1 00:02:00,980 --> 00:03:20,990 অনুবাদ ও সম্পাদনা মোহাম্মদ ইউসুফ 1 00:00:00,900 --> 00:00:08,690 ৮৪৫ সালে হাইব্রিড প্রজাতির দুই টাইটানের উদ্ভব হয়.. 3 00:00:09,320 --> 00:00:13,210 তারা শতবর্ষী ওয়াল মারিয়ার দেয়াল ভেঙে ফেলে অজস্র প্রাণহানীর সূচনা ঘটায়। 4 00:00:16,000 --> 00:00:24,500 মানব সভ্যতা ওয়াল মারিয়া এবং মোট জনসংখ্যার ২০ ভাগ মানুষকে হারায়। 6 00:00:24,850 --> 00:00:26,980 ওয়াল রোজের ভেতরে চলে আসে তারা। 7 00:00:29,880 --> 00:00:31,260 ৮৫০ বর্ষ 8 00:00:32,160 --> 00:00:36,640 একটা হাইব্রিড টাইটান হঠাত উদয় হয়ে আবারও দেয়ালে ফাটলের সৃষ্টি করে। 9 00:00:37,090 --> 00:00:40,470 ফলশ্রুতিতে, টাইটানেরা আবারও ভেতরে ঢুকতে থাকে। 10 00:00:41,720 --> 00:00:45,200 অসংখ্য সৈনিক টাইটানদের সাথে যুদ্ধে মৃত্যুবরণ করে। 11 00:00:46,050 --> 00:00:47,230 তারপর... 12 00:00:47,540 --> 00:00:49,650 এরেন! তাড়াতাড়ি! 13 00:00:53,780 --> 00:00:56,950 এরেন জেগারকে এক টাইটান খেয়ে ফেলে, 14 00:01:00,850 --> 00:01:05,050 কিন্তু, পরবর্তীতে সে নিজেই এক রহস্যময় টাইটান্রুপে আবির্ভূত হয়! 15 00:01:07,370 --> 00:01:09,960 অ্যাটেনশন! 16 00:01:10,810 --> 00:01:19,690 সাউদার্ন উপত্যকার উচ্চপদস্থ কমান্ডার ডট পিক্সিস এরেনের টাইটান হওয়ার ক্ষমতার ব্যাপারটা সবাইকে জানান। 18 00:01:19,690 --> 00:01:23,040 আর সবাইকে এই দুঃসাহসিক অপারেশনের জন্য প্রস্তুত হতে বলেন। 19 00:01:24,080 --> 00:01:30,430 সে টাইটানে রূপান্তরিত হয়ে বড় আকৃতির পাথরটা কাঁধে নিয়ে দেয়ালের ফাটলে পুনঃস্থাপিত করবে। 22 00:01:31,920 --> 00:01:39,160 যদি এবারের মিশন সফল হয় মানুষ প্রথমবারের মতো নিজেদের হারানো ভূমি ফিরে পাবে। 25 00:01:40,050 --> 00:01:44,830 টাইটানদের বিরুদ্ধে এবার মানুষের জয়ের পালা শুরু! 27 00:01:48,370 --> 00:01:54,000 তবে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মিশন ইতোমধ্যেই ব্যার্থ হওয়ার পথে... 29 00:03:36,020 --> 00:03:41,030 যদিও আমরা টাইটানদের চেষ্টা করেছি দূরে সরিয়ে নিতে... 31 00:03:41,400 --> 00:03:44,030 যেন অপ্রয়োজনীয় লড়াইয়ের সম্মুখীন হতে না হয়। 32 00:03:44,280 --> 00:03:46,530 এরপরও, আমরা আমাদের বাহিনীর ২০% সৈন্যকে হারিয়েছি। 33 00:03:47,660 --> 00:03:52,790 আমরা তাদের হারাইনি অথবা এই সৈনিকেরা নিজ ইচ্ছায় মরেনি। 35 00:03:55,020 --> 00:03:57,960 তারা মরেছে আমার নির্দেশে। 36 00:03:59,490 --> 00:04:02,360 এই যুদ্ধ মানব সভ্যতার ভবিষ্যত নির্মাণ করবে! 37 00:04:02,920 --> 00:04:08,790 জয় পেতে হলে এখানে আমার কসাই হওয়া ছাড়া কোন উপায় নেই। 