00:02:43,960 --> 00:03:12,560
অনুবাদ এবং সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
00:03:18,960 --> 00:03:24,560
"হালাহালা"
(অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত আস্বাদন করতে গেলে
প্রথমে যে বিষের স্বাদ পায় সে বিষই হল হালাহালা। যে বিষ থেকে
মুক্তিলাভের জন্য প্রথমে ব্রহ্মার কাছে, পরে বিষ্ণুর কাছে ও পরে শিবের কাছে সাহায্য প্রার্থনা করে দুপক্ষই।)
1
00:00:09,160 --> 00:00:10,400
কারকাটে, এসব কী?
2
00:00:11,160 --> 00:00:12,600
সারতাজ স্যার মেরেছে একে?
3
00:00:14,560 --> 00:00:15,880
হাসছিস কেন?
4
00:00:16,400 --> 00:00:19,120
- তার মাথায় বিচিটা সে নিজেই ঢুকিয়েছে?
- আমি কীভাবে জানবো?
5
00:00:19,840 --> 00:00:22,040
- মিথ্যা বলিস না।
- আমি কিছুই জানি না।
6
00:00:23,560 --> 00:00:25,840
১৫ বছর পর কোত্থেকে উদয় হলো সে?
7
00:00:26,240 --> 00:00:30,880
- আমাকে দেখতে কি জ্যোতিষীর মতো লাগে?
- রেগে যাস কেন রে, ভাই?
8
00:00:31,680 --> 00:00:35,440
ঘরে বউ সারাক্ষণ কানের কাছে ঘ্যানঘ্যান করে।
এখানে তুই। ভাল লাগে না আর।
9
00:01:02,040 --> 00:01:02,920
সারতাজ?
10
00:01:04,920 --> 00:01:07,000
- এসব কী?
- গোপন ফোনকলের ভিত্তিতে এসেছি, স্যার।
11
00:01:12,080 --> 00:01:13,240
আমাকে বলোনি কেন?
12
00:01:14,080 --> 00:01:16,920
বুঝিনি, স্যার। এখানে এসে বুঝলাম।
13
00:01:18,040 --> 00:01:20,320
এক কাজ করো। থানায় যাও।
আর একটা স্ট্যাটমেন্ট দাও।
14
00:01:22,400 --> 00:01:23,800
মজিদ সব সামলে নেবে।
15
00:01:25,000 --> 00:01:25,960
এটা আমার কেস, স্যার।
16
00:01:30,680 --> 00:01:33,080
কি ঘটে গেল কোন ধারণা আছে তোমার?
17
00:01:35,160 --> 00:01:36,960
গণেশ গাইতোন্ডে ফিরে এসেছে।
18
00:01:38,000 --> 00:01:39,960
প্রেস আছে। বাকি এজেন্সিগুলো আছে।
19
00:01:40,640 --> 00:01:42,000
কখনো সামলেছ এসব?
20
00:01:43,120 --> 00:01:44,160
"আমার কেস!"
21
00:01:45,760 --> 00:01:47,120
নিজের অবস্থাটা তো দেখো।
22
00:02:26,960 --> 00:02:29,560
এত সহজে আপনি চলে যেতে
পারেন না, সারতাজ সাহেব।
23
00:02:34,160 --> 00:02:37,040
ফিরে আসতেই হবে আমার
কাহিনী শোনার জন্য।
24
00:03:32,760 --> 00:03:34,200
আজ, এই দিনে...
25
00:03:35,880 --> 00:03:37,520
আমি তোমাদের কথা দিচ্ছি।
26
00:03:38,920 --> 00:03:40,880
বিপিন ভোশলের ওয়াদা এটা।
27
00:03:44,160 --> 00:03:46,200
আগামী চার সপ্তাহে...
28
00:03:47,560 --> 00:03:52,640
মহারাষ্ট্রের মধ্য দিয়ে জলের ট্রেন যাবে।
29
00:03:56,520 --> 00:03:59,320
প্রত্যেক গ্রাম এবং জেলার মানুষ জল পাবে।
30
00:04:00,200 --> 00:04:02,000
জয় হিন্দ। জয় মহারাষ্ট্র।
31
00:04:06,520 --> 00:04:10,040
স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য রাখার
জন্য ধন্যবাদ জানাচ্ছি,
32
00:04:10,400 --> 00:04:15,040
সংসদ সদস্য মি. রাজেন্দ্র জোশিকে
মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
33
00:04:17,120 --> 00:04:20,600
তাকে অনুরোধ করছি আমাদের
সম্মানিত মাননীয় অতিথিকে,
34
00:04:20,680 --> 00:04:23,400
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিপিন ভোশলেকে
ফুলের তোড়া দিয়ে স্বাগত...
35
00:04:24,560 --> 00:04:26,640
- কখন ঘটেছে?
- গত রাতে।
36
00:04:27,200 --> 00:04:28,280
ডিসিপিটা কে?
37
00:04:28,840 --> 00:04:29,880
পারুলকার।
38
00:04:31,360 --> 00:04:32,200
ফোন করো উনাকে।
39
00:04:42,840 --> 00:04:44,840
ম্যাম, একটু ডানে তাকান?
40
00:04:48,280 --> 00:04:49,720
মি. করন!
41
00:04:49,840 --> 00:04:52,720
- মি. করন!
- ম্যাম, প্লিজ!
42
00:05:02,200 --> 00:05:03,960
তোমার সাথে এটা আমার শেষ মুভি।
43
00:05:04,080 --> 00:05:06,480
তোমার মতো বাজে অভিনেতা আমি
আজ পর্যন্ত একটাও দেখিনি।
44
00:05:06,560 --> 00:05:09,240
কেন? নতুন কোন প্রযোজকের
সাথে শুয়েছ নাকি?
45
00:06:02,360 --> 00:06:04,120
মেয়েদের সম্পর্কে কী ভাবো?
46
00:06:04,680 --> 00:06:06,080
তারা হচ্ছে পুরুষদের সহচর।
47
00:06:16,040 --> 00:06:17,800
এটা র এর কেস হলো কবে থেকে?
48
00:06:19,360 --> 00:06:20,560
অভ্যন্তরীন কোন ব্যাপার এটা।
49
00:06:31,040 --> 00:06:34,120
- জি বলুন, ভোশলে সাহেব।
- তোমার লোক গাইতোন্ডেকে মেরেছে?
