2 00:00:05,000 --> 00:00:05,500 Subtitle Translated By M 3 00:00:05,501 --> 00:00:06,001 Subtitle Translated By Ma 4 00:00:06,002 --> 00:00:06,502 Subtitle Translated By Mam 5 00:00:06,503 --> 00:00:07,003 Subtitle Translated By Mamu 6 00:00:07,004 --> 00:00:07,504 Subtitle Translated By Mamun 7 00:00:07,505 --> 00:00:08,005 Subtitle Translated By Mamun A 8 00:00:08,006 --> 00:00:08,506 Subtitle Translated By Mamun Ab 9 00:00:08,507 --> 00:00:09,007 Subtitle Translated By Mamun Abd 10 00:00:09,008 --> 00:00:09,508 Subtitle Translated By Mamun Abdu 11 00:00:09,509 --> 00:00:10,009 Subtitle Translated By Mamun Abdul 12 00:00:10,010 --> 00:00:10,510 Subtitle Translated By Mamun Abdull 13 00:00:10,511 --> 00:00:11,011 Subtitle Translated By Mamun Abdulla 14 00:00:11,012 --> 00:00:11,512 Subtitle Translated By Mamun Abdullah 15 00:00:11,513 --> 00:01:19,613 Subtitle Translated By Mamun Abdullah 16 00:02:15,302 --> 00:02:16,488 চোপ। 17 00:02:16,512 --> 00:02:19,014 দরজা খোল, দরজা খোল। 18 00:02:20,266 --> 00:02:22,309 আরে? 19 00:02:25,271 --> 00:02:27,273 কেন করছো তোমরা? 20 00:02:27,439 --> 00:02:29,501 আমাদের ড্রয়ারের কাছে নিয়ে চলুন, ম্যাম? 21 00:02:29,525 --> 00:02:32,711 - নিয়ে যাবো না। - তোকে অনুরোধ করি নাই। 22 00:02:32,778 --> 00:02:34,405 ড্রয়ারে কোনো টাকা নাই। 23 00:02:34,572 --> 00:02:36,657 টাকা সিন্দুকে আছে, আমার কাছে কোডও নাই। 24 00:02:36,824 --> 00:02:38,492 দেখা! 25 00:02:38,659 --> 00:02:40,077 ড্রয়ারে চল! 26 00:02:40,244 --> 00:02:41,829 এখানে। 27 00:02:41,996 --> 00:02:43,330 ড্রয়ার খোল। 28 00:02:43,497 --> 00:02:45,374 - চাবি লাগবে। - চাবি দে। 29 00:02:52,882 --> 00:02:54,216 পিছনে আয়। 30 00:02:55,593 --> 00:02:58,095 ধুর, কিছুই নাই! 31 00:02:58,262 --> 00:03:00,639 তোমরা দু'জন এই ধান্ধায় নতুন। 32 00:03:00,806 --> 00:03:03,267 - টাকা কোথায়? - আগেই বলেছি, সিন্দুকরে ভিতর। 33 00:03:03,334 --> 00:03:06,287 - কোড কার কাছে? - মি. ক্লসেনের কাছে। 34 00:03:06,353 --> 00:03:09,440 উনি এখনি চলে আসবেন, তোমাদের চলে যাওয়া উচিৎ। 35 00:03:09,607 --> 00:03:12,234 এখন তোমরা বোকার মত আফসোস করছো। 36 00:03:12,401 --> 00:03:14,403 চলে যাও, আমি সমলে নিবো সব। 37 00:03:18,199 --> 00:03:19,825 আমাকে আবার বোকা বল। 38 00:03:23,954 --> 00:03:26,057 মি. ক্লসেন অফিসে কখন আসেন? ম্যাডাম, শুনুন। 39 00:03:26,081 --> 00:03:28,000 মি. ক্লসেন অফিসে কখন আসেন? 40 00:03:28,167 --> 00:03:29,710 প্রতিদিন সকাল 8:30. 41 00:03:32,421 --> 00:03:33,923 ওদিকে চল। 42 00:03:36,175 --> 00:03:38,636 বস। 43 00:03:38,802 --> 00:03:41,563 কই যাচ্ছিস রে? মেঝেতে বস! 44 00:03:57,238 --> 00:03:58,822 তুই বোকা। 45 00:04:08,958 --> 00:04:11,338 টু-শব্দও করবি না। 46 00:04:17,508 --> 00:04:19,926 এলসি, কি হয়েছে তোমার? 47 00:04:22,554 --> 00:04:24,848 শুভ সকাল। 48 00:04:34,692 --> 00:04:36,318 মারার দরকার ছিলো না তোর। 49 00:04:43,742 --> 00:04:46,244 - আস্তে চালা। - জোরে চালাচ্ছি না। 50 00:04:48,956 --> 00:04:51,725 দেখলি ছোট, কোনো ঝামেলা হলো না। 51 00:04:52,126 --> 00:04:55,026 চিন্তা আর করা দুটাই আলাদা জিনিস। 52 00:04:55,212 --> 00:04:58,132 ওলনিতে আগে ভাগে যেতে হবে। 53 00:04:59,967 --> 00:05:02,386 আগে গেলে আগে পাবো। 54 00:05:07,933 --> 00:05:10,702 - আস্তে চালা। - জোরে চালাচ্ছি না। 55 00:05:32,249 --> 00:05:34,293 এই মুদ্রাগুলো গোলাঘরে পেয়েছি। 56 00:05:34,460 --> 00:05:36,770 কে জানে কতদিন ধরে এগুলো গোলাঘরে ছিলো। 57 00:05:36,837 --> 00:05:40,424 সবগুলো বীজের বস্তার ঠিক নিচে রেখে 58 00:05:40,591 --> 00:05:43,302 আমি না খেয়ে মরছিলাম। 59 00:05:45,471 --> 00:05:48,724 - এটা তো ১৯৫৩ সালের। - ১৯৫৩ সালের? 60 00:05:48,891 --> 00:05:50,851 এর ভিতরে প্রাচীন মুদ্রা থাকতে পারে। 61 00:05:51,018 --> 00:05:53,228 আপনি ভাগ্যের উপরে বসে ছিলেন। 62 00:05:53,395 --> 00:05:54,646 তাই তো দেখছি। 63 00:05:54,813 --> 00:05:56,573 শুভ সকাল, সবাইকে। ড্রয়ার খোল! 64 00:05:56,690 --> 00:05:58,901 ড্রয়ার খোল তাড়াতাড়ি! 65 00:05:59,068 --> 00:06:01,653 ১, ৫, ১০, ২০, বান্ডিল, আর ১০০'র নোট না। 66 00:06:01,820 --> 00:06:04,114 - তোমরা ব্যাঙ্ক ডাকাতি করছো? - চোপ! 67 00:06:04,281 --> 00:06:05,925 কাউন্টারের উপরে হাত রাখো। 68 00:06:05,949 --> 00:06:07,868 - আচ্ছা, রাখলাম। - হ্যাঁ, এভাবে। 69 00:06:08,035 --> 00:06:11,163 তোমরা পাগল নাকি, এই এলাকায় কোনো মেক্সিকানও নেই। 70 00:06:11,330 --> 00:06:12,873 আরে-আরে-আরে! বান্ডিল না। 71 00:06:13,040 --> 00:06:14,541 খুচরা টাকা শুধু। 72 00:06:14,708 --> 00:06:15,876 আচ্ছা। 73 00:06:16,043 --> 00:06:17,544 তোমাদের লজ্জা পাওয়া উচিৎ। 74 00:06:17,711 --> 00:06:19,230 হাত কাউন্টারে আমার সামনে রাখ! 75 00:06:19,254 --> 00:06:20,798 আচ্ছা, রাখছি। 76 00:06:20,964 --> 00:06:22,508 তোমার কাছে বন্দুক আছে, চাচা মিঞা? 77 00:06:22,674 --> 00:06:25,302 ঠিক ধরেছো। বন্দুক আছে। 78 00:06:25,469 --> 00:06:26,780 বন্দুক দিয়ে কি করবে তুমি? 79 00:06:26,804 --> 00:06:28,564 উল্টা পাল্টা কিছু করবে না, বুঝলে? 80 00:06:28,597 --> 00:06:31,475 - পেয়েছি। - এখন আমার বন্দুকটাও ডাকাতি করবে? 81 00:06:31,642 --> 00:06:33,285 আমার নিজেরই বন্দুক আছে। 82 00:06:33,352 --> 00:06:35,592 তোমাকে না ব্যাঙ্ক, আমরা ডাকাতি করতে এসেছি। 83 00:06:35,687 --> 00:06:38,732 মুখ বন্ধ রাখবে। 84 00:06:40,776 --> 00:06:42,069 চল! 85 00:06:42,236 --> 00:06:43,821 মাফ করে দিও তোমরা। 86 00:06:45,489 --> 00:06:47,449 শালা হারামিরা, দেখাচ্ছি মজা। 87 00:06:50,160 --> 00:06:51,328 মর শালা বুড়া! 88 00:06:51,495 --> 00:06:53,122 চল, পালা! 89 00:07:10,013 --> 00:07:12,324 বন্দুক কাউন্টারে ছেড়ে এসেছিলি? আমাদের মেরেই ফেলতো রে! 90 00:07:12,391 --> 00:07:13,576 বুড়ো-ভামকে ডাকাতি করার কি আছে? 91 00:07:13,600 --> 00:07:15,644 ব্যাঙ্ক তো ডাকাতি করছিই। 92 00:07:15,811 --> 00:07:17,571 তুই দিন দিন বলদ হয়ে যাচ্ছিস। 93 00:07:17,646 --> 00:07:18,897 মর তুই। 94 00:07:23,193 --> 00:07:25,821 দেখলি আগে গেলে কি পাওয়া যায়? 95 00:07:27,322 --> 00:07:28,991 চল জেটনের ব্রাঞ্চে হানা দিই? 96 00:07:29,158 --> 00:07:30,398 না, পারবো না। সকাল সকাল 97 00:07:30,492 --> 00:07:32,652 দুইটা ব্যাঙ্ক হাতড়ে কিছুই পাই নাই। 98 00:07:32,744 --> 00:07:35,539 - অন্যগুলাতে পাবো না! - আচ্ছা। 99 00:07:35,706 --> 00:07:37,974 এবারই প্রথম আমি গুলি খাওয়ার ভয় করলাম। 100 00:07:39,251 --> 00:07:41,561 বুদ্ধি খাটিয়ে চলতে হবে। না'হলে আম-ছালা সব হারাবো। 101 00:07:41,628 --> 00:07:43,380 আমি পুরা সপ্তাহ এই কাজ করতে পারবো। 102 00:07:43,547 --> 00:07:44,548 আচ্ছা করিস। 103 00:07:44,715 --> 00:07:47,467 আমরা ঘোড়সওয়ারের মত, ছোট ভাই। 104 00:07:47,634 --> 00:07:49,344 যে পথ দিয়ে আমরা যাই 105 00:07:49,511 --> 00:07:52,431 পুরা টেক্সাস আমাদের ধাওয়া করে যায়। 106 00:07:54,141 --> 00:07:55,225 যুদ্ধবাজ। 107 00:07:58,395 --> 00:07:59,980 - হাত সরা। - আস্তে চালা! 108 00:09:40,455 --> 00:09:42,915 ব্যাঙ্ক ডাকাতির খবরটা শুনেছো? 109 00:09:45,502 --> 00:09:48,096 তুমি সবসময় আমার মত পোশাক পরো কেন? 110 00:09:49,006 --> 00:09:50,465 এটা ইউনিফর্ম। 111 00:09:50,632 --> 00:09:52,217 আমাদের কোনো ইউনিফর্ম নাই। 112 00:09:52,384 --> 00:09:54,303 আমরা যে রঙের ইচ্ছা শার্ট পরতে পারি। 113 00:09:54,469 --> 00:09:56,054 আর তুমি আমার মত শার্ট পরো। 114 00:09:56,221 --> 00:09:58,782 রেঞ্জারের নিয়মে শাদা, নীল, কিংবা খাকি রঙের শার্ট পরা যাবে। 115 00:09:58,849 --> 00:10:01,977 এই কারণেই আমরা সবাই এক রকম পোশাক পরি। 116 00:10:02,144 --> 00:10:05,480 নকল করার শাস্তি কি জানো তো, আলবার্তো? 117 00:10:06,773 --> 00:10:08,413 ব্যাঙ্ক ডাকাতির খবরটা শুনেছো? 118 00:10:08,483 --> 00:10:10,586 নাকি বসে বসে আমার সাথে শুধু ঝগড়াই করবে? 119 00:10:10,610 --> 00:10:12,154 কোথায় হয়েছে? 120 00:10:12,321 --> 00:10:13,739 টেক্সাস মিডল্যান্ড ব্যাঙ্কে... 121 00:10:13,905 --> 00:10:16,491 আর্চার সিটি আর ওলনির ব্রাঞ্চে। 122 00:10:16,658 --> 00:10:18,035 FBI সাহায্য চায়? 123 00:10:18,201 --> 00:10:20,746 মিডল্যান্ডের বাহিরে আর কোনো ব্রাঞ্চ নাই। 124 00:10:20,912 --> 00:10:23,540 আর, শুধু মাত্র কয়েক হাজার ডলার নিয়েছে। 125 00:10:23,707 --> 00:10:25,925 FBI কেস নিবে না। 126 00:10:28,503 --> 00:10:29,723 অবসরে যাওয়ার আগে 127 00:10:29,755 --> 00:10:32,565 একটু গতর খাটিয়ে দেখো কেমন লাগে। 128 00:10:52,319 --> 00:10:54,321 মাথা ঠাণ্ডা রাখ। 129 00:10:54,488 --> 00:10:56,947 বিয়ার খাওয়ার পর মাথা গরম হয় তোর। 130 00:11:01,411 --> 00:11:03,163 এই জায়গা একেবারে ফালতু। 131 00:11:03,330 --> 00:11:04,831 আর কিছু বলবি তুই? 132 00:11:04,998 --> 00:11:09,484 গোটা মুল্লুকে খাওয়ার মত ভাল মাংসও নাই। 133 00:11:09,878 --> 00:11:12,939 তুই যখন বসে বসে জেলের ঘানি টানছিলি, মায়ের দেখাশোনা তখন আমিই করেছি, 134 00:11:13,006 --> 00:11:15,783 তাই এখন বয়ান দিতে আসিস না। 135 00:11:25,769 --> 00:11:27,270 বিছানায় কতদিন পড়ে ছিলো? 136 00:11:31,274 --> 00:11:32,317 তিন মাস। 137 00:11:48,333 --> 00:11:50,043 খুব কষ্ট পেয়ে মরেছে। 138 00:11:53,672 --> 00:11:55,882 মা'কে শেষ দেখার ইচ্ছা ছিলো। 139 00:11:57,300 --> 00:11:59,719 নিজের হাতে খাইয়ে দেওয়ার ইচ্ছা ছিলো। 140 00:12:02,431 --> 00:12:04,599 কিছুই খাওয়াতে পারি নাই রে। 141 00:12:04,766 --> 00:12:07,102 তাহলে বাড়িটা একটু পরিষ্কার করে দিতে পারতাম। 142 00:12:10,480 --> 00:12:12,858 তোকে কখনো বাড়ি পরিষ্কার করতে দিতো না। 143 00:12:13,024 --> 00:12:16,153 না। শুধু ব্যাঙ্ক ডাকাতি করতে দিতো। 144 00:12:31,042 --> 00:12:32,043 মরছে ভালো হইছে। 145 00:12:32,210 --> 00:12:34,296 আমার সাথে কোনদিন ভাল করে কথাও বলেনি। 146 00:12:44,639 --> 00:12:45,765 উইল রেখে গেছে? 147 00:12:49,227 --> 00:12:50,270 হ্যাঁ। 148 00:12:51,730 --> 00:12:52,939 আমার নাম আছে? 149 00:12:59,654 --> 00:13:00,822 উইল কিছু না। 150 00:13:02,949 --> 00:13:06,077 সব আমার হাতেই ছেড়ে দিয়েছে। শুক্রবার সব ছেলেদের হয়ে যাবে। 151 00:13:09,998 --> 00:13:11,833 এমনটা করতে চায়নি মা। 