38 00:04:26,490 --> 00:04:27,240 আকারম্যান! 39 00:04:40,080 --> 00:04:42,230 হেই! আকারম্যান, থামো! 40 00:04:42,230 --> 00:04:43,760 ওর থেকে দূরে সড়ে যাও! 41 00:04:43,760 --> 00:04:46,290 এরেন, আমাকে চিনতে পারছ না? 42 00:04:46,290 --> 00:04:47,510 আমি, মিকাসা! 43 00:04:48,110 --> 00:04:50,280 তোমার একমাত্র পরিবার! 44 00:04:50,580 --> 00:04:53,730 তোমাকে অবশ্যই পাথরটা ফাটলে পুনঃস্থাপিত করতে হবে! 45 00:04:54,690 --> 00:05:01,250 মিশন ব্যার্থ হয়েছে। জানতাম, ও কোন কাজে আসবে না। 47 00:05:06,400 --> 00:05:08,390 এরেন, তুমি একজন মানুষ! 48 00:05:08,390 --> 00:05:09,070 তুমি... 49 00:05:09,890 --> 00:05:11,410 সড়ো, আকারম্যান! 50 00:05:26,190 --> 00:05:27,630 এটা কি হলো? 51 00:05:28,050 --> 00:05:30,300 ও অন্য টাইটানদের মতোই বন্য মনে হচ্ছে! 52 00:05:30,300 --> 00:05:30,960 এরেন! 53 00:05:30,960 --> 00:05:32,260 ক্যাপ্টেন লিন! 54 00:05:32,730 --> 00:05:36,690 দুটো টাইটান আসছে সামনের দিকে! ১০ মিটার এবং ৬ মিটার লম্বা! 56 00:05:37,210 --> 00:05:38,560 পেছন দিক থেকেও আরেকটা আসছে! 57 00:05:38,560 --> 00:05:40,980 ১২ মিটার লম্বা একটা টাইটান এদিকেই আসছে! 58 00:05:43,490 --> 00:05:45,070 লিন, আমাদের ফিরে যাওয়া উচিৎ! 59 00:05:45,390 --> 00:05:46,650 দেখো ওর অবস্থা! 60 00:05:46,650 --> 00:05:48,490 ফাটল মেরামতের আর কোন সম্ভাবনা নেই! 61 00:05:48,490 --> 00:05:49,570 একমত। 62 00:05:49,570 --> 00:05:52,450 ওকে এখানে রেখে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। 63 00:06:00,240 --> 00:06:03,170 এলিট ফোর্স থেকে লাল ধোঁয়ার সংকেত! 64 00:06:03,170 --> 00:06:06,970 নিশ্চয়ই মিশনে গড়বড় হয়ে গেছে! 65 00:06:07,680 --> 00:06:12,040 এটা অযৌক্তিক! আমার বন্ধুরা বিনা কারণে মরছে! 67 00:06:15,040 --> 00:06:16,680 দেখো! দেখো ওখানে! 68 00:06:16,870 --> 00:06:18,280 কি? লাল ধোঁয়ার সংকেত? 69 00:06:19,240 --> 00:06:21,710 মিশন কি তাহলে ব্যার্থ? 70 00:06:22,190 --> 00:06:23,320 কেন? 71 00:06:27,880 --> 00:06:30,320 হেই, আরমিন! কোথায় যাচ্ছ? 72 00:06:31,050 --> 00:06:32,320 কমান্ডার পিক্সিস, 73 00:06:32,840 --> 00:06:35,520 ওদের ফিরে আসতে বলা উচিৎ। 74 00:06:35,850 --> 00:06:36,950 বলবো সেটা? 75 00:06:36,950 --> 00:06:37,870 না। 76 00:06:38,790 --> 00:06:40,840 এলিট ফোর্সকে ফিরে আসার জন্য নির্দেশ দেব, স্যার? 77 00:06:40,840 --> 00:06:41,790 অবশ্যই না। 78 00:06:41,790 --> 00:06:45,460 শত্রুদের দূরে রাখার কার্যক্রম চলতে থাকবে। 