50
00:06:34,880 --> 00:06:38,200
না...সে নিজেই নিজেকে মেরেছে।
51
00:06:38,720 --> 00:06:43,200
আমি পুঙ্খানুপুঙ্খ একটা রিপোর্ট চাই।
52
00:06:43,280 --> 00:06:45,600
এই কেসে র শামিল হলো কীভাবে?
53
00:06:46,600 --> 00:06:48,880
আমার একজন লোক তাদের
সাথে দাঁড়িয়ে আছে।
54
00:06:49,280 --> 00:06:50,640
ওসব আমার চিন্তা না।
55
00:06:50,720 --> 00:06:54,080
র অফিসারদের সাহায্য করলে, তোমাকে কিন্তু
অনেক ঝামেলায় পড়তে হবে বলে দিলাম।
56
00:06:54,760 --> 00:06:56,560
টেনশন নেবেন না, ভোশলে সাহেব।
57
00:06:57,600 --> 00:06:59,680
নিচ্ছি না, পারুলকার।
58
00:07:01,320 --> 00:07:05,400
গাদচিরোলির নকশাল আন্দোলন
টেনশন করার আসল বিষয়।
59
00:07:07,400 --> 00:07:10,160
সেখানে তোমাকে কাজে লাগতে পারে।
60
00:07:11,160 --> 00:07:12,040
বুঝেছ?
61
00:07:12,480 --> 00:07:13,320
জি, স্যার।
62
00:07:17,840 --> 00:07:20,880
জোজোকে কলে পাচ্ছি না।
আমার ফাইলটা চাই।
63
00:07:27,000 --> 00:07:29,520
আমার নাম বের হলে,
তোমাদের সবার নাম আসবে।
64
00:08:00,680 --> 00:08:02,960
কন্সটেবল কার্টেকার বুলডোজার নিয়ে আসে...
65
00:08:04,000 --> 00:08:05,440
আর আমরা দেয়ালটা ভেঙে ফেলি।
66
00:08:05,920 --> 00:08:07,240
সকাল ৯ টা বাজে তখন।
67
00:08:08,120 --> 00:08:09,240
প্রথমে আমি যাই।
68
00:08:11,280 --> 00:08:12,560
প্রথমে যে জিনিসটা দেখি...
69
00:08:13,040 --> 00:08:14,840
একজন মহিলার মৃত দেহ
পড়ে আছে মাটিতে।
70
00:08:15,400 --> 00:08:17,280
মুখমণ্ডলে গুলি করা হয়েছে তাকে।
71
00:08:20,240 --> 00:08:21,160
আরেকটু সামনে এগোই...
72
00:08:21,800 --> 00:08:23,760
দেখি গাইতোন্ডে বসে আছে...
73
00:08:24,840 --> 00:08:26,480
ঘরের এক কোণে, চেয়ারে।
74
00:08:27,240 --> 00:08:29,480
আমার দিকে রিভলবার
তাক করে ছিল সে।
75
00:08:30,120 --> 00:08:31,560
ওয়ার্নিং দিলাম তাকে...
76
00:08:33,360 --> 00:08:35,960
তারপর আচানক সে নিজের
মাথায় গুলি করে দিল।
77
00:08:40,240 --> 00:08:42,400
সে তোমাকে ফোন দিয়েছিল কেন?
78
00:08:43,840 --> 00:08:45,720
আমিও তাকে একই প্রশ্ন করেছি, স্যার।
79
00:08:46,280 --> 00:08:47,960
সে বললো, তার অনেক কথা বলার আছে।
80
00:08:49,760 --> 00:08:51,960
তোমার বাবা, কন্সটেবল দিলবাগ সিং...
81
00:08:52,800 --> 00:08:55,000
গাইতোন্ডে মুম্বাইতে সক্রিয়
থাকাকালীন সময়ে সার্ভিসে ছিল।
82
00:08:58,000 --> 00:08:59,400
উনি ভাল মানুষ ছিলেন, স্যার।
83
00:09:03,720 --> 00:09:05,680
এই ২৫ দিনের ওয়ার্নিং এর ব্যাপারে
কিছু জানতে পেরেছ?
84
00:09:06,240 --> 00:09:08,800
কে? কোথায়? কেন? বলেছে কিছু?
85
00:09:09,360 --> 00:09:10,200
না, স্যার।
86
00:09:11,240 --> 00:09:14,240
শুধু বলেছে, ২৫ দিনের ভেতরে
মুম্বাই খতম হয়ে যাবে।
87
00:09:14,320 --> 00:09:16,520
- পারলে বাঁচান।
- কোন প্রমাণ দিয়েছে এই হুমকির?
88
00:09:17,720 --> 00:09:19,640
যাতে আমরা তার হুমকিকে সিরিয়াসলি নেই?
89
00:09:20,200 --> 00:09:22,720
হতে পারে, তার অন্য
কোন মনোবাঞ্ছা ছিল।
90
00:09:22,800 --> 00:09:24,200
সে আত্মহত্যা করেছে, স্যার।
91
00:09:25,200 --> 00:09:26,080
আমার চোখের সামনে।
92
00:09:27,040 --> 00:09:28,520
মরার আগে কেউ মিথ্যা বলে না।
93
00:09:29,160 --> 00:09:31,880
আইএসআই এর নাম নিয়েছে
সরাসরি অথবা পরোক্ষ ভাবে?
94
00:09:32,880 --> 00:09:34,200
না, ম্যাম।
95
00:09:34,280 --> 00:09:37,440
বিদেশী, পড়শি, হিজবুদ্দিন, বেলুচিস্তান?
96
00:09:37,520 --> 00:09:38,440
না, ম্যাম।
97
00:09:38,920 --> 00:09:39,840
একবারের জন্যও না।
98
00:09:39,920 --> 00:09:44,520
যে লাশটা পড়ে ছিল মাটিতে সেটা নিয়ে
কিছু বলেছে? যেমন- তার পরিচয়...
99
00:09:44,600 --> 00:09:48,440
ম্যাম, আমাদের ডাটাবেজে চেক
করে দেখেছি। কোন ম্যাচ পাইনি।
100
00:09:49,160 --> 00:09:51,920
গাইতোন্ডে যদিও মেয়েঘেষা পাবলিক ছিল।
101
00:09:52,000 --> 00:09:55,120
- সবসময় কোন মেয়ের সাথে থাকতো।
- মনে হয় না মেয়েটা তার সহচর।
102
00:09:57,120 --> 00:09:58,760
সে বলেছে, সবাই মারা যাবে...