152 00:13:12,667 --> 00:13:14,336 ইচ্ছা করেই করেছে। 153 00:13:14,503 --> 00:13:17,339 বাবার সাথে থাকার জন্য আমাকে ঘৃণা করতো। 154 00:13:17,506 --> 00:13:19,216 আমরা সবাই ভুগেছি। 155 00:13:19,382 --> 00:13:23,136 তুই ঝুঝিসই আমরা কতটা কষ্টে ছিলাম। 156 00:13:23,303 --> 00:13:25,305 আমি, বুঝেছি। 157 00:13:25,472 --> 00:13:28,141 তাই মাথা গরম করে হারামিটাকে মেরেই ফেলেছি। 158 00:14:33,665 --> 00:14:36,793 এই, কি অবস্থা? 159 00:14:36,960 --> 00:14:38,587 আজ সকালে কেউ ব্যাঙ্ক ডাকাতি করেছে। 160 00:14:38,753 --> 00:14:39,796 কি করেছে? 161 00:14:39,963 --> 00:14:41,881 গলির মুখে কাউকে দেখলে, 162 00:14:42,048 --> 00:14:43,441 আমাকে ফোন করে জানাবে। 163 00:14:43,508 --> 00:14:45,176 গলিতে আমি ঢুকবোই না। 164 00:14:45,343 --> 00:14:47,679 একবার কানাগলিতে গিয়ে আটকে গিয়েছিলাম। 165 00:14:47,846 --> 00:14:51,766 কেউ না পারুক, তুমি তো পারবে। 166 00:14:51,933 --> 00:14:55,145 শুধু মাত্র গাছটা চিনতে পারলে। 167 00:14:58,315 --> 00:15:01,026 পশ্চিম টেক্সাসকে এই জন্যই এত ভালো লাগে। 168 00:15:04,654 --> 00:15:06,615 - রেঞ্জার। - হ্যাঁ। 169 00:15:06,781 --> 00:15:08,658 ডাকাতি বলা যায় না। 170 00:15:08,825 --> 00:15:10,744 ওরা মাত্র $৭,০০০ পেয়েছে। 171 00:15:10,910 --> 00:15:14,789 ড্রয়ারের টাকা নিয়ে গেছে, ২০ আর খুচরা, বিল রেখে গেছে। 172 00:15:14,956 --> 00:15:16,099 - *ইঙ্ক প্যাক? - না। 173 00:15:16,124 --> 00:15:16,665 *ব্যাঙ্ক ডাকাতদের ধরার জন্য টাকার বান্ডিলে ব্যবহৃত অদৃশ্য কালি। 174 00:15:16,666 --> 00:15:18,335 - চালাক। - হ্যাঁ, চালাক আছে। 175 00:15:18,501 --> 00:15:20,420 ভিডিও দেখা যাবে? 176 00:15:20,587 --> 00:15:23,590 চলুন, ব্যাঙ্কের ম্যানেজার মি. ক্লসেনের সাথে কথা বলিয়ে দিই। 177 00:15:26,384 --> 00:15:28,136 উনি হলেন রেঞ্জার হ্যামিলটন। 178 00:15:28,303 --> 00:15:29,596 - রেঞ্জার। - জী। 179 00:15:29,763 --> 00:15:32,515 ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও দেখতে পারি? 180 00:15:32,682 --> 00:15:35,894 ক্যামেরা আছে, কিন্তু কম্পিউটারে সংযোগ দেওয়ার জন্য 181 00:15:36,061 --> 00:15:37,412 ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। 182 00:15:37,479 --> 00:15:40,148 নতুন ক্যামেরা টিভিতে চলে না। 183 00:15:40,315 --> 00:15:42,108 কাউন্টি শেরিফকে ফোন দাও। 184 00:15:42,275 --> 00:15:44,319 জিজ্ঞাসা করো ক্যামেরা লাগিয়েছে... 185 00:15:44,486 --> 00:15:46,613 কিন্তু রেকর্ডিং ডিভাইস লাগায়নি কেন। 186 00:15:48,907 --> 00:15:51,076 - অস্ত্রধারী? - জী, পিস্তল। 187 00:15:53,620 --> 00:15:54,829 মুখোশধারী? 188 00:15:54,996 --> 00:15:57,874 স্কি মুখোশ, শার্ট, পকেটওয়ালা প্যান্ট... 189 00:15:58,041 --> 00:15:59,584 ভাষায় ডালাসের টান ছিলো। 190 00:15:59,751 --> 00:16:01,169 ছিনতাইকারী না? 191 00:16:01,336 --> 00:16:02,420 হতে পারে। 192 00:16:02,587 --> 00:16:05,423 ছিনতাইকারীরা এত সকালে আসে না। 193 00:16:05,590 --> 00:16:08,551 ছিনতাইকারীরা ঘুমায় না। শুধু ছিনতাই করে। 194 00:16:08,718 --> 00:16:12,138 ওরা শুধু ড্রাগ স্টোর, পার্ক করা গাড়ি ডাকাতি করে, ব্যাঙ্কে না। 195 00:16:12,305 --> 00:16:13,515 ভিতরটা ঘুরে দেখতে পারি? 196 00:16:13,682 --> 00:16:14,891 অবশ্যই। 197 00:16:15,058 --> 00:16:16,559 এখানেই আছি, মার্গারেট। 198 00:16:16,726 --> 00:16:18,687 আপনার নাকে ওরাই মেরেছে তাহলে? 199 00:16:18,853 --> 00:16:20,814 জী, স্যার। 200 00:16:20,980 --> 00:16:22,273 ঠিক করেনি। 201 00:16:24,150 --> 00:16:28,196 জানি ওদের মুখ ঢাকা ছিলো, কিন্তু কোন জাতের বলতে পারবেন? 202 00:16:28,363 --> 00:16:30,448 শাদা, না কালো? 203 00:16:30,615 --> 00:16:33,243 দেহ না মন? 204 00:16:33,410 --> 00:16:36,496 মন নিয়ে না'হয় পরে কথা বলা যাবে। 205 00:16:36,663 --> 00:16:38,289 শাদা। 206 00:16:38,456 --> 00:16:41,668 কাছাকাছি নিবাসী মনে হয়। 207 00:16:41,835 --> 00:16:43,586 ওদের আওয়াজ শুনে মনে হয়েছে। 208 00:16:45,171 --> 00:16:47,566 ইয়ং কাউন্টি বললো ওলনির ব্রাঞ্চে একই কাহিনী হয়েছে। 209 00:16:47,590 --> 00:16:48,717 মাফ করবেন। 210 00:16:50,760 --> 00:16:51,928 ওদের ভিডিও আছে? 211 00:16:52,095 --> 00:16:53,513 সেখানেও ভিডিও নাই। 212 00:16:54,764 --> 00:16:58,184 ওয়ালমার্ট ক্যামেরা বিক্রি করে না নাকি? 213 00:16:58,351 --> 00:17:00,311 আরে হাত সরাও ওখান থেকে। 214 00:17:01,771 --> 00:17:06,443 একটা নিশ্চয়তা দিতে পারি, ওরা ডাকাতি আরও করবে। 215 00:17:06,609 --> 00:17:08,361 - কিভাবে বুঝলে? - ধৈর্য আছে তাই। 216 00:17:08,528 --> 00:17:12,240 ওরা ড্রয়ার খুলেছে, কিন্তু একশো ডলারের নোট নেয় না। 217 00:17:12,407 --> 00:17:14,801 ওগুলো ব্যাঙ্কের টাকা। খুঁজে বের করা যায়। 218 00:17:14,868 --> 00:17:17,245 ডাকাতরা নির্দিষ্ট অর্থ সংগ্রহ করতে চাইছে। 219 00:17:17,412 --> 00:17:18,455 আমার মতে। 220 00:17:18,621 --> 00:17:21,541 টাকাটা তুলতে আরও কয়েকটা ব্যাঙ্ক ডাকাতি করতে হবে। 221 00:17:34,888 --> 00:17:36,488 তোর ছেলেরা কি বড় লোক হয়ে যাবে? 222 00:17:39,517 --> 00:17:40,935 ওরা এখনও কিছু জানে না। 223 00:17:43,021 --> 00:17:44,481 ওদের চল্লিশায় নিয়ে যাবি? 224 00:17:47,108 --> 00:17:48,943 বললাম তো, এখনও কিছু জানে না। 225 00:17:52,739 --> 00:17:54,324 ছেলেদের শেষ কবে দেখেছিস? 226 00:17:58,912 --> 00:18:01,581 তোর ছাড়া পাওয়ার পর আমরা সবাই স্ট্যামফোর্ডে ছিলাম। 227 00:18:04,083 --> 00:18:06,961 - সে তো এক বছর আগের কথা। - ফোনে কথা হয়েছে। 228 00:18:07,128 --> 00:18:08,713 ফোনে কথা বলেছিস? 229 00:18:12,175 --> 00:18:14,928 - একটা উপদেশ দিই শোন। - না, লাগবে না। 230 00:18:15,094 --> 00:18:16,221 কাল দেখা করে আয়। 231 00:18:20,058 --> 00:18:23,077 দেবীকে এখনও বাচ্চাদের ভরণপোষণ বাবদ কত পাবে? 232 00:18:23,144 --> 00:18:27,464 তোর বুক পকেটে যত টাকা আছে সেটা দিলেই ঝামেলা শেষ হয়ে যাবে। 233 00:18:28,274 --> 00:18:29,901 এখন আর ছেড়ে দেওয়ার উপায় নেই। 234 00:18:31,361 --> 00:18:33,112 আমাদের আরেকটা ব্রাঞ্চে হানা দিতে হবে। 235 00:18:37,784 --> 00:18:41,120 এমন ভাবে বলছিস যেন এখনও টাকা যোগার হয়নি। 236 00:18:41,287 --> 00:18:45,183 খুচরা টাকা নিয়ে পালায় এমন ডাকাত আমি দেখিনি। 237 00:18:45,250 --> 00:18:46,501 তুই? 238 00:18:50,505 --> 00:18:52,382 তাহলে তুই এমন করছিস কেন? 239 00:18:54,008 --> 00:18:55,510 কারণ তুই চেয়েছিলি, ছোট। 240 00:19:03,476 --> 00:19:05,186 আমার তো এসব আর মানায় না। 241 00:19:06,604 --> 00:19:08,231 চেক তুলে নে, বাহিরে দেখা কর। 242 00:19:15,989 --> 00:19:18,700 আমি আগে-ভাগে কিছু বলতে পারবো না। 243 00:19:23,329 --> 00:19:25,874 - মাংস ভালো লেগেছে? - হ্যাঁ, ম্যাম। 244 00:19:26,040 --> 00:19:27,959 এখনও তো আপনার খাওয়া শেষ হয়নি। 245 00:19:29,168 --> 00:19:32,463 আমার শেষ করার অপেক্ষা করবেন নাকি আপনি? 246 00:19:32,630 --> 00:19:36,175 শুধু জানতে চাই আপনি খাবেন কি না। 247 00:19:36,342 --> 00:19:37,719 সময় নিয়ে খান। 248 00:19:46,269 --> 00:19:47,562 একদম মুখ বন্ধ রাখবে। 249 00:19:48,646 --> 00:19:51,399 ড্রয়ার খোলো। ৫, ১০, আর ২০। 250 00:19:51,566 --> 00:19:53,276 তাসের মত গুছিয়ে আমাকে দাও। 251 00:19:54,819 --> 00:19:56,279 কি করেন আপনি? 252 00:20:01,200 --> 00:20:03,703 আগের চাকরীটা ছিলো... 253 00:20:03,870 --> 00:20:05,747 প্রাকৃতিক গ্যাস কোম্পনীতে। 254 00:20:07,206 --> 00:20:08,291 নামী-দামী মনে হচ্ছে। 255 00:20:09,709 --> 00:20:12,545 মাটি কাটায় নামী-দামীর কিছু নাই। 256 00:20:12,712 --> 00:20:14,839 এখন আর কেউ গ্যাস খুঁজে না। 257 00:20:15,006 --> 00:20:17,383 সবাই শুধু তেল খুঁজে। 258 00:20:17,550 --> 00:20:19,594 মানে, একটা শেষ হলে আরেকটা ধরে। 259 00:20:22,096 --> 00:20:23,598 সেটাই তো খেলো আমাকে। 260 00:20:24,724 --> 00:20:26,524 অন্তত একজনকে পেলাম যে আমার কথা বিশ্বাস করলো। 261 00:20:26,601 --> 00:20:28,478 ধুস শালা! 262 00:20:30,313 --> 00:20:31,856 আমাদের বাবুর্চি লাগবে। 263 00:20:37,320 --> 00:20:38,488 ভেবে দেখো। 264 00:20:39,822 --> 00:20:41,616 অর্ডার নাও, জেনি অ্যান। 265 00:20:47,455 --> 00:20:48,498 বাই। 266 00:21:10,186 --> 00:21:11,813 গাড়ি স্টার্ট দে! 267 00:21:20,613 --> 00:21:21,906 চল, চল, চল! 268 00:21:39,340 --> 00:21:41,884 এগুলো দিয়ে বাচ্চাদের বকেয়া দিতে পারবি। 269 00:21:42,927 --> 00:21:45,007 তোর সাহায্য চেয়েই আমার ভুল হয়ে গেছে। 270 00:21:46,723 --> 00:21:49,559 আমাদের মারতে চাস? 271 00:21:49,726 --> 00:21:52,603 এটা মিডল্যান্ড ব্যাঙ্কের ব্রাঞ্চ না। প্ল্যানের বাহিরে ছিলো এটা। 272 00:21:52,770 --> 00:21:54,748 র‍্যাঞ্চে গিয়ে গাড়িটা পুতে দিলেই কাজ শেষ। 273 00:21:54,772 --> 00:21:55,940 - চোপ! - না, করা যাবে না। 274 00:21:56,107 --> 00:21:57,442 ওকলাহোমার অর্ধেক রাস্তা এসে গেছি। 275 00:21:57,608 --> 00:22:01,696 ইন্ডিয়ান ক্যাসিনো আমি চুরি করা গাড়ি চালিয়ে যাবো না! 276 00:22:01,863 --> 00:22:03,303 তুই পুরা একটা দিন নষ্ট করলি আমাদের। 277 00:22:03,406 --> 00:22:06,325 সকাল সকাল আমরা বের হয়েছি, সমস্যা হবে না। 278 00:22:06,492 --> 00:22:08,119 - তুই খুব ভালো। - চুপ থাক। 279 00:22:17,920 --> 00:22:19,505 নিজের ফোনটাও তুমি ধরতে পারো না? 280 00:22:19,672 --> 00:22:22,800 আমি গাড়ি চালাচ্ছি। তুমি তো বসে বসে তবলা বাজাচ্ছো। 281 00:22:24,469 --> 00:22:26,054 রেঞ্জার হ্যামিলটনের ফোন। 282 00:23:09,305 --> 00:23:10,890 মরিয়া হয়ে গেছে একেবারে। 283 00:23:11,057 --> 00:23:12,284 ছিনতাইকারী। বলেছি তোমাকে। 284 00:23:12,308 --> 00:23:13,976 আমার মনে হয় না ওরা মরিয়া। 285 00:23:14,143 --> 00:23:16,229 ছিনতাইকারী না সেটাও নিশ্চিত। 286 00:23:16,395 --> 00:23:18,397 ওরা জানে ঠিক কি করছে। 287 00:23:19,941 --> 00:23:23,402 চালাক সঙ্গী ছাড়া তুমি যে কি করবে ভেবে পাই না আমি। 288 00:23:24,654 --> 00:23:29,323 শখ করে একটা ঘোড়া কিনে নিও, কেমন? 289 00:23:30,451 --> 00:23:33,037 মেরি বেথ ঘোড়ায় চড়তো। 290 00:23:34,205 --> 00:23:36,207 ঘোড়ার কথা শুনলেই মেরির কথা মনে পড়ে। 291 00:23:38,334 --> 00:23:39,502 সত্য স্বীকার করলে? 292 00:23:41,754 --> 00:23:44,215 রোজ রোজ তো মনে পড়ে না। 293 00:23:45,633 --> 00:23:47,468 হ্যাঁ, অবসরের পর, 294 00:23:47,635 --> 00:23:50,680 এমসি আর আমি গ্যালভেস্টন চলে যাবো। 