:30,594 তাই ভেবেছি, মেঝেটা ঝাঁড়ু দিব। 251 00:43:30,958 --> 00:43:33,009 এই বাড়ি পরিষ্কার করতে করতে মেরুদণ্ড ভেঙে যাবে। 252 00:43:33,033 --> 00:43:34,286 253 00:43:34,349 --> 00:43:35,396 ঠিক বলেছো। 254 00:43:35,958 --> 00:43:38,333 সেটা বিবেচনা করলে আমি অনেক ভাগ্যবান। 255 00:43:38,396 --> 00:43:41,240 আমার বাড়িতে দুটো ঘর আর একটা ছোট রান্নাঘর আছে। 256 00:43:48,561 --> 00:43:50,825 আহা, দয়া করে ওটায় হাত দিয়েন না। আমি মেঝেটা মুছে দিব। 257 00:43:50,850 --> 00:43:51,896 সমস্যা নাই। 258 00:43:51,921 --> 00:43:53,927 - এই সময়ে.. - এই সময়ে কী? 259 00:43:54,700 --> 00:43:55,759 সত্যি তো। 260 00:43:56,518 --> 00:43:59,615 কতদিন আর এমন প্রাচীন প্রথা মেনে চলবো? 261 00:44:00,830 --> 00:44:03,263 আমার মা আমাকে বাড়িতেও ঢুকতে দিত না। 262 00:44:03,521 --> 00:44:05,099 উনি কাজগুলো বাইরে করতেন। 263 00:44:05,943 --> 00:44:07,370 জানেন কি... 264 00:44:07,487 --> 00:44:09,698 আমার পিরিয়ডের সময়েও আমি বাড়িগুলোতে রান্না করতে যাই। 265 00:44:11,443 --> 00:44:13,573 মাসে ৩/৪ দিন কাজ করা বাদ দিলে... 266 00:44:13,598 --> 00:44:14,909 আমার পরিবারকে কীভাবে খাওয়াবো? 267 00:44:14,958 --> 00:44:16,486 বাচ্চাদের স্কুলেও পাঠাতে হয়। 268 00:44:18,708 --> 00:44:22,056 আমার হলেও কেউ কীভাবে জানবে? 269 00:44:22,622 --> 00:44:24,470 তুমি তো দারুণ! 270 00:44:24,646 --> 00:44:27,044 কী-বা করার আছে, দিদি? 271 00:45:19,315 --> 00:45:20,713 আপনারর জন্যে গরম পানি নিয়ে যাচ্ছি। 272 00:45:37,006 --> 00:45:39,389 আজকের ক্লাসে, আমরা পরিবার নিয়ে আলোচনা করবো। 273 00:45:40,701 --> 00:45:44,615 পরিবার হলো সমাজকাঠামোর মৌল সংগঠন। 274 00:45:44,958 --> 00:45:46,131 অন্যভাবে, 275 00:45:46,156 --> 00:45:50,521 সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো.. 276 00:45:51,021 --> 00:45:52,154 পরিবার। 277 00:45:52,768 --> 00:45:54,502 পরিবারের সংজ্ঞা কী? 278 00:45:55,344 --> 00:45:59,180 পরিবার হলো স্বামী-স্ত্রীর স্থায়ী সংঘ, 279 00:45:59,205 --> 00:46:00,875 যেখানে সন্তান-সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 280 00:46:01,161 --> 00:46:03,224 আমরা সকলেই সমাজের অংশ। 281 00:46:03,249 --> 00:46:04,271 তাই না? 282 00:46:04,420 --> 00:46:06,466 পরিবারের বৈশিষ্ট্যগুলো কী কী? 283 00:46:06,865 --> 00:46:08,763 একটা পরিবারের বৈশিষ্ট্য? 284 00:46:09,554 --> 00:46:11,654 পরিবারের বৈশিষ্ট্যগুলো হলো.. 285 00:46:11,944 --> 00:46:15,388 এক. পরিবার একটা সার্বজনীন সংঘ। 286 00:46:16,077 --> 00:46:18,927 দুই. বিবাহ পরিবার গঠনের পূর্বশর্ত। 287 00:47:41,525 --> 00:47:43,085 খাবার এনে দিয়েছি। 288 00:47:51,217 --> 00:47:52,247 আপনার জন্য পানি নিয়ে আসছি। 289 00:47:52,272 --> 00:47:53,310 আমি নিজেই নিয়ে আসবো। 290 00:47:53,335 --> 00:47:54,247 না। 291 00:47:54,272 --> 00:47:56,169 চাচা জানতে পারলে, দুজনকেই ধমক দিবে। 292 00:47:56,194 --> 00:47:57,232 আমি নিয়ে আসছি। 293 00:51:42,021 --> 00:51:43,083 বাবা... 294 00:51:44,724 --> 00:51:46,309 গরম আছে। 295 00:51:54,805 --> 00:51:56,047 - ওগো... - হুম? 296 00:51:56,193 --> 00:51:57,864 আমি কি চাকরির জন্য আবেদন করবো? 297 00:51:58,919 --> 00:51:59,989 চাকরি? 298 00:52:00,638 --> 00:52:01,646 দারুণ... 299 00:52:01,732 --> 00:52:03,298 কীসের চাকরি, মা? 300 00:52:03,322 --> 00:52:04,433 শিক্ষিকার? 301 00:52:04,935 --> 00:52:06,166 কীসের শিক্ষিকা? 302 00:52:06,190 --> 00:52:07,474 নাচের। 303 00:52:07,896 --> 00:52:09,097 নাচের? 304 00:52:10,407 --> 00:52:11,484 খুব ভালো। 305 00:52:13,204 --> 00:52:14,462 সেটা... 306 00:52:14,487 --> 00:52:16,437 আমাদের সাথে মানানসই নয়, মা। 307 00:52:19,352 --> 00:52:21,501 ছোলার তরকারিটা চমৎকার হয়েছে! 308 00:52:29,037 --> 00:52:30,198 চিন্তা করো না। 309 00:52:30,223 --> 00:52:32,044 এটার ব্যাপারে আমরা কিছু করবো। 