79 00:06:46,630 --> 00:06:50,340 এলিট ফোর্স নিজেদের মর্জিমতো চলবে এবার। 80 00:06:50,860 --> 00:06:56,840 তারা শুধু দক্ষ যোদ্ধাই নয়, সভ্যতার ভাগ্য ওদের কাঁধে এখন! 82 00:06:57,730 --> 00:07:01,400 এত সহজে হাল ছেড়ে দেওয়া হবে ওদেরকে অপমান করা। 83 00:07:01,850 --> 00:07:05,090 তারা শেষ পর্যন্ত লড়বে। 84 00:07:06,010 --> 00:07:09,360 যেন, তাদের মৃত্যু ব্যার্থতায় পর্যবসিত না হয়। 85 00:07:10,450 --> 00:07:13,620 লিন, তোমার হয়েছেটা কি? চলো, ফিরে যাই! 87 00:07:13,620 --> 00:07:15,540 লিন, এটা তোমার ভুল নয়! 88 00:07:15,960 --> 00:07:19,810 পরিকল্পনাটা ছিল কিছুটা আকাশ কুসুম প্রকৃতির, এটা সবাই জানে! 90 00:07:19,810 --> 00:07:23,290 চেষ্টা করার দরকার ছিল, আমরা তা করেছি! 91 00:07:24,050 --> 00:07:26,670 এবার ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোন পথ নেই! 92 00:07:29,760 --> 00:07:30,620 থামো! 93 00:07:31,470 --> 00:07:32,480 শান্ত হও! 94 00:07:32,480 --> 00:07:33,750 আমি আছি তো, আকারম্যান। 95 00:07:34,330 --> 00:07:37,090 রিকো, তোমার স্কোয়াড পেছনের ওই ১২ মিটার লম্বা টাইটানকে সামলাও। 96 00:07:37,770 --> 00:07:40,130 মিটাবি আর আমার স্কোয়াড সামনের দুটোকে সামলাবে। 97 00:07:40,130 --> 00:07:41,300 তোমার মাথা ঠিক আছে? 98 00:07:41,300 --> 00:07:45,240 মিশনে নেতৃত্বে আমি আছি!মুখটা বন্ধ রেখে আমার নির্দেশ পালন করো! 100 00:07:46,270 --> 00:07:48,980 জেগারকে অরক্ষিতভাবে রেখে যেতে পারি না আমরা! 101 00:07:50,180 --> 00:07:51,720 পরিকল্পনার পরিবর্তন হয়েছে সামান্য। 102 00:07:51,720 --> 00:07:55,050 ও হুঁশে না আসা পর্যন্ত টাইটানদের থেকে ওকে সুরক্ষিত রাখবো আমরা। 103 00:07:55,720 --> 00:08:00,670 ও মানব সভ্যতার শেষ আশা এখন। এভাবে ওকে রেখে চলে যেতে পারি না। 105 00:08:01,290 --> 00:08:04,960 আমরা মরলে কারো যায় আসবে না, কিন্তু ওর মৃত্যু হবে অপূরণীয় ক্ষতি! 106 00:08:05,390 --> 00:08:10,980 ওই মনুষ্য অস্ত্রের জন্য ইতোমধ্যেই শ খানেক সৈনিকের প্রাণ গেছে! 108 00:08:10,980 --> 00:08:14,810 ওকে ভালো করে একবার দেখে তারপর সিদ্ধান্তটা নাও! 109 00:08:14,810 --> 00:08:16,170 ঠিক বলেছ। 110 00:08:16,170 --> 00:08:19,010 ওর জন্য দরকার হলে আরও শ খানেক মানুষের প্রাণ যাবে! 111 00:08:25,910 --> 00:08:28,040 এরেনের কি হয়েছে? 112 00:08:28,500 --> 00:08:30,320 জানি না! আরমিন ওকে দেখতে গেছে! 113 00:08:30,730 --> 00:08:32,840 খোদা, ও যেন বেঁচে ফিরতে পারে! 114 00:08:33,150 --> 00:08:38,030 হ্যাঁ, অবশ্যই! মানে... এরেন অবশ্যই পারবে! 