295 00:23:50,847 --> 00:23:52,140 একটা মাছ ধরা নৌকা কিনবো। 296 00:23:52,306 --> 00:23:54,976 ঠিক ঘাটের পাশেই একটা বাড়ি বানাবো। 297 00:23:55,143 --> 00:23:57,854 কে জানে? 298 00:23:58,020 --> 00:24:01,482 আমার অবসরের আগে ব্যাঙ্ক ডাকাতদের একজনকে 299 00:24:01,649 --> 00:24:05,486 হয়তো বন্দুক যুদ্ধে গুলি করে উড়িয়ে দিবো। 300 00:24:05,653 --> 00:24:07,530 তোমার গুলি চালানো দেখেছি। 301 00:24:07,697 --> 00:24:09,282 হাতের নিশানা একেবারে যাচ্ছে তাই। 302 00:24:11,242 --> 00:24:13,244 কি ভাগ্য আমার... 303 00:24:13,411 --> 00:24:16,414 একজন দোআঁশলা আমাকে দেখে হিংসা করে। 304 00:24:17,582 --> 00:24:20,293 মাথা ঠাণ্ডা রেখে চাকরীতে টিকে থাকলে দেখবে, 305 00:24:20,459 --> 00:24:24,012 কিভাবে ফুটো হওয়া বেলুনের মত চুপসে যাও তুমি। 306 00:24:42,523 --> 00:24:44,525 মাঠ-ঘাট পুড়িয়ে কি করছেন আপনারা? 307 00:24:44,692 --> 00:24:46,110 আমরা পুড়াতে যাবো কোন দুঃখে? 308 00:24:46,277 --> 00:24:48,863 আগুন হাইওয়েতে লেগেছে, সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছি। 309 00:24:49,030 --> 00:24:51,157 আপনাদের উপকার করার ইচ্ছা ছিলো। 310 00:24:51,324 --> 00:24:53,510 সব পুড়ে ছাই হয়ে গেছে, ফকির হওয়া থেকে বাঁচান এখন। 311 00:24:53,534 --> 00:24:55,328 বেড়া খুলে দাও। 312 00:24:55,494 --> 00:24:59,081 একবিংশ শতাব্দীতে এসে আমাকে আগুনের ভয়ে নদীর দিকে যেতে হচ্ছে। 313 00:24:59,248 --> 00:25:01,959 এবার বুঝলাম কেন আমার বাচ্চারা এই কাজ করে খাবে না। 314 00:25:02,126 --> 00:25:04,086 রাস্তা থেকে সরা! 315 00:25:04,253 --> 00:25:05,630 চল! চল! চল! 316 00:25:08,633 --> 00:25:10,593 ফোন দিবে নাকি? 317 00:25:10,760 --> 00:25:13,429 আগুন যখন লেগেছে, পুড়ে ছাই হতে দাও। 318 00:25:14,722 --> 00:25:17,642 এমনিতেও এখানে কেউ ফোন করবে না। 319 00:25:17,808 --> 00:25:19,936 ওরাই সামলে নিবে সব। 320 00:25:29,362 --> 00:25:30,589 আমি এখনো কোনো সমস্যা দেখছি না, টবি। 321 00:25:30,613 --> 00:25:31,614 দেখতেও পাবি না... 322 00:25:31,781 --> 00:25:33,050 সমস্যা হলো, ধন্যবাদ 323 00:25:33,074 --> 00:25:34,927 আরেকটা গাড়ির জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, 324 00:25:34,951 --> 00:25:36,744 বুধবার নাগাদ আমরা দুইটা ব্যাঙ্কে হানা দিতে পারবো। 325 00:25:36,911 --> 00:25:38,871 আজকেই তিনটা ব্যাঙ্কে করলাম। 326 00:25:39,038 --> 00:25:40,581 ভাবিস না তো। 327 00:25:43,709 --> 00:25:44,835 কার জমি এটা? 328 00:25:47,421 --> 00:25:48,756 জেরেমি চকারের। 329 00:25:50,341 --> 00:25:52,760 শিয়াল মারার জন্য আমাকে এখানে থাকতে দিছে। 330 00:25:58,266 --> 00:25:59,517 বিয়ার ফ্রিজে আছে। 331 00:26:17,702 --> 00:26:18,844 তুই আমার হ্যাট চুরি করছিস। 332 00:26:18,911 --> 00:26:20,121 আমি নিয়া আসছি। 333 00:26:20,288 --> 00:26:21,622 এই অবস্থা করেছিস কেন? 334 00:26:35,761 --> 00:26:37,805 - কি এগুলো? - বেঁচে থাকার অস্ত্র। 335 00:26:39,598 --> 00:26:40,808 সবগুলো লাগবে না। 336 00:26:40,975 --> 00:26:43,602 বন্দুক এখানে রাখা যাবে না। 337 00:26:43,769 --> 00:26:45,249 ব্যাঙ্কের ভিতরে এগুলো যেন না যায়। 338 00:26:49,358 --> 00:26:50,794 শুধু মেয়েটা সাথে কথা বলবো। 339 00:26:50,818 --> 00:26:51,986 মেয়েটা ভয় পেয়েছে। 340 00:26:52,053 --> 00:26:53,393 অপরাধী তাঁর ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে, 341 00:26:53,487 --> 00:26:56,781 পুলিশকে কিছু বললে নাকি জানে মেরে ফেলবে। 342 00:26:57,742 --> 00:27:00,328 তোমার নাম কি, সোনামণি? 343 00:27:00,494 --> 00:27:02,246 ন্যাটেলি মার্টিনেজ। 344 00:27:02,413 --> 00:27:04,832 ন্যাটেলি, তোমাকে জানিয়ে রাখছি... 345 00:27:04,999 --> 00:27:08,060 তোমার বাড়ির আশে-পাশে কয়েকজন অফিসার নজর রাখতে পাঠিয়ে দিয়েছি 346 00:27:08,127 --> 00:27:09,478 অপরাধীকে ধরা না পর্যন্ত তাঁরা থাকবে। 347 00:27:09,545 --> 00:27:11,714 আমি পাক্কা কথা দিলাম। 348 00:27:11,881 --> 00:27:13,215 একজনের বেশি নেই? 349 00:27:14,300 --> 00:27:16,427 একজন মাত্র লোক ব্যাঙ্ক ডাকাতি করেছে? 350 00:27:16,594 --> 00:27:18,387 - হ্যাঁ। - দেখতে কেমন ছিলো? 351 00:27:18,554 --> 00:27:22,808 কাউবয় ড্রেস আর স্কি মাস্ক পরে ছিলো। 352 00:27:23,976 --> 00:27:27,938 সে দৌড়ে খাবার হোটেলের সামনে পার্ক করা গাড়ির কাছে চলে যায়। 353 00:27:28,105 --> 00:27:29,940 গাড়িটা দেখেছো তুমি? 354 00:27:30,107 --> 00:27:32,068 সবুজ রঙের গাড়ি। 355 00:27:32,234 --> 00:27:34,737 - কত পুরনো? - আমি কিভাবে বুঝবো, সাহেব। 356 00:27:34,904 --> 00:27:38,616 সুন্দর গাড়ি, মোটা-মুটি গাড়ি, 357 00:27:38,783 --> 00:27:40,676 নাকি মুড়ির টিন? 358 00:27:41,660 --> 00:27:42,953 মুড়ির টিন। 359 00:27:43,120 --> 00:27:45,414 আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা উঠি। 360 00:27:46,791 --> 00:27:49,668 উনাকে দেখতে একেবারে বন্ধক নোটিশ পাওয়া বাড়ির মালিকের মত লাগছে। 361 00:27:49,835 --> 00:27:51,253 আমি উঠছি, ন্যাটেলি। 362 00:27:51,420 --> 00:27:53,005 মাফ করবেন, মি. ব্যাংকার? 363 00:27:53,172 --> 00:27:55,859 ন্যাটেলি, তোমার বাবা আসা পর্যন্ত অফিসারদের সাথে থাকো। 364 00:27:55,883 --> 00:27:57,009 - আচ্ছা? - আচ্ছা। 365 00:27:57,176 --> 00:28:00,030 আজ সকালে ক্লোজ সার্কিট ক্যামেরা চালু ছিলো তো? 366 00:28:00,054 --> 00:28:01,138 অবশ্যই। 367 00:28:01,305 --> 00:28:03,224 তাহলে ডাকাতি ভিডিও হয়ে গেছে? 368 00:28:03,391 --> 00:28:04,433 হ্যাঁ হয়ে গেছে। 369 00:28:04,600 --> 00:28:07,311 যদি ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকে তাহলে ব্যাঙ্কই না সেটা। 370 00:28:07,478 --> 00:28:10,564 টেক্সাস মিডল্যান্ড ব্যাঙ্ক রাখে নাই। 371 00:28:10,731 --> 00:28:12,525 শোনো, আমরা ভিডিও পেয়েছি। 372 00:28:12,691 --> 00:28:15,820 আমি একটু খাবার হোটেল থেকে ঘুরে আসি? 373 00:28:15,986 --> 00:28:17,506 আমার জন্য খাবার অর্ডার করবে? 374 00:28:17,530 --> 00:28:20,408 - খিদায় পেট চোঁ-চোঁ করছে। - ওরা ইন্ডিয়ানদের খেতে দেয় না। 375 00:28:20,574 --> 00:28:22,493 আমি কিন্তু মেক্সিকানও। 376 00:28:22,560 --> 00:28:24,512 তোমার মত ইন্ডিয়ানের সাথে দেখলে 377 00:28:24,578 --> 00:28:26,956 আমাকেও ওরা না খাইয়ে তাড়িয়ে দিবে। 378 00:28:27,123 --> 00:28:28,624 তুমি পরে আসো। 379 00:28:31,043 --> 00:28:33,212 রেঞ্জাররা সবাই এমন কুড়ের বাদশা নাকি? 380 00:28:33,379 --> 00:28:36,257 না। শুধু সে। 381 00:28:36,424 --> 00:28:37,704 চলুন ভিডিওটা নিই। 382 00:28:37,842 --> 00:28:39,635 হ্যাঁ, এখানেই আছে। 383 00:28:49,895 --> 00:28:51,355 কি অবস্থা? 384 00:28:51,522 --> 00:28:52,731 ম্যাডাম। 385 00:28:52,898 --> 00:28:55,443 ব্যাঙ্কে কি হয়েছে শুনেছেন নিশ্চয়। 386 00:28:55,609 --> 00:28:56,694 হ্যাঁ শুনছি। 387 00:28:56,861 --> 00:28:59,113 আজ শহরের বাহিরের কেউ এসেছিলো এখানে? 388 00:29:00,114 --> 00:29:03,534 জেনি অ্যান দু'জনকে খাবার দিয়েছে যারা এই শহরের না। 389 00:29:04,910 --> 00:29:06,495 জেনিকে খবর দিচ্ছি। 390 00:29:06,662 --> 00:29:07,997 তাহলে ভালোই হয়। 391 00:29:12,001 --> 00:29:13,752 ভাইয়েরা। 392 00:29:13,919 --> 00:29:15,838 কতক্ষণ ধরে বসে আছেন আপনারা? 393 00:29:16,005 --> 00:29:17,923 ব্যাঙ্ক ডাকাতি হওয়ার মত সময় থেকে 394 00:29:18,090 --> 00:29:21,135 ৩০ বছর ধরে ওরা তো আমাকেই ডাকাতি করলো। 395 00:29:21,302 --> 00:29:22,720 ওদের দেখেছেন তাহলে আপনি? 396 00:29:24,221 --> 00:29:28,017 হ্যাঁ ওরাই এখানে বসে লাঞ্চ করেছে। 397 00:29:28,184 --> 00:29:29,852 একজন লম্বা মতন। 398 00:29:30,019 --> 00:29:32,480 আরেকজন খাটো। 399 00:29:34,106 --> 00:29:36,233 দু'জনই কাউবয় পোশাক পরে ছিলো। 400 00:29:36,400 --> 00:29:38,903 আমার মনে হয় দু'জন ভাই। 401 00:29:39,069 --> 00:29:40,988 আপনিই টেক্সাস রেঞ্জার? 402 00:29:41,155 --> 00:29:43,032 জী, ম্যাম। 403 00:29:43,199 --> 00:29:46,577 সেই সুদর্শন তরুণ অচেনা মানুষদের খাবার পরিবেশনের কথা বলুন। 404 00:29:48,329 --> 00:29:49,914 কে বলেছে সুদর্শন? 405 00:29:50,080 --> 00:29:51,248 আমি বলছি। 406 00:29:51,833 --> 00:29:55,019 এই কথার উপরে ভিত্তি করে যে, ব্যাঙ্ক ডাকাতির আগে 407 00:29:55,085 --> 00:29:56,812 দুজন অচেনা মানুষ এখানে বসে খাবার খেয়েছে 408 00:29:56,879 --> 00:30:01,148 অথচ সেটা আপনি আমরা পার্কিং লটে থাকতে জানাননি। 409 00:30:01,884 --> 00:30:03,778 ওরা কিন্তু আমাকে বলে ব্যাঙ্ক ডাকাতি করেনি। 410 00:30:03,802 --> 00:30:05,012 টাকা দিয়েছে না? 411 00:30:06,263 --> 00:30:07,598 সেটা কি অপরাধ? 412 00:30:10,976 --> 00:30:12,186 কত দিয়ে গেছে? 413 00:30:15,773 --> 00:30:16,815 কত টাকা? 414 00:30:17,983 --> 00:30:19,568 $২০০ 415 00:30:19,735 --> 00:30:23,447 আর টাকাটা দিয়ে গেছে ব্যাঙ্ক ডাকাতি করার আগে, তাই... 416 00:30:23,614 --> 00:30:26,033 ব্যাঙ্ক ডাকাতি করার আগে। 417 00:30:27,660 --> 00:30:29,328 বিলগুলো দেখাবেন আমাকে? 418 00:30:33,624 --> 00:30:35,376 ম্যাম। 419 00:30:36,669 --> 00:30:39,255 ম্যাম, বিলগুলো তথ্য-প্রমাণ। 420 00:30:39,421 --> 00:30:41,799 তথ্য-প্রমাণ হলো ব্যাঙ্ক ডাকাতদের। 421 00:30:41,966 --> 00:30:44,985 তার আগ পর্যন্ত সেটা আমার বখশিশ। 422 00:30:45,052 --> 00:30:47,096 আমার ঋণের অর্ধেক। 423 00:30:47,263 --> 00:30:48,907 তাই গিয়ে ওয়ারেন্ট নিয়ে আসুন, 424 00:30:48,931 --> 00:30:50,051 এরপর টাকা নিতে আসবেন, 425 00:30:50,099 --> 00:30:52,977 সেই টাকা দিয়ে আমার মেয়েদের মাথা গোঁজার ঠাই করবো। 426 00:30:57,273 --> 00:31:00,568 একজন লোক ব্যাঙ্কে হানা দিয়েছে, মেয়েটা যেমন বলেছে। 427 00:31:00,734 --> 00:31:02,319 - হ্যাঁ। - বোতাম নিচে লাগানো চেক শার্ট। 428 00:31:02,486 --> 00:31:03,862 জিন্স, স্কি মাস্ক। 429 00:31:04,029 --> 00:31:05,382 - ভিডিওতে এতটুকুই দেখেছি আমরা। - আচ্ছা। 430 00:31:05,406 --> 00:31:08,284 চেক শার্ট। সেই লোকটাই। 431 00:31:08,450 --> 00:31:12,204 তাঁরা ওখানে বসেছিলো। $২০০ বখশিশ দিয়ে গেছে। 432 00:31:13,831 --> 00:31:16,625 গিয়ে কুস্তীগিরের মত দেহ 433 00:31:16,792 --> 00:31:19,169 বেহায়া মেয়েটার সাথে কথা বলো। 434 00:31:19,336 --> 00:31:20,421 তুমি বলতে পারবে না? 435 00:31:20,588 --> 00:31:24,174 বখশিশটা নিয়ে এসো। ওগুলো বিলের সাথে মিলিয়ে দেখবো। 436 00:31:24,341 --> 00:31:25,551 গুড লাক। 437 00:31:25,718 --> 00:31:28,512 ভেবেছিলাম তুমি যেতে চাইবে না। 