310 00:52:32,404 --> 00:52:34,169 এখন শুধু আবেদন করো না। 311 00:52:34,925 --> 00:52:36,222 আমরা কিছু করবো। 312 00:52:44,282 --> 00:52:45,642 তুমি আবেদন করো, মা। 313 00:52:45,666 --> 00:52:47,466 জানি না, তুমি মনোনীত হবে কি না। 314 00:52:47,505 --> 00:52:50,774 - মনোনীত হলে পরে দেখা যাবে। - আচ্ছা। 315 00:52:51,865 --> 00:52:52,716 মা.... 316 00:52:52,740 --> 00:52:54,521 কাউকে বলো না, এটা আমার আইডিয়া। 317 00:52:54,546 --> 00:52:55,449 আচ্ছা, মা। 318 00:52:55,474 --> 00:52:57,115 রাখছি তাহলে। 319 00:53:17,411 --> 00:53:19,816 তো, ঘরের বাইরে টেবিলে খাওয়ার নিয়ম মেনে চলো। 320 00:53:22,700 --> 00:53:24,089 - কী? - হুম? 321 00:53:24,422 --> 00:53:26,398 - কী বললে? - টেবিলে খাওয়ার নিয়ম। 322 00:53:29,281 --> 00:53:30,828 বাসায় কী সমস্যা? 323 00:53:32,818 --> 00:53:35,193 বাসায় আমার নিয়মের কী সমস্যা? 324 00:53:35,794 --> 00:53:38,223 এখানে ঠিকভাবে ময়লাগুলো ফেলছো। বাসায়... 325 00:53:38,248 --> 00:53:39,248 326 00:53:43,583 --> 00:53:45,115 তাতে কী সমস্যা? 327 00:53:47,779 --> 00:53:49,615 আমার বাসায় আমার স্বাচ্ছন্দ মতো করে খাবো। 328 00:53:50,068 --> 00:53:51,583 আমার ইচ্ছামত করে খাবো। 329 00:53:52,521 --> 00:53:53,521 বুঝেছো? 330 00:53:55,856 --> 00:53:57,643 আমি তো এমনিতেই বলছিলাম। 331 00:53:57,668 --> 00:53:59,177 এটা নিয়ে এত রেগে যাচ্ছো কেন? 332 00:53:59,583 --> 00:54:01,552 এমন কথা বললে, কে রেগে যাবে না? 333 00:54:02,216 --> 00:54:03,971 আমার অভ্যাস নিয়ে কী সমস্যা? 334 00:54:10,498 --> 00:54:12,154 এরকম আচার ব্যবহার আমার আছে। 335 00:54:13,053 --> 00:54:14,053 বুঝেছো? 336 00:55:01,186 --> 00:55:02,320 ওগো.. 337 00:55:12,658 --> 00:55:14,185 আমার সঙ্গে কথা বলছো না কেন? 338 00:55:15,712 --> 00:55:16,857 রেগে আছো? 339 00:55:21,443 --> 00:55:24,257 তোমার কি মনে হয়, তুমি যা বলেছো তা ঠিক? 340 00:55:27,369 --> 00:55:29,495 আমি এমনিতেই বলছিলাম। 341 00:55:29,519 --> 00:55:31,501 আমি মোটেও সিরিয়াসভাবে বলিনি। 342 00:55:39,172 --> 00:55:41,406 আমার মধ্যে কি এটাই সবচেয়ে বড় ভুল দেখেছো? 343 00:55:47,847 --> 00:55:49,516 আমি এটাকে 'ভুল' বুঝাইনি। 344 00:55:49,541 --> 00:55:51,178 সেখানে বসে থাকার সময়, আমি শুধু... 345 00:55:51,203 --> 00:55:52,512 ঠিক বলেছো প্রমাণ করতে যেও না। 346 00:55:54,305 --> 00:55:56,678 তোমার যদি মনে হয় তুমি ভুল বলেছো, তাহলে আমার কাছে ক্ষমা চাও। 347 00:55:56,703 --> 00:55:58,172 348 00:56:20,099 --> 00:56:21,170 দুঃখিত। 349 00:56:32,120 --> 00:56:33,143 এই.... 350 00:56:34,846 --> 00:56:35,866 হ্যালো ... 351 00:56:39,588 --> 00:56:41,307 কাছে আসো, আচারপরায়ণ মেয়ে! 352 00:56:42,396 --> 00:56:43,521 মিস. আচারপরায়ণ। 353 00:56:45,184 --> 00:56:46,262 আসো। 354 00:57:03,599 --> 00:57:04,779 ওগো... 355 00:57:04,872 --> 00:57:06,568 জলের পাইপ মেরামতের মিস্ত্রিকে আসতে বলতে পারবে? 356 00:57:06,631 --> 00:57:08,802 নোংরা পানির কারণে রান্নাঘরে বড় সমস্যা হচ্ছে। 357 00:57:10,560 --> 00:57:12,997 মনে হচ্ছে তুমি ময়লা নিয়ে ভারী সমস্যায় আছো। 358 00:57:14,036 --> 00:57:15,170 দেখা যাক। 359 00:57:48,271 --> 00:57:49,427 - এই.. - হুম.... 360 00:57:49,506 --> 00:57:50,575 তাড়াতাড়ি আসো। 361 00:57:50,670 --> 00:57:52,372 অতিথি এসেছে। 362 00:57:52,638 --> 00:57:55,919 অতিথি? আমি কি তোদের কাছে অতিথি? 363 00:58:01,192 --> 00:58:02,906 কোথায় থেকে আসলে? 364 00:58:03,102 --> 00:58:06,396 তার মায়ের চাচির নাতি- দিপক। তুই তাকে চিনিস, তাই না? 365 00:58:06,661 --> 00:58:08,904 দিপকের বিয়েতে গিয়েছিলাম। গুরুভায়র মন্দিরে 366 00:58:08,929 --> 00:58:10,648 ওইজন্য আমরা এসেছি। 367 00:58:10,786 --> 00:58:13,544 গত ক'দিন ধরে তার পা ফুলে উঠছে। 368 00:58:13,575 --> 00:58:15,376 কোট্টাক্কাল হাসপাতালে পরামর্শ নেওয়ার কথা ভাবছিলাম। 