1 00:00:30,590 --> 00:00:32,290 সচিব সাব, চা খাবেন? 2 00:00:35,230 --> 00:00:36,160 না। 3 00:00:36,610 --> 00:00:38,140 তাহলে বিয়ার? 4 00:00:46,400 --> 00:00:48,680 স্যার, পরীক্ষা শেষ হয়েছে দুই মাস হলো। 5 00:00:48,800 --> 00:00:51,010 এভাবে কতদিন শোক পালন করবেন? 6 00:00:51,130 --> 00:00:53,870 বই নিয়ে আবার প্রস্ততি শুরু করুন। 7 00:00:54,360 --> 00:00:56,110 আমি গ্যারান্টি দিয়ে বলছি, এবার হয়ে যাবে। 8 00:00:56,950 --> 00:00:57,950 হয়ে যাবে? 9 00:00:59,600 --> 00:01:00,540 হয়ে যাবে? 10 00:01:01,610 --> 00:01:04,520 সুযোগ পেতে হলে ৯৯% মার্ক পেতে হবে। 11 00:01:04,900 --> 00:01:08,560 যদি ৯০% ও পেতাম, তবে আশা থাকতো আগামীবার মেহনত করলে হবে। 12 00:01:09,060 --> 00:01:10,110 আমার স্কোর কতো ছিল? 13 00:01:10,540 --> 00:01:11,990 ৮২% । 14 00:01:12,900 --> 00:01:16,070 এই জীবনে ৮২ থেকে ৯৯ তে পৌঁছানো অসম্ভব। 15 00:01:17,110 --> 00:01:18,560 কারন আমি একটা গাধা, 16 00:01:18,940 --> 00:01:20,470 আমার মাথা আরও বড় গাধা। 17 00:01:21,320 --> 00:01:23,050 এই এই জনমে CAT পাশ করা অসম্ভব। 18 00:01:23,300 --> 00:01:26,240 আমাকে আজীবন, এই কেরানী কাজ করে যেতে হবে। 19 00:01:27,020 --> 00:01:30,410 কারন আমার কপালে লেখা আছে অভিষেক ত্রিপাঠি, পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম+ পোস্ট ফুলেরা। 20 00:01:33,220 --> 00:01:34,990 ২৬ জানুয়ারি ব্যানার লাগাতে হবে, 21 00:01:35,110 --> 00:01:36,550 এটাই কাজ। 22 00:01:36,740 --> 00:01:38,550 চলো ব্যানার লাগাই, আজীবন এই কাজ করতে হবে। 23 00:01:39,810 --> 00:01:40,570 আমি লাগাবো নে। 24 00:01:40,590 --> 00:01:42,440 ব্যানার নিয়ে আসো। 25 00:01:57,250 --> 00:01:58,580 সরি, মাথা গরম ছিল। 26 00:01:59,150 --> 00:02:00,750 স্যার, ঠিক আছে। 27 00:02:01,030 --> 00:02:04,140 দুই মাসের জমানো ক্ষোভ, 28 00:02:04,260 --> 00:02:05,490 ছেড়ে ফেলায় ঠিক আছে। 29 00:02:05,910 --> 00:02:08,070 এখন বেশ হালকা লাগবে। 30 00:02:13,710 --> 00:02:14,990 প্রনাম, প্রধানজী। 31 00:02:15,110 --> 00:02:16,060 প্রনাম। 32 00:02:16,300 --> 00:02:17,590 ব্যানারটা খুবই সুন্দর লাগছে। 33 00:02:18,120 --> 00:02:20,740 এখান থেকে ততো ক্লিয়ার দেখাচ্ছে না। 34 00:02:20,860 --> 00:02:24,030 আরে তুমি চিল নাকি, এতদূর থেকে দেখতে পাবে। 35 00:02:25,010 --> 00:02:27,500 প্রধানজী, আপনার ছবি এতো বড়। 36 00:02:27,620 --> 00:02:28,960 আসতে যেতে সবাই দেখতে পাবে। 37 00:02:29,080 --> 00:02:31,640 কিন্তু আমারটা এতো ছোট, লোকজন দেখতে পাবে না। 38 00:02:32,040 --> 00:02:33,030 - ছোট লাগছে? - হ্যা। 39 00:02:33,150 --> 00:02:34,430 সহজে দেখতে পাবে না? 40 00:02:34,550 --> 00:02:36,040 তুমিও না, প্রহ্লাদ। 41 00:02:36,370 --> 00:02:37,810 - বিকাশ, - হ্যা। 42 00:02:37,930 --> 00:02:39,570 আর কোন ব্যানার আছে? 43 00:02:39,870 --> 00:02:41,040 ভেতরে আরেকটা আছে। 44 00:02:41,160 --> 00:02:43,290 এই খেজুর গাছে একটা লাগিয়ে দে। 45 00:02:44,230 --> 00:02:45,030 ঠিক আছে, প্রধানজী। 46 00:02:45,150 --> 00:02:46,380 ঠিক এখানেই লাগাবি। 47 00:02:46,500 --> 00:02:47,820 - ঠিক আছে, - ঠিক আছে। 48 00:02:49,070 --> 00:02:50,090 চলো, 49 00:02:50,210 --> 00:02:52,330 আমি আসার আগেই লাগানো চাই। 50 00:02:52,450 --> 00:02:54,440 - ঠিক আছে, প্রধানজী। - হ্যা, চলো। 51 00:03:03,730 --> 00:03:05,020 এরা কোথায় যাচ্ছে? 52 00:03:05,420 --> 00:03:07,740 ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন দিবস না! 53 00:03:08,290 --> 00:03:11,180 ফাকুলি বাজারে নতুন জামা কাপড় কিনতে যাচ্ছে। 54 00:03:12,230 --> 00:03:13,800 মঞ্জু দেবী পতাকাও উত্তোলন করেন না? 55 00:03:13,920 --> 00:03:14,720 না। 56 00:03:15,140 --> 00:03:16,760 পতাকা তো প্রধানজী উত্তোলন করেন। 57 00:03:16,990 --> 00:03:18,720 যেমনটা ১৫ আগস্ট করেন। 58 00:03:19,110 --> 00:03:21,700 গতবার তো আপনি ছুটিতে ছিলেন। 