1 00:00:01,500 --> 00:00:37,500 Moshiur Shuvo Presents 2 00:00:39,671 --> 00:00:41,631 মিলিয়ন মানুষদের মত, 3 00:00:41,713 --> 00:00:45,463 আমিও শুনলাম Zima তার সর্বশেষ কাজ উন্মোচনের ঘোষনা দিয়েছে। 4 00:00:46,630 --> 00:00:51,340 এত বছর ধরে আমি তার ইন্টারভিউ নিতে চেয়ে রিজেক্টেড হয়েছি। 5 00:00:51,463 --> 00:00:54,423 এখন, যেকোন কারনেই হোক, 6 00:00:54,546 --> 00:00:58,506 Zima Blue আমার সাথে কথা বলার অনুরোধ করেছে। 7 00:00:59,671 --> 00:01:05,591 সিদ্ধান্ত নিতে পারি নি যে, নীল, আকাশের সাথে বেশি মেলে না সাগরের! 8 00:01:06,380 --> 00:01:07,630 আসলে কোনটাই না। 9 00:01:08,380 --> 00:01:12,630 Zima Blue, জিনিসটা ছিল আলাদা। 10 00:01:14,505 --> 00:01:17,005 Zima'র ইতিহাস সম্পর্কে কমই জানা গিয়েছে। 11 00:01:17,546 --> 00:01:21,126 শোনা যায়, সে তার ক্যারিয়ার পোর্টেচার হিসেবে শুরু করেছিল, 12 00:01:22,255 --> 00:01:26,255 তবে Zima'র জন্য, মানব অবয়ব ছিল ছোট্ট সাবজেক্ট। 13 00:01:27,046 --> 00:01:30,666 ভেতরের অর্থ বের করার জন্য তাকে আরো খুঁজতে হয়েছে... 14 00:01:32,380 --> 00:01:34,340 মহাজগতে। 15 00:01:36,880 --> 00:01:39,590 সেভাবেই দেয়াল অঙ্কণ শুরু। 16 00:01:43,171 --> 00:01:45,961 সেগুলো নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট ছিল। 17 00:01:48,588 --> 00:01:53,208 একদিন, Zima একটা অঙ্কন উন্মেচন করল যেটায় আলাদা কিছু ছিল। 18 00:01:54,546 --> 00:01:59,336 ক্যানভাসের মাঝখানে ছোট্ট নীল স্কয়ার ছিল। 19 00:02:00,046 --> 00:02:02,166 স্কয়ারটা কেবল শুরু ছিল। 20 00:02:02,505 --> 00:02:04,545 কয়েক দশক ধরে, 21 00:02:04,630 --> 00:02:08,210 ওটার গঠন পাল্টে বড় হতে থাকে। 22 00:02:08,796 --> 00:02:11,956 তবে নীলের ছায়া সর্বদা একই থাকত। 23 00:02:13,088 --> 00:02:14,708 ওটা ছিল Zima Blue. 24 00:02:15,380 --> 00:02:21,010 Zima তার পুরো নীলের দেয়াল অঙ্কন উন্মেচনের বহু আগে, 25 00:02:21,755 --> 00:02:25,665 অনেকে মনে করত, Zima অতটুকুই নিতে পারত, 26 00:02:26,755 --> 00:02:28,705 তারা খুব একটা ভুল বলে নি। 27 00:02:31,255 --> 00:02:34,255 যখন প্রায় লোকে নীল নিয়ে কথা বলত, 28 00:02:34,338 --> 00:02:39,008 মানে বড় দেয়াল অঙ্কনের যুগের... 29 00:02:40,213 --> 00:02:43,133 কিন্তু Zima কেবল শুরু করেছে তখন। 30 00:02:48,963 --> 00:02:54,463 আর এই অভিভূত কাজ Zimaকে সত্যিকারের খ্যাতি দেয়, 31 00:02:54,880 --> 00:02:57,460 এমনকি যাদের আর্টের প্রতি কোন অনুরাগ ছিল না। 32 00:03:00,713 --> 00:03:02,843 কিন্ত খ্যাতিটাই আসল বিষয় ছিল না। 