369 00:58:15,400 --> 00:58:16,575 তাই সেখানেও গিয়েছিলাম। 370 00:58:16,662 --> 00:58:19,191 তারপর আপনাদের সকলকে দেখার কথা ভাবলাম। 371 00:58:19,216 --> 00:58:21,300 সম্ভব হলে মোকামবিকা মন্দিরেও যাবো। 372 00:58:21,325 --> 00:58:22,410 কেন ফুলে যাচ্ছে? 373 00:58:22,435 --> 00:58:24,615 জানি না। হয়তো বাত ব্যাথার জন্য। 374 00:58:24,669 --> 00:58:27,560 ফোলাটা কমে গেলেই কেবল মোকামবিকার পরিকল্পনা... 375 00:58:27,794 --> 00:58:29,816 - এই, আমাকে তোমার মনে আছে? - হুম মনে আছে। 376 00:58:29,848 --> 00:58:31,013 তাহলে বলো তো আমি কে! 377 00:58:31,107 --> 00:58:33,497 এই, তুই তাকে সাহায্য করবি না, বুঝেছিস? তুমি বল। 378 00:58:33,568 --> 00:58:35,075 বড় চাচার ছেলে। 379 00:58:37,701 --> 00:58:39,950 এই, ও আমাকে এক ঝলক দেখেছে... 380 00:58:39,998 --> 00:58:42,013 তুমি অনেকক্ষণ বকবক করেছিলে... - হ্যাঁ, ঠিক বলেছিস। 381 00:58:42,107 --> 00:58:43,302 তার মেধা অনেক ভালো। 382 00:58:43,388 --> 00:58:45,325 ভালো, খুব ভালো! 383 00:58:46,029 --> 00:58:48,396 মা, আমাদের দুধ নেই? একটু চা বানাও। 384 00:58:48,635 --> 00:58:50,776 চা বানাও। তবে দুধের দরকার নেই। রঙ চা বানাও। 385 00:58:50,801 --> 00:58:51,866 দুধ আছে। 386 00:58:51,890 --> 00:58:53,508 আরে না, আমি রঙ চা পছন্দ করি। 387 00:58:53,533 --> 00:58:55,380 তুমি কাউকেই ভালোভাবে চা বানাতে দাও না। কেন দুধ চা খেতে পারবে না? 388 00:58:55,405 --> 00:58:57,113 389 00:58:57,138 --> 00:58:59,091 তুমি ভালোভাবে চা বানিয়ে আনো। 390 00:58:59,771 --> 00:59:02,234 আমাদের দুই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। 391 00:59:02,259 --> 00:59:03,318 শুনেন। 392 00:59:03,343 --> 00:59:06,005 এক হলো স্বাদ, আরেক হলো হজম। 393 00:59:06,083 --> 00:59:09,943 স্বাদের ব্যাপারে, সে ঠিক বলেছে। দুধ চায়ের স্বাদ বাড়াবে। 394 00:59:10,099 --> 00:59:12,950 কিন্তু হজমের কথায় আসলে রঙ চা বেশি স্বাস্থ্যসম্মত। 395 00:59:13,036 --> 00:59:14,068 তাই রঙ চা নিয়ে আয়। 396 00:59:14,107 --> 00:59:16,587 - তোমার যা পছন্দ নিয়ে আসো। - আমি দুই ধরনেরই নিয়ে আসছি। সমস্যা নেই। 397 00:59:16,611 --> 00:59:17,700 398 00:59:19,607 --> 00:59:21,395 তাকে অযথায় কেন সমস্যায় ফেললে? 399 00:59:22,929 --> 00:59:25,484 আমাদের প্রত্যেকেরই রঙ চা খাওয়া দরকার। 400 00:59:26,570 --> 00:59:29,437 তুমি চাচির অনুষ্ঠানে আসোনি কেন? 401 00:59:29,966 --> 00:59:32,599 কীভাবে যাবো? কোনো ছুটি ছিল না। 402 00:59:32,624 --> 00:59:34,224 স্কুলে পরীক্ষা চলছিল। 403 00:59:34,529 --> 00:59:35,669 তাই নাকি? 404 00:59:35,724 --> 00:59:38,396 এই বছরে সাবারি মেলায় যাওয়ার পরিকল্পনা করছিস নাকি? 405 00:59:38,466 --> 00:59:40,872 - হ্যাঁ, এবার অবশ্যই যাবো। - চাচা, আপনিও যাচ্ছেন নাকি? 406 00:59:40,920 --> 00:59:41,920 অবশ্যই! 407 00:59:42,044 --> 00:59:44,443 মনে আছে, আমরা মন্দির থেকে প্রসাদ চুরি করে খেতাম। 408 00:59:45,107 --> 00:59:47,755 আর চাচা আমাদের মারতো। 409 00:59:47,787 --> 00:59:48,890 তোর মনে আছে? 410 00:59:48,915 --> 00:59:50,865 তুমি আমার থেকে বেশি মার খেতে। 411 00:59:50,927 --> 00:59:52,935 হ্যাঁ। আমি অনেক মার দিয়েছি। 412 00:59:56,351 --> 00:59:58,288 - আমার তো চাইনি। - যাই হোক আমি তো বানিয়েছি। 413 00:59:59,593 --> 01:00:00,702 এটা কী? 414 01:00:03,661 --> 01:00:04,747 এটাকে রঙ চা বলে? 415 01:00:07,349 --> 01:00:11,060 এটাকে তোমরা সবাই রঙ চা মনে করে খেয়ে আসছো? 416 01:00:11,324 --> 01:00:12,508 ভাবী.. 417 01:00:12,563 --> 01:00:17,770 পানিতে একটু চা-পাতা আর চিনি দিলেই রঙ চা হয়ে যায় না। 418 01:00:18,453 --> 01:00:19,727 রঙ চায়ে 419 01:00:20,005 --> 01:00:21,766 একটু এলাচ দিতে হয়। 420 01:00:22,118 --> 01:00:23,276 একটু দারুচিনি... 421 01:00:23,581 --> 01:00:24,643 সামান্য লবঙ্গ.. 422 01:00:25,128 --> 01:00:26,128 সামান্য মেথি.. 