59 00:03:21,950 --> 00:03:24,870 যদি এখানে থাকতেন, তবে তো দেখতেন কে পতাকা উত্তোলন করে। 60 00:03:25,320 --> 00:03:27,070 পতাকা তো মঞ্জু দেবীর উঠানোর কথা, 61 00:03:27,190 --> 00:03:28,490 অফিসিয়ালি তিনিই তো প্রধান। 62 00:03:28,770 --> 00:03:30,520 পতাকা তো তারই উঠানো উচিত, 63 00:03:30,990 --> 00:03:32,840 কিন্তু তিনি এসব বিষয়ে মাথা ঘামান না। 64 00:03:34,170 --> 00:03:36,850 আচ্ছা সিসি রোডের কাগজে, মঞ্জু দেবীর টিপসই নিয়েছ? 65 00:03:41,810 --> 00:03:43,530 নিয়ে আসো, আমিই করছি। 66 00:04:01,660 --> 00:04:03,750 না পড়ে টিপসই দিচ্ছি, 67 00:04:03,870 --> 00:04:05,260 তোমাকে ভরসা করে। 68 00:04:06,050 --> 00:04:07,070 হ্যা বলো, 69 00:04:14,400 --> 00:04:15,270 হয়ে গেছে। 70 00:04:21,850 --> 00:04:24,000 শুনলাম পরীক্ষায় নাকি ফেইল করেছো। 71 00:04:27,730 --> 00:04:29,020 আসলে ফেইল না, 72 00:04:29,140 --> 00:04:30,470 শুধু নাম্বার কম এসেছে। 73 00:04:31,060 --> 00:04:35,200 মানে যেখানে ভর্তি হতে চেয়েছ, সেখানে সুযোগ পাও নাই। 74 00:04:36,530 --> 00:04:37,390 না.. 75 00:04:37,820 --> 00:04:39,280 তাহলে তো ফেইল। 76 00:04:44,870 --> 00:04:46,170 মন খারাপ করো না, 77 00:04:47,840 --> 00:04:49,710 প্রত্যেকের নিজস্ব ক্ষমতা থাকে। 78 00:04:50,040 --> 00:04:52,960 কেউ কালেক্টর হবে তো কেউ ক্লার্ক হবে। 79 00:05:00,920 --> 00:05:03,510 শুনলাম আপনি নাকি ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন করে না। 80 00:05:03,720 --> 00:05:06,480 না, এই কাজ রিংকির বাবা করেন। 81 00:05:07,940 --> 00:05:10,560 পাশের গ্রাম গোপালপুরেও তো মহিলা প্রধানই। 82 00:05:11,220 --> 00:05:12,470 আর তিনিই পতাকা উঠান। 83 00:05:14,600 --> 00:05:17,040 হ্যা, তিনি নাকি অফিসও করেন। 84 00:05:17,400 --> 00:05:19,070 সব কাজ দেখভাল করেন। 85 00:05:19,890 --> 00:05:22,770 এমনকি কাগজপত্রে সই করেন। 86 00:05:24,670 --> 00:05:26,770 আসলে সবারই নিজস্ব ক্ষমতা থাকে। 87 00:05:27,680 --> 00:05:30,450 এখানটা বাদ পড়েছে, এখানে টিপসই দিন। 88 00:05:51,260 --> 00:05:52,860 প্রধানজী বাড়িতে আছেন? 89 00:05:55,140 --> 00:05:56,040 হ্যা, বলুন? 90 00:05:56,380 --> 00:05:57,280 প্রধানজী নেই? 91 00:05:57,400 --> 00:05:59,280 আমিই প্রধান, বলুন কি কাজ? 92 00:05:59,750 --> 00:06:01,440 আমি পরে আসবো? 93 00:06:05,560 --> 00:06:07,210 আমি প্রধানের মতো দেখতে নই? 94 00:06:10,670 --> 00:07:12,960 অনুবাদ ও সম্পাদনাঃ সিজান_সৈকত 95 00:07:17,930 --> 00:07:19,310 এবার ছবি দেখছো? 96 00:07:19,950 --> 00:07:25,330 প্রধানজী, আমার মনেহয় এই ব্যানার মেইন রোডে লাগালে। 97 00:07:25,910 --> 00:07:29,060 বাইরের লোকও দেখতে পাবে, আমাদের সম্মানও বৃদ্ধি পাবে। 98 00:07:29,450 --> 00:07:32,220 তোমার মাথায় সবসময় এমন দুষ্টু চিন্তা আসে। 99 00:07:32,340 --> 00:07:36,200 প্রধানজী, আমাদের ব্যানার কখনো মেইন রোডে লাগানো হয়নি। 100 00:07:36,320 --> 00:07:37,290 মেইন রোডে। 101 00:07:37,510 --> 00:07:38,350 ভগবানের কসম। 102 00:07:38,470 --> 00:07:41,050 কখনো লাগাইনি, তাহলে লাগিয়ে দাও। 103 00:07:41,760 --> 00:07:43,220 বিকাশ। 104 00:07:43,240 --> 00:07:44,270 জী, প্রধানজী। 105 00:07:44,950 --> 00:07:46,350 কোথায় মরছিস? 106 00:07:47,040 --> 00:07:47,830 হ্যা। 107 00:07:49,170 --> 00:07:52,540 ব্যানারটা নিয়ে মেইন রোডে যা, আর সুন্দর জায়গা দেখে লাগিয়ে দে। 108 00:07:52,820 --> 00:07:53,790 জী, প্রধানজী। 109 00:07:53,910 --> 00:07:54,870 এবার খুশী? 110 00:07:55,090 --> 00:07:56,920 হ্যা, এবার তো মেইন রোডে। 111 00:07:57,040 --> 00:07:59,390 এরপর বলবে, আমার বুকে লাগিয়ে দিতে। 112 00:08:00,080 --> 00:08:02,890 প্রধানজী, রাজনীতিতে এসব কাজ গুরুত্বপূর্ণ। 113 00:08:03,010 --> 00:08:04,920 লোকজন দেখলেই জানতে পারবে। 114 00:08:26,830 --> 00:08:27,810 কেমন লাগছে? 