00:02:21,980 --> 00:02:26,990 অনুবাদ ও সম্পাদনা মোহাম্মদ ইউসুফ 2 00:00:11,400 --> 00:00:16,680 "শোনো, শোনো! যাবে আজ রাতে আমাদের সাথে? 3 00:00:16,760 --> 00:00:20,480 জঙ্গলে একটা দল যাবে ক্যাম্পিং করতে! 4 00:00:20,560 --> 00:00:25,200 তুমি আমাদের সাথে আসলে বেশ মজা হবে! 7 00:00:32,720 --> 00:00:34,480 অ্যামা লার্সিমন, 8 00:00:34,560 --> 00:00:38,080 যে নতুন অধ্যায়ের সূচনা করেছেন আপনি সেটা সত্যিই অসাধারণ! 9 00:00:38,160 --> 00:00:41,280 তবে, কারো কারো মতে আপনার বইগুলোর কাহিনী খাপছাড়া প্রকৃতির। 10 00:00:41,360 --> 00:00:42,360 তাদের ধারণা ভুল। 11 00:00:42,400 --> 00:00:45,360 দুঃখিত, লিজি লার্ক চরিত্রটি নিয়ে গত দশ বছর ধরে হরর উপন্যাস লিখেছি... 12 00:00:45,440 --> 00:00:46,640 আর, আমার মতে আমাকে... 16 00:01:01,240 --> 00:01:02,240 মা? 17 00:01:09,000 --> 00:01:10,880 মা, তুমি কি আছো এখানে? 19 00:01:12,280 --> 00:01:14,440 তোকে ধৈর্য ধরতে হবে! 20 00:01:18,040 --> 00:01:19,040 মা। 21 00:01:23,040 --> 00:01:24,760 তোর নোংরা মুখটা হাঁ কর! 22 00:01:30,440 --> 00:01:31,800 যখন কিছু চাইবি... 23 00:01:34,920 --> 00:01:35,920 তোকে শুধু এখানে... 24 00:01:36,960 --> 00:01:38,000 চলে আসতে হবে। 26 00:01:40,640 --> 00:01:41,920 মা, তুমি ঠিক আছো? 27 00:01:47,400 --> 00:01:49,280 আমার ক্যাথেরিন সোনা! 28 00:01:50,000 --> 00:01:51,240 আমি ক্যারোলিন, মা! 29 00:01:51,960 --> 00:01:52,960 সব ঠিক হয়ে যাবে! 30 00:01:53,680 --> 00:01:54,680 আমাকে... 31 00:01:56,320 --> 00:01:57,640 আমাকে শুধু... 32 00:02:01,080 --> 00:02:02,200 শুধু... 33 00:02:04,560 --> 00:02:05,560 আদেশ পালন করতে হবে। 34 00:02:08,720 --> 00:02:10,440 পেয়ে গেছি! 35 00:02:13,800 --> 00:02:14,800 এই তো এখানে! 36 00:02:16,160 --> 00:02:17,680 এটা অ্যামার জন্য! 37 00:02:31,920 --> 00:02:33,240 "লিজি চিৎকার শুরু করলো!" 38 00:02:33,920 --> 00:02:36,720 'তুমি আমার বাবা নও, তুমি ম্যারিয়ান্নে! তুমি ডাইনি! 39 00:02:36,800 --> 00:02:38,560 "যতই চেষ্টা করো, পাপের শাস্তি তুমি পাবেই!' 40 00:02:39,520 --> 00:02:41,640 সহস্র পিশাচের খিলখিল হাসিতে চার্চ গমগম করতে লাগলো। 41 00:02:42,080 --> 00:02:45,120 ফাদার মেয়েটার দিকে তাকালেন। তারপর, তার আলখেল্লা খুললেন। 42 00:02:46,120 --> 00:02:49,880 তার শরীরের বিভিন্ন অংশে পোকা কিলবিল করছিল। 43 00:02:51,120 --> 00:02:54,880 'আমি ম্যারিয়ান্নে, শয়তানের বধূ! ফাদারকে আজীবনের মতো নিজের বশে নিয়ে নিলাম!" 44 00:02:55,880 --> 00:03:00,440 লিজি আর্তচিৎকার শুরু করলো! গলায় ঝোলানো ক্রুশটাকে চেপে ধরে কায়মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করলো! 45 00:03:00,960 --> 00:03:03,360 এটা ওর লড়াই, ওর যুদ্ধ! 46 00:03:03,440 --> 00:03:08,200 ঠিক, সেই সময়টাতেই বজ্রপাতের শব্দে পুরো ধরণী কেঁপে উঠলো। 47 00:03:09,080 --> 00:03:12,120 ম্যারিয়ান্নে, সেই অতৃপ্ত ডাইনির আত্মা ফাদারের কন্ঠে চিৎকার করে বলে উঠলো... 48 00:03:12,680 --> 00:03:14,800 'তুই ভালো করেই জানিস, আমি খালি হাতে ফিরে যাবো না!' 49 00:03:15,160 --> 00:03:16,160 'কক্ষনোই না' 50 00:03:17,400 --> 00:03:25,480 কিন্তু, লিজি লার্ক হাসলো কারণ সে জানতো খুব শীঘ্রই ডাইনিটার অন্তিম সময় চলে আসছে! 55 00:03:34,760 --> 00:03:36,520 আপনি বইয়ের শেষ অধ্যায়টা পড়েছেন? 56 00:03:37,160 --> 00:03:39,840 আমার পছন্দের অংশটা পড়তে বলেছিলেন আপনি। 57 00:03:39,920 --> 00:03:40,920 তাহলে, বই কিনে লাভটা কী? 58 00:03:41,000 --> 00:03:41,840 কারণ, বই কিনে কেউ দেউলিয়া হয় না। 60 00:03:43,120 --> 00:03:45,520 যদিও, কিছু পয়সা বাঁচল আপনার। 61 00:03:46,080 --> 00:03:48,320 অ্যামা লার্সিমন এখন দর্শকদের কিছু প্রশ্নের উত্তর দেবেন। 62 00:03:49,240 --> 00:03:51,680 হ্যাঁ, চশমা পরা আপনি? প্রশ্ন করুন। 63 00:03:51,760 --> 00:03:55,600 বইয়ের শেষ অধ্যায়ে মারিয়ান্নে আর লিজির মধ্যে মারামারি হচ্ছিল, জানলাম আমরা। 64 00:03:56,360 --> 00:03:57,600 কিন্তু, কাহিনী কি এখানেই শেষ? 65 00:03:57,680 --> 00:03:58,960 বইয়ের নামটা কী বলুন তো? (বইয়ের নামঃ শেষ অধ্যায়) 67 00:04:02,520 --> 00:04:05,160 লিজি আর মারিয়ান্নে দশটি বছর ধরে আমার সাথে ছিল। 68 00:04:05,240 --> 00:04:09,600 হাইস্কুলে পড়া অবস্থাতেই কল্পনার রাজ্যে লিজির সাথে আমার পরিচয় হয়। 70 00:04:10,440 --> 00:04:12,600 এবার, অন্য কিছু লেখার সময় এসেছে। 71 00:04:13,320 --> 00:04:15,040 উদাহরণস্বরূপ, একটা সত্যিকারের উপন্যাস। 72 00:04:15,120 --> 00:04:16,560 শেষটা তো এরকম হওয়ার কথা ছিল না। 73 00:04:16,640 --> 00:04:18,560 শেষটা দর্শকদের হাতে ছেড়ে দেয়া হয়েছে। 74 00:04:18,640 --> 00:04:21,040 মিস লার্সন, আপনি পিয়েরে কবে বিয়ে করছেন? 75 00:04:21,120 --> 00:04:22,760 - কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। - আমি আসলে... 76 00:04:22,840 --> 00:04:23,840 আসলে... 77 00:04:23,920 --> 00:04:25,520 আরো কয়েকটা বছর হেসেখেলে সময়টা কাটাবো... 