438 00:31:28,679 --> 00:31:30,848 আর হ্যাঁ, আলবার্তো। 439 00:31:31,015 --> 00:31:35,394 ২৮৭'এ ফোন করে মোটেলে একটা রুম ভাড়া করো। 440 00:31:35,561 --> 00:31:36,641 এখানে রাত কাটাবো? 441 00:31:36,770 --> 00:31:38,314 এখানেই তো অপরাধ হয়েছে। 442 00:31:40,232 --> 00:31:41,567 বোকামি হবে। 443 00:31:41,734 --> 00:31:43,152 তা কেন? 444 00:31:43,319 --> 00:31:46,822 দিনের বেলা ব্যাঙ্ক ডাকাতি আর টাকা খরচের মানে... 445 00:31:48,407 --> 00:31:49,658 ওরা বহু দূরে যাচ্ছে। 446 00:31:50,659 --> 00:31:52,202 অনেক অনেক দূরে। 447 00:31:54,663 --> 00:31:57,625 ♪ অনেক আগে আর বহু দূরে ♪ 448 00:32:01,045 --> 00:32:02,838 জাস্টিন বড় হয়ে কি করবে? 449 00:32:05,382 --> 00:32:07,968 এখন তো ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে। 450 00:32:09,887 --> 00:32:12,431 ♪ শুধু আমায় চেয়েছো বলে ♪ 451 00:32:13,641 --> 00:32:14,892 জাস্টিন একেবারে তোর মত। 452 00:32:15,059 --> 00:32:18,562 - লাল চোখ তোর কাছ থেকেই পেয়েছে। - দেখতে তোর মত। 453 00:32:21,065 --> 00:32:24,234 ৩৯ বছরের জীবনে, ১০ বছর জেলে কাটাইছি। 454 00:32:24,401 --> 00:32:27,446 সে যদি বাম দিকে যায় আমি যাবো ডানে, কোন সমস্যা হবে না। 455 00:32:29,698 --> 00:32:32,368 ♪ শুধু আমায় চেয়েছো বলে ♪ 456 00:32:34,536 --> 00:32:38,598 ♪ দুনিয়া আমায় বোকা ডাকলে ডাকুক ♪ 457 00:32:39,416 --> 00:32:42,711 ♪ তুমি সাথে থাকলে চাই না কিছু আর ♪ 458 00:32:44,463 --> 00:32:45,464 হ্যাঁ। 459 00:32:45,631 --> 00:32:47,424 ♪ আমি শুধু এতটুকুই চাই ♪ 460 00:32:47,591 --> 00:32:49,510 হ্যাঁ। 461 00:32:49,677 --> 00:32:52,346 ♪ যা তুমিও চাও ♪ 462 00:33:04,566 --> 00:33:05,776 তোর জন্য কিছু আনবো? 463 00:33:05,943 --> 00:33:07,611 ড. পিপার, উনস্টন লাইট। 464 00:33:25,921 --> 00:33:27,005 কি রে? 465 00:33:29,174 --> 00:33:30,217 কিরে, শালা? 466 00:33:32,594 --> 00:33:35,055 গোলমাল বাঁধইতে চাস, শালারপুত? 467 00:33:35,222 --> 00:33:37,141 ঠিক জায়গাতেই আসছিস। 468 00:33:37,307 --> 00:33:40,185 তোর মত দশজন লাগবে রে। 469 00:33:41,562 --> 00:33:42,604 তাই নাকি? 470 00:33:45,607 --> 00:33:48,277 এটা দেখেছিস? বাপরে নাম ভুলাই দিবো। 471 00:34:03,292 --> 00:34:04,561 আরে, ভাই, আমার দোষ নাই তো। 472 00:34:04,585 --> 00:34:06,086 সেই আগে বলেছে। 473 00:34:12,092 --> 00:34:15,095 তোর তো ভালোই রাগ। 474 00:34:16,513 --> 00:34:18,640 এবার বন্দুকটার কথা ভুলিস নাই। 475 00:34:18,807 --> 00:34:21,268 মনে করতাম তোর সব তেজ শেষ। 476 00:34:30,486 --> 00:34:32,488 শালা তোকে মেরে ফেলতো। 477 00:34:32,654 --> 00:34:35,157 এভাবে আমি মরবো না রে, ছোট। 478 00:34:39,119 --> 00:34:42,039 দশজন লাগবে, বলেছিলাম না! 479 00:34:43,957 --> 00:34:45,143 আমাকে পাগল করে দিবি তুই? 480 00:34:45,167 --> 00:34:47,085 এটা তো ড. পিপার না। 481 00:34:47,252 --> 00:34:48,253 এটা ছাড়া আর নাই। 482 00:34:48,420 --> 00:34:50,339 আহাম্মক না হলে কেউ এই ড্রিঙ্ক করে না। 483 00:34:50,506 --> 00:34:51,673 খেয়ে নে। 484 00:35:02,935 --> 00:35:03,977 হ্যালো। 485 00:35:25,207 --> 00:35:26,333 এখন কথা বল। 486 00:35:28,502 --> 00:35:30,087 ওখানে মহিলারা বসে আছে। 487 00:35:32,631 --> 00:35:34,675 কি যা-তা বলছিস তুই? 488 00:35:34,842 --> 00:35:36,903 চল আরেক পেগ নিই। 489 00:35:36,927 --> 00:35:39,388 দোকানদার, হুইস্কি দেন! 490 00:35:39,555 --> 00:35:40,681 আসছি। 491 00:35:45,227 --> 00:35:46,270 তোর ছেলেদের নামে। 492 00:35:57,781 --> 00:35:59,032 চল টাকাগুলো চেঞ্জ করে নিই। 493 00:36:05,163 --> 00:36:07,249 স্যরি। আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি। 494 00:36:07,416 --> 00:36:08,767 ক্রেতা এভাবেই টাকা দিয়েছে। 495 00:36:08,834 --> 00:36:10,544 আপনি যা দিবেন তাই নিবো, সাহেব। 496 00:36:23,557 --> 00:36:25,434 পোকার খেলবি? 497 00:36:25,601 --> 00:36:26,602 আমি বাজি ধরি না। 498 00:36:26,768 --> 00:36:28,520 পোকারে হারবি না। এমনকি তুইও না। 499 00:36:29,813 --> 00:36:31,940 আমি বসে বসে বিয়ার গিলবো। 500 00:36:32,107 --> 00:36:33,442 আচ্ছা, যা গিল। 501 00:36:35,110 --> 00:36:36,486 ছাড়তো। 502 00:36:36,653 --> 00:36:38,196 D-টা নিই। 503 00:36:38,363 --> 00:36:39,698 সব হারিস না। 504 00:36:41,950 --> 00:36:43,660 শালা বোকা*দা 505 00:37:40,550 --> 00:37:43,470 এক গাদা চিপ! 506 00:37:53,814 --> 00:37:54,982 চেক? 507 00:37:55,148 --> 00:37:56,483 আমাকে ধরবে না, ইন্ডিয়ান। 508 00:38:09,913 --> 00:38:10,914 আপনি ঘোড়সওয়ার? 509 00:38:14,960 --> 00:38:16,545 যুদ্ধবাজ? 510 00:38:17,546 --> 00:38:19,131 এখন আর কিছু না। 511 00:38:28,181 --> 00:38:29,391 কল করলাম। 512 00:38:31,852 --> 00:38:33,395 কার্ড দেখান, ভাইয়েরা। 513 00:38:46,491 --> 00:38:48,410 ঘোড়সওয়ার মানে কি জানিস তো? 514 00:38:51,163 --> 00:38:53,540 মানে হলো চিরশত্রু। 515 00:38:53,707 --> 00:38:55,333 কার শত্রু? 516 00:38:55,500 --> 00:38:57,377 সবার। 517 00:38:57,544 --> 00:38:59,296 তো আমি কি হলাম? 518 00:38:59,463 --> 00:39:00,464 শত্রু। 519 00:39:00,630 --> 00:39:02,507 না। 520 00:39:02,674 --> 00:39:04,760 আমি ঘোড়সওয়ার হয়েছি। 521 00:39:14,394 --> 00:39:15,771 সে কি তোমার মত দেখতে? 522 00:39:16,772 --> 00:39:17,981 মা'য়ের মত দেখতে। 523 00:39:19,191 --> 00:39:20,776 আমি কারো মত না। 524 00:39:22,235 --> 00:39:23,278 তা অবশ্য জানি না। 525 00:39:28,450 --> 00:39:30,118 হোটেলে উঠেছো? 526 00:39:34,247 --> 00:39:35,290 হ্যাঁ। 527 00:39:37,459 --> 00:39:40,879 তোমার রুমে নিয়ে চলো। 528 00:39:45,842 --> 00:39:47,177 না থাক। আসলে... 529 00:39:48,261 --> 00:39:51,848 মেয়েদের ছুঁয়ে দেখাতে লজ্জার কিছু নেই। 530 00:39:54,851 --> 00:39:56,394 ছুঁয়ে দেখো তুমি। 531 00:39:57,479 --> 00:39:58,814 যেখানে খুশি তোমার। 532 00:40:00,482 --> 00:40:02,692 আমিও ছুঁয়ে দেখবো। 533 00:40:03,693 --> 00:40:05,695 আমার ছোট ভাইয়ের সাথে ধান্ধা করিস? 534 00:40:05,862 --> 00:40:07,799 - না, আমি তো কিছু করিনি, কিন্তু... - ট্যানার, মেয়েটার কোনো দোষ নাই। 535 00:40:07,823 --> 00:40:09,675 - কোন দোষ নাই। - কিন্তু, কিন্তু, কিন্তু... 536 00:40:09,699 --> 00:40:11,493 এখানে চিপের গাদা দেখে লোভ সামলাতে পারিস নাই। 537 00:40:11,660 --> 00:40:12,702 - না। - তাই না? 538 00:40:12,869 --> 00:40:14,746 - না। - কি করতিস তুই? 539 00:40:14,913 --> 00:40:16,873 রুমে নিয়ে গিয়ে, তোর দালালকে ডাকবি? 540 00:40:17,040 --> 00:40:18,226 - মেডিসিন দিয়ে অজ্ঞান করতিস? - না। 541 00:40:18,250 --> 00:40:19,770 - কি করতিস তুই? - ট্যানার, না। 542 00:40:19,918 --> 00:40:21,753 এটা দিই তোকে? নে ধর... 543 00:40:21,920 --> 00:40:25,924 হাত সরা। থাম। থাম। 544 00:40:31,555 --> 00:40:33,348 - তুই আসলেই শয়তান একটা! - ঠিক বলেছিস। 545 00:40:33,515 --> 00:40:34,659 কোন সমস্যা? 546 00:40:34,683 --> 00:40:36,452 - না, কিছু না। - না, কিছু না। 547 00:40:36,476 --> 00:40:38,603 সমস্যা নেই। আমি একটু মাতাল হয়ে গেছে আরকি। 548 00:40:38,770 --> 00:40:39,938 স্যরি কেমন? 549 00:40:43,400 --> 00:40:46,361 এত দিন কিভাবে জেলে ছিলি কে জানে? 550 00:40:46,528 --> 00:40:47,779 খুব কষ্ট হয়েছে। 551 00:40:52,659 --> 00:40:54,786 কিভাবে ভাঙাবেন? নগদ না চেক? 552 00:40:54,953 --> 00:40:56,413 কিছু খুচরা টাকা নিস। 553 00:40:57,581 --> 00:41:00,125 চার হাজার ক্যাশ, বাকিটা চেক। 554 00:41:01,668 --> 00:41:03,268 কোন ব্যাঙ্কের নাম দিবো? 555 00:41:05,338 --> 00:41:06,840 টেক্সাস মিডল্যান্ড ব্যাঙ্ক। 556 00:41:15,473 --> 00:41:16,558 অনেক ধন্যবাদ। 557 00:41:17,809 --> 00:41:19,311 চল রুমে যাই। 558 00:41:30,614 --> 00:41:33,158 ঘোড়সওয়ার ৬৬'তে আপনাদের স্বাগতম? বুকিং করা আছে? 559 00:41:33,325 --> 00:41:34,910 না নেই। 560 00:41:35,076 --> 00:41:38,455 হায়াল্লা! দেখো তো! 561 00:41:39,581 --> 00:41:41,958 তোমার মনে একটু যায়গা দিলে আমরা কৃতজ্ঞ থাকবো, 562 00:41:42,125 --> 00:41:44,210 দেখতেই পাচ্ছো বুকিং করতে পারিনি। 563 00:41:44,377 --> 00:41:46,379 তোমরা আসলেই আপদ। 564 00:41:46,546 --> 00:41:47,814 আমি সবচেয়ে বড় আপদ, সুন্দরী। 565 00:41:47,881 --> 00:41:52,761 এরপর যখন বাড়িতে যাবে আমার কথা মনে করে মিটিমিটি হাসবে। 566 00:41:57,891 --> 00:42:00,560 কেন গড? তুমি আমার দোয়া কবুল করো না কেন? 567 00:42:00,727 --> 00:42:02,187 আমি সাহায্য ভিক্ষা চেয়েছি, 568 00:42:02,354 --> 00:42:04,794 আর চারিদিকে তাকিয়ে দেখুন কোনো পার্থক্য নেই। 569 00:42:04,940 --> 00:42:08,193 সব দোষ আপনি গডকে দিচ্ছেন। 570 00:42:09,569 --> 00:42:12,155 গড কিন্তু বলেননি। 571 00:42:12,322 --> 00:42:14,532 আমরা লুববে ফিরে গেলাম না কেন? 572 00:42:14,699 --> 00:42:16,868 কারণ তাঁরা লুববে কোন ব্যাঙ্ক ডাকাতি করেনি। 573 00:42:17,869 --> 00:42:19,704 টিভিতে এখন এই ছাই দেখবো? 574 00:42:21,831 --> 00:42:23,583 তুমি খৃষ্টান না? 575 00:42:23,750 --> 00:42:25,293 হ্যাঁ, কিন্তু আমি বোকা না। 576 00:42:25,460 --> 00:42:28,505 এই লোকের থেকে আমার কুত্তাই ভালো ভাষণ দিতে পারবে। 577 00:42:28,672 --> 00:42:31,383 তাহলে তোমার কুত্তার ভাষণই শুনো। 578 00:42:31,549 --> 00:42:32,734 তুমি ইন্ডিয়ান না? 579 00:42:32,801 --> 00:42:34,803 নিজেকে মহা পণ্ডিত ভাবো তুমি 580 00:42:34,970 --> 00:42:39,432 আর বিছানায় এমন ভাবে নেচে বেড়াও যেন মৌমাছি হুল ফুটিয়েছে। 581 00:42:39,599 --> 00:42:41,559 আমি ক্যাথলিক। 582 00:42:43,687 --> 00:42:44,688 বদলাও তো। 583 00:42:46,648 --> 00:42:50,318 একটু নাচ গান দেখি। 584 00:42:50,485 --> 00:42:53,321 এসব ছাই-পাঁশ আর দেখতে ইচ্ছা করছে না। 585 00:42:53,488 --> 00:42:55,490 এই শালা জানেও না কথা বলতে গিয়ে 586 00:42:55,657 --> 00:42:58,618 একটু থেমে দম নিলে, গড রাগ করবে না। 587 00:42:58,785 --> 00:43:00,120 চ্যানেল বদলাও। 588 00:43:08,211 --> 00:43:10,839 আসমানে বসে বসে গড এখন খেলা দেখছে। 589 00:43:14,926 --> 00:43:17,887 ভেবো না, ফুটবলের হাইলাইটস এখনি দেখাবে। 590 00:43:18,054 --> 00:43:19,723 তোমার বাপের পক্ষ থেকে দেখো। 591 00:43:25,478 --> 00:43:27,397 কেমন দৌড়াচ্ছে দেখো। 592 00:43:28,398 --> 00:43:30,525 লংহর্ন এই বছর খুব ভালো খেলছে। 593 00:43:34,821 --> 00:43:37,949 ফুটবল খেলার মাথামুণ্ডু আমি কিছু বুঝি না। 