115 00:08:28,800 --> 00:08:29,660 সুন্দর। 116 00:08:30,780 --> 00:08:33,760 বলার আগে একবার দেখো তো। 117 00:08:36,970 --> 00:08:37,760 সুন্দর। 118 00:08:38,210 --> 00:08:39,030 কি হয়েছে? 119 00:08:39,320 --> 00:08:42,220 মনেহয় তোমার জন্য একটা শাড়ি আনা উচিত ছিল । 120 00:08:42,660 --> 00:08:44,180 শাড়ি দিয়ে আমি কি করবো? 121 00:08:44,650 --> 00:08:46,470 আমি পতাকা উঠানোর কে! 122 00:08:46,590 --> 00:08:47,980 তাহলে উঠাও পতাকা। 123 00:08:48,400 --> 00:08:50,060 এটা কোন বড় ব্যাপার না। 124 00:08:50,650 --> 00:08:51,760 উঠাও। 125 00:08:52,960 --> 00:08:53,960 ঠিক আছে। 126 00:08:54,080 --> 00:08:55,010 কি? 127 00:08:55,410 --> 00:08:56,960 আমি পতাকা উঠাবো। 128 00:08:57,470 --> 00:09:00,430 আমি তো মজা করছিলাম, তুমি কিভাবে পতাকা উঠাবে? 129 00:09:00,550 --> 00:09:02,860 কেন পারবো না? আমিই তো প্রধান। 130 00:09:12,770 --> 00:09:14,470 হঠাৎ কি হলো? 131 00:09:14,890 --> 00:09:15,780 কিছু না। 132 00:09:16,470 --> 00:09:17,970 কিভাবে পতাকা উঠাবে? 133 00:09:18,090 --> 00:09:21,000 কেন? পতাকার রশি অনেক ভারি? 134 00:09:21,310 --> 00:09:23,610 সারাদিন যেভাবে ঘরের কাজ করি, সেভাবে করবো। 135 00:09:23,730 --> 00:09:25,730 আরে এটা পতাকা উঠানোর বিষয় না। 136 00:09:26,580 --> 00:09:28,110 তারপর জাতীয় সংগীত গাইতে হয়। 137 00:09:28,230 --> 00:09:29,310 গাইবো। 138 00:09:29,720 --> 00:09:32,350 বিয়েতে যেভাবে গান গাই, সেভাবে গাইবো। 139 00:09:32,640 --> 00:09:34,930 জাতীয় সংগীত কোনটা জানো? 140 00:09:35,650 --> 00:09:36,750 যাইহোক, গাইতে পারবো। 141 00:09:36,870 --> 00:09:37,940 কিভাবে গাইবে? 142 00:09:38,060 --> 00:09:39,450 মনে থাকলে তো গাইবে। 143 00:09:40,590 --> 00:09:41,770 মনে করে নিবো। 144 00:09:41,970 --> 00:09:44,770 আরে কিভাবে করবে, আর কে সাহায্য করবে? 145 00:09:45,060 --> 00:09:46,700 রিংকি নানী বাড়ি গেছে। 146 00:09:47,050 --> 00:09:50,220 আমাকে রিংকির কুণ্ডলী নিয়ে, দুই দিনের জন্য মাল্কোপুর যেতে হবে। 147 00:09:50,560 --> 00:09:51,980 পরশু সন্ধ্যা ছাড়া আসতে পারবো না। 148 00:09:52,100 --> 00:09:53,790 আর পরের দিন ২৬ জানুয়ারি। 149 00:09:54,120 --> 00:09:56,060 তোমাকে কে স্মরণ করাবে? আমি তো থাকবো না। 150 00:09:56,730 --> 00:09:58,340 তুমি মাল্কোপুর যাও। 151 00:09:58,630 --> 00:10:01,190 কিন্তু ফেরার সময়, আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবে। 152 00:10:03,880 --> 00:10:06,720 আর মনে করতে কাউকে দরকার হলে.. 153 00:10:07,740 --> 00:10:09,560 আমার নজরে একজন আছে। 154 00:10:15,420 --> 00:10:17,820 তাকে কে সাহায্য করতে পারে? 155 00:10:19,870 --> 00:10:24,010 বন্দে মাতারাম! 156 00:10:24,540 --> 00:10:28,540 বন্দে মাতারাম! 157 00:10:31,150 --> 00:10:35,360 হ্যা আপনি যে বন্দে মাতারাম গাইছেন এটা রাষ্ট্রীয় গান। 158 00:10:36,130 --> 00:10:37,530 কিন্তু জাতীয় সংগীত হল জন গন মন। 159 00:10:37,650 --> 00:10:40,530 আচ্ছা আচ্ছা, এটা তো সিনেমা হলে শুনেছি.. 160 00:10:40,650 --> 00:10:42,690 যখন রিংকির বাবার সাথে বেনারস গিয়েছিলাম। 161 00:10:42,810 --> 00:10:44,280 হ্যা, ওটাই। 162 00:10:44,400 --> 00:10:46,610 - আচ্ছা, - পতাকা উঠানোর পড়ে এটাই গাইতে হবে। 163 00:10:46,900 --> 00:10:48,140 আচ্ছা। 164 00:10:49,170 --> 00:10:50,880 আপনার কিছু মনে আছে? 165 00:10:51,000 --> 00:10:52,630 প্রথম তিন শব্দ মনে আছে। 166 00:10:52,940 --> 00:10:54,090 জন গন মন.. 167 00:10:57,670 --> 00:10:58,610 চলবে, 168 00:10:59,230 --> 00:10:59,980 শিখে যাবেন। 169 00:11:00,100 --> 00:11:01,350 আমাকে শিখিয়ে দিবে, 170 00:11:03,670 --> 00:11:04,740 আমি শিখে নিবো। 171 00:11:05,500 --> 00:11:06,470 হ্যা। 172 00:11:07,300 --> 00:11:10,270 জন গন মন আধিনায়ক হবে ভিনায়ক না। 173 00:11:10,390 --> 00:11:11,820 - আধিনায়ক। - জী। 