78 00:04:25,600 --> 00:04:28,000 তারপর নাহয় তার বাহুডোরে বন্দী হবো! 80 00:04:29,280 --> 00:04:31,400 আমরা প্রশ্নগুলো চেষ্টা করি বইয়ের সাথে সম্পর্কিত রাখতে! 81 00:04:34,160 --> 00:04:35,200 তুমি এখানে দাঁড়িয়ে আছো? 82 00:04:35,280 --> 00:04:37,120 - অটোগ্রাফ দেননি কাউকে? - একটা ব্রেক দরকার। 83 00:04:37,200 --> 00:04:38,520 চলো, কিছুক্ষণ হাঁটি। 84 00:04:39,800 --> 00:04:42,080 লিলি, লিয়ন আর মন্টেপিলারের সাথে হ্যাংআউটের ব্যাপারটা ক্যান্সেল করেছি। 85 00:04:42,160 --> 00:04:44,440 মুগেন হতাশ হয়েছে। ওরা আপনাকে লন্ডনে আসতে বলছে। 86 00:04:45,280 --> 00:04:46,800 না, লন্ডনে যাবো না। 87 00:04:48,520 --> 00:04:50,120 আপনাকে যেতেই হবে! কথা দিয়েছিলেন ওদেরকে! 88 00:04:50,600 --> 00:04:52,160 যেটা আনতে বলেছি, এনেছ? 89 00:04:52,520 --> 00:04:54,080 এটার জন্যই অপেক্ষা করছিলাম। 91 00:04:58,960 --> 00:05:00,040 আচ্ছা, যাবো লন্ডনে। 92 00:05:00,520 --> 00:05:02,720 - বাঁচালেন আমাকে! - রাতে আমার সাথে বের হবে। 93 00:05:02,800 --> 00:05:04,000 কী? না! 94 00:05:04,080 --> 00:05:05,920 আমার কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা! 95 00:05:06,000 --> 00:05:07,000 ঠিকই বলেছ, তোমার কাজ শেষ। 96 00:05:07,080 --> 00:05:10,400 যাও, বাসায় গিয়ে ভালো কাপড়চোপড় পরে বের হও। 97 00:05:10,480 --> 00:05:11,640 আমি বড্ড ক্লান্ত! 98 00:05:12,080 --> 00:05:14,800 টানা দুই সপ্তাহ বিরামহীন ভাবে কাজ করেছি! বেশ ক্লান্ত, আমার ঘুম দরকার! 99 00:05:16,840 --> 00:05:17,840 ঠিক আছে তাহলে। 100 00:05:21,320 --> 00:05:22,320 কী করছেন? 101 00:05:22,400 --> 00:05:24,280 র‍্যাচেলকে জিজ্ঞেস করে দেখি ফ্রি আছে কিনা। 102 00:05:24,920 --> 00:05:25,920 কেনো? 103 00:05:26,200 --> 00:05:27,760 কারণ, সে আমার এজেন্ট। 104 00:05:28,760 --> 00:05:30,320 আপনার এজেন্ট তো আমি! 105 00:05:30,840 --> 00:05:32,960 তুমি নিজেই নিজের এজেন্ট হলে ভালো হয় না? 106 00:05:33,520 --> 00:05:34,520 হুম? 107 00:05:35,000 --> 00:05:37,720 তোমাকে সাথে নিয়ে একটু বের হতে চাচ্ছিলাম, কিন্তু তুমি মানা করে দিলে। 109 00:05:41,880 --> 00:05:45,240 - ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন? - না, এটা প্রফেশনাল ব্ল্যাকমেইল। 110 00:05:50,440 --> 00:05:51,440 ওকে। 111 00:05:51,760 --> 00:05:52,640 হুররে! 112 00:05:52,720 --> 00:05:54,640 - কিন্তু, এক পেগের বেশী খাবো না। - মেয়েদের হ্যাংআউট এটা! 113 00:05:55,920 --> 00:05:58,240 - বয়স নিশ্চয়ই বেশী হয়ে যায়নি তোমার? - আগে, অটোগ্রাফ দেন আপনি। 114 00:05:58,320 --> 00:05:59,920 এটা করতে বেশী সময় লাগার কথা না। 115 00:06:02,880 --> 00:06:04,400 এরপর, চলে আসুন। 116 00:06:05,080 --> 00:06:06,600 হয়ে গেছে আপনারটা! 117 00:06:07,240 --> 00:06:08,360 দিলাম। এরপর? 118 00:06:08,440 --> 00:06:09,480 আলেক্সান্দ্রা। 119 00:06:09,560 --> 00:06:10,920 আলেক্সান্দ্রা। 120 00:06:11,280 --> 00:06:12,360 আপনার ভক্ত আমি। 121 00:06:12,440 --> 00:06:14,520 এভাবে পরিষ্কার কোনো এন্ডিং না দিয়ে দর্শকদের হতাশ করতে পারেন না। 122 00:06:14,600 --> 00:06:16,040 নিজের মতো করে এন্ডিং বানাও। 123 00:06:16,120 --> 00:06:18,520 কল্পনা বিষয়টা দারুণ, সেখানে নিজের মনমতো সবকিছুই পাবে। 124 00:06:19,360 --> 00:06:20,640 এরপর? 125 00:06:24,280 --> 00:06:25,280 নিন। 126 00:06:26,720 --> 00:06:28,080 - এরপর কে? - এটাতে কী আছে? 127 00:06:28,160 --> 00:06:29,160 নিজেই দেখুন। 128 00:06:29,680 --> 00:06:31,760 মাত্র দুপুর একটা বাজে! 129 00:06:32,600 --> 00:06:33,960 আমার গোপন ব্যাপার জেনে গেলেন আপনি। 130 00:06:34,760 --> 00:06:36,080 - কী নাম আপনার? - জোসেফ। 132 00:06:39,240 --> 00:06:40,680 ঠিক আছে, জোসেফ। 133 00:06:42,160 --> 00:06:44,080 ব্যাপারটা আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে, কেমন? 134 00:06:44,600 --> 00:06:45,600 বোন আছে? 135 00:06:46,000 --> 00:06:47,000 দু'জন? 136 00:06:51,000 --> 00:06:52,240 ওদের কাছে চাইলে বিক্রি করতে পারবে। 137 00:06:52,320 --> 00:06:53,920 অটোগ্রাফসহ বই, ভালো দাম পাবে। 138 00:06:54,000 --> 00:06:55,240 আপনি আসলেই জোশ! 139 00:06:55,320 --> 00:06:56,520 না, জোশ তো তুমি! 140 00:06:57,680 --> 00:06:58,680 এরপরে কে আছেন? 141 00:07:01,480 --> 00:07:02,320 কার জন্য এটা? 142 00:07:02,400 --> 00:07:03,400 ক্যারোলিনঃ আমার মায়ের জন্য। 143 00:07:03,440 --> 00:07:04,840 দারুণ। উনার নাম কী? 144 00:07:04,920 --> 00:07:06,240 আমাকে এখনও চিনতে পারছো না? 145 00:07:08,920 --> 00:07:09,920 ক্যারো। 146 00:07:10,080 --> 00:07:11,280 অধ্যায় ০১ ক্যারোলিন 148 00:07:15,080 --> 00:07:17,160 ক্যারোলিন ডওগেরন, কতদিন পর দেখা... 149 00:07:17,240 --> 00:07:18,800 ১৫ বছর। 150 00:07:19,440 --> 00:07:20,720 এখনও এল্ডেনে আছো? 151 00:07:20,800 --> 00:07:21,800 হুম। 152 00:07:22,040 --> 00:07:24,360 শিপরেক গ্যাং, ওরা এখনও আছে? 