594 00:43:38,116 --> 00:43:41,327 পাঁচ বছরের যে কেউ এই খেলা বুঝে। 595 00:43:41,494 --> 00:43:44,914 ফুটবল কারা আবিষ্কার করেছে? অ্যাজটেকরা? 596 00:43:45,081 --> 00:43:47,375 মাথার খুলিতে কিক মারতে মারতে আবিষ্কার করছে না? 597 00:43:48,877 --> 00:43:51,004 ঘোড়সওয়ার খেলার মত শোনাচ্ছে। 598 00:43:52,505 --> 00:43:54,257 তিন সপ্তাহ পর, 599 00:43:54,424 --> 00:43:57,677 টিভিতে সারাদিন বসে বসে যা খুশি দেখিও। 600 00:43:57,844 --> 00:44:00,263 এখন থেকে দেখা প্র্যাকটিস করো। 601 00:44:00,430 --> 00:44:02,515 তাতে মজাটা কোথায়? 602 00:44:03,516 --> 00:44:05,518 কি জানো, আলবার্তো? 603 00:44:06,644 --> 00:44:07,687 কী? 604 00:44:09,147 --> 00:44:10,732 সারা বছর ধরে, 605 00:44:11,983 --> 00:44:14,444 এই ঝগড়াগুলোর কথা মনে পড়বে একদিন। 606 00:44:16,154 --> 00:44:17,447 নিজে নিজেই হাসবে 607 00:44:17,614 --> 00:44:20,617 যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করবে। 608 00:44:20,784 --> 00:44:22,535 ইশ, কালকেই যদি করতে পারতাম। 609 00:44:23,578 --> 00:44:24,954 কি কপাল আমার। 610 00:44:27,665 --> 00:44:30,126 তোমার আশা পূরণ হবে। 611 00:44:36,549 --> 00:44:37,926 দেরী হয়ে যাচ্ছে না? 612 00:44:42,931 --> 00:44:43,932 হ্যাঁ। 613 00:44:48,853 --> 00:44:50,146 হচ্ছে তো। 614 00:45:58,173 --> 00:45:59,753 এখানে কি করছো তুমি? 615 00:46:02,677 --> 00:46:05,597 চেয়ারে বসে ঘুমিয়ে ভবিষ্যৎ প্র্যাকটিস করছি। 616 00:46:11,519 --> 00:46:13,605 বাঁচার জন্য আমরা যা করি খুব বিপদজনক। 617 00:46:15,190 --> 00:46:16,316 ভাগ্য ভালো যে... 618 00:46:17,859 --> 00:46:19,903 আগেই আমরা মৃত্যু দেখি না। 619 00:46:20,987 --> 00:46:22,447 আমি ভাগ্যবান। 620 00:46:27,535 --> 00:46:30,163 আমাকে ছাড়া, সন্দেহ আছে 621 00:46:30,330 --> 00:46:32,874 অপরাধীদের ধরতে পারবে কিনা। 622 00:46:37,670 --> 00:46:39,923 তখন তোমার জন্য আফসোস হবে। 623 00:46:42,008 --> 00:46:44,761 ইন্ডিয়ানরা কাউবয়দের জন্য আফসোস করে না। 624 00:46:44,928 --> 00:46:46,554 এটা তাঁদের স্বভাবের সাথে যায় না। 625 00:46:55,146 --> 00:46:56,856 আর এতেই আপনি নির্বাহী কর্মকর্তা হয়ে যাবেন? 626 00:46:57,023 --> 00:46:58,566 হুম। 627 00:46:58,733 --> 00:47:01,486 আমাদের উপরে মামলা করলে সমস্যা হবে না? 628 00:47:01,653 --> 00:47:04,297 ফান্ডে ক্যাসিনোর টাকা খুঁজে বাহির করার কোনো উপায় নেই। 629 00:47:04,364 --> 00:47:07,742 ব্যাঙ্ক থেকে একবার চেক পেলে, ফান্ড ধরা ছোঁয়ার বাহিরে চলে যাবে। 630 00:47:07,909 --> 00:47:11,621 কাউকে কিছু বলতে পারবেন না কিন্তু? 631 00:47:11,688 --> 00:47:13,097 বলতে যাবো কোন দুঃখে? 632 00:47:13,164 --> 00:47:16,042 আপনারা তো টাকা জুয়া খেলে জিতেছেন, তাই না? 633 00:47:18,670 --> 00:47:21,714 $৩২,০০০ বন্ধক ছাড়াতে লাগবে। 634 00:47:21,881 --> 00:47:25,343 আর ২০১২ সাল থেকে শালারা সব স্থাবর সম্পত্তির ট্যাক্স দিয়েছে। 635 00:47:25,510 --> 00:47:27,553 সেখানে $১১,০০০ দিতে হবে। 636 00:47:27,720 --> 00:47:31,582 মোট $৪৩,০০০ দিলে আপনারা একদম ঝামেলা মুক্ত। 637 00:47:31,766 --> 00:47:35,478 শুধু লোন অফিসারকে ফ্যাক্স করে আমাকে ছাড় পত্র পাঠাতে হবে 638 00:47:35,645 --> 00:47:38,289 আর আমি সেটা চেভরনের ম্যানেজারকে ইজারা দিবো। 639 00:47:38,356 --> 00:47:40,358 - ফ্যাক্স নাম্বার কার্ডে আছে। - আচ্ছা। 640 00:47:40,525 --> 00:47:42,193 কাজটা করলে আপনি কত পাবেন? 641 00:47:43,319 --> 00:47:45,738 যতটা ঝুঁকি নিচ্ছি তার ধারে কাছেও না। 642 00:47:45,905 --> 00:47:47,031 তাহলে করছেন কেন? 643 00:47:52,787 --> 00:47:55,248 ততটুকু ঋণ তাঁরা দিয়েছে। 644 00:47:55,415 --> 00:47:59,784 যতটুকু আপনার মা'কে গরীব রেখেই ফেরত পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে। 645 00:47:59,836 --> 00:48:03,339 ভেবেছে জমিটা $২৫,০০০ দখল করতে পারবে। 646 00:48:04,507 --> 00:48:08,510 বেশি আত্মবিশ্বাস থাকলে যা হয় আরকি। এই সুযোগটাই নিচ্ছি আমি। 647 00:48:10,096 --> 00:48:11,389 বুঝলেন ভায়েরা... 648 00:48:12,390 --> 00:48:14,851 ওদের টাকা ওদেরই ফেরত দিচ্ছেন? 649 00:48:17,770 --> 00:48:20,514 অবশ্য যদি টেক্সাসের না হতো, জানি না কি করতাম। 650 00:48:25,278 --> 00:48:26,446 ধন্যবাদ। 651 00:48:26,612 --> 00:48:28,489 শুক্রবারেই সব ক্লোজ হয়ে যাবে। 652 00:48:28,556 --> 00:48:29,841 যত বিপদই হোক না কেন, 653 00:48:29,907 --> 00:48:31,567 বৃহস্পতিবার চিলড্রেসে চলে যাবেন, 654 00:48:31,617 --> 00:48:33,178 মনে রাখবেন ব্যাটারা দ্রুত ক্লোজ করে দিবে। 655 00:48:33,202 --> 00:48:35,788 - আচ্ছা চলে আসবো। - আর, টবি। 656 00:48:35,955 --> 00:48:38,082 ব্যাঙ্কের ফান্ড আমাকেই সামালাতে হবে। 657 00:48:38,249 --> 00:48:40,251 আপনি যদি সত্যিই নিজের চিহ্ন মুছে ফেলতে চান? 658 00:48:41,336 --> 00:48:43,963 তাহলে টেক্সাস মিডল্যান্ড ব্যাঙ্ককে ফান্ড খুলুন। 659 00:49:02,523 --> 00:49:06,110 তাহলে প্ল্যান কি? 660 00:49:06,277 --> 00:49:09,630 এখন ব্যাঙ্কগুলোকে টোপ হিসেবে ব্যাবহার করে নজর রাখবো। 661 00:49:09,697 --> 00:49:11,949 সময়ের মধ্যে কাজ শেষ হবে। 662 00:49:12,116 --> 00:49:14,660 এখন কিছু খেয়ে নেওয়া যাক। 663 00:49:15,912 --> 00:49:18,081 কেমন আছেন ম্যাম? 664 00:49:18,247 --> 00:49:21,000 মেজাজ গরম আছে। 665 00:49:22,001 --> 00:49:24,003 তাহলে, কি খাবেন না আপনারা? 666 00:49:24,170 --> 00:49:25,797 স্যরি? 667 00:49:25,963 --> 00:49:27,548 কি খাবেন না আপনারা? 668 00:49:29,092 --> 00:49:32,512 আসলে, আমি... 669 00:49:32,678 --> 00:49:35,807 এখানে আমি ৪৪ বছর ধরে কাজ করছি। 670 00:49:35,973 --> 00:49:38,059 কেউই পাঁজরের মাংস আর 671 00:49:38,226 --> 00:49:40,853 সিদ্ধ আলু ছাড়া কিছুই অর্ডার করেনি। 672 00:49:41,020 --> 00:49:43,523 শুধু নিউ ইয়র্কের এক বলদ এসোছিলো 673 00:49:43,589 --> 00:49:46,834 মাছের অর্ডার দিতে, তাও আবার ১৯৮৭ সালে। 674 00:49:46,901 --> 00:49:49,320 আমরা মাছ-টাছ বিক্রি করি না। 675 00:49:50,363 --> 00:49:52,865 শুধু পাঁজরের মাংস। 676 00:49:53,032 --> 00:49:56,869 তাই, আপনারা কর্ন খাবেন না, 677 00:49:57,036 --> 00:49:59,414 আর, মটরশুঁটিও খাবেন না। 678 00:49:59,580 --> 00:50:01,040 তাই আপনারা কি খাবেন না? 679 00:50:05,211 --> 00:50:06,712 মটরশুঁটি খাবো না আমি। 680 00:50:06,879 --> 00:50:08,673 আমিও মটরশুঁটি খাবো না। 681 00:50:08,840 --> 00:50:10,925 আধা সিদ্ধ মাংস। 682 00:50:11,092 --> 00:50:14,387 - আমার মাংস পুরা সিদ্ধ করবেন... - কোনো প্রশ্ন চলবে না। 683 00:50:14,554 --> 00:50:15,596 আচ্ছা। 684 00:50:16,597 --> 00:50:18,641 আপনাদের জন্য ঠাণ্ডা চা। 685 00:50:18,808 --> 00:50:20,059 ঠাণ্ডা চা'ই ভালো হবে। 686 00:50:21,352 --> 00:50:23,312 হ্যাঁ, ঠাণ্ডা চা। ধন্যবাদ, ম্যাম। 687 00:50:28,359 --> 00:50:29,986 একটা জিনিস বলে রাখছি। 688 00:50:31,237 --> 00:50:34,297 কোনো শালা এই হোটেল ডাকাতি করবে না। 689 00:50:34,866 --> 00:50:35,950 কথা সত্য। 690 00:50:44,625 --> 00:50:45,751 কেমন চলছে? 691 00:50:46,919 --> 00:50:48,588 ভালোই চলছে। 692 00:50:48,754 --> 00:50:50,840 রেস লাগানো যাবে না। 693 00:50:51,007 --> 00:50:52,550 নতুন মেক্সিকো নাম্বার প্লেট পেয়েছি। 694 00:50:54,218 --> 00:50:55,470 চেঞ্জ করেছেন নাকি? 695 00:50:55,636 --> 00:50:56,762 অমনি আছে। 696 00:50:58,681 --> 00:51:00,349 আমরা নিচ্ছি। 697 00:51:02,935 --> 00:51:05,745 শুক্রবারের আগে চুরির অভিযোগ করবেন না। 698 00:51:11,903 --> 00:51:13,964 চেভরনের ভদ্রলোক ঋণের অনুমতি খারিজ করেছে। 699 00:51:13,988 --> 00:51:15,965 তুই একা সামলাতে পারবি তো? 700 00:51:16,032 --> 00:51:18,258 দেবীকে তুই একা সামলাতে পারবি তো? 701 00:51:18,784 --> 00:51:19,911 উনি কিন্তু শত্রু না। 702 00:51:20,077 --> 00:51:22,788 শুধু পেপারগুলো নিয়ে ধন্যবাদ দিবি। 703 00:51:23,831 --> 00:51:25,958 তেলওয়ালারা শত্রু, ভুল করা যাবে না। 704 00:51:26,125 --> 00:51:27,376 সে আমাদের কথা মানবে না। 705 00:51:28,929 --> 00:51:30,949 র‍্যাঞ্চে রাতের মধ্যে ফিরে আসবো। 706 00:51:31,047 --> 00:51:32,048 আচ্ছা, জেগে থাকবো। 707 00:51:32,215 --> 00:51:34,496 পিছনে এগুলো নিচ্ছিস। ভদ্র লোকের মত গাড়ি চালাবি। 708 00:51:38,262 --> 00:51:40,723 সময় আছে, বিয়ার গিলবি নাকি? 709 00:51:42,016 --> 00:51:44,977 চাওয়া মাত্র হাজির। 710 00:52:14,298 --> 00:52:15,341 আসছি। 711 00:52:26,269 --> 00:52:27,728 মা মারা গেছেন। 712 00:52:27,895 --> 00:52:29,564 কবে? 713 00:52:29,730 --> 00:52:30,898 কয়েক সপ্তাহ আগে। 714 00:52:32,567 --> 00:52:34,859 আপদ বিদায় হয়েছে। 715 00:52:35,194 --> 00:52:36,320 খারাপ কিছু বলিনি। 716 00:52:38,906 --> 00:52:39,949 ভালো আছো তুমি? 717 00:52:41,659 --> 00:52:42,743 তুমি? 718 00:52:46,706 --> 00:52:47,915 তোমার পাওনা টাকা এনেছি। 719 00:52:50,710 --> 00:52:53,296 তাহলে কি র‍্যাঞ্চ বিক্রি করে দিলে? 720 00:52:54,297 --> 00:52:55,548 না ছেলেদের দিয়ে দিলাম। 721 00:52:55,715 --> 00:52:56,716 - সত্যি? - হুম। 722 00:52:56,882 --> 00:52:58,384 একটা ফান্ডে দিয়েছি। 723 00:52:58,551 --> 00:52:59,719 সেটা আবার কি? 724 00:52:59,885 --> 00:53:01,178 মানে কেউ বিক্রি করতে পারবে না। 725 00:53:02,722 --> 00:53:04,098 চমৎকার। 726 00:53:04,265 --> 00:53:06,350 আরেক জায়গায় কাজ আছে আমার। 727 00:53:19,322 --> 00:53:20,448 হাই। 728 00:53:58,069 --> 00:53:59,195 ভাই কোথায় তোমার? 729 00:54:01,238 --> 00:54:02,323 জানি না। 730 00:54:03,407 --> 00:54:04,742 বন্ধুর বাড়িতে হবে হয়তো। 731 00:54:11,248 --> 00:54:12,583 স্কুলে যাওনি? 732 00:54:13,668 --> 00:54:15,503 স্কুল শুরু হয়নি এখনও। 733 00:54:15,670 --> 00:54:18,381 ফুটবল খেলার দুই দিন বাকি। 734 00:54:24,595 --> 00:54:26,697 তোমার দাদী মারা গেছে। 735 00:54:28,724 --> 00:54:31,368 র‍্যাঞ্চটা তোমাদের দু'ভাইকে লিখে দিচ্ছি। 736 00:54:32,853 --> 00:54:35,147 ছোট বেলায় সেখানে যেতে মনে আছে? 737 00:54:36,774 --> 00:54:38,609 র‍্যাঞ্চ নিয়ে আমি কি করবো? 738 00:54:40,111 --> 00:54:41,778 বিক্রি ছাড়া যা ইচ্ছা করতে পারো। 739 00:54:43,948 --> 00:54:46,024 র‍্যাঞ্চের জমিতে তেল পাওয়া গেছে। 740 00:54:47,910 --> 00:54:51,221 তোমাদের দু'ভাইকে আর টাকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। 