423 01:00:26,309 --> 01:00:29,779 তাহলে একটু গরম মসলা আর চাল মিশিয়ে এটা বিরিয়ানি বানিয়ে ফেলো। 424 01:00:29,872 --> 01:00:32,454 - ঠিক বলেছো। - তার মাথায় শুধু খাওয়ার চিন্তাই ঘোরে। 425 01:00:32,544 --> 01:00:35,154 কিন্তু সে যা-ই খায় সব তার পায়ে চলে যায় আর এটা ফুলে উঠে। 426 01:00:35,179 --> 01:00:36,974 তো পরেরবার এভাবে বানাবে, কেমন? 427 01:00:37,865 --> 01:00:38,974 খারাপ হয়নি। 428 01:00:39,006 --> 01:00:41,107 তাহলে রাতে মুরগির মাংস আর নানরুটি করা যাক। 429 01:00:41,209 --> 01:00:43,232 - হ্যাঁ, আমাদের মুরগি আছে। - মুরগির তরকারি, তাই না? 430 01:00:43,591 --> 01:00:44,681 আমি রান্না করবো। করলে কী সমস্যা? 431 01:00:44,705 --> 01:00:45,997 432 01:00:46,022 --> 01:00:47,103 ঠিক আছে, এমন করা যাক। 433 01:00:47,127 --> 01:00:48,661 মেয়েরা আজ বিশ্রাম নিতে পারবে। 434 01:00:48,701 --> 01:00:51,286 আমরা ছেলেরা আজ রান্না ঘরের দায়িত্ব নিব। 435 01:01:38,008 --> 01:01:39,008 ভাবী ... 436 01:01:39,813 --> 01:01:41,056 আমি কি তোমায় সাহায্য করব? 437 01:01:41,080 --> 01:01:43,474 লাগবে না। তোমার শরীর ভালো নেই। 438 01:01:44,146 --> 01:01:45,919 তাহলে আমি ঘুমাতে যাচ্ছি। 439 01:01:48,092 --> 01:01:49,763 তোমার কি রঙ চা লাগবে? 440 01:01:50,388 --> 01:01:51,697 ভাবী..... 441 01:01:51,721 --> 01:01:53,825 দুই কাপ রঙ চা নিয়ে আসো। 442 01:01:54,334 --> 01:01:56,216 - বুঝেছো? - হ্যাঁ। 443 01:02:15,560 --> 01:02:18,555 তোমাকে এটা নিতে হবে নয়তো অন্যটা মারতে হবে। 444 01:02:18,637 --> 01:02:20,179 আর কত সময়.... 445 01:02:32,260 --> 01:02:33,569 এলাচ দিয়েছো, তাই না? 446 01:02:33,593 --> 01:02:35,158 এবার আসল চা হয়েছে। 447 01:02:35,183 --> 01:02:37,196 কেউ যদি জিজ্ঞেস করে, চা বানানো কে শিখিয়েছে.. 448 01:02:37,221 --> 01:02:38,258 কার কথা বলবে? 449 01:02:38,283 --> 01:02:39,302 তোমার। 450 01:02:39,388 --> 01:02:41,068 আসো বসো। টুয়েন্টি-এইট খেলবো। 451 01:02:41,093 --> 01:02:42,825 না। রান্নাঘরে কিছু কাজ আছে। 452 01:02:43,443 --> 01:02:45,654 কী? এখন আবার রান্নাঘরে কীসের কাজ? 453 01:02:46,521 --> 01:02:48,091 আমরা কি সবকাজ করে দেইনি? 454 01:02:51,779 --> 01:02:55,881 খেয়ে দিছি... ধুর! তুমি আমার শেষ কার্ডটাও খেয়ে দিলে! 455 01:03:14,488 --> 01:03:15,488 মা.... 456 01:03:16,855 --> 01:03:18,941 মা... - হুম, বাবা। আসছি। 457 01:03:21,986 --> 01:03:23,326 কী, বাবা? 458 01:03:23,350 --> 01:03:24,787 এটা কী, মা? 459 01:03:41,173 --> 01:03:42,657 ইন্টারভিউয়ের চিঠি। 460 01:03:43,673 --> 01:03:46,075 আমরা কি আবেদন না করার সিদ্ধান্ত নেই নি? 461 01:03:48,740 --> 01:03:50,879 আমার বউ স্নাতক পাশ। 462 01:03:50,904 --> 01:03:52,708 463 01:03:52,893 --> 01:03:54,575 সেও চাকরি করতে চেয়েছিল। 464 01:03:54,599 --> 01:03:56,700 কিন্তু আমি আমার বাবার কথা শুনেছিলাম। 465 01:03:56,825 --> 01:03:57,876 এইকারণে, 466 01:03:57,900 --> 01:03:59,825 আমার সন্তানেরা ভালো জায়গায় আছে। 467 01:04:00,575 --> 01:04:02,220 বাসায় মেয়ে থাকা.. 468 01:04:02,244 --> 01:04:04,122 পরিবারের জন্য অনেক মঙ্গলকর। 469 01:04:04,661 --> 01:04:08,236 আমলা-মন্ত্রীরা যা করে... 470 01:04:08,260 --> 01:04:10,075 তার চেয়েও তুমি বেশি ভালো কাজ করো। 471 01:04:11,107 --> 01:04:13,802 তোমার মাকে জিজ্ঞেস করো, সেও একই কথা বলবে। 472 01:04:14,381 --> 01:04:17,177 ঠিক আছে। চিন্তা করো না... 473 01:04:41,171 --> 01:04:42,344 এই 474 01:04:43,858 --> 01:04:46,622 তোমাকে চাকরির আবেদন করতে বারণ করিনি? 475 01:04:48,029 --> 01:04:49,958 বাবার সামনে এখন ছোট হয়ে গেলাম না? 476 01:04:53,618 --> 01:04:56,270 আমি কি একবারও বলেছি, তোমায় চাকরি করতে দিব না? 477 01:04:59,003 --> 01:05:00,082 বলেছি? 478 01:05:02,127 --> 01:05:04,892 বিয়ের আগে কি সবকিছু তোমায় বলিনি? 479 01:05:06,985 --> 01:05:08,642 কেউ আমাকে কিছু বলেনি। 