103
00:09:59,080 --> 00:10:00,080
শুধু ত্রিভেদী ছাড়া।
104
00:10:01,880 --> 00:10:02,840
ত্রিভেদীটা কে?
105
00:10:03,520 --> 00:10:04,640
জানি না, স্যার।
106
00:10:11,320 --> 00:10:12,600
সারতাজকে রিপোর্টটা দাও।
107
00:10:14,760 --> 00:10:15,960
কি মনে হয় আপনার?
108
00:10:16,600 --> 00:10:18,440
নিম্ন স্তরের অফিসার।
109
00:10:19,520 --> 00:10:21,760
ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না তার।
110
00:10:23,000 --> 00:10:25,480
দুই বছর ধরে তার ওজন বাড়ছে।
111
00:10:26,360 --> 00:10:28,080
দৃষ্টি আকর্ষনের জন্য ক্ষুধার্ত।
112
00:10:28,720 --> 00:10:32,960
তার ওপর কতটা ভরসা করা
যায় বলতে পারছি না।
113
00:10:37,120 --> 00:10:38,920
গাইতোন্ডে ফিরে আসলো কেন?
114
00:10:39,680 --> 00:10:43,480
- তার পুরনো গ্যাং কি এখনো সক্রিয়?
- কেউ আছে যার সাথে কথা বলা যায়?
115
00:10:44,840 --> 00:10:45,680
বান্টি।
116
00:10:46,320 --> 00:10:47,480
ওর সবচেয়ে পুরনো লোক।
117
00:10:48,720 --> 00:10:52,400
কন্সট্রাকশনের ব্যাবসা করে,
টেলিভিশনে প্রযোজকও সে।
118
00:10:54,880 --> 00:10:56,040
নিয়ে আসুন তাকে।
119
00:11:03,160 --> 00:11:04,440
করেছ ডিকোড?
120
00:11:05,920 --> 00:11:08,160
দ্রুত করো। মেইল করে দিও আমাকে।
121
00:11:15,240 --> 00:11:17,040
ওই মহিলাকে নিয়ে কী যেন বলেছিলেন?
122
00:11:17,760 --> 00:11:19,240
তার মুখমন্ডলে গুলি করা হয়েছে।
123
00:11:22,920 --> 00:11:25,360
এর মানে, হত্যাকারী ভীষণ রাগান্বিত ছিল।
124
00:11:25,880 --> 00:11:30,120
আর রাগান্বিত হবার জন্য বন্ধু
হতে হয়, নইলে শত্রু...
125
00:11:31,360 --> 00:11:32,640
সহচর নয়।
126
00:11:36,160 --> 00:11:37,320
আরও কিছু বের করতে পারবেন?
127
00:11:40,960 --> 00:11:41,800
কী হয়েছে?
128
00:11:42,680 --> 00:11:47,120
এসব বড় কেস আমার মতো ছোট
অফিসারদের ধ্বংস করে দেয়।
129
00:11:50,760 --> 00:11:52,600
কিছু পেলে ফোন করবেন আমাকে।
130
00:11:54,640 --> 00:11:55,640
স্যার, আমার মোবাইলে কল এসেছিল।
131
00:11:56,400 --> 00:11:57,480
আমি তদন্ত করেছি।
132
00:11:58,800 --> 00:12:00,320
যা কিছু হয়েছে সব কিছুর
বিবরণ আপনার সামনে।
133
00:12:07,480 --> 00:12:10,040
ডিপার্টমেন্টের বাংগালি বুড়োর
কেসে যদি সহায়ত করো..
134
00:12:12,840 --> 00:12:14,560
ডিপার্টমেন্ট তোমাকে সহায়তা করবে।
135
00:12:32,720 --> 00:12:33,600
কেন, স্যার?
136
00:12:33,880 --> 00:12:35,360
গাইতোন্ডেকে গুলি করার জন্য।
137
00:12:36,440 --> 00:12:38,200
স্যার, আপনি রিপোর্টটা এখনও পড়েও দেখেননি।
138
00:12:39,400 --> 00:12:41,640
অস্ত্র জমা দিয়ে ঘরে যাও।
139
00:12:47,400 --> 00:12:48,320
সারতাজ।
140
00:13:00,200 --> 00:13:02,200
গাইতোন্ডে একটা নাম দিয়েছে।
141
00:13:03,040 --> 00:13:03,920
ত্রিভেদী।
142
00:13:07,520 --> 00:13:08,960
এটা কি সেই ত্রিভেদী?
143
00:13:14,280 --> 00:13:15,840
ত্রিভেদীকে নিয়ে কেন কথা বলল সে?
144
00:13:16,800 --> 00:13:19,760
ত্রিভেদী ছাড়া সবাই মারা যাবে।
146
00:14:01,520 --> 00:14:04,120
হেই, একটু ডানে ঘোর?
147
00:14:04,480 --> 00:14:08,080
মানুষ ভাবে, শুধু পুলিশই ঘুষ নেয়।
148
00:14:08,600 --> 00:14:09,480
স্যার।
149
00:14:10,040 --> 00:14:11,960
- হ্যাঁ?
- আমার ছেলে, স্যার!
150
00:14:13,000 --> 00:14:15,320
শামসুল। এখনও ঘরে ফেরেনি, স্যার।
151
00:14:15,400 --> 00:14:19,240
আপনি পরে আসতে বললেন।
অনেক দিন কেটে গেছে, স্যার।
152
00:14:21,840 --> 00:14:24,080
- বাঙালি বুড়া থেকে এসেছেন?
- জি, স্যার।
153
00:14:25,040 --> 00:14:28,200
তোর ছেলে আল কায়েদা নয়তো আইসিসে
যোগ দিয়েছে। যা, গিয়ে চেক কর।
154
00:14:28,760 --> 00:14:29,840
আমার মাথা খাসনে আর!
155
00:14:31,200 --> 00:14:32,040
চলে যা!
156
00:14:32,120 --> 00:14:33,520
বালের জ্বালাতন!
157
00:14:37,560 --> 00:14:39,800
- স্যার।
- সে আমাকে কল দিয়েছে কেন?
158
00:14:40,400 --> 00:14:41,280
কে, স্যার?
159
00:14:42,160 --> 00:14:43,160
গাইতোন্ডে।
160
00:14:44,280 --> 00:14:45,960
চাইলে যে কাউকেই কল দিতে পারতো।
161
00:14:46,400 --> 00:14:47,240
আমাকেই কেন কল দিল?
162
00:14:47,800 --> 00:14:48,920
কি জানি, স্যার?