741 00:54:53,374 --> 00:54:54,375 এখন... 742 00:54:56,043 --> 00:54:58,838 আমাকে অনেক কিছু করতে হবে তোমার... 743 00:54:59,964 --> 00:55:01,090 চাচার সাথে। 744 00:55:04,093 --> 00:55:05,469 আমাদের মত হইয়ো না। 745 00:55:05,636 --> 00:55:06,762 বুঝলে? 746 00:55:08,305 --> 00:55:10,641 যাই বুঝাও না কেন, আমার বিশ্বাস হয় না। 747 00:55:10,808 --> 00:55:12,017 না, বিশ্বাস করেছো। 748 00:55:13,519 --> 00:55:14,770 আমি সব করেছি। 749 00:55:17,314 --> 00:55:19,066 এখন তোমরা অন্য কিছু করো। 750 00:55:29,910 --> 00:55:31,036 ড্রিঙ্ক করবে না? 751 00:55:34,415 --> 00:55:37,626 একবার বলছো তোমাদের মত না হতে, আবার বিয়ারও খেতে বলছো। 752 00:55:37,793 --> 00:55:38,878 কোনটা করবো? 753 00:55:41,922 --> 00:55:43,007 সাবাস। 754 00:56:03,944 --> 00:56:06,280 - ছেলেরা কেমন আছে? - কি অবস্থা? 755 00:56:06,447 --> 00:56:07,573 ইনস্যুরেন্স। 756 00:56:08,574 --> 00:56:10,367 গাড়ি থেকে বন্দুকগুলো সরাবি। 757 00:56:10,534 --> 00:56:13,370 এরপরের বার আমরা দুটো গাড়ি চালাবো, ভাই। 758 00:56:13,537 --> 00:56:15,063 ওরা যাবে আমার সাথে। 759 00:56:21,086 --> 00:56:22,755 এটাই তাহলে তোমার প্ল্যান? 760 00:56:22,922 --> 00:56:24,340 এখানে বসে থাকবে 761 00:56:24,507 --> 00:56:26,801 আর দেখবে এই ব্রাঞ্চটা এরপরে ডাকাতি হয় কিনা। 762 00:56:26,967 --> 00:56:28,193 আর কি করার আছে? 763 00:56:28,260 --> 00:56:29,929 ৮০ মাইল দূরে ওলনিতে ফিরে গিয়ে 764 00:56:30,095 --> 00:56:32,807 ফিঙ্গারপ্রিন্ট খুঁজবে আর চোর ধরবে? 765 00:56:32,973 --> 00:56:35,726 নাকি ২০০ মাইল দূরে লুববক'এ ফিরে যাবে 766 00:56:35,893 --> 00:56:38,163 আর মুটকি মহিলার কাছে গিয়ে ধর্না দিবে? 767 00:56:38,187 --> 00:56:39,730 শালারা দেখতেই বা কেমন? 768 00:56:39,897 --> 00:56:42,583 নয়তো আমরা এখানে বসে ব্যাঙ্কটা ডাকাতি হওয়ার অপেক্ষা করবো, 769 00:56:42,650 --> 00:56:45,361 ওরা যে এখানে আসবে এতটুকু নিশ্চিত। 770 00:56:45,528 --> 00:56:46,695 আমিও জানি তুমি নিশ্চিত। 771 00:56:48,113 --> 00:56:50,115 এর শেষ দেখতে চাইছো সময় যত লাগুক না কেন। 772 00:56:50,282 --> 00:56:51,450 কারণ যতদিন এখানে থাকবে, 773 00:56:51,617 --> 00:56:53,257 ততদিন তো আর অবসর নিতে হবে না। 774 00:56:53,369 --> 00:56:55,871 না, আমি ডাকাতদের ভুল করার অপেক্ষায় আছি। 775 00:56:56,038 --> 00:56:57,665 একটা না একটা ভুল করবেই। 776 00:56:57,832 --> 00:56:59,083 আর এখানেই ভুলটা করবে। 777 00:57:00,417 --> 00:57:01,919 তাই শান্ত হও। 778 00:57:03,212 --> 00:57:04,755 শহরটা ঘুরে দেখো। 779 00:57:04,922 --> 00:57:06,273 তুমি এখানে থাকতে চাও? 780 00:57:06,340 --> 00:57:07,691 একটা পুরনো হার্ডওয়্যার স্টোর আছে 781 00:57:07,758 --> 00:57:10,302 বাড়ি নির্মাণের সরঞ্জামের দিগুণ দাম, 782 00:57:10,469 --> 00:57:14,390 একটা রেস্তোরা সাথে আছে ক্যাটক্যাট করা ওয়েট্রেস। 783 00:57:14,557 --> 00:57:17,393 এমন এলাকায় কি আর থাকা যায়? 784 00:57:17,560 --> 00:57:20,229 মানুষ এখানে ১৫০ বছর ধরে বাস করছে। 785 00:57:20,396 --> 00:57:23,065 মানুষ ১৫০,০০০ বছর গুহাতেও বাস করেছে, 786 00:57:23,232 --> 00:57:24,483 এখন আর বাস করে না। 787 00:57:24,650 --> 00:57:27,319 তোমার জাতের মানুষেরা হয়তো গুহাতে ছিলো। 788 00:57:27,486 --> 00:57:29,071 তোমরাও ছিলে। 789 00:57:30,656 --> 00:57:33,576 প্রাচীনকালে, তোমার পূর্বপুরুষরাও ইন্ডিয়ান ছিলো... 790 00:57:35,119 --> 00:57:37,496 যতদিন না কেউ এসে খুন করে রেখে না যেত, 791 00:57:37,663 --> 00:57:40,749 দ্বন্দ্ব সৃষ্টি করেছে, দুই জাতে ভাগ করেছে। 792 00:57:42,251 --> 00:57:47,089 ১৫০ বছর আগে, সব আমার বাপ-দাদাদের জমি ছিলো। 793 00:57:48,674 --> 00:57:50,301 যা কিছু দেখছো। 794 00:57:51,552 --> 00:57:53,387 গতকাল যা দেখেছো। 795 00:57:54,597 --> 00:57:57,141 তোমার দাদারা কেড়ে নেওয়ার আগ পর্যন্ত। 796 00:57:59,518 --> 00:58:01,312 আর এখনও মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে। 797 00:58:02,646 --> 00:58:04,648 সেনাবাহিনী আর কেড়ে নিচ্ছে না। 798 00:58:05,983 --> 00:58:08,110 ব্যাঙ্ক শালারা দখল করছে। 799 00:58:18,370 --> 00:58:19,663 আগামীকালের কথা ভাবছিস? 800 00:58:22,124 --> 00:58:23,292 তুই ভাবছিস না? 801 00:58:24,543 --> 00:58:26,045 হোটেলের কেরানীটার ব্যাপারে। 802 00:58:28,005 --> 00:58:29,590 সুন্দরীরা উত্তেজিত হয়ে গেলে 803 00:58:29,757 --> 00:58:32,426 এত খারাপ হয়ে যায় কেন? 804 00:58:33,844 --> 00:58:36,138 তা তো জানি না। আমার সুন্দরী কেউ ছিলো না। 805 00:58:37,473 --> 00:58:40,976 তুই ওদের মতই মাথা গরম, অন্যের ঘাড়ে দোষ দিস। 806 00:58:42,770 --> 00:58:44,271 তা ঠিক বলেছিস। 807 00:58:56,784 --> 00:58:58,160 একটা ভালো কাজ করছিস তুই। 808 00:59:01,372 --> 00:59:02,498 আমরা করছি। 809 00:59:17,805 --> 00:59:19,765 কাল আবার ব্যাঙ্কে যাবো। 810 00:59:21,141 --> 00:59:23,560 আমি একদম ভদ্রলোক হয়ে থাকবো। 811 01:00:28,042 --> 01:00:29,084 তুমি যাবে? 812 01:00:30,210 --> 01:00:31,420 আসছি। 813 01:01:15,672 --> 01:01:16,715 এই! 814 01:01:17,800 --> 01:01:18,842 আরে। 815 01:01:23,055 --> 01:01:24,139 শুভ সকাল। 816 01:01:26,642 --> 01:01:27,802 নাস্তা করবি? 817 01:01:27,851 --> 01:01:29,603 হ্যাঁ নাস্তা করা যায়। 818 01:01:34,274 --> 01:01:37,361 আমরা তাহলে আগে জেটনের ব্রাঞ্চ তারপর কোলম্যানে যাবো? 819 01:01:37,528 --> 01:01:39,248 হ্যাঁ, তুই গেলে উপকার হয়। 820 01:02:34,835 --> 01:02:36,086 চল। 821 01:02:39,548 --> 01:02:42,092 ধুর...ছাই। 822 01:02:43,093 --> 01:02:44,445 প্ল্যানে এটা ছিলো না। 823 01:02:44,469 --> 01:02:46,589 শালারা ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছে। 824 01:02:48,390 --> 01:02:50,274 এখন কি করবি, ছোট? 825 01:02:51,685 --> 01:02:52,895 কোলম্যানে চল। 826 01:03:27,804 --> 01:03:29,949 - করছিসটা কি তুই? - পোস্টে যাবো। 827 01:03:29,973 --> 01:03:31,493 - করছিসটা কি? - পোস্টে... 828 01:03:37,981 --> 01:03:40,234 - পোস্টে চল। - কিসের পোস্ট? 829 01:03:40,400 --> 01:03:42,194 আমরা পোস্টে যাবো। 830 01:03:42,361 --> 01:03:43,445 আমরা কোলম্যানে যাবো। 831 01:03:43,612 --> 01:03:44,972 কোলম্যানে একজন মাত্র কেরানী আছে। 832 01:03:45,113 --> 01:03:46,931 যেখানেই যাই না কেন, টাকায় পোষাবে না। 833 01:03:48,116 --> 01:03:49,201 আমরা এখনি কোলম্যানে যাবো। 834 01:03:49,268 --> 01:03:50,637 টাকা বেশি না পেলে তারপর পোস্টে যাবো। 835 01:03:50,661 --> 01:03:53,163 আমরা যদি এখন রওনা না দিই, বিকালের আগে পৌঁছাতে পারবো না। 836 01:03:53,330 --> 01:03:55,210 লাঞ্চের সময়ে ব্যাঙ্ক লুট করা ঠিক হবে কি? 837 01:03:56,208 --> 01:03:57,852 আমরা সেখানকার লোকের কাজের ধরন জানি না। 838 01:03:57,876 --> 01:03:59,419 সব জায়গায় কাজের ধরন এক রকম। 839 01:03:59,586 --> 01:04:01,672 সবগুলো শহর মরতে বসেছে। পোস্টও তাই। 840 01:04:02,923 --> 01:04:04,007 পোস্টের ব্যাঙ্ক আরও বড়। 841 01:04:05,133 --> 01:04:07,094 তোর গাড়ি শহরের বাহিরেই রেখে দিবো। 842 01:04:07,261 --> 01:04:08,345 আয় তো এখন। 843 01:04:18,689 --> 01:04:20,632 বোধয় ব্যাপারটা ধরতে পেরেছি। 844 01:04:21,358 --> 01:04:25,737 প্রথম দুটো ছিলো, টেক্সাস মিডল্যান্ড ব্যাঙ্ক। 845 01:04:26,738 --> 01:04:28,782 সাতটা ব্রাঞ্চ সব একসাথে। 846 01:04:28,949 --> 01:04:31,076 প্রধান ব্রাঞ্চ ফোর্থ ওর্থে। 847 01:04:31,243 --> 01:04:32,703 ওরা প্রধান ব্রাঞ্চে হানা দিবে না। 848 01:04:34,037 --> 01:04:37,457 ওলনির ব্রাঞ্চ লুট করেছে। 849 01:04:37,624 --> 01:04:40,252 আর্চার সিটির ব্রাঞ্চ লুট করেছে। 850 01:04:40,419 --> 01:04:43,380 - তারপর এখানে একটা আছে। - এটা লুট করেনি। 851 01:04:45,007 --> 01:04:49,094 আলবার্তো, আমার কথা মানো। 852 01:04:50,679 --> 01:04:52,597 না পারলে... মুখটা বন্ধ রাখো... 853 01:04:52,764 --> 01:04:54,641 আর আমি যা বলছি শুনো। 854 01:04:54,808 --> 01:04:56,226 এখানে একটা... 855 01:04:57,477 --> 01:04:59,354 আরেকটা আছে চিলড্রেসে। 856 01:04:59,521 --> 01:05:00,856 একটা আছে জেটনে। 857 01:05:01,023 --> 01:05:02,357 সেটা তো বন্ধ। 858 01:05:02,524 --> 01:05:04,276 জানি সেটা বন্ধ! 859 01:05:07,070 --> 01:05:09,656 জানি ব্যাঙ্কটা বন্ধ, আলবার্তো। 860 01:05:12,534 --> 01:05:14,036 এটাই বলতে চাইছি। 861 01:05:14,202 --> 01:05:16,621 জেটন বন্ধ। 862 01:05:16,788 --> 01:05:18,290 বাকী থাকে শুধু পোস্ট। 863 01:05:18,457 --> 01:05:20,143 ওরা চিলড্রেসের ব্যাঙ্কে হানা দেওয়ার ভুল করবে না। 864 01:05:20,167 --> 01:05:23,378 শহরটা একেবারে সাজানো গোছানো। 865 01:05:23,545 --> 01:05:26,256 ভেরনের ব্রাঞ্চ তো মিডল্যান্ডে ছিলো না, তবুও লুট করেছে। 866 01:05:26,423 --> 01:05:28,800 হ্যাঁ, একটা করেছে। একাই। 867 01:05:28,967 --> 01:05:31,248 তারপর অনেকটা পথ দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছে। 868 01:05:32,054 --> 01:05:34,264 আমার মতে তাঁর পার্টনারের কোনো ধারণা ছিলো না লুট হবে। 869 01:05:34,431 --> 01:05:35,515 তাতে কি বুঝালাম? 870 01:05:35,682 --> 01:05:39,269 এর মানে একমাত্র উপযুক্ত ব্রাঞ্চ হলো পোস্ট। 871 01:05:39,436 --> 01:05:40,479 তাহলে চলো যাই। 872 01:06:08,965 --> 01:06:10,217 শহরে ভিড় আছে। 873 01:06:11,885 --> 01:06:12,928 কিছুটা। 874 01:06:33,532 --> 01:06:34,866 একটু বেশিই বড়। 875 01:06:35,033 --> 01:06:36,326 তাই তো বলেছিলো। 876 01:06:39,621 --> 01:06:41,540 ভালো হচ্ছে না। 877 01:06:41,706 --> 01:06:43,792 প্রথম ডাকাতি করতে আসিস নাই। 878 01:06:46,086 --> 01:06:47,854 যত বড় ব্যাংক... 879 01:06:49,423 --> 01:06:51,190 ততবেশি টাকা। 880 01:07:09,526 --> 01:07:12,237 সবাই, মাটিতে শুয়ে পড়ো! 881 01:07:12,404 --> 01:07:13,989 মাটিতে শুয়ে পড়! 882 01:07:14,156 --> 01:07:17,409 অই মেয়েরা, মাটিতে শুতে লজ্জা লাগে! 883 01:07:17,576 --> 01:07:21,872 জনাব, শুয়ে পড়ুন! এখনি! 884 01:07:22,038 --> 01:07:23,582 অনেক ধন্যবাদ। 885 01:07:27,335 --> 01:07:28,587 কেরানীরা দাড়াও! 886 01:07:30,839 --> 01:07:32,757 ড্রয়ার খোলো! 887 01:07:35,969 --> 01:07:37,929 শুয়ে থাকো! 888 01:07:38,096 --> 01:07:40,140 তিন কদম পিছনে সরো! 889 01:07:40,307 --> 01:07:42,684 ড্রয়ার খুলো, মেয়ে! 890 01:07:42,851 --> 01:07:44,269 কানে শুনো না নাকি? 891 01:07:44,436 --> 01:07:46,646 আমি ড্রয়ার খুলতে বলেছি! 