480 01:05:10,640 --> 01:05:12,072 তোমার বাবা-মাকে জিজ্ঞেস কর, 481 01:05:12,096 --> 01:05:13,271 তাদের বলেছি কিনা। 482 01:05:22,310 --> 01:05:24,834 এব্যাপারে তোমার আদব-কায়দা কোথায়? 483 01:05:36,083 --> 01:05:38,161 বাতি নিভিয়ে দাও। ঘুমাতে হবে। 484 01:06:07,982 --> 01:06:13,271 485 01:06:35,256 --> 01:06:37,435 আমি সাবারিমেলার তীর্থস্থানে ব্রতের জন্য যাচ্ছি। 486 01:06:38,177 --> 01:06:39,357 কবে যাচ্ছো? 487 01:06:40,826 --> 01:06:42,381 তারিখ ঠিক হয়নি। 488 01:06:43,727 --> 01:06:45,398 কিন্তু কালকে থেকে সংযত থাকা শুরু করব। 489 01:06:53,492 --> 01:06:56,984 ফিরে আসার পরেই কেবল আমরা এভাবে একসাথে থাকতে পারবো। 490 01:06:59,186 --> 01:07:00,367 বুঝেছো? 491 01:07:06,478 --> 01:07:08,008 বাতিটা কি নিভিয়ে দিতে পারি? 492 01:07:14,529 --> 01:07:17,372 আমি কিছু বললে তুমি মন খারাপ করবে কি? 493 01:07:18,607 --> 01:07:19,631 কী? 494 01:07:24,017 --> 01:07:25,657 সেক্স করার সময় অনেক ব্যাথা করে। 495 01:07:25,682 --> 01:07:27,431 496 01:07:30,857 --> 01:07:34,785 একটু শৃঙ্গার করলে, আমি করব... [শৃঙ্গার হল যৌনসঙ্গমের পূর্বে এমন কিছু মানসিক ও শারীরিক ক্রিয়াকলাপ, যা যৌন চাহিদাকে বাড়িয়ে দেয়] 497 01:07:45,149 --> 01:07:47,164 তো, তুমি এই সম্পর্কে সবকিছুই জানো। 498 01:07:47,654 --> 01:07:48,701 কী? 499 01:07:49,991 --> 01:07:51,232 শৃঙ্গার... 500 01:08:02,620 --> 01:08:04,601 শৃঙ্গারের জন্য তোমার প্রতি কিছু অনুভব করা দরকার... 501 01:08:04,625 --> 01:08:05,717 502 01:08:24,755 --> 01:08:26,056 বাতিটা নিভিয়ে দাও। 503 01:09:27,317 --> 01:09:30,075 [পূজার মন্ত্রপাঠ চলছে...] 504 01:10:17,772 --> 01:10:19,172 এটা কালকের খাবার, তাই না? 505 01:10:19,805 --> 01:10:20,805 হ্যাঁ। 506 01:10:21,333 --> 01:10:23,427 ফ্রিজে রেখে গরম করেছি। ভালো আছে। 507 01:10:23,458 --> 01:10:24,529 ভগবান রক্ষা করুন! 508 01:10:35,873 --> 01:10:39,404 তুমি কি জানো না, তীর্থযাত্রীদের বাসি খাবার দিতে হয় না। 509 01:10:42,060 --> 01:10:43,607 তুমি কি এটা জেনেশুনে করেছো? 510 01:10:44,427 --> 01:10:46,158 মায়ের দিব্যি, আমি জানতাম না। 511 01:10:47,896 --> 01:10:50,036 এখন পর্যন্তও এটা সম্পর্কে জানতে না? 512 01:10:57,014 --> 01:10:58,146 চমৎকার। 513 01:11:09,657 --> 01:11:12,263 সময়ের কি সাথে কিছুই পরিবর্তন হয় না? 514 01:11:12,849 --> 01:11:14,677 উদাহরণস্বরূপ, জুতা না পড়লে.. 515 01:11:14,701 --> 01:11:17,138 এসময়ে অনেক রোগে আক্রান্ত হতে পারি। 516 01:11:18,295 --> 01:11:21,291 আমি এমন লোককেও চিনি যারা উপোস থাকার সময়ও পানি পান করে। 517 01:11:21,315 --> 01:11:22,966 এসবে তারা এত বেশি গুরুত্ব দেয় না। 518 01:12:55,858 --> 01:12:57,467 খাবার পরিবেশন করে দিয়েছি। 519 01:13:01,592 --> 01:13:09,990 [মন্ত্রপাঠ চলছে...] 520 01:13:15,821 --> 01:13:16,821 দাদা... 521 01:13:17,734 --> 01:13:20,625 এসব কী হচ্ছে? এসব কি সত্যি? 522 01:13:20,830 --> 01:13:22,694 তার মা-বাবার কি কোনো দায়িত্বজ্ঞান নেই? 523 01:13:22,718 --> 01:13:24,146 আমি কী বা বলতে পারি? 524 01:13:24,599 --> 01:13:27,622 শত কাজ ফেলে আমি এসেছি। 525 01:13:27,904 --> 01:13:29,837 এসব শুনে কিভাবে না এসে থাকতে পারি? 526 01:13:29,861 --> 01:13:30,982 সে কোথায়? 527 01:13:44,148 --> 01:13:45,409 এসব কী? 528 01:13:45,433 --> 01:13:47,146 তুমি বিছানায় বসে আছো? 529 01:13:47,490 --> 01:13:50,575 বিছানায় শুতে কেউ তোমাকে মানা করেনি? 530 01:13:51,409 --> 01:13:53,849 পরিষ্কার করা যায় এমন জায়গায় কেবল শোয়া উচিত। 531 01:13:54,081 --> 01:13:56,311 প্রতিবেশিদের বাসায় কি যেতে পারো না? 532 01:13:56,335 --> 01:13:58,505 কিংবা বাড়ির বাইরে? 533 01:13:59,068 --> 01:14:00,427 আমি ভয় পেয়েছি। 534 01:14:01,740 --> 01:14:05,169 কীসের ভয় আবার? এখনো বাচ্চাই আছো নাকি? 535 01:14:05,881 --> 01:14:08,036 এগুলো সরাও। বিছানাটার এখন কী হবে? 536 01:14:10,918 --> 01:14:13,847 মাদুরটা নাও। মেঝেতে শুয়ে পড়ো। 