153 00:07:25,000 --> 00:07:27,840 আমার মা বলেছে এখানে আসতে। সে তোমার সবগুলো বই ১০ বার করে পড়েছে। 154 00:07:28,960 --> 00:07:30,080 বিশ্বাস হলো না। 155 00:07:30,160 --> 00:07:31,360 বিষয়টা বুঝতে পারছো না। 156 00:07:31,720 --> 00:07:34,040 সে তোমার উপন্যাসগুলো ১০ বারেরও অধিক পড়েছে। 157 00:07:34,400 --> 00:07:36,080 ওকে। তাহলে, উনি আমার সমঝদার একজন ভক্ত তাহলে। 158 00:07:36,160 --> 00:07:38,120 না, উনি অসুস্থ। 159 00:07:38,400 --> 00:07:39,440 শুধুমাত্র তোমার জন্য। 160 00:07:39,520 --> 00:07:41,280 - কী? - আমার বাবাকে মেরেছে সে। 161 00:07:41,720 --> 00:07:43,800 ঝগড়ার কারণে বাবা চলে গেছে বলেছে মা, কিন্তু এটা মিথ্যা। 162 00:07:43,880 --> 00:07:45,240 মা, বাবাকে আঘাত করেছেন। 163 00:07:45,800 --> 00:07:49,320 ওকে, ক্যারোলিন। একটু ঠান্ডা হও। তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। 164 00:07:50,080 --> 00:07:52,600 মা বলেছে, উনিই নাকি ম্যারিয়ান্নে! 165 00:07:56,000 --> 00:07:59,080 ম্যারিয়ান্নের বাস্তব কোনো অস্তিত্ব নেই। ওটা আমার কল্পনা থেকে সৃষ্ট। 166 00:07:59,520 --> 00:08:01,160 মা এল্ডেনে আসতে বলেছে তোমাকে। 167 00:08:02,480 --> 00:08:05,880 আমাকে এইজন্যই উনি এখানে পাঠিয়েছে, তুমি যাবে তো? 168 00:08:05,960 --> 00:08:07,960 তুমি যাবে কারণ এই সবকিছুর মূলে তুমিই দায়ী! 169 00:08:08,040 --> 00:08:09,760 ম্যারিয়ান্নের সৃষ্টি তোমার হাতে হয়েছে! 170 00:08:11,920 --> 00:08:13,480 এটা কাল্পনিক গল্প, ক্যারোলিন। 171 00:08:13,560 --> 00:08:15,840 টাকার জন্য জাস্ট এই ধরনের বই লিখি, এর বেশী কিছু না। 172 00:08:15,920 --> 00:08:17,080 তোমার কল্পনার সৃষ্ট ভয়াল পিশাচটাই... 173 00:08:17,680 --> 00:08:18,680 এখন আমাদের বাড়িতে বাস করছে। 174 00:08:21,640 --> 00:08:25,080 হাইস্কুলে থাকতে মনে পড়ে তোমার সেই লাইটহাউস, সেই দুঃস্বপ্নগুলোর কথা? 175 00:08:25,160 --> 00:08:26,200 অনেক আবোলতাবোল বকেছ। 176 00:08:26,880 --> 00:08:27,920 এসব আবোলতাবোল কথা নয়! 177 00:08:32,280 --> 00:08:33,280 দেখো। 178 00:08:38,160 --> 00:08:39,800 তোমাকে উপহার হিসেবে দিয়েছে উনি এটা। 179 00:08:40,920 --> 00:08:42,320 কী আছে এটাতে? 180 00:08:43,840 --> 00:08:44,840 খুলে দেখো! 181 00:09:00,080 --> 00:09:01,360 হায় খোদা! 182 00:09:02,880 --> 00:09:05,720 - কেউ সিকিউরিটিকে ডাকবেন? - রাতে মা আমার কাছে আসে 183 00:09:10,840 --> 00:09:14,800 দরজা খুলে কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা আমাকে দেখে। 184 00:09:15,320 --> 00:09:16,680 এই কাজটা সে সবসময় করছে। 186 00:09:26,080 --> 00:09:27,760 আমি শুধু একবারের জন্য চোখ বন্ধ করেছিলাম! 187 00:09:44,880 --> 00:09:45,880 সে আমার এই হাল করেছে। 188 00:09:50,000 --> 00:09:52,560 - আমাদের সাথে আসুন, মিস। - প্রতিটা রাত ভয়ে কাটে আমার। 189 00:09:52,640 --> 00:09:55,320 চলে যাও নয়তো সে যা শুরু করেছে সেটা শেষ করেই ছাড়বে। 190 00:09:55,400 --> 00:09:56,800 তুমি তো জানো এর মানে কী? 191 00:09:58,040 --> 00:09:59,480 তুমি তো জানো শেষটা কী? 192 00:09:59,560 --> 00:10:01,120 আমি ম্যারিয়ান্নের পরবর্তী শিকার হতে চাই না! 193 00:10:01,400 --> 00:10:02,400 আমি বাঁচতে চাই! 194 00:10:02,680 --> 00:10:03,680 এটা একদমই ঠিক হলো না। 195 00:10:06,280 --> 00:10:08,960 দুঃস্বপ্নটা তোমার, আমার না! 196 00:10:09,040 --> 00:10:11,040 দয়া করে চলে যাও এখান থেকে। 198 00:10:21,320 --> 00:10:24,680 - পিয়েরে আপনার জন্য অপেক্ষা করছে। - হ্যাঁ, কিন্তু এটা আমার প্রাপ্য। 199 00:10:24,760 --> 00:10:27,640 - সকালে ওই মেয়েটা কে ছিল? - হাইস্কুলের এক বন্ধু। 200 00:10:30,360 --> 00:10:32,000 আমাদের একটা গ্যং ছিল। 201 00:10:33,400 --> 00:10:35,800 তোমার বেড়ে উঠার সময়ে সত্যিকারের বন্ধু তেমন পাওনি। 202 00:10:36,920 --> 00:10:38,840 শুধু পরিচিত কিছু মানুষ পেয়েছ... 203 00:10:38,920 --> 00:10:40,000 আর, পেয়েছ নেটওয়ার্ক। 204 00:10:40,880 --> 00:10:42,320 দুঃস্বপ্নের ব্যাপারে কী যেন বলছিল? 205 00:10:42,400 --> 00:10:45,440 ছোটবেলায় প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠতাম আমি। 206 00:10:48,240 --> 00:10:50,240 প্রতিটা স্বপ্নেই একই জিনিস দেখতাম। 207 00:10:50,680 --> 00:10:51,680 কী? 208 00:10:53,200 --> 00:10:54,200 ম্যারিয়ান্নে। 209 00:10:57,560 --> 00:10:59,440 লেখালেখি শুরুর পর দুঃস্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যায়। 210 00:10:59,520 --> 00:11:02,040 লিজি লার্ক চরিত্রটা বানাই ম্যারিয়ান্নের ১৪ গুষ্টি উদ্ধার করার জন্য। 211 00:11:03,680 --> 00:11:05,040 আর, তাতেই মালামাল হয়ে গেলাম। 212 00:11:05,120 --> 00:11:06,120 না, ধন্যবাদ আপনাকে। 213 00:11:09,040 --> 00:11:12,000 - পিয়েরে আপনার জন্য অপেক্ষা করছেন। - পিয়েরের সাথে ডিনারের ডেট আছে আমার। 215 00:11:14,920 --> 00:11:16,000 আর একটা... 216 00:11:17,080 --> 00:11:18,200 এরপরই পিয়েরের সাথে দেখা করতে যাবো। 