163
00:14:49,720 --> 00:14:51,920
আপনার বাবাকে সে হয়তো চিনতো।
164
00:15:31,000 --> 00:15:32,280
- খোলো।
- ওকে, স্যার।
165
00:17:02,880 --> 00:17:04,920
বলেছিলাম, আবারও ফিরে আসবেন।
166
00:17:10,880 --> 00:17:14,200
আমার কাহিনী বিচ্ছুর মতো,
যেটা আপনাকে দংশন করেছে।
167
00:17:15,640 --> 00:17:17,960
আমি কোত্থেকে এসেছি তার
ব্যাপারে যতক্ষন না জানবেন,
168
00:17:18,400 --> 00:17:20,880
ধর্মের এই নাটক আপনার
মাথায় ঢুকবে না।
169
00:18:07,120 --> 00:18:10,280
গোপালমঠের বাহিরের জঙ্গলে আমরা
আমাদের স্বর্ণ পুঁতে রেখেছিলাম।
170
00:18:10,880 --> 00:18:12,920
এগুলো দিয়ে কী করবো
বুঝতেই পারছিলাম না।
171
00:18:13,480 --> 00:18:18,000
মেথু আর আমি রোজ আমাদের স্বর্ণের
দিকে কামাতুর দৃষ্টিতে তাকিয়ে দেখতাম।
172
00:18:18,080 --> 00:18:21,440
ভেবেছিলাম, এটা নিয়ে বের হলে
কেউ আমাদের খুন করে ফেলবে।
173
00:18:21,920 --> 00:18:24,640
আর যদি এখানে ফেলেও যাই,
কেউ চুরি করবে।
174
00:18:24,960 --> 00:18:27,640
কে জানে? মেথুই হয়তো চুরি করতে পারে।
175
00:18:46,000 --> 00:18:49,760
জানি না, ওই চিতা মেথুকে বাঁচাতে
এসেছিল নাকি আমাকে বলতে এসেছিল...
176
00:18:49,840 --> 00:18:54,320
যে, আমি শুধু শহরের না,
জঙ্গলেরও রাজা হতে পারি।
177
00:18:55,800 --> 00:19:00,800
ওটার চোখ বরাবর নির্ভয়ে তাকিয়ে থাকা!
প্রথমবারের মতো নিজেকে ভগবান মনে হচ্ছিল।
178
00:19:01,600 --> 00:19:04,080
ওটা আমাকে বলেছে, চিন্তার পরিধি বাড়া।
179
00:19:04,720 --> 00:19:07,440
মুম্বাই নোংরা শহর।
আরও নোংরা কর একে।
180
00:19:09,280 --> 00:19:13,120
১৯৮৫ সালে, মায়ের মৃত্যুর
পর ছেলে প্রধানমন্ত্রী হলো।
181
00:19:13,200 --> 00:19:15,320
প্রধানমন্ত্রী হয়ে জালিয়াতিতে যুক্ত হয়ে গেল।
182
00:19:16,000 --> 00:19:18,480
আমি ভাবলাম, যদি প্রধানমন্ত্রী
অসৎ হতে পারে...
183
00:19:18,560 --> 00:19:20,520
তো আমি সোজা রাস্তায় হেঁটে কী করবো?
184
00:19:28,000 --> 00:19:30,920
মুম্বাই জয় করার পরিকল্পনা
ঠিক করে ফেলেছিলাম।
185
00:19:31,880 --> 00:19:34,760
প্রথমে, একজনকে খুঁজে বের করো যে আপনার
সোনাকে কাঁচা টাকায় রূপান্তরিত করতে পারবে।
186
00:19:44,320 --> 00:19:48,880
পরিতোষ শাহ। আমার বন্ধু, ভাই,
ব্যাংক সব কিছু।
187
00:19:49,960 --> 00:19:53,920
অর্থ আমাদেরকে বন্ধু বানিয়ে দিল।
188
00:19:56,280 --> 00:19:58,400
একটা বউ, তিনটা বাচ্চা আর
একটা ছোট্ট দোকান।
189
00:19:58,960 --> 00:20:01,240
শালা ওর ভগবানকে রোজ
আগরবাতির ধোঁয়া গেলাতো।
190
00:20:01,840 --> 00:20:03,240
টাকাই ছিল ওর ধর্ম।
191
00:20:03,320 --> 00:20:07,920
আর, আমি ভাল করেই জানতাম ধার্মিক ব্যক্তিকে
কীভাবে আমার পোষা কুকুর বানাতে হয়।
192
00:20:08,760 --> 00:20:11,680
পরিকল্পনার পরের ধাপ ছিল,
একটা গ্যাং বানানো।
193
00:20:12,160 --> 00:20:15,120
ওখানে নাগপাড়া মসজিদ বন্দরে,
প্রত্যেক গলিতে একটা গ্যাং ছিল।
194
00:20:16,440 --> 00:20:19,640
তাই, কৈলাশপাড়ায় চলে আসলাম।
নতুন লোক পেলাম এখানে।
195
00:20:19,720 --> 00:20:22,480
বড় বাদ্রিয়া, লম্বা চওড়া।
196
00:20:22,600 --> 00:20:25,520
দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর
১০ বার ব্যায়াম করে।
197
00:20:25,600 --> 00:20:27,160
আর তার ভাই, ছোট বাদ্রিয়া।
198
00:20:27,920 --> 00:20:30,880
প্রস্রাবের বেগ আটকে রাখতে পারত না,
তবে অনেক বিনয়ী ছিল।
199
00:20:30,960 --> 00:20:33,840
হেই, তোর ভাইকে নিয়ে যা।
আমার বিছানাতেই কাজ সেরে দিয়েছে।
200
00:20:36,200 --> 00:20:37,200
অই মাদারচোত!
201
00:20:38,680 --> 00:20:39,800
এদিকে আয়!
202
00:20:40,000 --> 00:20:43,000
গ্যাং বানিয়ে আমি অপেক্ষা করে রইলাম, চিতার মতো।
203
00:20:43,160 --> 00:20:45,440
আমার শুধু দরকার ছিল একটা তীক্ষ্ণ মাথা।
204
00:20:45,640 --> 00:20:49,160
যে এলাকার সব হারামিকে চিনতো।
205
00:20:49,720 --> 00:20:52,200
যে আমাকে এখানকার গুপ্তধনের
সন্ধান দিতে পারতো।
206
00:20:52,320 --> 00:20:53,680
এই জায়গাটা শুধু পান করার জন্য।
207
00:20:54,280 --> 00:20:56,800
চিল্লাচিল্লি করলে পাছায় লাথি
মেরে বের করে দেব।
208
00:20:56,880 --> 00:20:58,280
যা, বের হয়ে যা এখান থেকে।
209
00:20:58,360 --> 00:21:00,440
চলে যা তুই। কোন ঝামেলা চাই না এখানে।
210
00:21:00,520 --> 00:21:03,320
- তুমি ঠোঁটে লিপস্টিক দাও না কেন?