537 01:14:44,476 --> 01:14:46,583 অনেক সুস্বাদু হয়েছে। 538 01:14:46,943 --> 01:14:48,966 আমি তো তাড়াহুড়ো করে সব সামলাম। 539 01:14:49,107 --> 01:14:51,505 এভাবে মা রান্না করত। 540 01:14:51,950 --> 01:14:53,137 ওই তরকারিটা আরেকটু দাও। 541 01:14:56,645 --> 01:14:57,857 খাবার খেয়ে নাও। 542 01:14:58,340 --> 01:14:59,290 খাওয়া শেষ হলে.. 543 01:14:59,314 --> 01:15:01,755 প্লেটটা ধুয়ে এখানে রেখে দিও। 544 01:15:02,238 --> 01:15:04,693 কারো সাথে দেখা করতে কিংবা বাইরে যেও না। 545 01:15:34,201 --> 01:15:38,529 546 01:15:40,494 --> 01:15:41,861 547 01:15:44,599 --> 01:15:46,279 তোর বাবা বিদেশ থাকার কারণে 548 01:15:46,304 --> 01:15:48,396 আমরা এসব প্রথা মেনে চলিনি। 549 01:15:48,459 --> 01:15:50,369 তারা ওগুলো মেনে চললে 550 01:15:50,393 --> 01:15:52,177 নিজেকে ভাগ্যবান মনে কর। 551 01:15:53,029 --> 01:15:55,263 তারা যা বলে, তাই মেনে চল। 552 01:15:55,349 --> 01:15:57,341 মা, আমি যা বলছি, তুমি কেন তা বুঝছো না? 553 01:15:57,411 --> 01:15:59,904 এমন সম্ভ্রান্ত পরিবারের সদস্য হয়েছিস... 554 01:16:07,142 --> 01:16:09,509 ...সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে। 555 01:16:10,779 --> 01:16:17,818 প্রকৃতপক্ষে, এখানে যা ঘটছে তাতে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। 556 01:16:18,857 --> 01:16:22,458 কিছু রাজনৈতিক দলও এটায় সমর্থন জানিয়েছে। 557 01:16:23,307 --> 01:16:26,400 এটাকে কেবল গনতন্ত্রের ব্যর্থতা হিসেবে গণ্য করতে পারি। 558 01:16:26,526 --> 01:16:29,634 কোর্ট 'মাসিক'কে অপবিত্র নয় হিসেবে বিবৃত দেওয়ার সময়.. 559 01:16:29,659 --> 01:16:32,997 কিছু লোক এতে সমর্থন দিচ্ছিল। 560 01:16:35,646 --> 01:16:37,650 তোমার ব্যবহৃত সকল জিনিস 561 01:16:37,674 --> 01:16:39,575 মাদুরটাসহ নদীর পানিতে ধুয়ে নাও। 562 01:16:39,822 --> 01:16:43,083 অন্যসব কাপড় থেকে ধোয়া কাপড়গুলো আলাদা রেখো। 563 01:16:43,622 --> 01:16:47,130 স্যানেটারি প্যাডগুলো পুড়ে ফেলো। যেখানে-সেখানে ফেলে দিও না। 564 01:16:47,490 --> 01:16:49,471 সর্পদেবীর ক্রোধের শিকার হয়ো না। 565 01:16:49,510 --> 01:16:54,286 সাতদিন পর, ব্যবহৃত জিনিসগুলো গঙ্গার জলে পবিত্র করে নিবে। 566 01:16:54,465 --> 01:16:55,955 ভেবো না যে, ফিরে আসা সর্বগ্রাসীরা 567 01:16:55,979 --> 01:16:58,044 দেবীর ক্রোধ থেকে রেহাই পাবে। 568 01:17:25,261 --> 01:17:26,635 কী করছো? 569 01:17:27,857 --> 01:17:30,513 তুমি কি জানো না, এসময় পবিত্র তুলসির গাছ স্পর্শ করা উচিত নয়। 570 01:17:30,607 --> 01:17:32,083 কিন্তু আমার ঠান্ডা লেগেছে। 571 01:17:32,880 --> 01:17:34,607 ভগবান রক্ষা করো। 572 01:17:56,028 --> 01:18:00,003 দিদি, আমাকে ৫০০ টাকা ধার দিতে পারবেন? 573 01:18:00,534 --> 01:18:03,396 আমি এখানকার কিছুই স্পর্শ করতে পারবো না। 574 01:18:03,818 --> 01:18:05,974 টেবিলের ড্রয়ারে রাখা ব্যাগ থেকে নিতে পারো। 575 01:18:05,998 --> 01:18:07,353 576 01:18:08,595 --> 01:18:11,091 আচ্ছা। এখন কেমন আছেন? 577 01:18:11,302 --> 01:18:13,231 ভালো আছি। 578 01:18:13,661 --> 01:18:15,466 তোমার যা লাগে নাও। 579 01:18:16,278 --> 01:18:17,278 আচ্ছা। 580 01:18:40,566 --> 01:18:43,042 জনসম্মুখে তোমার প্যান্টি ঝুলিয়ে রেখেছো কেন? 581 01:18:43,730 --> 01:18:45,347 ওগুলো শুকাতে দিয়েছি ... 582 01:18:46,490 --> 01:18:48,771 পিছনের উঠোনে শুকাতে দিতে পারো না? 583 01:18:49,341 --> 01:18:51,490 ভালোভাবে না শুকাইলে অস্বাস্থ্যকর হয়ে যাবে না? 584 01:18:51,786 --> 01:18:53,630 ওহ... কী বাচনভঙ্গি! 585 01:19:08,268 --> 01:19:11,083 দুধটা ওখানে রেখে দরজাটা বন্ধ করে দিও। 586 01:19:11,108 --> 01:19:12,108 - আচ্ছা। - যাও। 587 01:19:17,220 --> 01:19:18,446 দিদি.. 588 01:19:19,775 --> 01:19:21,126 দিদি.. 589 01:19:21,634 --> 01:19:22,704 কী? 590 01:19:23,087 --> 01:19:24,173 কোথায় তুমি? 591 01:19:24,525 --> 01:19:25,997 এখানে আছি। 