218 00:11:52,360 --> 00:11:54,720 (অ্যামা, দুটো ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আসোনি।) 219 00:11:54,800 --> 00:11:57,000 -(হয়তো মদ্যপ ছিলে। আমাকে জাগাবে না। গুড নাইট।) - পিয়েরে। 220 00:11:58,440 --> 00:11:59,800 আমি মদ্যপ নই। 221 00:12:16,720 --> 00:12:17,720 সরি। 222 00:12:19,600 --> 00:12:20,600 সরি। 223 00:12:22,000 --> 00:12:23,440 আর হবে না এরকম। 226 00:13:22,360 --> 00:13:24,400 অ্যামা! 228 00:13:28,640 --> 00:13:30,600 অ্যামা! 231 00:13:55,480 --> 00:13:57,720 অ্যামা! 232 00:13:57,800 --> 00:13:58,800 পিয়েরে, উঠো! 233 00:14:00,400 --> 00:14:01,400 পিয়েরে! 234 00:14:01,840 --> 00:14:02,840 পিয়েরে, উঠো! 236 00:14:24,440 --> 00:14:25,440 আমার সাথে আয়! 239 00:14:49,760 --> 00:14:50,840 খারাপ স্বপ্ন দেখেছ? 240 00:14:51,360 --> 00:14:52,360 হ্যাঁ। 241 00:14:58,480 --> 00:14:59,760 বহুদিন পর দুঃস্বপ্ন দেখলাম। 242 00:15:00,800 --> 00:15:02,120 ভালো। এটাই তোমার প্রাপ্য। 243 00:15:03,680 --> 00:15:04,680 আমি সরি তো! 244 00:15:09,640 --> 00:15:10,760 পিয়েরে, এইদিকে ঘুরো। 245 00:15:12,040 --> 00:15:13,320 তোমার দিকে পাশ ফিরতে বলছ? 246 00:15:13,400 --> 00:15:15,000 - হ্যাঁ। - শিউর? 247 00:15:19,600 --> 00:15:20,600 হুম। 248 00:15:21,840 --> 00:15:23,400 তোমার ইচ্ছাই সই। 249 00:15:41,120 --> 00:15:42,920 আমাকে জেগে উঠতেই হবে। 250 00:15:43,360 --> 00:15:45,800 তুমি জেগে উঠবে যখন আমি চাইবো। 252 00:15:55,200 --> 00:15:56,560 ফিরে আয়! 253 00:15:57,000 --> 00:15:59,360 আমার সাথে দেখা করে যা! 254 00:16:14,040 --> 00:16:15,040 পিয়েরে? 255 00:16:21,880 --> 00:16:24,600 (অ্যামা, আমার জিনিসপাতি গুলো নিয়েছি।) 256 00:16:24,680 --> 00:16:28,200 (আরো কিছু বাকি আছে অবশ্য নেয়া। ওগুলো পাঠিয়ে দিয়ো আমাকে) - পিয়েরে। 266 00:17:11,880 --> 00:17:13,560 - ঘুম ভালো হয়েছে? - হয়েছে। 267 00:17:13,640 --> 00:17:14,840 পিয়েরের কারণে? 268 00:17:14,920 --> 00:17:15,800 ও তো মোষের মতো ঘুমিয়েছে। 269 00:17:15,880 --> 00:17:17,760 - গতকালের মেয়েটা আবারও এসেছে এখানে? - হুম? 270 00:17:18,480 --> 00:17:20,280 - কে? - যে মেয়েটা পুঁটলিতে করে দাঁত নিয়ে এসেছিল। 271 00:17:21,120 --> 00:17:23,400 কী? ওকে ভেতরে ঢুকতে দিয়েছ? 272 00:17:23,480 --> 00:17:25,200 সে সকাল ৭ টার দিকে এসেছে, আমি আসার আগেই। 273 00:17:25,280 --> 00:17:26,760 ভালো পাগলের পাল্লায় পড়লাম তো! 274 00:17:27,040 --> 00:17:29,240 আমেরিকানটার মতো তো নয় যে আমাদের জন্য অপেক্ষা করছে। 275 00:17:29,680 --> 00:17:30,560 ধুর! 276 00:17:30,640 --> 00:17:32,520 রিসেপশনকে সে বলেছে, তুমি ওকে চেনো। 277 00:17:32,600 --> 00:17:33,600 অ্যামা! 278 00:17:38,760 --> 00:17:39,760 আমি এখানে। 279 00:17:43,000 --> 00:17:44,400 হে খোদা, ক্যারো! 280 00:18:02,200 --> 00:18:03,200 অ্যামা! 281 00:18:05,920 --> 00:18:07,640 সে তোকে পুনরায় লিখতে বলেছে। 282 00:18:08,640 --> 00:18:10,520 বলেছে, তোমার বাবা মাকে মেরে ফেলবে! 283 00:18:11,560 --> 00:18:13,240 আমাকে মারার পর! 284 00:18:14,480 --> 00:18:15,480 আচ্ছা। 285 00:18:15,840 --> 00:18:17,920 আচ্ছা, কথা বলব উনার সাথে! বোন আমার, পাগলামি করো না! 286 00:18:18,840 --> 00:18:20,600 সে শুরু থেকেই এসব বলছে! 287 00:18:21,000 --> 00:18:23,200 লাইটহাউস, মনে পড়ে তোমার? 288 00:18:35,640 --> 00:18:37,200 আচ্ছা, পাগলামি করো না। মাথা ঠান্ডা করে নিচে নেমে আসো। 289 00:18:38,600 --> 00:18:39,600 আমার কথা শুনেছ? 290 00:18:40,920 --> 00:18:42,520 সব ঠিক হয়ে যাবে! 291 00:18:45,000 --> 00:18:47,160 এটা আমার মায়ের... 292 00:18:48,440 --> 00:18:49,440 কাছে পৌঁছে দিও! 293 00:18:50,440 --> 00:18:51,440 ওকে? 294 00:18:54,080 --> 00:18:55,080 না, ক্যারো! 295 00:18:55,320 --> 00:18:56,320 খোদার দোহাই লাগে! 296 00:18:58,280 --> 00:19:00,120 সে কখনোই খালি হাতে ফিরে যাবে না। 300 00:19:24,800 --> 00:19:27,240 পুলিশ আসছে। আপনার বাবা মাকে হয়তো বিষয়টা জানানো উচিত। 301 00:19:29,160 --> 00:19:31,480 লাফ দেয়ার আগে আপনার বাবা মাকে হুমকি দিয়েছে সে। 302 00:19:32,200 --> 00:19:33,920 না, না। আমি জানি, তারা ঠিক আছে। 303 00:19:34,560 --> 00:19:37,040 - ফোন করবেন? - মন চাচ্ছে না। 304 00:19:37,640 --> 00:19:39,240 কী বলতে চাচ্ছেন? 305 00:19:39,560 --> 00:19:41,160 সরি, আমি কিছুই বুঝতে পারছি না। 306 00:19:41,760 --> 00:19:43,040 আমি জানি, বাবা মা ঠিক আছে। 307 00:19:43,640 --> 00:19:46,360 ওদেরকে কল দিচ্ছি না। এত চিন্তার কিছু নেই। 308 00:19:47,240 --> 00:19:48,320 আমি জানি, তারা ঠিক আছে। 309 00:19:49,240 --> 00:19:50,760 দুঃশ্চিন্তা সমস্যার সমাধান করে না। 310 00:20:11,920 --> 00:20:13,920 বাবা 311 00:20:16,080 --> 00:20:17,560 কলিং... 313 00:20:36,400 --> 00:20:37,400 মা? 314 00:20:37,840 --> 00:20:41,280 হাই, ল্যারিসনের ভয়েসমেইলে আপনাকে স্বাগতম। 