33 00:03:06,588 --> 00:03:11,088 এত সাফল্যের পরও, Zima তখনও অসন্তুষ্ট ছিল 34 00:03:12,546 --> 00:03:18,666 এবং তার আর্টের জন্য ভয়ংকর স্যাক্রিফাইজ করল। 35 00:03:27,380 --> 00:03:29,340 তুমি এসেছ বলে ভাল লাগছে, Claire. 36 00:03:30,630 --> 00:03:31,630 ফ্লাইট কেমন ছিল? 37 00:03:33,963 --> 00:03:35,213 রিল্যাক্স, Claire. 38 00:03:36,421 --> 00:03:37,511 হাই। 39 00:03:38,546 --> 00:03:41,756 অনেকে আমাকে অন্যরকম বলে, কিন্তু দ্রুত আমার সাথে তারা মানিয়ে যায়। 40 00:03:42,463 --> 00:03:46,513 ১০০ বছর হতে চলল প্রেসের সাথে কথা বলি নি। 41 00:03:46,588 --> 00:03:51,048 আমার গল্পটা বলতে সাহায্য করার জন্য তোমাকে দাওয়াত দিয়েছি। 42 00:03:52,130 --> 00:03:54,210 চলো একটু হাঁটি? 43 00:03:56,130 --> 00:04:00,210 সে সুদর্শন ছিল। তার শরীরের এত পরিবর্তন করা সত্ত্বেও। 44 00:04:00,921 --> 00:04:03,381 Kharkov Eight নামের এক গ্রহ আছে। 45 00:04:03,880 --> 00:04:07,460 এটা শরীরকে রোবটিক মোডিফাই করার জন্য বিখ্যাত। 46 00:04:09,255 --> 00:04:13,085 সে রেডিয়াল বায়োলজিক্যাল প্রডিডেয়রের মধ্য গিয়েছে 47 00:04:13,171 --> 00:04:16,631 যেন চরম পরিবেশে গিয়ে তাকে 48 00:04:16,713 --> 00:04:19,383 অযাচিত প্রোটেক্টেড স্যুট পড়তে না হয়। 49 00:04:20,546 --> 00:04:23,626 তার চোখ যেকোন স্পেকট্রাম দেখতে পারে। 50 00:04:24,546 --> 00:04:27,046 সে অক্সিজেন গ্রহণ করে না। 51 00:04:27,130 --> 00:04:31,090 তার চামড়া প্রেসারাইজড পলিমার দিয়ে বদলে ফেলা হয়েছে 52 00:04:31,171 --> 00:04:36,211 যেন সে মহাজাগতিক প্রান্তগুলো ভ্রমণ করতে পারে। 53 00:04:39,421 --> 00:04:42,171 তবে একসময় Zima বুঝতে পারল 54 00:04:42,255 --> 00:04:45,705 মহাজগত নিজের থেকেই তার রুপ Zima'র থেকে 55 00:04:46,088 --> 00:04:48,508 ভালভাবে প্রদর্শন করছে। 56 00:04:53,921 --> 00:04:56,761 আমার সত্যের সন্ধান আমাকে এখানে এনেছে, 57 00:04:58,046 --> 00:05:01,086 যে কী হবে আমার সর্বশেষ কাজ? 58 00:05:02,421 --> 00:05:06,461 অবশেষে বুঝেছি, আমি কী আঁকাতে চেয়েছিলাম এতদিন। 59 00:05:07,005 --> 00:05:10,835 আর এর সাথে সুইমিংপুলের সম্পর্ক কী? 60 00:05:11,088 --> 00:05:13,798 এটা সাধারণ কোন সুইমিংপুল নয়। 61 00:05:14,713 --> 00:05:18,303 বহু আগে এটা এক ভদ্র মহিলার ছিল, 62 00:05:18,380 --> 00:05:21,010 যার প্যাক্টিক্যাল রোবোট্রিক্সে আগ্রহ ছিল। 63 00:05:21,296 --> 00:05:25,416 সে ১২টা রোবট তৈরী করেছিল ঘরের কাজ করানোর জন্য, 64 00:05:25,505 --> 00:05:30,665 কিন্তু সে দূর্বল হয়ে পড়ে সুইমিংপুল পরিস্কারক রোবটটার উপর। 65 00:05:31,171 --> 00:05:35,921 ছোট্ট রোবটটা বিরামহীনভাবে পুলের সিরামিক মুছতো। 66 00:05:37,088 --> 00:05:40,548 তবে মহিলাটা অতটুকু কাজে তৃপ্ত ছিল না। 