- কেন লাগাব? ।
211
00:21:03,440 --> 00:21:05,520
কেউ তো আমাকে বলেনি লাগাতে।
212
00:21:06,200 --> 00:21:08,680
- আমার তো লাল পছন্দ।
- আমার পছন্দ নীল।
213
00:21:09,000 --> 00:21:11,640
এই হারামখোর! শরাব গিলেছিস?
যা, ফোট এবার।
214
00:21:12,080 --> 00:21:14,560
আর তুই? চলে যা এখান থেকে।
আর এখানে আসবি না।
215
00:21:16,360 --> 00:21:18,520
চলে যা এখান থেকে, নইলে দেবো
একটা কানের নিচে।
216
00:21:19,480 --> 00:21:20,640
স্যান্ডেল দিয়ে পেটাবো।
217
00:21:20,720 --> 00:21:22,000
যাবি নাকি যাবি না?
218
00:21:22,920 --> 00:21:25,400
- গণেশ গাইতোন্ডে।
- তো কী করবো? পূজা করবো তোকে?
219
00:21:25,480 --> 00:21:27,960
- যা, চলে যা।
- তোমার জায়গাটা দেখলাম।
220
00:21:28,040 --> 00:21:29,160
হ্যাঁ তো?
221
00:21:29,520 --> 00:21:32,320
- নিয়মিত আসি এখানে।
- সবাই আসে। চলে যা এবার।
222
00:21:33,200 --> 00:21:34,800
- আবার আসবো পান করতে।
- চলে যা!
223
00:21:34,880 --> 00:21:36,200
আসবও কিন্তু বলে রাখলাম।
224
00:21:36,280 --> 00:21:37,960
সেদিন পরিচয় হলো কান্তা বাঈয়ের সাথে।
225
00:21:38,240 --> 00:21:42,840
অনেক সাহসী ছিল। তবে, এত সহজে
আমাকে কিছু দেয়নি প্রথমে।
226
00:21:42,920 --> 00:21:46,680
তাকে পটানোর জন্য তার সাথে
মদের ব্যবসা শুরু করলাম।
227
00:21:47,160 --> 00:21:50,400
তার মদ বানানোর হাত দারুন ছিল!
ব্যবসা দিনদিন ফুলছিল শুধু!
228
00:21:50,760 --> 00:21:52,520
তারপর, সে এখানকার হালচাল
সব বলে আমাকে।
229
00:21:56,960 --> 00:22:00,720
কান্তা বাঈ বলতো, মুম্বাইয়ের সব টাকা
এই আবর্জনার মধ্যে আছে।
230
00:22:01,280 --> 00:22:03,480
বানচোদ আবর্জনার মাফিয়া ছিল তখন।
231
00:22:04,000 --> 00:22:07,480
গোপালমঠ আবর্জনার ঘের
৫ কি.মি. বিস্তৃত ছিল।
232
00:22:07,960 --> 00:22:10,760
প্রতিদিন ৭০ লাখ রুপির আবর্জনা
তোলা হতো এখান থেকে।
233
00:22:10,840 --> 00:22:15,400
সব কিছু বিক্রি হতো।
চেয়ার, ড্রাম, ভাঙ্গা গিটার, সব!
234
00:22:15,880 --> 00:22:18,560
আর আবর্জনার রাজ্যের একচ্ছত্র
অধিপতি ছিল মোমিন।
235
00:22:19,560 --> 00:22:23,520
আমার শেষ পরিকল্পনা ছিল,
মোমিনের প্রস্থান। আমার আগমন।
236
00:22:24,600 --> 00:22:27,000
গোপালমঠে একটা বাড়ি বানাবো।
237
00:22:27,480 --> 00:22:28,760
আবর্জনার মাঝখানে।
238
00:22:29,360 --> 00:22:30,960
বানিয়েই ছাড়বো।
239
00:22:34,880 --> 00:22:36,880
যে জমির কথা বলছিলি...
240
00:22:37,680 --> 00:22:39,000
সেটা গোপালমঠে...
241
00:22:40,320 --> 00:22:42,960
ঠিকই বলেছেন। ওটা সরকারের জমি।
242
00:22:44,440 --> 00:22:47,000
কিছুদিন পর নিলাম শুরু হবে এখানে।
243
00:22:48,800 --> 00:22:52,000
যদি চাস তোর নাম লিস্টে ঢোকাতে...
244
00:22:53,520 --> 00:22:55,040
তাহলে, তোকে টাকা ঢালতে হবে।
245
00:22:56,440 --> 00:23:01,400
দ্বিগুণ পরিমাণে। সবাইকে
ঘুষ দিতে হবে আমাদের।
246
00:23:02,320 --> 00:23:05,000
আমার দশটা প্লট হলেই চলবে।
247
00:23:05,080 --> 00:23:06,200
পেয়ে যাবেন।
248
00:23:07,040 --> 00:23:09,280
দশটা প্লটই পেয়ে যাবেন।
249
00:23:10,480 --> 00:23:12,080
কাগজপত্র রেডি করছি।
250
00:23:12,600 --> 00:23:14,760
তুই টাকা জমা দে।
আমি কাগজপত্রের ব্যবস্থা করছি।
251
00:23:14,840 --> 00:23:16,720
ঠিক আছে? চলি এবার।
252
00:23:22,440 --> 00:23:23,760
টাকা পেয়ে যাবেন।
253
00:23:25,480 --> 00:23:27,200
কিন্তু, ভুলেও যদি আমাকে
ধোঁকা দেওয়ার চেষ্টা করেন...
254
00:23:27,280 --> 00:23:30,960
আপনাকে পিসপিস করে কেটে কুকুরকে
দিয়ে খাওয়াবো। কথাটা মাথায় থাকে যেন।
255
00:23:32,520 --> 00:23:34,920
মুম্বাইয়ের ভেতরেই একটা
আলাদা জগত ছিল।
256
00:23:35,080 --> 00:23:38,760
সে জগতেরই আরেকটা অংশ ছিল,
জীবন্ত, ঝাকঝমকপূর্ন এবং আকর্ষনীয়।
257
00:23:43,240 --> 00:23:45,960
- কোথায় যাচ্ছিস?