315 00:20:41,680 --> 00:20:45,080 ম্যাসেজ রেখে যান, পরে কল করবো আপনাকে। ধন্যবাদ। 318 00:21:11,720 --> 00:21:12,720 এটা কার গাড়ি? 319 00:21:13,560 --> 00:21:14,560 আমার বাবার। 320 00:21:14,640 --> 00:21:16,080 উবার ডাকলেই পারতে। 321 00:21:16,160 --> 00:21:18,640 - আমার ছুটিতে থাকার কথা ছিল। - আমার জিনিসপত্র এনেছ? 322 00:21:22,160 --> 00:21:23,160 জোশ। 323 00:21:23,680 --> 00:21:24,960 - কোথায় যাবো? - এ... 325 00:21:25,960 --> 00:21:27,640 ল...ডে... 326 00:21:27,720 --> 00:21:29,200 ন। 327 00:21:30,320 --> 00:21:31,320 এল্ডেন। 328 00:21:31,400 --> 00:21:32,440 আমরা এল্ডেনে যাবো। 329 00:21:32,920 --> 00:21:34,480 অধ্যায় ২ এল্ডেন 330 00:21:34,560 --> 00:21:37,320 হাই, ল্যারিসনের ভয়েসমেইলে আপনাকে স্বাগতম। 331 00:21:38,920 --> 00:21:39,760 প্রতিবেশী কাউকে দিয়েছেন কল? 332 00:21:39,840 --> 00:21:42,400 পুরো সপ্তাহজুড়ে কল করেছি। এমনকি, প্রতিবেশীদেরকেও। 333 00:21:43,240 --> 00:21:45,400 চেক করার জন্য লোক পাঠিয়েছি। বাড়িতে কেউ নেই। 334 00:21:45,800 --> 00:21:48,040 চিন্তা করবেন না, গেছে হয়তো কোথাও ঘুরতে। 335 00:21:48,120 --> 00:21:49,720 দেখবে, তাদেরকে নিরাপদেই পাবো আমরা। 336 00:21:51,720 --> 00:21:53,760 হাই, ল্যারিসনের ভয়েসমেইলে আপনাকে স্বাগতম। 337 00:21:55,480 --> 00:21:58,040 এই প্রথম তাদের সাথে দেখা হলে খুশি হবো। 338 00:21:58,760 --> 00:22:01,280 যদিও, "খুশি" শব্দটা বেশ বেমানান আমার জন্য। 339 00:22:02,600 --> 00:22:05,240 - তারা অসহ্য প্রকৃতির। - শেষবার কবে দেখা হয়েছিল? 340 00:22:06,400 --> 00:22:10,440 ক্রিস্টমাসের সময়, দুই বছর আগে। 341 00:22:11,120 --> 00:22:12,320 নিশ্চয়ই তারা আপনাকে বেশ মিস করে। 343 00:22:14,320 --> 00:22:17,040 তুমি তোমার বাচ্চাকে যদি ২০০ মাইল দূরে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও... 344 00:22:17,120 --> 00:22:18,880 মনে হয় না খুব বেশি মিস করবো তাকে। 345 00:22:21,440 --> 00:22:23,560 আমি একটু পেছনে গিয়ে ঘুমাই। 346 00:22:24,160 --> 00:22:25,840 ওকে, গাড়ি একদিকে সাইড করছি। 347 00:22:26,280 --> 00:22:28,840 করছেনটা কী? পা সামলে... 348 00:22:29,240 --> 00:22:30,440 ধুর। 349 00:22:31,920 --> 00:22:32,920 চিন্তা করবে না। 350 00:22:34,560 --> 00:22:35,840 রাগ করা যাবে না, নয়তো কানে টুসকি মারবো? 351 00:22:35,920 --> 00:22:37,640 - কী মারবেন? - টুসকি মারবো। 352 00:22:39,320 --> 00:22:40,320 আউচ! 353 00:22:40,880 --> 00:22:42,080 আচ্ছা, থামুন! 354 00:22:44,880 --> 00:22:46,480 ওরে আমার মা, রাগ করবো না কথা দিলাম! 355 00:22:52,640 --> 00:22:53,480 থামুন এবার! 357 00:23:12,240 --> 00:23:13,480 ম্যারিয়ান্নে কেমন দেখতে? 358 00:23:14,120 --> 00:23:15,120 আপনার বইতে? 359 00:23:15,640 --> 00:23:16,680 ওগুলো কখনও পড়োনি? 360 00:23:16,760 --> 00:23:17,960 হরর তেমন পছন্দ করি না। 361 00:23:18,680 --> 00:23:21,680 আমার হয়ে ৬ মাস কাজ করেছ, অথচ এখনও একটা বইও ছুঁয়ে দেখোনি? 362 00:23:21,760 --> 00:23:23,240 ভুতের গল্প পড়লে রাতে ঘুমাতে পারি না। 363 00:23:24,280 --> 00:23:26,240 ম্যারিয়ান্নে তোমার আর আমার মতোই দেখতে। 364 00:23:27,200 --> 00:23:28,200 সে একটা ডাইনি। 365 00:23:29,800 --> 00:23:34,280 রক্ত মাংস খাওয়ার চেয়ে তোমার দেহে প্রবেশ করে তোমার আত্মা দখল করাটাই ওর উদ্দেশ্য। 366 00:23:35,320 --> 00:23:37,560 ও একবার তোমার উপর ভর করলে আর রক্ষা নেই। 367 00:23:39,040 --> 00:23:42,400 ম্যারিয়ান্নের একমাত্র খুঁত হচ্ছে ও ওর নাম গোপন রাখতে পারে না। 368 00:23:43,560 --> 00:23:45,880 নামের প্রসঙ্গ আসলে প্রশ্ন এড়িয়ে গিয়ে কথার টোনই বদলে ফেলে। 369 00:23:46,440 --> 00:23:48,200 কিন্তু, নাম গোপন রাখতে পারে না। 370 00:23:49,360 --> 00:23:50,880 সে এক শয়তানের বধূ। 371 00:23:54,440 --> 00:23:56,600 লিজি ম্যারিয়ান্নের হাত থেকে কীভাবে রক্ষা পায়? 372 00:23:57,360 --> 00:23:58,400 মরে গিয়ে। 373 00:24:00,800 --> 00:24:01,840 এল্ডেনে স্বাগতম। 376 00:24:29,200 --> 00:24:31,920 ...এখনই বইটা শেষ করে দিও না। পাশ্চাত্যের মার্কেটে ঢুকতে চেষ্টা করছি আমি। 377 00:24:32,000 --> 00:24:34,480 ওদেরকে কথা দিয়েছি পরের বসন্তেই নতুন বই আসবে! 378 00:24:34,560 --> 00:24:36,000 আরো একটা পার্ট, বুঝেছেন আমার কথা? 379 00:24:36,080 --> 00:24:38,000 অন্তত, তাকে তিনটা অধ্যায় হলেও লিখতে বলুন!? 380 00:24:38,080 --> 00:24:39,600 তাতেই চলবে। উনাকে বলে দেখুন! 382 00:25:00,160 --> 00:25:04,640 আমার কাছে আয়! 387 00:25:29,760 --> 00:25:30,800 ফালতু। 388 00:25:35,080 --> 00:25:38,600 অ্যামা! 389 00:25:44,120 --> 00:25:45,120 এটা আমার মায়ের... 390 00:25:46,400 --> 00:25:47,400 কাছে পৌঁছে দিও। 392 00:26:07,760 --> 00:26:08,920 অ্যামা লার্সিমন। 393 00:26:09,000 --> 00:26:10,000 প্রিস্ট সাহেব! 394 00:26:11,360 --> 00:26:12,200 ওটা আপনার নয়। 395 00:26:12,280 --> 00:26:13,600 আপনি কীভাবে জানেন? 396 00:26:13,680 --> 00:26:14,840 ওটা আমিই ক্যারোলিনকে দিয়েছিলাম... 397 00:26:14,920 --> 00:26:16,120 ওর নিরাপত্তার জন্য। 