174 00:11:12,210 --> 00:11:13,480 আবার শুরু করুন। 175 00:11:13,780 --> 00:11:16,460 সচিব সাব এতো বড় সংগীত, আমরা বসে নিবো? 176 00:11:16,800 --> 00:11:18,880 ম্যাডাম, বসে গাওয়া যাবে না। 177 00:11:18,960 --> 00:11:20,580 কিন্তু আমিতো গাইছি না, মনে করছি। 178 00:11:20,700 --> 00:11:24,300 বসে করলে হবে না, দাড়িয়ে প্রাকটিস করলেই মনে থাকবে। 179 00:11:24,420 --> 00:11:26,060 চলুন শুরু করি। 180 00:11:29,610 --> 00:11:33,380 "Jana Gana Mana Adhinayak Jaya He.." 181 00:11:34,620 --> 00:11:36,080 - ঠিক আছে? - হ্যা চালিয়ে যান। 182 00:11:36,300 --> 00:11:39,710 "Jana Gana Mana Adhinayak Jaya He.." 183 00:11:40,140 --> 00:11:41,140 আবার। 184 00:11:41,170 --> 00:11:45,600 "Jana Gana Mana Adhinayak Jaya Ho.." 185 00:11:45,740 --> 00:11:47,780 জয় হো না জয় হে। 186 00:11:49,130 --> 00:11:52,660 "Jana Gana Mana Adhinayak Jaya He.." 187 00:11:52,780 --> 00:11:53,370 আবার। 188 00:11:53,470 --> 00:11:57,480 "Jana Gana Mana Adhinayak Jaya He.." 189 00:12:01,740 --> 00:12:02,940 জী, প্রধানজী। 190 00:12:04,130 --> 00:12:06,010 না সচিব সাব এখনো আসেন নাই। 191 00:12:07,740 --> 00:12:09,690 হ্যা, তার যাওয়ার ৩-৪ ঘন্টা হয়ে গেছে। 192 00:12:10,590 --> 00:12:11,330 জী। 193 00:12:12,370 --> 00:12:14,550 আমি কিভাবে জানবো, সে মনে করতে পারছে কিনা? 194 00:12:15,400 --> 00:12:17,050 হ্যা, আসলেই তো জানতে পারবো। 195 00:12:18,490 --> 00:12:19,380 ঠিক আছে, প্রধানজী। 196 00:12:30,260 --> 00:12:34,820 পাঞ্জাবের পর সিন্ধু.. গুজরাট, মারাঠা তারপর? 197 00:12:35,090 --> 00:12:36,300 ম্যাডাম। 198 00:12:36,330 --> 00:12:40,540 Punjab, Sindh, Gujarat, Maratha, Dravida, Utkala, Banga. 199 00:12:40,570 --> 00:12:41,510 নিচে এটাই তো শিখালাম। 200 00:13:13,740 --> 00:13:17,240 "Jaya He. Jaya He. Jaya He." 201 00:13:17,380 --> 00:13:20,150 "Jaya Jaya Jaya Jaya He" 202 00:13:20,170 --> 00:13:21,680 তিনবার জয় হে.. 203 00:13:21,800 --> 00:13:23,920 তারপর চারবার জয় এবং শেষে হে। 204 00:13:24,290 --> 00:13:25,460 বুঝতে পেরেছেন? আবার শুরু করুন। 205 00:13:25,580 --> 00:13:26,990 করুন। 206 00:13:30,980 --> 00:13:31,520 বলুন। 207 00:13:31,640 --> 00:13:33,950 "Jana Gana Mana Vinayak Jaya He.." 208 00:13:34,070 --> 00:13:35,160 কি বলছেন.. 209 00:13:35,280 --> 00:13:36,380 আবারও একই ভুল করছেন। 210 00:13:36,500 --> 00:13:38,730 আধিনায়ক হবে ভিনায়ক না, কতবার বলেছি, ম্যাডাম। 211 00:13:38,850 --> 00:13:41,420 ম্যাডাম পচিশবার এই কাজ করেছি। 212 00:13:41,540 --> 00:13:42,940 চার ঘণ্টা ধরে এই কাজই করছি। 213 00:13:43,060 --> 00:13:44,840 ভিনায়ক না, আধিনায়ক জয় হে হবে। 214 00:13:45,410 --> 00:13:47,670 পচিশ বার তো আমিই বলে দিয়েছি। 215 00:13:56,470 --> 00:14:00,760 দেখুন ম্যাডাম, আমার পক্ষে যতটুকু সম্ভব করেছি। 216 00:14:00,880 --> 00:14:02,900 আপনি দেখুন কিভাবে করবেন, আমি যাচ্ছি। 217 00:14:03,020 --> 00:14:04,000 সচিব সাব। 218 00:14:04,510 --> 00:14:07,360 তুমি চলে গেলে, আমাকে কে মনে করাবে? 219 00:14:12,230 --> 00:14:13,390 এটা দেখুন। 220 00:14:13,970 --> 00:14:16,710 এখানে চাপ দিলে শুরু হবে। 221 00:14:16,830 --> 00:14:18,770 আবার চাপ দিলে বন্ধ হয়ে যাবে। 222 00:14:19,070 --> 00:14:20,080 ঠিক আছে। 223 00:14:20,320 --> 00:14:21,930 কাল পর্যন্ত সময় আছে। 224 00:14:22,180 --> 00:14:23,850 যতক্ষন সম্ভব শুনবেন। 225 00:14:25,300 --> 00:14:27,270 হয়তো কিছু মনে থাকবে। 226 00:14:28,130 --> 00:14:29,460 আমি এখন যাচ্ছি? 227 00:14:30,520 --> 00:14:32,060 সচিব সাব.. 228 00:14:32,440 --> 00:14:34,710 শোনার সময়েও কি দাড়াতে হবে? 229 00:14:36,520 --> 00:14:37,650 হয়তো? 230 00:14:39,720 --> 00:14:40,730 চেষ্টা করুন। 