- ভেতরে। আর কোথায়?
258
00:23:46,440 --> 00:23:47,760
ভেতরে জানিস কী আছে?
259
00:23:48,840 --> 00:23:49,680
কি?
260
00:23:51,240 --> 00:23:52,960
এটা সাহেবদের জায়গা।
261
00:23:54,000 --> 00:23:55,040
ভিখারীদের জায়গা না।
262
00:23:55,760 --> 00:23:59,880
যা, লোকাল কোন বারে গিয়ে দেশি
মাল গেল। ফোট এখান থেকে।
263
00:23:59,960 --> 00:24:02,240
বন্ধু, আমরা কোন ভিখারী নই।
264
00:24:02,920 --> 00:24:04,280
অনেক টাকা আছে আমাদের কাছে।
265
00:24:04,360 --> 00:24:08,520
যদি টাকাই এখানে ঢোকার পাসপোর্ট হতো,
মুম্বাইয়ের সবাই তাহলে এখানে ঢুকতে পারতো।
266
00:24:09,080 --> 00:24:11,040
আগে নিজেকে যোগ্য বানা,
তারপর আসিস এখানে।
267
00:24:12,120 --> 00:24:15,040
যেরকমটা প্রথমবার লোকজন
তাজমহলের দিকে তাকিয়ে থাকে,
268
00:24:15,120 --> 00:24:17,360
সেরকমই ইসাকে প্রথমবার দেখেছিলাম।
269
00:24:17,440 --> 00:24:21,040
পার্থক্য হচ্ছে, মানুষ তাজমহলের
সামনে ফটো তোলে...
270
00:24:21,120 --> 00:24:23,880
আমি চেয়েছিলাম ইসাকে জ্বালিয়ে দিতে।
271
00:24:31,240 --> 00:24:33,920
আচ্ছা, যিনি এই মাত্র ভেতরে
ঢুকলেন কে উনি?
272
00:24:35,040 --> 00:24:37,640
সুলেমান ইসা। নাম শুনেছিস কখনো?
273
00:24:38,320 --> 00:24:39,400
সুলেমান ইসা।
274
00:24:40,480 --> 00:24:45,600
উনার লাল গাড়ি আর উনার বাহুডোরে থাকা
সেই নারীর কথা ভুলতে পারছিলাম না।
276
00:25:44,360 --> 00:25:45,600
দেখ, চুতিয়া...
277
00:25:46,920 --> 00:25:49,320
আমার জমি কেনার জন্য
যে কথাবার্তা বলছিস...
278
00:25:51,400 --> 00:25:53,240
তোর মৃত্যু ডেকে আনবে সেটা।
279
00:25:54,680 --> 00:25:57,760
মুখ বন্ধ করে চুপচাপ বেরিয়ে
যা এখান থেকে।
280
00:25:58,640 --> 00:26:00,280
আবার যদি তোকে দেখি...
281
00:26:02,520 --> 00:26:03,480
চুতমারানি!
282
00:26:20,440 --> 00:26:22,360
পুলিশ ইন্সপেক্টর পারুলকার।
283
00:26:22,840 --> 00:26:24,080
অভিনন্দন।
284
00:26:24,240 --> 00:26:27,520
কৈলাশপাড়া থানায় আপনার প্রথম
কেস রেজিস্ট্রি করা হয়েছে।
285
00:26:27,640 --> 00:26:29,000
আইপিসি ৪৩৫।
286
00:26:30,480 --> 00:26:32,120
তোর পকেটে বুঝি অনেক টাকা?
287
00:26:33,120 --> 00:26:34,080
খুব ভারি?
288
00:26:35,160 --> 00:26:36,360
কোথায় থাকিস তুই?
289
00:26:37,600 --> 00:26:38,440
গোপালমঠ।
290
00:26:39,040 --> 00:26:40,360
অই আবর্জনার স্তুপে।
291
00:26:43,560 --> 00:26:47,680
শালা শুয়োর! শুয়োরের মতো কুতকুতে চোখ!
292
00:26:50,160 --> 00:26:52,840
তোর মতো লোক রাস্তায় নেড়ি
কুত্তার মত পরে থাকে।
293
00:26:54,440 --> 00:26:56,000
কৈলাশপাড়ায় যেন আর না দেখি।
294
00:27:02,680 --> 00:27:03,920
তোর কী মনে হয়েছিল?
295
00:27:05,160 --> 00:27:09,200
এখানে আসবি, অনেক বড় লোক হয়ে যাবি,
তোর চেহারা তারপর ঝিলিক মারবে?
296
00:27:10,200 --> 00:27:14,480
এই শহরে প্রতিদিন হাজারও মানুষ আসে।
পোকামাকড়ের মতো বেঁচে থাকে।
297
00:27:15,920 --> 00:27:18,120
অনেকের বুটের লাথি খায় তারা প্রতিদিন।
298
00:27:21,120 --> 00:27:23,800
বেঁচে থাকতে চাইলে সাহসী হ।
299
00:27:24,800 --> 00:27:27,680
বড় মানুষ হতে হলে, সাহসী হ।
300
00:27:41,200 --> 00:27:42,160
সব প্যাক করছিস যে?
301
00:27:44,400 --> 00:27:45,760
তুইও চাইলে আসতে পারিস।
302
00:27:50,800 --> 00:27:51,640
কোথায় যাচ্ছিস?
303
00:27:53,760 --> 00:27:55,480
ঘরে ফিরে যাচ্ছি।
304
00:27:56,920 --> 00:27:57,880
কেন?
305
00:28:02,720 --> 00:28:03,760
হয়ে গেছে তোর?
306
00:28:06,520 --> 00:28:08,240
হেই, বাদ দে না!
307
00:28:09,480 --> 00:28:13,200
ভয় পেয়েছিস? বল না? ভয় পাচ্ছিস?
308
00:28:13,280 --> 00:28:15,120
- বল।
- হ্যাঁ, আমি ভয় পেয়েছি!