398 00:26:16,200 --> 00:26:17,640 ভালোই কাজে দিয়েছে জিনিসটা। 400 00:26:18,720 --> 00:26:20,600 আপনাকে এখানে আমি অবাক হইনি। 401 00:26:21,280 --> 00:26:22,320 অবাক হওয়ার কী আছে? 402 00:26:22,840 --> 00:26:25,000 যখনই এখানে অদ্ভুতুড়ে কোন কিছু ঘটে... 403 00:26:25,680 --> 00:26:26,720 আপনাকে আশেপাশেই দেখা যায়। 404 00:26:26,800 --> 00:26:29,320 আমি এখানে অনেকদিন আসিনি। 405 00:26:29,400 --> 00:26:30,400 সেটাই। 406 00:26:30,600 --> 00:26:31,800 কেনো এসেছেন এখানে? 407 00:26:32,680 --> 00:26:33,960 কুকুরটাকে আমার কাছে ঘেঁষতে দেবেন না। 408 00:26:34,840 --> 00:26:36,720 আমার কিছু করার নেই। অশুভ কোন কিছু দেখলে ও এমন করে। 409 00:26:40,840 --> 00:26:43,000 অন্তেষ্টিক্রিয়ায় থাকছ নাকি? 410 00:26:43,080 --> 00:26:44,320 তোমাকে কেউই চায় না এখানে। 411 00:26:44,400 --> 00:26:46,320 রিলেক্স, প্রিস্ট। বড়জোড় দুই ঘন্টা, তারপরই চলে যাবো। 412 00:26:46,400 --> 00:26:47,440 খুব ভাল। 413 00:26:48,080 --> 00:26:49,800 ১৫ বছর আগে যেভাবে পালিয়েছিলেন সেভাবেই পালান। 414 00:26:49,880 --> 00:26:50,920 আর কখনও ফিরে আসবেন না। 415 00:26:53,400 --> 00:26:55,680 তুই মারা খা, প্রিস্টের বাচ্চা! 416 00:26:59,640 --> 00:27:03,280 আশ্বস্ত করছি আপনাকে, এরকমটা হবে না। না, আমি... 417 00:27:03,360 --> 00:27:04,360 চালাও। 418 00:27:04,440 --> 00:27:05,440 কী? 420 00:27:07,360 --> 00:27:09,240 করেছেনটা কী? আমেরিকানটা ফোন দিয়েছিল। 421 00:27:09,320 --> 00:27:13,160 জানি, পরে কথা বলবো। আপাতত, এই শহর থেকে বের হও। 422 00:27:16,280 --> 00:27:18,280 আপনার বাবা মায়ের বাসায় যাবো? 423 00:27:18,680 --> 00:27:20,280 ক্যারোর মায়ের সাথে আগে দেখা করব। 424 00:27:49,840 --> 00:27:51,080 আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করি? 425 00:27:51,160 --> 00:27:53,080 না, তুমি আমার সাথে যাবে? 427 00:28:42,320 --> 00:28:44,840 এখানে কেউই নেই। 429 00:28:53,200 --> 00:28:54,200 হ্যালো। 430 00:28:56,000 --> 00:28:57,360 অ্যামা। 431 00:28:57,840 --> 00:29:00,440 আমার কী সৌভাগ্য! অবশেষে তোমার দেখা পেয়েছি! 432 00:29:01,120 --> 00:29:02,400 অনেকদিন কেটে গেছে। 433 00:29:04,320 --> 00:29:05,880 তো, এখানে আসার হেতু? 434 00:29:08,760 --> 00:29:09,880 ম্যাম... 435 00:29:10,360 --> 00:29:12,400 আপনাকে সান্ত্বনা জানাতে এসেছি। 436 00:29:12,960 --> 00:29:13,960 কিসের জন্য? 438 00:29:16,160 --> 00:29:17,400 আপনার মেয়ের জন্য। 439 00:29:18,800 --> 00:29:22,680 দুঃখজনক, ও তোমার সাথে তাহলে দেখা করতে গিয়েছিল? 440 00:29:25,120 --> 00:29:28,120 এসো, অ্যামা। একটু চা নাশতা খেয়ে যাও। 442 00:29:53,680 --> 00:29:54,680 এখানে। 443 00:29:55,480 --> 00:29:57,400 এখানে বসো তোমরা। 444 00:29:58,000 --> 00:29:59,000 এখানে। 445 00:30:00,000 --> 00:30:05,120 ঘর এরকমই অগোছালো হয়ে থাকে, আন্তরিকভাবে দুঃখিত। 446 00:30:05,920 --> 00:30:07,120 সবগুলো বই আমার কাছে আছে। 447 00:30:07,720 --> 00:30:08,800 ম্যাম... 448 00:30:09,480 --> 00:30:10,480 মিসেস ডেসন? 449 00:30:10,920 --> 00:30:12,000 এই যে। 450 00:30:16,920 --> 00:30:17,920 নিন এটা। 452 00:30:20,800 --> 00:30:21,800 কেনো? 453 00:30:22,240 --> 00:30:24,120 ক্যারোলিন বলেছে আমাকে এটা দিতে আপনাকে। 454 00:30:24,200 --> 00:30:25,640 ও বলেছে আপনার কাছে এটা পৌঁছে দিতে। 455 00:30:25,880 --> 00:30:27,320 সেজন্যই আমরা এখানে এসেছি। 456 00:30:27,400 --> 00:30:28,800 অসংখ্য ধন্যবাদ, অ্যামা। 457 00:30:29,240 --> 00:30:35,360 মৃতের শেষ ইচ্ছে পূরণ করা বেশ পূণ্যের কাজ। 459 00:30:42,720 --> 00:30:43,880 মহিলার মাথায় নিশ্চয়ই ছিট আছে! 460 00:30:45,400 --> 00:30:47,240 ইচ্ছে করছে, ছুটে পালাই এখান থেকে। 461 00:31:03,160 --> 00:31:05,640 ক্যাথেরিন কখনও ভোলেনি তোমাকে। 463 00:31:08,720 --> 00:31:10,480 - ক্যাথেরিন? - আমার মেয়ে। 464 00:31:11,200 --> 00:31:12,840 ও তোমার বই বেশ পড়তো। 465 00:31:18,480 --> 00:31:20,920 আমারও পড়তে খারাপ লাগতো না। 466 00:31:21,880 --> 00:31:25,880 রহস্য, রোমাঞ্চ, ভৌতিকতায় ভরপুর ছিল বইগুলো। 467 00:31:25,960 --> 00:31:28,920 ওগুলোই আসলে আমাকে বাঁচিয়ে রেখেছে। 468 00:31:29,560 --> 00:31:31,240 কোনো বইতে অটোগ্রাফ চাইলে দিতে পারি। 469 00:31:33,120 --> 00:31:34,400 দেবে? 470 00:31:35,160 --> 00:31:36,800 তাহলে তো আরো ভালো হয়! 471 00:31:37,320 --> 00:31:38,800 অবশ্যই... 472 00:31:39,600 --> 00:31:40,600 এটাতে? 473 00:31:43,120 --> 00:31:44,120 আমি... 474 00:31:45,560 --> 00:31:46,640 কাকে উদ্দেশ্য করে অটোগ্রাফ দেব? 475 00:31:47,720 --> 00:31:49,320 ম্যারিয়ান্নের উদ্দেশ্যে, অ্যামা। 476 00:31:49,960 --> 00:31:51,520 সেটাই ভালো হবে। 477 00:31:53,040 --> 00:31:54,080 আমার জন্য দারুণ উপহার হবে এটা। 478 00:32:04,480 --> 00:32:07,360 এরপরে কী ঘটবে তা জানার জন্য আর তর সইছে না। 