231 00:14:53,190 --> 00:14:57,300 "Jana Gana Mana Adhinayak Jaya He.." 232 00:14:57,640 --> 00:15:01,210 "Jana Gana Mana Adhinayak Jaya He.." 233 00:15:04,160 --> 00:15:05,400 রিংকির মা। 234 00:15:08,500 --> 00:15:10,100 রিংকির মা। 235 00:15:10,570 --> 00:15:11,640 আরে শুনছো তো? 236 00:15:15,590 --> 00:15:17,610 সব ঠিক আছে? 237 00:15:21,360 --> 00:15:22,470 এই নাও, 238 00:15:54,820 --> 00:15:56,980 তোমার শাড়ি। 239 00:16:08,260 --> 00:16:10,300 জন গন মন শেখা হয়েছে? 240 00:16:11,520 --> 00:16:13,210 পুরোটা শেখা হয়েছে? 241 00:16:16,940 --> 00:16:17,840 এ কি? 242 00:16:17,960 --> 00:16:20,300 কালকে পড়লে, বাক্সে রাখছো কেন? 243 00:16:21,260 --> 00:16:22,210 কি.. 244 00:16:26,120 --> 00:16:27,800 মনেই থাকছে না। 245 00:16:29,660 --> 00:16:30,760 কি হয়েছে? 246 00:16:31,920 --> 00:16:33,790 মিথ্যা সহানুভূতি দেখাতে হবে না। 247 00:16:34,000 --> 00:16:35,720 মনে মনে তো খুশীই হয়েছ। 248 00:16:35,840 --> 00:16:37,130 যাও পতাকা উঠাও। 249 00:16:37,250 --> 00:16:38,460 আরে সেটা না। 250 00:16:38,580 --> 00:16:40,840 তাহলে যতটুকু মনে আছে ততটুকুই গাইবো। 251 00:16:40,960 --> 00:16:43,410 আরে না, উল্টাপাল্টা গাইলে.. 252 00:16:43,530 --> 00:16:45,760 কেউ ভিডিও করে, ইন্টারনেটে ভাইরাল করে দিবে। 253 00:16:45,880 --> 00:16:47,630 - কি করবে? - ভাইরাল। 254 00:16:53,550 --> 00:16:54,320 এটা কি? 255 00:16:54,440 --> 00:16:56,630 মোবাইলের স্ক্রিন ভাঙলে কিভাবে? 256 00:16:57,170 --> 00:16:58,770 মনে না থাকায় আছাড় দিয়েছি। 257 00:16:58,990 --> 00:16:59,950 আছাড় দিয়েছ। 258 00:17:00,070 --> 00:17:01,790 - সচিব সাব, - জী, ম্যাডাম। 259 00:17:02,270 --> 00:17:03,370 কিছু মনে থাকছে? 260 00:17:03,490 --> 00:17:05,650 না সচিব সাব, এখন পর্যন্ত কিছুই মনে থাকছে না। 261 00:17:05,770 --> 00:17:07,210 তুমিও খুশী হয়েছ। 262 00:17:07,330 --> 00:17:09,210 না, আমিতো এমনিতেই জিজ্ঞেস করেছি। 263 00:17:09,330 --> 00:17:10,930 তাহলে কাল পতাকা উঠাবে কে? 264 00:17:11,120 --> 00:17:14,130 চিন্তা করো না, কাল প্রধানজীই পতাকা উঠাবে। 265 00:17:16,050 --> 00:17:16,550 ঠিক আছে। 266 00:17:16,670 --> 00:17:19,000 হ্যা, তোমাদের কাছে তো ঠিক থাকবেই। 267 00:17:19,120 --> 00:17:20,060 রাখি। 268 00:17:22,980 --> 00:17:25,920 একে পতাকা তো উঠাবো না, তার উপর মোবাইল আছাড় মেরেছি। 269 00:17:27,060 --> 00:17:28,840 রাতে কি খাবার বানাবো? 270 00:17:28,960 --> 00:17:31,610 যদি চাও, কাল আমার সাথে অফিসে চলো। 271 00:17:32,130 --> 00:17:33,350 না, বাদ দাও। 272 00:17:33,980 --> 00:17:35,750 তারচেয়ে বাড়িতে বসে টেলিভিশনে.. 273 00:17:35,870 --> 00:17:37,310 প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন দেখবো। 274 00:17:37,430 --> 00:17:41,860 আরে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন। 275 00:17:43,020 --> 00:17:45,640 আরে রাতে কি খাবে বলবে তো? 276 00:17:46,140 --> 00:17:48,010 সবাই জ্ঞানী হবার চেষ্টা করছে। 277 00:18:19,550 --> 00:18:20,050 চলো, 278 00:18:20,170 --> 00:18:22,600 প্রধানজী, এরকম আরেকটা আছে? 279 00:18:23,500 --> 00:18:24,580 এরকম? 280 00:18:25,120 --> 00:18:27,790 প্রহ্লাদ, তুমি একেবারে বাচ্চাদের মতো। 281 00:18:28,120 --> 00:18:29,320 আরেকট! 282 00:18:29,890 --> 00:18:30,870 এই নাও। 283 00:18:31,930 --> 00:18:32,900 দুইটা নাও। 284 00:18:33,490 --> 00:18:34,710 ডানে বামে লাগিয়ে নিবে। 285 00:18:34,830 --> 00:18:35,750 চলো যাই। 286 00:18:38,090 --> 00:18:41,170 প্রধানজী, ম্যডামকে একবার জিজ্ঞেস করুন। 287 00:18:41,770 --> 00:18:43,230 জানি সে পতাকা উঠাবে না.. 288 00:18:43,830 --> 00:18:45,110 কিন্তু তিনি যদি একবার আসতেন। 289 00:18:45,230 --> 00:18:47,760 তাকে গতকালই জিজ্ঞেস করেছি, কিন্ত সে না করে দিয়েছে। 290 00:18:47,880 --> 00:18:49,390 তুমি একবার জিজ্ঞেস করে দেখো? 