309
00:28:16,120 --> 00:28:19,240
আমি এখানে ভাগাড়ের কুত্তার
মতো মরতে চাই না।
310
00:28:23,680 --> 00:28:24,920
মেথু গ্রামে চলে গেল।
311
00:28:25,200 --> 00:28:27,200
পারুলকার আমাকে স্পট করে ফেলল।
312
00:28:27,840 --> 00:28:29,800
আমার নাম তার ফাইলে ঢুকে গেছে।
313
00:28:30,280 --> 00:28:35,000
মিউনিস্যাপেলের লোক, তালপাদ টাকাও নিয়ে নিল
আবার মোমিনকে আমার সম্পর্কে বলেও দিল।
314
00:28:37,560 --> 00:28:40,960
মিউনিস্যাপিলিটি ছিল মোমিনের।
পারুলকারও ছিল মোমিনের বাধ্যগত।
315
00:28:41,800 --> 00:28:46,040
কৈলাশপাড়াও ছিল মোমিনের। এক এক
করে সব হাত থেকে ছুটে যাচ্ছিল।
316
00:29:05,360 --> 00:29:06,520
মোমিন?
317
00:29:07,320 --> 00:29:10,080
ও আমাদের দুজনকেই এখান
থেকে চলে যেতে বলেছে।
318
00:29:26,400 --> 00:29:28,760
তালপাদকে মরতে হলোই।
319
00:29:40,200 --> 00:29:42,480
তারপর, এলো জ্বালিয়ে দেওয়ার পালা।
320
00:30:20,760 --> 00:30:25,360
মোমিনের ২০ কোটি টাকার ব্যবসা
এক রাতে পুড়ে ছাই হয়ে গেল।
321
00:30:25,920 --> 00:30:27,840
মোমিনের লাশটাও আর কোথাও
খুঁজে পাওয়া যায়নি।
322
00:30:38,840 --> 00:30:41,960
মুম্বাইয়ের আকাশ ৫ দিন ধরে
কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।
323
00:30:42,120 --> 00:30:46,880
বোরিভেলি থেকে বাইকুল্লা, সব জায়গায় রটে
গিয়েছিল কৈলাশপাড়ায় নতুন রাজা এসেছে।
324
00:30:49,680 --> 00:30:51,760
গণেশ গাইতোন্ডে।
325
00:31:03,760 --> 00:31:04,960
হ্যালো মা।
326
00:31:05,240 --> 00:31:06,480
এখনও ঘুমাওনি?
327
00:31:06,640 --> 00:31:08,200
আমাদের দুজনেরই একই সমস্যা।
328
00:31:08,280 --> 00:31:09,600
ঘুমাবার সময় নাই।
329
00:31:10,040 --> 00:31:13,760
তোর বাবা ছিল একটা মানুষ, আরামসে
নাক ডেকে ঘুমাতো।
330
00:31:14,240 --> 00:31:16,400
টিভি বন্ধ করো। ঘুম চলে আসবে।
331
00:31:16,520 --> 00:31:18,440
গাইতোন্ডেকে দেখলাম খবরে।
332
00:31:18,640 --> 00:31:19,800
ওখানে ছিলিস না তুই?
333
00:31:19,920 --> 00:31:22,640
আমাদের কিছু অফিসারকে
দেখলাম সেখানে, পারুলকার সহ।
334
00:31:22,760 --> 00:31:25,840
তোর ডিপার্টমেন্টেই তো আছেন উনি, তাই না?
335
00:31:26,760 --> 00:31:30,000
- হ্যাঁ।
- তোকেও দেখতে পারলে ভালো লাগত।
336
00:31:30,480 --> 00:31:31,920
মনে হয় মিস করেছি।
337
00:31:33,320 --> 00:31:34,960
না, মা। তুমি করোনি।
338
00:31:36,160 --> 00:31:37,120
আমি সেখানে ছিলাম না।
339
00:31:37,960 --> 00:31:41,000
সাতটা মাস কেটে গেল।
কবে আসবি তুই বাসায়?
340
00:31:41,120 --> 00:31:42,920
হ্যাঁ, মা। শীঘ্রই বাড়িতে আসবো।
341
00:31:44,080 --> 00:31:47,160
- পরে কথা বলবো, রাখি।
- আচ্ছা।
342
00:31:51,680 --> 00:31:52,720
চুতিয়া শালা!
343
00:33:16,160 --> 00:33:19,360
তো? ইস্তাম্বুলে তোমার পোস্টিং কনফার্ম?
344
00:33:24,000 --> 00:33:25,320
সব অ্যাকশন তো ওখানেই হচ্ছে।
345
00:33:28,240 --> 00:33:29,640
সেরকম মনে হচ্ছে না।
346
00:33:29,720 --> 00:33:30,720
মানে?
347
00:33:31,800 --> 00:33:33,800
এখনও মাথায় ফিল্ডে কাজ
করার ভূত আছে?
348
00:33:36,600 --> 00:33:39,280
যদি একজন পুরুষ ফিল্ডে কাজ
করতে চায়, সেটাকে বলে প্যাশন।
349
00:33:39,360 --> 00:33:41,120
যদি একজন মেয়ে চায়,
তাকে বলে অবসেশন?
350
00:33:45,240 --> 00:33:47,000
তুমি একজন ভালো অ্যানালিস্ট।
যেটাতে ভাল সেটাতেই করো।
351
00:34:18,200 --> 00:34:21,760
গাইতোন্ডের লোকের ব্যাপারে কিছু
জানা গেছে? ওই কন্সট্রাকশনের বান্টি?
352
00:34:23,560 --> 00:34:25,600
তার সকল অফিস আর ব্যাংক
একাউন্টস জব্দ করা হয়েছে।
353
00:34:26,480 --> 00:34:28,120
দেখা যাক, কিছু পাওয়া যায় কিনা।
354
00:34:29,360 --> 00:34:31,200
নিশ্চয়ই সমঝোতার জন্য অপেক্ষা করবে।
355
00:34:31,280 --> 00:34:33,400
বাহিরে আসলে প্রতিপক্ষের কেউ খুন করবে।
356
00:34:33,480 --> 00:34:36,160
মারকান্দ, এখানে প্রতিপক্ষ কেউ নেই।
অন্য কিছু আছে।
357
00:34:43,680 --> 00:34:46,160
একটা কথা বলি। রাগ করবে না।
358
00:34:49,000 --> 00:34:51,280
ফিল্ডে তোমার নিজেকে প্রমাণ
করতে হবে না।
359
00:34:52,640 --> 00:34:57,360
আমার মনে হয়, তুমি এইজন্যই চাচ্ছো
কারণ তোমার বাবা ফিল্ডে মারা গেছেন।
360
00:35:04,200 --> 00:35:05,800
অ্যাকডেমি থেকে শুনে আসছি এসব।
361
00:35:07,120 --> 00:35:08,480
১৬ টা বছর পার হয়ে গেল।
362
00:35:35,000 --> 00:35:37,240
শোনো, আমাকে অফিসে নামিয়ে দিও।
363
00:37:02,640 --> 00:37:03,920
আস্তে আস্তে!