479 00:32:16,200 --> 00:32:19,880 আর লিখবো না। লিজি লার্ককে নিয়ে অনেক লিখেছি। এবার অন্য কিছু লিখবো। 480 00:32:19,960 --> 00:32:21,360 পারবে সেটা করতে? 481 00:32:22,560 --> 00:32:24,000 সত্যটা আমাকে বলো, অ্যামা। 482 00:32:24,840 --> 00:32:27,000 তোমার দুঃস্বপ্নগুলো আবার ফিরে আসবে। 483 00:32:28,960 --> 00:32:31,080 তোমাকে দীর্ঘ সময় ধরে চিনি। 484 00:32:31,600 --> 00:32:38,040 যখন ক্যাথেরিনের সাথে খেলতে আসতে, প্রায়ই তোমার চোখে ভয় দেখতাম আমি। 486 00:32:38,120 --> 00:32:39,000 ক্যারোলিন। 487 00:32:39,080 --> 00:32:41,560 ছিল। এখন সে মারা গেছে। 489 00:32:43,720 --> 00:32:46,200 - আমরা এখন যাই? - বসো। 490 00:32:49,760 --> 00:32:52,040 তোমাদের খাবারের ব্যবস্থা করছি।. 492 00:33:01,080 --> 00:33:03,240 ম্যাম, আপনি ঠিক আছেন? 493 00:33:03,720 --> 00:33:04,720 আসলে... 494 00:33:05,040 --> 00:33:09,640 একটা দুর্ঘটনার কারণে অন্ত্রে আঘাত পাওয়ায় প্রসাব ধরে রাখতে পারি না আমি। 495 00:33:10,160 --> 00:33:12,960 তোয়ালে আছে আপনার কাছে? পরিষ্কার করে দেই আপনাকে। 496 00:33:13,040 --> 00:33:14,040 করো! 497 00:33:14,800 --> 00:33:16,960 এখানে তোমার হাত রাখো! 498 00:33:17,040 --> 00:33:19,640 ভয় পেয়েছ? আমি নোংরা! 499 00:33:20,080 --> 00:33:23,960 বিশ্বাস করো, মেয়েরা! নোংরামির কিছুই জানো না তোমরা! 500 00:33:24,240 --> 00:33:26,880 তবে, এবার জানবে আমার ছোট্ট সোনামণি অ্যামা। 501 00:33:26,960 --> 00:33:29,560 আশা করি, এল্ডেনে কিছুদিন থাকবে। 502 00:33:30,080 --> 00:33:33,000 ম্যারিয়ান্নের ব্যাপারে আরো লিখতে পারো... 503 00:33:33,760 --> 00:33:36,800 যত মানুষ তার সম্পর্কে জানবে, আমি ততো তৃপ্তি পাবো। 504 00:33:37,360 --> 00:33:39,560 আচ্ছা, এবার আমরা যাই! 506 00:33:51,440 --> 00:33:53,040 তোমার বাবা মায়ের সাথে গিয়ে দেখা করো, অ্যামা! 507 00:33:53,120 --> 00:33:55,400 ওদের সাথে আমিই প্রথমে দেখা করতে গিয়েছিলাম। 508 00:33:55,480 --> 00:33:56,480 ইঞ্জিন স্টার্ট করো! 509 00:33:56,560 --> 00:33:57,560 ক্যাথেরিনের আগেই। 510 00:33:57,600 --> 00:34:00,000 লিখতে থাকো! 511 00:34:00,080 --> 00:34:02,200 নয়তো, তোমার কাছের সবার সাথে সাক্ষাৎ করব আমি! 512 00:34:02,280 --> 00:34:03,560 সবার সাথে! 513 00:34:03,640 --> 00:34:06,360 আমি কখনোই খালি হাতে ফিরে যাই না, অ্যামা! 514 00:34:06,920 --> 00:34:07,920 কক্ষনো না! 515 00:34:09,000 --> 00:34:10,880 - কোথায় যাবো? - বাড়িতে চলো। 516 00:34:43,800 --> 00:34:45,160 গাড়িতেই থাকো, আমি আসছি! 517 00:35:04,280 --> 00:35:05,960 এই পুঁটলি এখানে কেনো? 519 00:35:21,160 --> 00:35:22,160 বাবা? 520 00:35:29,120 --> 00:35:30,120 বাবা? 521 00:35:43,680 --> 00:35:44,680 মা? বাবা? 522 00:35:46,000 --> 00:35:47,000 আমি এসেছি! 524 00:36:35,400 --> 00:36:36,400 মা? 525 00:36:42,880 --> 00:36:43,880 মা? 529 00:37:02,240 --> 00:37:03,240 মা? 531 00:37:09,560 --> 00:37:11,040 ধুর! 532 00:37:11,120 --> 00:37:12,280 - অ্যামা! - মা! 533 00:37:12,360 --> 00:37:15,760 অ্যামা, দাঁড়া! 534 00:37:15,840 --> 00:37:18,480 দাঁড়া, মা অ্যামা! 535 00:37:19,120 --> 00:37:21,280 শুনে যা! 536 00:37:21,680 --> 00:37:22,680 অ্যামা! 537 00:37:26,000 --> 00:37:27,240 অ্যামা! 538 00:37:27,320 --> 00:37:28,320 অ্যামা, আমার কথাটা শুনে যা! 539 00:37:28,800 --> 00:37:29,640 অ্যামা! 540 00:37:29,720 --> 00:37:30,920 গাড়ি স্টার্ট করো! 541 00:37:31,400 --> 00:37:32,960 - তারা ঠিক আছে? - কি মনে হয় তোমার? 542 00:37:33,040 --> 00:37:34,120 আমার কথা শোন! 543 00:37:34,760 --> 00:37:36,280 মা। 544 00:37:37,000 --> 00:37:38,440 বার্থরোব পরেই নেমে গেছ! 545 00:37:39,040 --> 00:37:40,040 সরি। 546 00:37:40,240 --> 00:37:41,120 লজ্জা পাচ্ছিস? 547 00:37:41,200 --> 00:37:44,200 লজ্জা পেয়ে কী করব? জীবনের উপর থেকেই মায়া উঠে গেছে আমার। 548 00:37:44,280 --> 00:37:46,200 তুই যে আসবি জানতামই না আমরা। 549 00:37:46,280 --> 00:37:49,640 এই ঘটনার জন্য দুঃখিত কিন্তু তোর মা ঠিকই বলেছে, অ্যামা। 550 00:37:49,720 --> 00:37:52,560 বছরে একটা ফোনও দিস না আর হঠাত এভাবে চলে আসলি? 551 00:37:52,640 --> 00:37:53,800 আমরা নিজেদের নিয়েই ব্যস্ত ছিলাম। 552 00:37:54,400 --> 00:37:56,400 - সবাই সেক্স করে, অ্যামা। - বাল! 553 00:37:56,480 --> 00:37:57,960 আমিও করেছি! কথা সেটা না! 554 00:38:00,600 --> 00:38:02,680 পুরোটা সপ্তাহ আমি তোমাদের ফোন করেছি! 555 00:38:02,760 --> 00:38:04,320 আমরা বাইরে ছিলাম। 556 00:38:04,400 --> 00:38:05,600 কেন ফোন করেছিলি? 557 00:38:06,240 --> 00:38:07,520 ক্যারোর কারণে। 558 00:38:08,200 --> 00:38:10,440 জানি, ওর অন্তেষ্টিক্রিয়া মঙ্গলবারে। 559 00:38:14,320 --> 00:38:15,720 ডিনার কর আমাদের সাথে? 560 00:38:15,800 --> 00:38:18,520 সেখানেই যা বলার বলি? তোর বন্ধুও ডিনার করুক আমার সাথে? 561 00:38:18,600 --> 00:38:20,120 ও ক্যামক্যাম, আমার অ্যাসিস্ট্যান্ট। 