291 00:18:49,510 --> 00:18:51,200 তাকে একবার জানিয়ে দেখি। 292 00:18:51,390 --> 00:18:52,560 তুমি এখানেই দাড়িয়ে থাকবে। 293 00:18:53,480 --> 00:18:55,040 মনেহয় অতিরিক্ত দুইটা নিয়েছি। 294 00:18:56,010 --> 00:18:57,050 স্বাগতম, প্রধানজী। 295 00:19:18,090 --> 00:19:19,490 ড্রাইভার, গাড়ি থামাও। 296 00:19:21,570 --> 00:19:22,590 গাড়ি পেছনে নাও। 297 00:19:36,390 --> 00:19:37,740 গাড়ি গ্রামের দিকে ঘুরাও। 298 00:19:37,760 --> 00:19:38,500 গাড়ি ঘুরাও। 299 00:20:00,380 --> 00:20:02,040 তার জন্য অপেক্ষা করছ কেন? 300 00:20:03,550 --> 00:20:04,780 আরেকটু অপেক্ষা করুন। 301 00:20:05,210 --> 00:20:06,670 ফোনে কি বলেছে? 302 00:20:07,710 --> 00:20:08,600 বললো, দেখছি। 303 00:20:08,720 --> 00:20:12,340 আরে তার দেখার অপেক্ষায় থাকলে তো সময় চলে যাবে। 304 00:20:12,460 --> 00:20:14,640 - চলো, - চলুন পতাকা উঠাই। 305 00:20:17,000 --> 00:20:18,500 সবাই সাবধান। 306 00:21:12,470 --> 00:21:15,970 তো আপনিই প্রধান স্বামী ব্রীজ ভূষণ দুবে। 307 00:21:20,570 --> 00:21:21,470 জী। 308 00:21:21,590 --> 00:21:25,550 আচ্ছা, কিন্তু সরকার তো এই নামে কোন পোস্ট বানায় নাই। 309 00:21:25,670 --> 00:21:27,170 হ্যা ম্যাডাম, এটা তো.. 310 00:21:27,290 --> 00:21:28,330 এরকমই.. 311 00:21:28,450 --> 00:21:29,990 মন চাইলো তো বানিয়ে নিলেন, 312 00:21:30,110 --> 00:21:32,270 মন চাইলো তো অফিসে চালালেন। 313 00:21:32,390 --> 00:21:34,780 মন চাইলো তো প্রধানের বদলে পতাকা উঠালেন। 314 00:21:35,060 --> 00:21:36,320 এখানে মজা চলছে নাকি? 315 00:21:41,600 --> 00:21:43,820 আর প্রধান মঞ্জু দেবী কোথায়? 316 00:21:44,430 --> 00:21:46,540 সে আসছে, ঘরে আছে। 317 00:21:47,840 --> 00:21:49,530 আপনি বাহিরে যান। 318 00:21:54,870 --> 00:21:55,840 আরও দূরে। 319 00:21:56,140 --> 00:21:57,960 অফিস এলাকার বাইরে যান। 320 00:21:59,150 --> 00:22:00,170 যান। 321 00:22:05,910 --> 00:22:07,570 বাউন্ডারির বাইরে যান। 322 00:22:12,320 --> 00:22:14,200 আর এখানকার পঞ্চায়েত সচিব কে? 323 00:22:14,930 --> 00:22:16,720 ম্যাডাম, আমি ডেপুটি প্রধান। 324 00:22:16,840 --> 00:22:17,960 অফিসিয়াল। 325 00:22:19,800 --> 00:22:20,720 ম্যাডাম, আমি। 326 00:22:20,840 --> 00:22:22,280 - আপনি? - জী। 327 00:22:22,460 --> 00:22:23,980 এখানে এসব কি তামাশা চলছে? 328 00:22:24,100 --> 00:22:26,430 আপনার মনে হয়নি, এসব ভুল হচ্ছে? 329 00:22:26,940 --> 00:22:30,430 সরকার প্রধান স্বামী কালচার শেষ করার চেষ্টা করছে। 330 00:22:30,630 --> 00:22:32,120 আর আপনার কাছে কিছুই মনে হয়নি? 331 00:22:32,240 --> 00:22:34,200 - ম্যাডাম, আমি কি করবো? - চুপ করুন। 332 00:22:34,720 --> 00:22:35,820 আমি কি করবো? 333 00:22:35,940 --> 00:22:37,710 অনেক কিছুই করতে পারতেন। 334 00:22:37,950 --> 00:22:39,510 অভিযোগ করেন নাই কেন.. 335 00:22:39,630 --> 00:22:41,540 মঞ্জু দেবীর জায়গায় তার স্বামী কাজ করছে। 336 00:22:43,710 --> 00:22:45,740 প্রথমে ব্যানার সরান। 337 00:22:50,740 --> 00:22:52,350 - মাধবজী, - হ্যা, ম্যাডাম। 338 00:22:52,600 --> 00:22:54,660 তার নাম নোট করুন, তাকে সাসপেন্ড করতে হবে। 339 00:22:58,760 --> 00:22:59,950 - ম্যাডাম, সরি। - আপনার নাম বলুন। 340 00:23:02,200 --> 00:23:03,220 মঞ্জু দেবী তো আসছেন। 341 00:23:03,340 --> 00:23:04,230 নাম বলুন। 342 00:23:08,790 --> 00:23:10,010 অভিষেক ত্রিপাঠি। 343 00:23:10,280 --> 00:23:11,570 - তার নাম লিখুন, - হ্যা, ম্যাডাম। 344 00:23:11,690 --> 00:23:12,780 সরি ম্যাডাম। 345 00:23:13,560 --> 00:23:14,910 সচিব সাব। 346 00:23:15,860 --> 00:23:17,400 এখানে কি হচ্ছে? 347 00:23:29,950 --> 00:23:31,490 এখানে এসব কি হচ্ছে? 348 00:23:33,380 --> 00:23:34,750 আপনি কে? 349 00:23:37,070 --> 00:23:38,400 আপনি কে? 350 00:23:40,700 --> 00:23:43,090 আরে ডিএম ম্যাডাম। 351 00:23:43,200 --> 00:23:46,020 ডিএম ম্যাডাম, ইনি মঞ্জু দেবী আমাদের অফিসিয়াল প্রধান। 