592 01:19:26,904 --> 01:19:28,899 তোমাকে দেখাতে একটা জিনিস নিয়ে এসেছি। 593 01:19:28,923 --> 01:19:29,833 কী? 594 01:19:30,107 --> 01:19:32,380 আমি তীর্থযাত্রার জন্য মাদুলি পড়েছি। আমি এখন একজন ধর্মচারী। 595 01:19:33,841 --> 01:19:35,536 ওহ, এখানে এসো না। 596 01:19:35,615 --> 01:19:37,982 - কেন যাবো না? - এসো না! 597 01:19:50,676 --> 01:19:53,099 তুমি আমাকে আসতে মানা করলে কেন? 598 01:19:54,123 --> 01:19:56,443 তোমাকে একটা জিনিস দেওয়ার জন্য এসেছি। 599 01:19:58,217 --> 01:19:59,396 তোমার ভালো লাগে? 600 01:20:05,145 --> 01:20:06,239 এখন যাও। 601 01:20:06,411 --> 01:20:07,606 পরে দেখা হবে। 602 01:20:25,174 --> 01:20:29,108 [ভক্তিমূলক গান চলছে..] 603 01:20:29,209 --> 01:20:32,888 604 01:20:40,790 --> 01:20:44,661 605 01:20:44,763 --> 01:20:48,396 606 01:21:20,471 --> 01:21:21,534 উঃ 607 01:21:22,885 --> 01:21:24,010 ওগো 608 01:21:26,245 --> 01:21:27,295 দূর হও! 609 01:21:28,299 --> 01:21:30,979 জানো না, এসময় তীর্থযাত্রীদের ছোঁয়া যাবে না? 610 01:21:34,279 --> 01:21:36,108 ভগবান রক্ষা করুন! 611 01:22:07,405 --> 01:22:10,204 ঋতুমতী নারীর ছোঁয়ায় অপবিত্র হলে 612 01:22:10,228 --> 01:22:13,107 তোমাকে টাটকা গরুর গোবর খেতে হবে। 613 01:22:13,521 --> 01:22:17,325 নয়তো, গোমূত্র পান করে নিজেকে পবিত্র করতে হবে। 614 01:22:17,381 --> 01:22:18,708 যা হওয়ার হয়ে গেছে। 615 01:22:19,326 --> 01:22:21,142 এত অস্থির হয়ে যেও না। 616 01:22:21,166 --> 01:22:22,599 শুধু নদীতে স্নান করে নাও... 617 01:22:35,707 --> 01:22:38,589 সুপ্রিম কোর্টের এই আদেশটিকে কেবল.. 618 01:22:38,614 --> 01:22:41,708 মহিলাদের মন্দির প্রবেশের বিষয় হিসাবে দেখা উচিত নয়। 619 01:22:42,068 --> 01:22:44,560 এটা আমাদের স্বাধীনতার ঘোষণা। 620 01:22:44,896 --> 01:22:48,279 ঘোষণা দেয়- আমরা কারো দাসী নয়। 621 01:22:48,615 --> 01:22:56,232 তারা আশা করেছিল, তারা নারীদের সারাজীবন সংসার আর রান্নাঘরে শিকলে আবদ্ধ রাখতে পারবে। 622 01:22:52,302 --> 01:22:56,981 623 01:23:19,934 --> 01:23:22,587 আমি আজ দরকারি কাজে বাইরে যাচ্ছি। 624 01:23:22,805 --> 01:23:25,126 কালকে সপ্তম দিন। নিজেকে পরিশুদ্ধ করে রান্নাঘরে ঢুকতে পারবে। 625 01:23:25,595 --> 01:23:28,091 দেখেশুনে সবকিছু করো। আসি, তাহলে। 626 01:23:45,123 --> 01:23:47,303 নারীবাদী মাগী, বের হয়ে আয়! 627 01:23:47,764 --> 01:23:50,199 ও এখনো আসল পুরুষ না দেখার কারণেই এমন করেছে। 628 01:23:50,223 --> 01:23:51,896 বের হয়ে আসলে, আমি তাকে দেখাবো। 629 01:23:52,240 --> 01:23:53,373 বের হয়ে আয়... 630 01:23:54,602 --> 01:23:55,838 কিছু হয়নি। ভয় পেয়ো না। 631 01:23:56,157 --> 01:23:58,143 বের হয়ে আয়। তোকে মজা দেখাবো। 632 01:23:58,573 --> 01:24:00,918 ফেসবুকেই শুধু ভাব দেখাতে জানিস নাকি? 633 01:24:00,942 --> 01:24:01,908 বেরিয়ে আয়! 634 01:24:02,026 --> 01:24:03,026 জ্বালায় দে। 635 01:24:19,185 --> 01:24:22,044 এটা তার ফোন থেকে ডিলিট করে দিতে বল। 636 01:24:23,992 --> 01:24:27,265 তার ব্যবহার কি সুশিক্ষিত নারীর সাথে মানানসই? 637 01:24:28,219 --> 01:24:31,032 কিছুসময় আপনি কি স্থানীয় সম্প্রদায় সভার সভাপতি ছিলেন না? 638 01:24:29,377 --> 01:24:31,327 639 01:24:31,352 --> 01:24:33,857 আমরা নিজেরাই এমন অন্যায় করছি, এটা কি অপমানজনক নয়? 640 01:24:34,266 --> 01:24:36,982 ভিডিয়োর কমেন্টের গালাগালিগুলো দেখেছো? 641 01:24:37,810 --> 01:24:39,916 এটা আমাদের সকলের জন্য লজ্জাজনক। 642 01:24:39,940 --> 01:24:41,841 এজন্য এবার আমরা নিজেরাই এসেছি। 643 01:24:44,768 --> 01:24:45,983 চিন্তা করবেন না। 644 01:24:46,007 --> 01:24:47,466 সে ডিলিট করে দিবে। 645 01:24:47,599 --> 01:24:50,145 - হুম, এতেই হবে। - হ্যাঁ, এতেই হবে। 646 01:24:50,372 --> 01:24:52,857 আসি তাহলে। 647 01:24:53,630 --> 01:24:54,764 সকালে দেখা হবে। 648 01:25:22,531 --> 01:25:25,014 ফেসবুকে শেয়ার করা ভিডিয়োটা ডিলিট করে দাও। 