562 00:38:20,680 --> 00:38:22,520 টমেটোর চাটনি পছন্দ তোমার, ক্যামক্যাম? 563 00:38:23,160 --> 00:38:24,000 হ্যাঁ! 566 00:38:39,720 --> 00:38:41,480 - ফোন বাজেনি। - কী? 567 00:38:41,560 --> 00:38:42,800 কারণ, এটা আনপ্লাগড? 568 00:38:43,120 --> 00:38:45,120 - শব্দটা তাহলে কিসের? - অ্যালার্মের শব্দ। 569 00:38:45,640 --> 00:38:47,160 তোর বাবা অ্যালার্ম দিয়েছিল। 570 00:38:49,040 --> 00:38:50,840 - তাই? - হুম। 571 00:38:51,200 --> 00:38:53,720 - মানুষকে এখন আর বিশ্বাস করো না? - একদমই না। 572 00:38:54,560 --> 00:38:57,240 যখন খবর দেখি, মনে হয় হরর সিনেমা দেখছি। 573 00:38:57,680 --> 00:38:58,680 তোর গল্পের মতো। 574 00:38:59,240 --> 00:39:00,720 আমি হরর লেখা বন্ধ করে দিয়েছি। 575 00:39:01,280 --> 00:39:02,680 অন্য কিছু লেখার কথা ভাবছি। 576 00:39:02,760 --> 00:39:04,040 - তাই নাকি? - হুম। 577 00:39:04,120 --> 00:39:05,440 কী নিয়ে লিখবে? 578 00:39:07,040 --> 00:39:09,240 জানি না, হয়তো যুদ্ধ নিয়ে কোনো উপন্যাস লিখবো। 579 00:39:14,840 --> 00:39:19,280 যুদ্ধের কথা উঠায় বলি ব্যাপারটা। এক প্রিস্টকে দেখলাম, আমার সাথে মারমুখো আচরণ করেছে। 580 00:39:19,880 --> 00:39:21,840 যা করেছিলে, আর কিইবা আশা করতে পারো? 581 00:39:22,360 --> 00:39:25,400 ভেবেছিলাম, ক্ষমা বিষয়টা তারই কাজের অংশ। 582 00:39:26,040 --> 00:39:28,920 ক্ষমা তখনই করা হবে, যখন চাইবে। 583 00:39:29,400 --> 00:39:31,280 - তোমার মাকে দিয়েই শুরু করো। - থামো তো। 584 00:39:33,240 --> 00:39:36,920 আমি সরি বলেছিলাম না? মা জানতো আমার বয়স তখন কম ছিল, না? 585 00:39:38,640 --> 00:39:41,720 - মা জানে, আমি সরি বলেছি। - অন্য কিছু নিয়ে কথা বলি আমরা? 586 00:39:42,480 --> 00:39:44,280 অনেকটা সময় পার হয়ে গেছে। এগুলো বাদ দাও এবার। 587 00:39:44,840 --> 00:39:46,760 সবাই একটু আধুটু ভুল করে। এগুলো নিয়েই মানুষের জীবন। 588 00:39:47,320 --> 00:39:50,520 এখন আমরা সবাই এখানে আছি এটাই বড় ব্যাপার। 589 00:39:50,920 --> 00:39:52,160 অনেকদিন পর একসাথে খাচ্ছি। 590 00:39:52,640 --> 00:39:56,480 আমি চাই, সবাই একটু স্বাভাবিকভাবে কথাবার্তা বলুক। 591 00:39:57,120 --> 00:39:58,120 খুব কি বেশী কিছু চেয়ে ফেলেছি? 592 00:39:59,320 --> 00:40:00,320 - না। - না। 593 00:40:01,280 --> 00:40:05,440 একটু মন থেকে রাগ অভিমান ঝেড়ে ফেলো না? নিজের কাছেই ভাল লাগবে। 594 00:40:11,280 --> 00:40:12,280 আচ্ছা। 595 00:40:13,000 --> 00:40:15,320 তোমরা কথা বলো। আমি স্যুপ নিয়ে আসছি। 596 00:40:16,040 --> 00:40:18,920 এই বছর অনেক চ্যারি হয়েছে। 597 00:40:22,320 --> 00:40:24,880 আপনি তাদেরকে অসহ্য বললেও আমার কাছে তাদেরকে সেরকম মনে হয়নি। 598 00:40:26,160 --> 00:40:27,240 তবে, তাদেরকে বেশ দুঃখি মনে হলো। 599 00:40:28,280 --> 00:40:29,280 মুম্ম। 600 00:40:30,560 --> 00:40:32,640 আপনি চলে যাক তা তারা চায়নি। তবুও আপনি গেছেন। 601 00:40:37,480 --> 00:40:39,680 মনে হচ্ছে, আরো অনেক ব্যাপারেই ক্ষমা চাইতে হবে আপনাকে। 602 00:40:39,760 --> 00:40:44,040 আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার মতো অধিকার তোমার নেই। 603 00:40:46,320 --> 00:40:48,240 যে ঘরে আপনি থাকতেন সেই ঘরের মেঝেতে শুয়ে আছি আমি। 605 00:40:49,400 --> 00:40:51,120 আপনার মা বাবার সাথে ডিনার করার পর... 607 00:40:52,520 --> 00:40:54,360 তাদেরকে সেক্স করতে দেখার পর... 608 00:40:56,280 --> 00:40:57,600 অনুভূতিটা মিশ্র। 609 00:40:57,840 --> 00:40:59,080 তবে, তুমি আমার সাথে আছো। 610 00:41:04,920 --> 00:41:05,920 ধন্যবাদ তোমাকে। 611 00:41:12,640 --> 00:41:13,640 লাইট অফ করে দেই? 612 00:41:30,040 --> 00:41:32,240 পুরনো লাইটহাউস, অভ্যাস হয়ে যাবে তোমার। 613 00:41:37,560 --> 00:41:38,560 গুড নাইট। 614 00:42:04,040 --> 00:42:05,120 ধ্যাত। 615 00:42:28,600 --> 00:42:29,600 অ্যামা? 616 00:42:32,880 --> 00:42:33,880 ঘুমিয়ে পড়েছেন? 623 00:45:39,920 --> 00:45:41,360 আমি ভেতরে আছি, সরি। 629 00:47:45,240 --> 00:47:46,240 ম্যাম? 630 00:47:46,360 --> 00:47:47,360 তুমি... 632 00:48:00,880 --> 00:48:01,960 আমার দিকে তাকাও! 634 00:48:06,960 --> 00:48:07,960 এটা আমরা নই। 635 00:48:09,480 --> 00:48:10,480 বুঝতে পেরেছ? 638 00:48:58,080 --> 00:49:01,760 ক্যামিলি! ক্যামিলি! ক্যামিলি! আমি! 639 00:49:01,840 --> 00:49:02,880 কী হয়েছে? 640 00:49:04,800 --> 00:49:06,080 আপনার বাবা মা... 641 00:49:07,040 --> 00:49:08,160 কী হয়েছে বাবা মার? 644 00:49:52,080 --> 00:49:53,080 মা! 645 00:49:57,600 --> 00:49:58,600 মা! 646 00:49:59,360 --> 00:50:00,360 বাবা! 647 00:50:01,080 --> 00:50:02,080 মা! 648 00:50:02,720 --> 00:50:03,920 দাঁড়াও! 649 00:50:05,120 --> 00:50:06,760 বাবা! 650 00:50:08,680 --> 00:50:09,680 মা! 651 00:50:15,520 --> 00:50:17,120 বাবা! 652 00:50:25,320 --> 00:50:26,840 ক্ষমা করে দিও আমাকে! 653 00:50:33,480 --> 00:50:35,840 লেখো!