352 00:23:51,170 --> 00:23:53,250 রিংকির বাবা, তুমি ওখানে দাড়িয়ে আছো কেন? 353 00:23:53,370 --> 00:23:54,410 এদিকে আসো। 354 00:23:54,530 --> 00:23:55,940 কোন সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। 355 00:23:56,060 --> 00:23:57,720 না, এখানে আসো। 356 00:24:01,660 --> 00:24:03,410 আর সচিব সাব, আপনি এদিকে আসুন। 357 00:24:05,140 --> 00:24:06,730 ম্যাডাম, এরা কারা? 358 00:24:07,100 --> 00:24:09,580 ভেবেছি আমার একা যাওয়া উচিত নয়, তাই তাদেরকেও সাথে নিয়ে এলাম। 359 00:24:10,140 --> 00:24:12,150 তারাই আসল ওয়ার্ড মেম্বার। 360 00:24:12,270 --> 00:24:14,190 তাদের বদলে তাদের স্বামীরা অফিসে কাজ করে। 361 00:24:14,310 --> 00:24:16,160 আপনার সাথে দেখা তো হয়েছে। 362 00:24:16,280 --> 00:24:17,530 ওখানে কি চলছে? 363 00:24:19,210 --> 00:24:21,560 জনপ্রতিনিধির সাথে এভাবেই কথা বলেন? 364 00:24:24,260 --> 00:24:25,280 হ্যা, বলুন। 365 00:24:25,800 --> 00:24:27,670 প্রধানজী পতাকা উঠাচ্ছিলেন.. 366 00:24:27,880 --> 00:24:30,970 তাই ডিএম ম্যাডাম আমাকে সাসপেন্ড করছিলেন। 367 00:24:32,350 --> 00:24:33,380 দাড়াও, 368 00:24:35,830 --> 00:24:37,760 আপনি তাকে সাসপেন্ড কেন করছেন? 369 00:24:37,880 --> 00:24:39,380 কারন তার উপস্থিতিতে.. 370 00:24:39,500 --> 00:24:41,620 আপনার বদলে আপনার স্বামী পতাকা উঠাচ্ছিলেন। 371 00:24:42,720 --> 00:24:45,490 আপনাকে কে বলেছে, উনি পতাকা উঠাতে এসেছেন? 372 00:24:45,610 --> 00:24:47,390 পাতাকা তো আমি উঠাতে এসেছি। 373 00:24:47,510 --> 00:24:49,770 আচ্ছা, তাহলে আগে আসেন নাই কেন? 374 00:24:50,630 --> 00:24:53,590 মেয়ে মানুষদের রেডি হতে সময় লাগে। 375 00:24:53,710 --> 00:24:54,950 আপনি তো জানেন। 376 00:24:55,070 --> 00:24:56,840 তো প্রতিবার আপনিই পতাকা উঠান। 377 00:24:56,960 --> 00:25:00,660 হ্যা, আমিই উঠাই। আপনি তাদের জিজ্ঞেস করে দেখুন। 378 00:25:06,640 --> 00:25:08,850 তো ঠিক আছে, পতাকা উঠান। 379 00:25:09,790 --> 00:25:12,240 আপনি এখানে দাড়িয়ে দেখবেন? 380 00:25:12,420 --> 00:25:14,540 হ্যা, এখানে দাড়িয়ে দেখবো। 381 00:25:15,150 --> 00:25:16,280 আপনি শুরু করুন। 382 00:25:16,910 --> 00:25:18,230 যান, পতাকা উঠান। 383 00:25:18,350 --> 00:25:19,050 জী। 384 00:25:53,790 --> 00:25:55,150 অন্য রশি টানুন। 385 00:25:55,440 --> 00:25:56,410 অন্যটা। 386 00:26:16,060 --> 00:26:18,290 চলুন, এবার জাতীয় সংগীত গান। 387 00:26:24,000 --> 00:26:24,750 কি হয়েছে? 388 00:26:25,250 --> 00:26:26,980 আপনি তো সবসময় পতাকা উঠান? 389 00:26:27,530 --> 00:26:29,020 আপনার তো মনে থাকার কথা। 390 00:26:31,110 --> 00:26:32,630 আর কেউ গাইবেন না। 391 00:26:33,240 --> 00:26:34,360 শুধু উনি গাইবেন। 392 00:26:40,180 --> 00:26:41,530 শুরু করুন। 393 00:26:49,670 --> 00:27:01,100 [জাতীয় সংগীত] 394 00:27:01,220 --> 00:27:12,200 [জাতীয় সংগীত] 395 00:27:12,320 --> 00:27:22,290 [জাতীয় সংগীত] 396 00:27:22,410 --> 00:27:32,850 [জাতীয় সংগীত] 397 00:27:32,970 --> 00:27:43,320 [জাতীয় সংগীত] 398 00:27:43,440 --> 00:27:52,030 [জাতীয় সংগীত] 399 00:27:52,150 --> 00:27:59,330 [জাতীয় সংগীত] 400 00:28:30,520 --> 00:28:32,530 এটা হল প্রধানের স্বামীর কাজ। 401 00:28:32,650 --> 00:28:34,270 যদি তিনি কিছু না পারেন.. 402 00:28:34,390 --> 00:28:37,320 তবে আপনার কাজ হলো, ' তাকে বুঝানো, শেখানো এবং বলা। 403 00:28:37,440 --> 00:28:38,340 জী। 404 00:28:38,460 --> 00:28:41,150 এটা নয় যে, তার জায়গায় কাজ করা। 405 00:28:42,160 --> 00:28:46,100 আর হ্যা, আপনি যে কনফিডেন্স নিয়ে আমার সাথে কথা বলেছেন.. 406 00:28:46,620 --> 00:28:49,750 সেই একই কনফিডেন্স, অফিসের কাজ শেখার ব্যাপারে দেখাবেন। 407 00:28:49,870 --> 00:28:55,750 দেখুন আমিতো আপনার মতো শিক্ষিত নই, তবে চেষ্টা করবো। 