892 01:07:46,813 --> 01:07:48,493 - এই শুয়ে থাক! - আচ্ছা, প্লীজ। 893 01:07:48,607 --> 01:07:50,442 পিছনে সরে আসো। 894 01:07:51,693 --> 01:07:52,694 ভেরী গুড। 895 01:07:52,861 --> 01:07:54,696 একজনকে উল্টা-পাল্টা মনে হচ্ছে। 896 01:07:56,573 --> 01:08:00,660 হাঁটু মুড়ে বসো তোমরা! 897 01:08:00,827 --> 01:08:01,912 এই! 898 01:08:02,913 --> 01:08:04,372 শুয়ে থাক! 899 01:08:35,195 --> 01:08:36,446 শালা! 900 01:08:48,375 --> 01:08:49,543 আরে, চল যাই! 901 01:08:49,709 --> 01:08:51,044 911-এ ফোন দাও! 902 01:08:52,587 --> 01:08:54,047 আরে শালার পুতরা! 903 01:08:55,674 --> 01:08:57,551 গোটা শহর হাজির! 904 01:08:58,885 --> 01:09:01,137 পিছনে উঠ। জলদি পিছনে উঠ। 905 01:09:14,192 --> 01:09:16,194 গাড়িতে উঠ। 906 01:09:16,361 --> 01:09:18,045 পালাতে দিবি না! 907 01:09:20,865 --> 01:09:22,951 পিছনে কি অবস্থা, ছোট? 908 01:09:23,118 --> 01:09:24,452 তুই ওদের মারছিস! 909 01:09:24,619 --> 01:09:26,055 গোপনে অস্ত্র নিয়ে ঢুকার জন্যই... 910 01:09:26,079 --> 01:09:28,373 ব্যাঙ্ক লুট করতে মন চায়, তাই না? 911 01:09:28,540 --> 01:09:30,766 সবাই টাকা জমা দিতে আসলে দোষ আমার না। 912 01:09:35,088 --> 01:09:36,564 বেশি হয়ে গেলো, ট্যান। 913 01:09:36,631 --> 01:09:38,508 কারো মরার কথা ছিলো না। 914 01:09:38,675 --> 01:09:41,219 হয় তাঁরা নয় তো আমরা, মরতোই। 915 01:09:55,859 --> 01:09:57,485 হ্যাঁ। বলো মার্গারেট। 916 01:09:57,652 --> 01:09:59,863 পোস্টের টেক্সাস মিডল্যান্ডে এই মাত্র হানা দেওয়া হয়েছিলো। 917 01:10:00,030 --> 01:10:02,324 কি বলেছিলাম? 918 01:10:02,490 --> 01:10:03,533 হ্যাঁ। 919 01:10:03,700 --> 01:10:05,660 - একদম! - স্থানীয়রা ধাওয়া করছে। 920 01:10:05,827 --> 01:10:07,454 অপরাধীরা পশ্চিমে যাচ্ছে 921 01:10:07,620 --> 01:10:09,289 পুরনো আস্তাবলের দিকে। 922 01:10:09,456 --> 01:10:11,916 ঠিক আছে, মার্গারেট, সংবাদ দিও, আমরা ওদিকেই যাচ্ছি। 923 01:10:12,083 --> 01:10:13,918 একটা ইন্ডিয়ান হাঁক ছাড়ো হে। 924 01:10:16,546 --> 01:10:18,089 এবার ব্যাটাদের খেলা শেষ। 925 01:10:18,256 --> 01:10:20,925 রেডিওতে গান ছেড়ে দাও। 926 01:10:25,263 --> 01:10:26,306 আরে, এটা না। 927 01:10:49,079 --> 01:10:52,332 আরে, এই, শোন, শান্ত থাক। 928 01:10:55,835 --> 01:10:58,338 একদম রিলাক্স থাক। 929 01:10:58,505 --> 01:11:00,673 বাল, আমাকে দেখতে দে। তোর গুলি লেগেছে। 930 01:11:00,840 --> 01:11:02,700 ভাই, তোর গুলি লেগেছে। পিছনটা দেখি। 931 01:11:04,677 --> 01:11:07,389 মরবি না। ছুঁয়ে বেরিয়ে গেছে। 932 01:11:07,555 --> 01:11:11,226 চাপ দে। চেপে ধর। শক্ত করে বেঁধে দে। 933 01:11:11,393 --> 01:11:12,769 সামনে পিছনে, দুদিকেই। 934 01:11:15,438 --> 01:11:16,481 শক্ত করে লাগা। 935 01:11:22,862 --> 01:11:25,907 ভাই, কথা শোন। কথা শোন আমার। 936 01:11:26,074 --> 01:11:28,660 যদি তোর ছেলেদের নামের পাশে লাল কালি ফেলতে না চাস, 937 01:11:28,827 --> 01:11:30,912 তাহলে চিতাবাঘের মত ক্ষিপ্র হয়ে যা। 938 01:11:31,079 --> 01:11:32,789 কথা শুনছিস? 939 01:11:32,956 --> 01:11:34,040 শুনছি? 940 01:11:34,207 --> 01:11:35,601 - চিতাবাঘের মত। - হ্যাঁ। 941 01:11:35,625 --> 01:11:39,462 হ্যাঁ, সব ভালো হয়ে যাবে। 942 01:11:39,629 --> 01:11:40,797 - থামছি। - আচ্ছা। 943 01:12:37,812 --> 01:12:38,813 চল 944 01:12:50,241 --> 01:12:51,367 টাকাটা নে। 945 01:12:55,872 --> 01:12:57,332 - চল। - ক্যাসিনোয় চলে যা। 946 01:12:57,498 --> 01:12:58,878 প্ল্যান অনুযায়ী টাকা চেঞ্জ কর। 947 01:12:58,917 --> 01:13:02,212 তোরই প্ল্যান ছিলো, আর কাজ হয়েছে। 948 01:13:02,378 --> 01:13:03,713 প্রতি ধাপে ধাপে। 949 01:13:04,881 --> 01:13:06,090 ভরসা রাখ। 950 01:13:11,596 --> 01:13:12,847 তুই কোনদিকে যাবি? 951 01:13:18,937 --> 01:13:20,021 বোকামি করিস না। 952 01:13:23,650 --> 01:13:24,943 লভ ইউ, টবি। 953 01:13:28,696 --> 01:13:29,822 সত্যি তাই। 954 01:13:37,038 --> 01:13:38,331 লভ ইউ, টু। 955 01:13:44,212 --> 01:13:46,547 টবি, মারা দে। 956 01:13:46,714 --> 01:13:47,882 তুই মারা দে। 957 01:14:04,607 --> 01:14:08,152 ♪ রোদ ঝলমলে সকালে ♪ 958 01:14:08,319 --> 01:14:11,656 ♪ এক কাউবয় পাশ কেটে চলে গেলো ♪ 959 01:14:11,823 --> 01:14:13,700 ♪ হ্যাটটা পিছনে ঝুলে ছিলো ♪ 960 01:14:13,866 --> 01:14:15,827 ♪ বুটে ঝনঝন শব্দ হলো ♪ 961 01:14:15,994 --> 01:14:19,372 ♪ কাছে এসে আমার ♪ ♪ সুর করে ডেকে বলে ♪ 962 01:14:24,460 --> 01:14:26,963 ♪ এই রে, কুকুর ছানা ♪ 963 01:14:27,130 --> 01:14:30,675 ♪ তোমার কপাল মন্দ আমাকেই পেলে ♪ 964 01:14:59,579 --> 01:15:02,165 এটাকেই ৬ষ্ঠ অনুভূতি বলেরে পাগলা। 965 01:15:03,374 --> 01:15:05,543 কখনো কখনো ঝড়েও বক পড়ে। 966 01:15:12,675 --> 01:15:17,180 ♪ তোমার কপাল মন্দ আমাকেই পেলে ♪ 967 01:16:00,973 --> 01:16:03,684 আরে পিছনে যাও! 968 01:16:03,851 --> 01:16:05,478 পালাও! পালাও! 969 01:16:17,990 --> 01:16:20,034 এখানে SWAT ইউনিট লাগবে 970 01:16:20,201 --> 01:16:22,078 আর এদের দু'জনকে ধরতে হেলিকপ্টার লাগবে। 971 01:16:33,172 --> 01:16:35,012 অপরাধী একজন শ্বেতাঙ্গ পুরুষ। 972 01:16:36,384 --> 01:16:37,464 সবাই ছড়িয়ে পড়ো! 973 01:16:39,137 --> 01:16:40,489 তাঁর কাছে রাইফেল আছে। শুয়ে পড়ো! 974 01:16:40,513 --> 01:16:42,390 রিজের দিকে যাচ্ছে! 975 01:16:44,767 --> 01:16:46,144 আমি দেখেছি! 976 01:16:49,021 --> 01:16:50,022 একজন মাত্র? 977 01:16:50,189 --> 01:16:51,457 হ্যাঁ, একজন। 978 01:16:51,524 --> 01:16:52,884 দুই জনের হওয়ার কথা। 979 01:16:52,942 --> 01:16:56,362 শহরের লোকেরা একজনকে ধরেছে হয়তো। 980 01:16:56,529 --> 01:16:58,614 যদি চালাকটাকে ওরা ধরে তো ভালোই। 981 01:16:58,781 --> 01:17:00,783 ব্যাটা একেবারে পাগলা হয়ে গেছে। 982 01:17:00,950 --> 01:17:04,579 তুমি ক্যানিয়নের ওদিকে গিয়ে শালাকে সাইজ করছো না কেন? 983 01:17:23,556 --> 01:17:25,558 রেঞ্জার মারা গেছে। ফোন দাও। 984 01:17:25,725 --> 01:17:29,645 পিছনে সরো! পিছনে! ট্রাক পিছনে নিয়ে যাও! 985 01:17:31,314 --> 01:17:32,440 পিছনে যাও! 986 01:17:33,691 --> 01:17:35,151 ট্রাক পিছনে নিয়ে যাও! 987 01:17:35,318 --> 01:17:36,986 পিছনে! 988 01:17:39,363 --> 01:17:40,448 পিছনে সরাবো! 989 01:17:40,615 --> 01:17:42,217 এই এলাকা চিনো নাকি? 990 01:17:42,241 --> 01:17:44,160 হাতের উল্টো পিঠের মত চিনি। 991 01:17:44,327 --> 01:17:46,746 সে পাহাড়ের মাথায় ঝোপের আড়ালে লুকিয়ে আছে। 992 01:17:46,913 --> 01:17:48,414 আমাকে তাঁর পিছনে নিয়ে যেতে পারবে? 993 01:17:48,581 --> 01:17:50,225 আধা ঘণ্টা সময় দিন, শালাকে সাইজ করে ফেলছি 994 01:17:50,249 --> 01:17:52,502 মাঠের রঙ আমার ট্রাকের ছাদের মত। 995 01:17:52,668 --> 01:17:54,563 অত কিছু করতে হবে না, শুধু পিছনে নিয়ে যাও। 996 01:17:54,587 --> 01:17:56,773 সেখান থেকে ৫০০-ইয়ার্ড দূরে হবে। 997 01:17:56,797 --> 01:17:57,924 আমাকে নিয়ে যাও। 998 01:18:12,605 --> 01:18:13,773 বাল। 999 01:18:58,150 --> 01:18:59,277 কি অবস্থা? 1000 01:18:59,443 --> 01:19:01,654 ভালো। আপনার? 1001 01:19:01,821 --> 01:19:03,072 কোথায় যাচ্ছেন? 1002 01:19:03,239 --> 01:19:04,323 রুডোসো। 1003 01:19:06,092 --> 01:19:07,635 আসছেন কোথা থেকে? 1004 01:19:07,702 --> 01:19:08,744 হ্যামলিন। 1005 01:19:11,455 --> 01:19:13,223 তাই ঘুর পথে যাচ্ছেন? 1006 01:19:13,666 --> 01:19:16,252 এই রাস্তাতেই শুধু যেতে পারছি। 1007 01:19:16,419 --> 01:19:17,699 পোস্টে রাস্তা বন্ধ করে বসে আছে। 1008 01:19:17,795 --> 01:19:19,714 যেদিকেই যাচ্ছি দেখি রাস্তা বন্ধ। 1009 01:19:21,299 --> 01:19:23,384 - লাইসেন্স আছে আপনার? - হ্যাঁ, আছে। 1010 01:19:28,306 --> 01:19:29,390 এখানেই থামুন। 1011 01:19:29,557 --> 01:19:30,641 জী, স্যার। 1012 01:20:08,679 --> 01:20:10,306 - স্যার। - হ্যাঁ। 1013 01:20:11,557 --> 01:20:13,517 দেখে শুনে যাবেন। 1014 01:20:13,684 --> 01:20:14,769 অনেক ধন্যবাদ। 1015 01:21:17,373 --> 01:21:19,166 আপনি হাঁপাচ্ছেন। 1016 01:21:19,333 --> 01:21:21,961 আমাকে গুলি চালাতে দিন। বন্দুকটাও আমার। 1017 01:21:22,128 --> 01:21:24,255 এবার অন্তত না। 1018 01:21:24,422 --> 01:21:25,965 সে আমার শিকার। 1019 01:21:55,661 --> 01:21:56,787 গাছের ওপাশ থেকে বের হতে দিন। 1020 01:21:56,954 --> 01:21:58,080 পেয়েছি ব্যাটাকে। 1021 01:22:14,472 --> 01:22:15,931 খাইছি তোরে। 1022 01:22:24,690 --> 01:22:26,066 যুদ্ধবাজ। 1023 01:22:29,195 --> 01:22:30,404 আমিই। 1024 01:23:45,729 --> 01:23:48,566 টেক্সাস হাইওয়ে পেট্রোল আর স্থানীয়রা 1025 01:23:48,732 --> 01:23:52,278 ডাকাতদের ধাওয়া করে আমার পিছনের এই পাহাড়ে এসে পৌঁছায়, 1026 01:23:52,444 --> 01:23:56,490 শহর থেকে ২০ মাইল দূরে বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। 1027 01:23:56,657 --> 01:23:58,075 এই মুহূর্তে আমরা জানতে পেরেছি 1028 01:23:58,242 --> 01:24:02,204 রেঞ্জার মার্কাস হ্যামিলটন একজন অস্ত্রধারীকে গুলি করে হত্যা করেছেন। 1029 01:24:02,371 --> 01:24:05,916 উনি যে রাইফেলটি ব্যাবহার করছিলেন তা স্থানীয় একজনের। 1030 01:24:06,083 --> 01:24:09,128 আমরা এখনও অপরাধীর নাম জানতে পারিনি... 1031 01:25:06,393 --> 01:25:07,561 ভাগ্যটা ভালো। 1032 01:25:10,022 --> 01:25:12,274 একদম শেষ মুহূর্তে। 1033 01:25:12,441 --> 01:25:13,609 সমস্যাটা কি? 1034 01:25:16,904 --> 01:25:20,699 ব্যাপার হলো 1035 01:25:20,866 --> 01:25:23,953 রিজার্ভ মর্টগেজ লোন আর... 1036 01:25:24,119 --> 01:25:26,747 যে ট্যাক্সগুলো আপনার মায়ের পক্ষ থেকে আমরা প্রদান করেছি 1037 01:25:26,914 --> 01:25:29,208 তা নিজেদের কর্তব্য থেকেই করেছি। 1038 01:25:33,587 --> 01:25:36,173 এই নাম্বারে ফ্যাক্স করে ছাড়পত্র দিন। 1039 01:25:40,094 --> 01:25:41,220 উকিল? 1040 01:25:43,847 --> 01:25:46,517 ঠিক আছে, আমি উকিলকে সপ্তাহের শেষে 1041 01:25:46,684 --> 01:25:47,868 ফ্যাক্স করে দিবো। 1042 01:25:47,935 --> 01:25:50,187 আজ সপ্তাহের শেষ। আমি নিজের চোখে ফ্যাক্স করা দেখতে চাই। 1043 01:25:55,067 --> 01:25:58,779 আসলে, কাগজে কলমে কিছু কাজ করতে হবে। 1044 01:25:58,946 --> 01:26:00,239 কোনো তাড়া নেই আমার। 1045 01:26:09,039 --> 01:26:11,208 এইতো। 1046 01:26:11,375 --> 01:26:14,294 নিন, এটাই। 1047 01:26:14,461 --> 01:26:18,257 আপনার সাথে ব্যবসা করে খুব খুশি হলাম। 