649 01:25:26,751 --> 01:25:29,404 আমার কাছে ঠিক মনে হয়েছিল তাই আমি শেয়ার করেছিলাম। 650 01:25:29,428 --> 01:25:30,958 আমি ডিলিট করবো না। 651 01:25:32,791 --> 01:25:34,943 আমি ডিলিট করতে বলছি। 652 01:25:35,810 --> 01:25:38,169 আমি শেয়ার করেছি তাতে তোমার কী আসে যায়? 653 01:25:40,391 --> 01:25:42,125 আমি ভিতরে আসলে... 654 01:25:42,172 --> 01:25:44,430 তুমি পারলে আসো... 655 01:25:45,078 --> 01:25:47,117 তুমি আমার দিকে তাকাতে পারবে? আমাকে ছুঁতে পারবে? 656 01:25:49,552 --> 01:25:51,299 তুমি আমার কিছুই করতে পারবে না। 657 01:26:12,975 --> 01:26:14,737 এই বাসায় থাকতে চাইলে 658 01:26:14,761 --> 01:26:16,334 আমাদের কথা মেনে চলতে হবে। 659 01:27:39,773 --> 01:27:40,844 খুকি... 660 01:27:41,398 --> 01:27:43,828 - দরজাটা বন্ধ করে দিবে? - আচ্ছা দিচ্ছি। 661 01:27:44,850 --> 01:27:46,122 বাইরে থেকে খিল দিও। 662 01:27:49,560 --> 01:27:52,677 মা... আটজনের জন্য চা বানাও। 663 01:27:54,444 --> 01:27:59,170 [ মন্ত্রপাঠ চলছে...] 664 01:28:08,663 --> 01:28:15,979 665 01:28:19,980 --> 01:28:24,254 666 01:28:37,221 --> 01:28:39,869 কতকক্ষণ ধরে আমরা চা চাচ্ছি। 667 01:28:41,971 --> 01:28:42,971 চা বানিয়েছো? 668 01:28:45,865 --> 01:28:46,928 এখনি নিয়ে যাচ্ছি। 669 01:28:51,552 --> 01:28:52,685 তাড়াতাড়ি। 670 01:30:13,721 --> 01:30:14,783 এই... 671 01:31:38,296 --> 01:31:42,413 672 01:31:44,024 --> 01:31:51,388 ধর্মীয় প্রথা সংরক্ষণের জন্য আন্দোলন 673 01:31:55,972 --> 01:31:58,256 এমন একটা তুচ্ছ ব্যাপারের জন্য সেখান থেকে চলে এলি? 674 01:31:59,517 --> 01:32:01,443 আয়, আমি তোকে রেখে আসি। 675 01:32:02,720 --> 01:32:04,700 ক্ষমা চেয়ে ওই বাসায় ফিরে যা। 676 01:32:06,084 --> 01:32:07,384 আমি কোথাও যাচ্ছি না। 677 01:32:08,365 --> 01:32:11,155 - তাহলে তুই কী মনস্থ করেছিস? - দিদি, তুমি কখন এলে? 678 01:32:13,544 --> 01:32:15,252 মা, আমাকে একটু পানি দাও। 679 01:32:15,276 --> 01:32:17,013 তাকে একটু পানি এনে দে। 680 01:32:17,342 --> 01:32:18,435 ওখানে বসে থাক! 681 01:32:19,294 --> 01:32:21,177 তুই নিজে গিয়ে কেন পানি নিতে পারবি না? 682 01:33:43,794 --> 01:33:45,642 তোমার রাজকীয় ঘোষণায়, 683 01:33:45,666 --> 01:33:48,988 তুমি সাম্রাজ্য, যুদ্ধ, রক্ত পেতে পারো। 684 01:33:49,715 --> 01:33:55,050 কিন্তু আমাদের জন্য, শুধু ভালোবাসা, ত্যাগ, ধৈর্য রেখে গেছো। 685 01:33:52,769 --> 01:33:55,911 686 01:33:56,451 --> 01:33:59,246 তোমার ঘোষণায় বহুকাল কারারুদ্ধ রাখা 687 01:33:59,270 --> 01:34:01,575 নারীদের মতো আমি নই। 688 01:34:01,930 --> 01:34:06,044 আমি তোমার কষ্টের আঘাতে জ্বলে ওঠা 689 01:34:06,396 --> 01:34:07,482 আগুনের শিখা। 690 01:34:16,943 --> 01:34:19,482 - শুভ সকাল! - শুভ সকাল, ম্যাম! 691 01:34:19,888 --> 01:34:21,740 সবাই প্রস্তুত আছো তো? 692 01:34:22,240 --> 01:34:27,200 কারো কাছে কস্টিউম কিংবা অলংকার অস্বস্তিকর লাগলে, আমাকে বলতে পারো। 693 01:34:27,560 --> 01:34:30,122 - চূড়ান্ত রিহার্সালের জন্য প্রস্তুত তো? - হ্যাঁ। 694 01:34:35,244 --> 01:34:38,587 আমার জীবনটা এখন পর্যন্ত আসলে একটা রিহার্সাল ছিল। 695 01:34:39,971 --> 01:34:44,197 এখন থেকে আমাদের জীবনে ওইসব ভুল সংশোধিত হবে। 696 01:34:44,471 --> 01:34:45,604 তাই না? 697 01:34:50,463 --> 01:34:51,879 চা টা দারুণ হয়েছে। 698 01:34:53,816 --> 01:34:55,426 আমি স্নান করে আসছি। 699 01:35:27,977 --> 01:36:27,442 সাবটাইটেলটি ভালো লাগলে সাবসিনে রেটিং দিতে ভুলবেন না। উৎসাহিত করার জন্য, ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ।। ❤️ 700 01:36:30,466 --> 01:37:10,104 নারীদের প্রতি সম্মান জানিয়ে এই সাবটাইটেলটি উৎসর্গ করলাম। 701 01:37:15,237 --> 01:38:20,732 অনুবাদ ও সম্পাদনায়ঃ এফ জে নয়ন 702 01:38:25,732 --> 01:40:50,732 দেশি-বিদেশি যেকোনো মুভি কিংবা সিরিজের বাংলা সাবটাইটেলের জন্য ভিজিট করুনঃ Bsubtune.xyz