408 00:28:56,060 --> 00:28:59,870 যেভাবে জন গন মন শেখার চেষ্টা করেছি। 409 00:29:02,350 --> 00:29:06,840 শুরুতে ভেবেছি, এই জনমে তো শিখতে পারবো না। 410 00:29:07,330 --> 00:29:08,810 কিন্তু চেষ্টা করেছি। 411 00:29:08,930 --> 00:29:11,770 কিন্তু এতো চেষ্টার পরেও, আপনি ঠিকভাবে শিখতে পারে নাই। 412 00:29:12,270 --> 00:29:16,710 মানে, দুই দিনে আর কতটুকু মনে রাখা যায়? 413 00:29:17,530 --> 00:29:23,060 কিন্তু আপনি আগামী ২৬ জানুয়ারি বা ১৫ আগস্ট আসলে দেখবেন.. 414 00:29:23,340 --> 00:29:26,150 আমি কতো ভালভাবে মনে রেখেছি। 415 00:29:27,070 --> 00:29:31,210 কারন আমি না হাল ছাড়বো, না মেহনত করতে ভয় পাবো! 416 00:29:32,850 --> 00:29:35,200 ম্যাডাম তাকে তো সাসপেন্ড করবেন? 417 00:29:38,630 --> 00:29:40,940 ডিএম ম্যাডাম, তাকে ছেড়ে দিন। 418 00:29:41,220 --> 00:29:44,430 কারন সে তাকে জন গন মন শেখিয়েছে। 419 00:29:44,550 --> 00:29:46,560 বেচারা খুবই ভালো ছেলে। 420 00:29:48,320 --> 00:29:50,320 - হ্যা, খুবই ভালো মানুষ। - খুবই ভালো মানুষ। 421 00:29:54,240 --> 00:29:55,300 ঠিক আছে, বাদ দিন। 422 00:30:24,750 --> 00:30:28,490 স্যার, জিলাপি ও কচুরি দিয়ে দিবো, আর সবাই তো এখানে আছে। 423 00:30:28,650 --> 00:30:30,750 আরে চল। 424 00:30:30,990 --> 00:30:33,390 প্রধানজী, বুঝতেই পারলাম না ডিএম ম্যাডাম এখানে আসলো কিভাবে! 425 00:30:34,100 --> 00:30:36,910 আরে গাড়িতে আসলো, আর কিভাবে, তুমি দেখো নাই? 426 00:31:01,420 --> 00:31:04,020 "I know I am happy." 427 00:31:05,610 --> 00:31:08,870 "I know I am happy." 428 00:31:09,680 --> 00:31:13,260 "I know I am happy." 429 00:31:26,340 --> 00:31:29,020 আগামী বছরের জন্য প্রস্ততি নেয়ার কথা ভাবছি। 430 00:31:29,140 --> 00:31:30,790 এবার তো বেশি সময় পাইনি। 431 00:31:31,400 --> 00:31:33,830 ৪-৫ মাসে আর কিরকম প্রস্ততি নেয়া যায়। 432 00:31:33,950 --> 00:31:36,890 ঠিক এটাই, দুই মাস ধরে তোকে এটাই বোঝাচ্ছি। 433 00:31:37,220 --> 00:31:38,570 কিন্তু তুই তো বুঝছিস না। 434 00:31:38,750 --> 00:31:40,560 আরে তখন মুড খারাপ ছিল। 435 00:31:40,760 --> 00:31:43,520 হঠাৎ মুড বদলালো কিভাবে? 436 00:31:44,030 --> 00:31:45,870 যেভাবেই বদলাক.. 437 00:31:45,990 --> 00:31:47,510 ভালোই হলো। 438 00:31:48,010 --> 00:31:50,750 আরে হুম হুম কি করছিস, খুশী তো হ। 439 00:31:51,010 --> 00:31:52,590 খুশী হবো কিভাবে? 440 00:31:52,780 --> 00:31:54,580 এই গ্রামে আরও এক বছর থাকতে হবে। 441 00:31:54,700 --> 00:31:57,380 সেটাই, পুরো এক বছর থাকতে হবে। 442 00:31:57,760 --> 00:32:00,190 তাহলে সময়টা উপভোগ কর, দোস্ত। 443 00:32:00,310 --> 00:32:02,140 আরে বারবার লেকচার কেন দিচ্ছিস? 444 00:32:02,540 --> 00:32:03,720 ভুল কিছু বলছি? 445 00:32:04,010 --> 00:32:06,430 সবাই তো এই এক কথাই বলে। 446 00:32:06,550 --> 00:32:08,000 যাই করো খুশী মনে করো। 447 00:32:08,120 --> 00:32:09,310 ঠিক আছে, স্যার। 448 00:32:09,590 --> 00:32:14,580 আর শোন, এমন কিছু কর যাতে গ্রামের সাথে প্রেম হয়ে যায়। 449 00:32:14,700 --> 00:32:15,940 এবার বেশি বেশি বলছিস। 450 00:32:17,070 --> 00:32:19,760 এই গ্রামের সাথে প্রেম হওয়া কঠিন। 451 00:32:23,010 --> 00:32:23,780 হ্যালো, 452 00:32:24,700 --> 00:32:26,150 অভিষেক ত্রিপাঠি? 453 00:32:27,350 --> 00:32:29,320 দেখবো, কেমন সুন্দর দেখায়! 454 00:32:30,320 --> 00:32:32,880 আসার পর থেকে, সবাই উঠার জন্য বলে আসছে। 455 00:33:16,200 --> 00:33:17,550 কি ফালতু কথা! 456 00:33:18,410 --> 00:33:20,460 কি সুন্দর দেখাচ্ছে, একই রকম তো লাগছে। 457 00:33:21,240 --> 00:33:22,550 "প্রেম হয়ে যাবে।" 458 00:33:22,700 --> 00:33:24,170 ফালতু সময় নষ্ট। 459 00:33:46,410 --> 00:33:47,620 কে ওখানে? 460 00:33:49,330 --> 00:33:50,530 আমি রিংকি। 461 00:33:51,650 --> 00:33:52,970 প্রধানজীর মেয়ে। 462 00:34:05,330 --> 00:35:40,780 অনুবাদ ও সম্পাদনাঃ সিজান_সৈকত