364
00:37:05,200 --> 00:37:08,200
আহারে! পিঠে কেমন লালচে দাগ বসে গেছে!
365
00:37:09,760 --> 00:37:10,960
নিশ্চয়ই অনেক ব্যাথা করছে।
366
00:37:13,000 --> 00:37:15,720
সরকার তোমাকে চিকিৎসার
জন্য টাকা কবে দেবে?
367
00:37:16,320 --> 00:37:20,600
গতকাল খোঁজ নিয়েছে।
কাগজপত্র মন্ত্রনালয়ে জমা দেওয়া হয়েছে।
368
00:37:21,640 --> 00:37:23,800
"কাগজপত্র মন্ত্রনালয়ে জমা দেওয়া হয়েছে।"
369
00:37:24,600 --> 00:37:26,320
২৬/১১ এর পর ১০ বছর কেটে গেল।
370
00:37:27,400 --> 00:37:30,720
কেন গুলি খেলে? কে বলেছিল ঝুঁকি নিতে?
371
00:37:31,160 --> 00:37:34,600
বিনিময়ে কি পেলে? একটা মেডেল, ব্যাস।
372
00:37:34,760 --> 00:37:38,280
সোনা, গত ১০ টা বছর প্রতিদিন কানের
কাছে এই শিবের গীত গাইছ তুমি।
373
00:37:39,800 --> 00:37:41,640
আমি কি এখন থানায় বসে আছি?
374
00:37:42,440 --> 00:37:45,200
আমি এখন এখানে আছি। তোমার কাছাকাছি।
375
00:37:46,240 --> 00:37:47,640
কেন কানের কাছে ঘ্যানঘ্যান করছ?
376
00:37:48,440 --> 00:37:49,480
আমি ঘ্যানঘ্যান করি?
377
00:37:51,560 --> 00:37:53,640
ওই শিখ নিশ্চয়ই তোমার ওপর
জাদু টোনা কিছু করেছে!
378
00:37:53,720 --> 00:37:55,280
- হেই!
- "হেই" কী?
379
00:37:57,000 --> 00:37:59,000
উনার সাথে হাডুডু খেলার জন্য
ওভারটাইম পাও নাকি?
380
00:38:00,120 --> 00:38:03,120
বেটার বউ চলে গেছে। এখন সারাদিন
তোমাকে সাথে নিয়ে ঘোরে।
381
00:38:56,480 --> 00:38:59,320
- হ্যাঁ, স্যার।
- মহিলার গাড়িটা খুঁজে পেয়েছি।
382
00:39:00,000 --> 00:39:01,840
তোকে লাইসেন্স নাম্বারটা
পাঠিয়ে দিছে টেক্সট করে।
383
00:39:02,400 --> 00:39:03,800
খোঁজ লাগা আসল মালিক কে।
384
00:39:03,880 --> 00:39:04,920
আচ্ছা, স্যার।
385
00:39:31,120 --> 00:39:32,120
কী চাও এখন?
386
00:39:33,440 --> 00:39:35,400
ছোট্ট একটা কাজে এসেছি। দরকারী।
387
00:39:37,280 --> 00:39:39,800
নিজে তো ডুবছো, আমাকেও
সাথে নিয়ে ডুবতে চাচ্ছো।
388
00:39:39,880 --> 00:39:41,400
এখানে ভিক্ষা করতে আসিনি।
389
00:39:41,480 --> 00:39:45,000
দরকারী কাজ। ৫ মিনিটের বেশি লাগবে না।
390
00:39:45,400 --> 00:39:49,240
সারতাজ স্যার ফেঁসে আছে। অনেক বড় কেস।
একটু ছোটখাট সাহায্য দরকার শুধু।
391
00:40:46,280 --> 00:40:47,440
এই, আয় না তাড়াতাড়ি!
392
00:40:53,960 --> 00:40:56,600
- ধুর বাল!
- ব্যাথা লেগেছে?
393
00:40:57,920 --> 00:40:59,320
কি করবো বুঝতে পারছি না।
394
00:41:02,040 --> 00:41:05,120
বউ বললো, শ্রিদীতে ঘুরতে
গেলে ভালো লাগবে।
395
00:41:08,080 --> 00:41:11,160
তোমাকে ভাল চিকিৎসা করানোর
মতো টাকা নেই আমার কাছে।
396
00:41:12,760 --> 00:41:14,480
পারুলকার কিছু বলেছে?
397
00:41:17,160 --> 00:41:19,400
"আদালতে মিথ্যা বলো, কোন সমস্যা হবে না...
398
00:41:21,160 --> 00:41:23,040
সত্য বলবে, মারাটা খাবে।"
399
00:41:23,640 --> 00:41:24,680
তাহলে সেটাই করুন, স্যার।
400
00:41:26,360 --> 00:41:27,520
- মিথ্যা বলবো?
- জি।
401
00:41:29,480 --> 00:41:33,240
আরে বাংলাদেশের বাঙালি মাল এগুলো...
402
00:41:33,360 --> 00:41:35,320
এগুলোর জন্য কেন ডিপার্টমেন্টে ঝামেলা করছেন?
403
00:41:35,800 --> 00:41:37,880
ওই জংলিগুলো কি খায় কে জানে?
404
00:41:39,320 --> 00:41:41,560
ঈদের মৌসুমে পাগলের মতো গাড়ি চালায়।
405
00:41:41,840 --> 00:41:44,360
এরা এরকমই।
406
00:41:44,920 --> 00:41:46,800
মুম্বাইতে শ্বাস নেওয়ার জায়গাটাও নেই।
407
00:41:47,360 --> 00:41:49,160
- এতটা শ্বাসকষ্টে ভুগছিস?
- হ্যাঁ।
408
00:41:50,360 --> 00:41:52,560
আর জয়া মির্জার মুভি প্রিমিয়ারের সময়?
409
00:41:52,680 --> 00:41:53,840
লাইনে সবার প্রথমে দেখা যাবে তোকে।
410
00:41:56,800 --> 00:41:58,280
ওটা আলাদা, স্যার।
411
00:46:21,360 --> 00:46:22,240
কারকেটা।
412
00:46:25,920 --> 00:46:26,920
ধ্যাত!
413
00:46:52,480 --> 00:47:00,600
বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটি
দেখার জন্য সবাইকে ধন্যবাদ।