1048 01:26:33,063 --> 01:26:34,398 একটা প্রশ্ন করি? 1049 01:26:36,191 --> 01:26:37,609 আপনাদের ফান্ড সুবিধা আছে? 1050 01:26:43,115 --> 01:26:45,135 আরে মার্ক, এখনও অবসর নাওনি? 1051 01:26:45,159 --> 01:26:46,201 নিয়েছি। 1052 01:26:51,373 --> 01:26:53,625 - শেলি। - আরে মার্ক যে। 1053 01:26:53,792 --> 01:26:55,669 - হাই, মারকাস। - হাই, মার্গারেট। 1054 01:26:55,836 --> 01:26:57,379 আম পাবলিক হয়ে কেমন লাগছে? 1055 01:26:57,546 --> 01:27:01,050 এইতো, শোনো... 1056 01:27:01,216 --> 01:27:04,178 মি. হাওয়ার্ডের ফাইলটা একটু ঘেঁটে দেখবো? 1057 01:27:04,344 --> 01:27:05,512 ট্যানার হাওয়ার্ডের। 1058 01:27:07,014 --> 01:27:09,975 আরে, দাও তো। আমি আর কি করতে পারবো বলো। 1059 01:27:10,142 --> 01:27:11,268 আমার টেবিলেই আছে। 1060 01:27:18,734 --> 01:27:21,111 তাঁর বাবাকে খুন করাটা শিকার দুর্ঘটনা? 1061 01:27:21,278 --> 01:27:24,198 এপ্রিল মাসে গোলাঘরে কি শিকার করছিলো? 1062 01:27:24,364 --> 01:27:27,826 অপরাধ প্রমাণ হওয়ায় ১০ বছর হান্টসভিলে ছিলো। 1063 01:27:27,993 --> 01:27:29,578 হাজতের সঙ্গী ২০১২'য় মুক্তি পায়। 1064 01:27:29,645 --> 01:27:31,221 তাঁর আগে, সে সাত বছর জেল খেটেছে 1065 01:27:31,288 --> 01:27:33,373 বিগ স্প্রিঙে ব্যাঙ্ক ডাকাতির মামলায়। 1066 01:27:33,540 --> 01:27:35,793 তাঁকে খোঁজা হচ্ছে কিন্তু কোনো হদিশ নেই। 1067 01:27:35,959 --> 01:27:37,769 তাঁর ভাইয়ের ব্যাপারে? 1068 01:27:37,836 --> 01:27:40,455 ব্যাঙ্ক ডাকাতির সাথে ভাইয়ের কোন যোগসূত্র নেই। 1069 01:27:40,923 --> 01:27:43,133 ভের্ননের ওয়েট্রেস কি বলেছে? 1070 01:27:43,300 --> 01:27:44,384 ছবি দেখানো হয়েছিলো। 1071 01:27:44,551 --> 01:27:46,261 মহিলা বলেছে সে তাঁকে দেখেনি। 1072 01:27:46,428 --> 01:27:48,722 মহিলার বখশিশ কেড়ে নেওয়াও খুব রেগে ছিলো। 1073 01:27:50,307 --> 01:27:51,892 একদম বেহায়া মহিলা। 1074 01:27:52,059 --> 01:27:53,811 এটা বুড়োকে দেখিয়েছো? 1075 01:27:53,977 --> 01:27:56,688 হ্যাঁ। উনি বলেছেন সে হোটেলের লোকটার মত না। 1076 01:27:56,855 --> 01:27:59,149 উনিও ট্যানারের ছবি দেখে চিনতে পারিনি। 1077 01:27:59,316 --> 01:28:02,277 কোর্ট অর্ডার নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর র‍্যাঞ্চের খোঁজ নিয়েছি, 1078 01:28:02,444 --> 01:28:03,487 DA করতো না। 1079 01:28:03,654 --> 01:28:06,156 টোবির কোনো রেকর্ড নেই। কখনো গ্রেপ্তার হয়নি। 1080 01:28:06,223 --> 01:28:08,550 শুধু একবার কোর্টে হাজির হয়েছিলো তাও আবার তালাকের জন্য। 1081 01:28:08,617 --> 01:28:10,619 প্রমাণ পাওয়া যায়নি, মার্কাস। 1082 01:28:10,686 --> 01:28:12,326 মানুষ আর ব্যাঙ্ক ডাকাতির চিন্তা করে না। 1083 01:28:12,371 --> 01:28:14,665 তাঁরা এর বলদ ভাইয়ের মত লেখাপড়া করে। 1084 01:28:14,832 --> 01:28:16,291 সেই সাথে, আমরা যখন ছিলাম, 1085 01:28:16,458 --> 01:28:20,343 চেভরনের দু'জন শ্রমিক দেখেছি, গর্তে মোটর বসাচ্ছিলো। 1086 01:28:20,429 --> 01:28:22,309 ইঞ্জিনিয়াররা বলেছে, প্রতি মাসে 1087 01:28:22,339 --> 01:28:24,550 তাঁরা ২,০০০ ব্যারেল তেল উত্তোলন করে। 1088 01:28:24,716 --> 01:28:27,361 তুমি এমন একজনের উপরে $৪০,০০০ ব্যাঙ্ক ডাকাতির 1089 01:28:27,427 --> 01:28:31,896 অভিযোগ করছো যার মাসিক আয় $৫০,০০০ এবং পারিবারিক ফান্ড চালান। 1090 01:28:32,516 --> 01:28:34,560 মিডল্যান্ড ব্যাঙ্কের ফান্ড? 1091 01:28:37,896 --> 01:28:40,065 ওরা বুঝবে না মনে করো? 1092 01:28:40,232 --> 01:28:42,109 ব্যাঙ্ক কি ভাবলো না ভাবলো তাতে আমার কি 1093 01:28:42,276 --> 01:28:43,944 কিন্তু ফান্ড তো উনিই চালান। 1094 01:28:45,028 --> 01:28:47,447 ব্যাঙ্কের লোকেরা টোবির উকিলের থেকে কম সাহায্য করে। 1095 01:28:49,825 --> 01:28:53,078 মার্কাস, সে সন্দেহভাজন না, আর তুমিও অবসর নিয়েছো। 1096 01:28:54,121 --> 01:28:55,289 আচ্ছা, বুঝলাম। 1097 01:28:59,376 --> 01:29:00,752 আমার টেবিলটা ভালো না? 1098 01:29:02,129 --> 01:29:03,213 খারাপ লাগে না। 1099 01:29:06,133 --> 01:29:07,426 টাটা, মার্কাস। 1100 01:30:44,273 --> 01:30:45,732 জানো কে আমি? 1101 01:30:50,070 --> 01:30:52,364 আমিই তোমার ভাইকে খুন করেছি। 1102 01:30:52,531 --> 01:30:53,657 জানি। 1103 01:30:55,450 --> 01:30:58,986 এও জানি আপনি অবসর নিয়েছেন, আর অনুমতি ছাড়া এখানে প্রবেশ করেছেন। 1104 01:30:59,079 --> 01:31:02,791 তুমি আমাকে চাইলে গুলি করতে পারো। 1105 01:31:02,958 --> 01:31:06,261 হাতে বন্দুকও ধরে আছো, একেবারে মিলে গেছে। 1106 01:31:07,129 --> 01:31:08,714 আপনার কাছেও তো একটা আছে। 1107 01:31:14,761 --> 01:31:16,054 বসতে পারি কি? 1108 01:31:20,684 --> 01:31:21,727 আসুন। 1109 01:31:45,292 --> 01:31:46,501 বিয়ার চলবে? 1110 01:31:47,711 --> 01:31:50,714 নিশ্চয়, এখন আর ডিউটি করি না। 1111 01:32:01,350 --> 01:32:02,351 ধন্যবাদ। 1112 01:32:07,606 --> 01:32:10,192 বাতাসটা খুব সুন্দর, 1113 01:32:10,359 --> 01:32:11,985 প্রাণটা জুড়িয়ে গেলো। 1114 01:32:22,704 --> 01:32:24,130 কিভাবে করলে? 1115 01:32:26,166 --> 01:32:27,417 আরে, ব্যাপার না। 1116 01:32:27,584 --> 01:32:29,503 আমি সব বুঝতে পেরেছি। 1117 01:32:29,669 --> 01:32:31,755 কেন? কেন করলে তুমি? 1118 01:32:33,590 --> 01:32:36,009 জানি তোমার ভাই ট্যানার করেছে। 1119 01:32:36,176 --> 01:32:39,012 সে ব্যাঙ্ক ডাকাতি করেছে কারণ সেটা তাঁর ভালো লাগতো। 1120 01:32:41,473 --> 01:32:44,726 সে আমার পার্টনারকে গুলি করেছে কারণ সেটা তাঁর ভালো লাগতো। 1121 01:32:44,893 --> 01:32:46,061 তাঁর খুব ভালো লেগেছিলো। 1122 01:32:48,730 --> 01:32:50,774 যদি গুলি করে মাথার ঘিলু না বের করে দিতাম 1123 01:32:50,941 --> 01:32:54,402 একটা নতুন ট্রাক কিনতো। সাথে থাকতো... 1124 01:32:54,569 --> 01:32:56,446 জেট স্কি নয়তো অন্য কিছু। 1125 01:32:56,613 --> 01:33:00,826 সে একটা কিছু কিনে চুরির করার আরও ধান্ধা করতো। 1126 01:33:00,992 --> 01:33:02,369 কিন্তু তুমি নও। 1127 01:33:04,955 --> 01:33:06,957 এখানে নতুন কিছু নাই... 1128 01:33:08,208 --> 01:33:11,086 শুধু ঐ মোটরগুলো ছাড়া। 1129 01:33:11,253 --> 01:33:12,838 যার প্রতিটা কিনেছো তোমরা দু'ভাই মিলে 1130 01:33:13,004 --> 01:33:16,258 চারটা ব্যাঙ্ক ডাকাতি করার টাকা দিয়ে। 1131 01:33:17,717 --> 01:33:19,302 একটা কথা বলোতো দেখি... 1132 01:33:22,097 --> 01:33:24,349 চারজন মানুষকে মরতে হলো 1133 01:33:26,143 --> 01:33:29,938 আর তোমরা চুরির টাকায় এতকিছু করলে, 1134 01:33:30,005 --> 01:33:32,290 অথচ দেখে মনে হবে এতকিছু করার কোনো দরকার ছিলো না। 1135 01:33:32,357 --> 01:33:33,541 আত্মীয়-স্বজন আছে কেউ? 1136 01:33:33,608 --> 01:33:35,902 আমার পার্টনারই সবচেয়ে কাছের আত্মীয় ছিলো। 1137 01:33:36,903 --> 01:33:38,905 তাঁদের বাড়িতে অবশ্য এমন তেলের খনি নেই। 1138 01:33:39,072 --> 01:33:41,408 - আমি তোমার বন্ধুকে মারিনি। - হ্যাঁ, মেরেছো। 1139 01:33:42,909 --> 01:33:44,953 এই যন্ত্রগুলো চালানোর জন্য। 1140 01:33:46,163 --> 01:33:49,332 আমাকে বিশ্বাস করতে বলছো তোমার বলদ ভাই এই পরিকল্পনা করেছে? 1141 01:33:50,542 --> 01:33:53,587 না। এটাতে বুদ্ধি লেগেছে। 1142 01:33:53,753 --> 01:33:54,963 সেটা তোমার কাছে আছে। 1143 01:33:58,842 --> 01:34:00,635 আমি আজীবন গরীব ছিলাম। 1144 01:34:04,306 --> 01:34:06,725 আমার বাবা-মা, তাঁর বাবা-মা'য়েরাও। 1145 01:34:09,102 --> 01:34:10,604 দরিদ্রতা ব্যাধির মত... 1146 01:34:12,314 --> 01:34:15,275 এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলে, দুর্বল করে দেয়। 1147 01:34:15,442 --> 01:34:16,526 সেকারণেই। 1148 01:34:18,361 --> 01:34:20,030 সব মানুষ আক্রান্ত হয়... 1149 01:34:21,239 --> 01:34:22,699 কিন্তু আমার ছেলেরা না। 1150 01:34:24,409 --> 01:34:25,702 আর না। 1151 01:34:29,456 --> 01:34:30,749 এটা এখন তাঁদের। 1152 01:34:35,253 --> 01:34:37,088 আমি জীবনে কাউকে কখনো খুন করিনি, 1153 01:34:37,255 --> 01:34:40,258 যদি তোমাকে দিয়ে শুরু করতে বলো, তাহলে চলো শুরু করি। 1154 01:34:42,052 --> 01:34:45,096 দেখি পিস্তল বের করার আগে তোমাকে চেয়ার শুদ্ধ উড়িয়ে দিতে পারি কিনা। 1155 01:35:24,636 --> 01:35:26,388 - হ্যালো। - কি হচ্ছে? 1156 01:35:28,056 --> 01:35:30,517 বাগানে শুয়োরের পাল ঢুকে পেরেছে। 1157 01:35:30,684 --> 01:35:33,144 বুনো শুয়োর ঢুকলে সবকিছু তছনছ করে দেয়। 1158 01:35:34,896 --> 01:35:35,939 উনি কে? 1159 01:35:36,106 --> 01:35:37,857 আপনার স্বামীর পুরনো এক বন্ধু। 1160 01:35:38,900 --> 01:35:40,810 তালাক প্রাপ্ত স্বামী। 1161 01:35:42,070 --> 01:35:43,405 বাড়িতে কাজ করাতে এসেছি। 1162 01:35:44,531 --> 01:35:46,241 তুমি তাহলে এখানে থাকো না? 1163 01:35:46,408 --> 01:35:49,202 না, আমার না। বাড়িটা ওদের। 1164 01:35:53,540 --> 01:35:55,959 সবার বাচ্চাদের জন্য এমন করা উচিৎ। 1165 01:35:58,545 --> 01:35:59,587 তাহলে... 1166 01:36:01,631 --> 01:36:02,799 আমার যাওয়া উচিৎ। 1167 01:36:02,966 --> 01:36:04,092 ম্যাম। 1168 01:36:04,259 --> 01:36:06,052 আমিও যাচ্ছি, দেবী। ঘুরে আসি, 1169 01:36:06,219 --> 01:36:08,847 আগামীকাল ৯:০০'টায় ফিরে এসে বাকিটা শেষ করবো। 1170 01:36:09,014 --> 01:36:10,134 রঙ করা লাগবে 1171 01:36:10,265 --> 01:36:11,575 তারপর রেন্ডিকে তাঁর হোমওয়ার্কে সাহায্য করবো 1172 01:36:11,599 --> 01:36:14,477 স্কুল থেকে আসার পর, কেমন? 1173 01:36:14,644 --> 01:36:15,687 আচ্ছা। 1174 01:36:18,940 --> 01:36:20,233 এই। 1175 01:36:21,484 --> 01:36:23,403 আমি শহরে একটা বাড়ি ভাড়া করেছি। 1176 01:36:25,280 --> 01:36:27,174 তুমি যদি কথা শেষ করতে চাও 1177 01:36:27,198 --> 01:36:28,408 যেকোনো সময়ে আসতে পারো। 1178 01:36:29,868 --> 01:36:31,369 তাহলে তো ভালোই হয়। 1179 01:36:32,495 --> 01:36:33,663 দেখা করবো আমি। 1180 01:36:33,830 --> 01:36:36,583 হ্যাঁ, দেখা হবেই। 1181 01:36:39,085 --> 01:36:40,545 ব্যাপারটার ফয়সালা করতে হবে। 1182 01:36:40,712 --> 01:36:42,839 ফয়সালা কখনোই হবে না। 1183 01:36:43,006 --> 01:36:45,550 তোমাকে কুড়ে কুড়ে খাবে, বাকী জীবনটা। 1184 01:36:46,593 --> 01:36:48,345 তুমি একা নও। 1185 01:36:48,511 --> 01:36:50,055 আমাকেও কুড়ে কুড়ে খাবে। 1186 01:36:50,121 --> 01:36:52,407 তুমি চাইলে শান্তির ব্যবস্থা করতে পারি। 1187 01:36:52,474 --> 01:36:56,353 সেটা না'হয় আমি তোমাকেই দিলাম। 1188 01:37:00,078 --> 01:38:25,578 Subtitle Translated By Mamun Abdullah