67 00:05:41,005 --> 00:05:43,505 তাই সে তাকে রঙিন ভিজ্যুয়াল সিস্টেম 68 00:05:43,588 --> 00:05:46,708 এবং সেই ভিজ্যুয়াল ডাটা প্রসেস করার জন্য বড় একটা ব্রেইন দিল 69 00:05:46,796 --> 00:05:48,836 যেন রোবট আশেপাশের মডেল বুঝতে পারে। 70 00:05:48,921 --> 00:05:52,381 সে তাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিল, 71 00:05:52,463 --> 00:05:55,213 বিভিন্ন পদ্ধতিতে পুল পরিস্কার করার জন্য। 72 00:05:55,838 --> 00:06:00,338 সে মেশিনটার উপর বিভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যার টেস্ট করতে লাগল। 73 00:06:01,130 --> 00:06:04,090 এবং ক্রমান্বয়ে এটা চেতনা পেতে শুরু করল। 74 00:06:04,171 --> 00:06:06,761 একপর্যায়ে মহিলাটা মারা গেল। 75 00:06:07,005 --> 00:06:08,705 ছোট্ট মেশিনটা বিভিন্ন 76 00:06:08,796 --> 00:06:11,046 মালিকের কাছে যেতে থাকল। 77 00:06:11,588 --> 00:06:15,548 তারা আরো মোডিফিকেশন করতে লাগল আর এটি আরো চেতনা পেতে থাকল। 78 00:06:20,338 --> 00:06:22,378 আরো বেশি আমি... 79 00:06:22,921 --> 00:06:23,921 হলো। 80 00:06:24,880 --> 00:06:27,800 এটাই সেই পুল। 81 00:06:28,171 --> 00:06:30,261 এটাকে খুঁড়ে এখানে এনেছি। 82 00:06:31,296 --> 00:06:37,166 কিন্তু তুমি তো মেশিন পার্ট লাগানো মানুষ। নিজেকে মানুষ ভাবা মেশিন নও। 83 00:06:37,255 --> 00:06:41,295 মাঝেমধ্যে কিসে পরিনত হচ্ছি সেটা গুলিয়ে ফেলি। 84 00:06:41,796 --> 00:06:45,456 এবং একদা কী ছিলাম সেটা মনে করতে কষ্ট হয়। 85 00:06:47,546 --> 00:06:49,916 টাইলের নীল রংকে... 86 00:06:50,421 --> 00:06:53,551 Zima Blue, প্রস্তুতকারকরা ডাকে। 87 00:06:54,380 --> 00:06:56,630 আমার দেখা ১ম জিনিস। 88 00:06:57,130 --> 00:06:59,090 এখান থেকে আমার শুরু হয়েছিল। 89 00:06:59,296 --> 00:07:03,296 একটা নগন্য মেশিন যে কিনা নিজেকেই ঠিকভাবে দেখতে পেত না। 90 00:07:04,130 --> 00:07:05,800 তবে এটা আমার দুনিয়া ছিল। 91 00:07:06,088 --> 00:07:10,338 এটাকেই আমি জানতাম। এটাই জানার দরকার ছিল। 92 00:07:11,505 --> 00:07:12,625 আর এখন? 93 00:07:46,046 --> 00:07:47,796 নিজেকে মিশিয়ে দেব। 94 00:07:55,421 --> 00:07:59,961 তার পাশাপাশি আমার উচ্চতর ব্রেইন ফাংশনকে থামিয়ে দেব... 95 00:08:09,838 --> 00:08:11,838 নিজেকে খুলে ফেলব... 96 00:08:19,296 --> 00:08:22,626 সামান্য কিছু রাখব আশেপাশের সবকিছুকে... 97 00:08:30,421 --> 00:08:35,801 প্রশংসা করার জন্য নিজেকে বলিদানের পাশাপাশি। 98 00:08:37,005 --> 00:08:39,875 অবশেষে আমার সত্যের সন্ধানের অবসান ঘটল। 99 00:08:40,500 --> 00:10:24,500 বঙ্গানুবাদে : মশিউর শুভ