118 00:08:39,760 --> 00:08:44,020 টাইটানদের টোপ দিয়ে দূরে সরিয়ে রাখাটা অর্থহীন মনে হচ্ছে! 119 00:08:44,020 --> 00:08:50,630 টাইটানদের সাথে মুখোমুখি যে কোন যুদ্ধ হবে আত্মহত্যার শামিল! 121 00:08:53,200 --> 00:08:56,460 তাহলে যারা মারা গেছে তাদের মৃত্যু কি বৃথা যাবে? 122 00:08:56,930 --> 00:09:03,660 আমরাও টাইটানদের সাথে লড়বো! তবে, দরকারী সৈন্য মজুদ রাখতে হবে বিপদ সামাল দিতে। 125 00:09:04,300 --> 00:09:05,560 শুধু একটু ধৈর্য্য রাখো! 126 00:09:05,560 --> 00:09:07,140 তাই করতে বলছেন? 127 00:09:07,140 --> 00:09:08,400 হ্যাঁ! 128 00:09:09,220 --> 00:09:14,040 তাহলে, দু পক্ষ থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি আছি! 130 00:09:14,820 --> 00:09:16,730 লিন, তুমি সিরিয়াস? 131 00:09:16,730 --> 00:09:19,620 ওকে ছাড়া টাইটানদের হারাবো কীভাবে আমরা? 132 00:09:19,620 --> 00:09:21,290 রিকো, বলো আমাকে! 133 00:09:21,730 --> 00:09:24,380 পালিয়ে চলে গেলে সমস্যার কোন সমাধান হবে? 134 00:09:24,830 --> 00:09:27,790 আজ হোক, কাল হোক মৃত্যু আমাদের সামনে এসে দাড়াবেই! 136 00:09:28,100 --> 00:09:32,000 কেন টাইটানদের আমরা বিনা লড়াইয়ে জিততে দেব? 137 00:09:32,610 --> 00:09:36,330 তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? 138 00:09:37,060 --> 00:09:38,290 হ্যাঁ, এটাই! 139 00:09:38,850 --> 00:09:42,310 কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়ে আসার জন্য যুদ্ধের ময়দানে নামিনি আমি! 140 00:09:43,000 --> 00:09:50,110 আমাদের অবশ্যই নিজেদের প্রাণের বিনিময়ে হলেও এরেনকে সুরক্ষিত রাখতে হবে! 142 00:09:51,390 --> 00:09:52,650 দেখো আমাদের! 143 00:09:53,340 --> 00:09:56,520 মানুষ হিসেবে এতটুকুই আমরা করতে পারি। 144 00:09:57,650 --> 00:10:02,870 তোমরা... তোমরা কি এর শেষ দেখতে চাও না? 146 00:10:03,730 --> 00:10:05,700 চাইলে মেরুদন্ড সোজা করে দাঁড়াও! 147 00:10:16,050 --> 00:10:18,680 এটা পাগলামি ছাড়া আর কিছুই না! 148 00:10:18,850 --> 00:10:20,070 রিকো! 149 00:10:20,720 --> 00:10:22,430 তোমার নির্দেশ মেনে চলব! 150 00:10:23,230 --> 00:10:25,890 কারণ, আমি এর শেষ দেখতে চাই! 151 00:10:26,720 --> 00:10:29,640 ওদেরকে মানুষের হিংস্র রুপটা দেখাতে হবে! 152 00:10:29,640 --> 00:10:31,040 বোঝাতে হবে মানুষ কতটা নৃশংস! 153 00:10:31,660 --> 00:10:33,900 হাত গুটিয়ে বসে থাকার পক্ষপাতী আমি নই। 154 00:10:34,600 --> 00:10:38,040 ১২ মিটার লম্বা টাইটানটার ভার আমার স্কোয়াডের ওপর ছেড়ে দাও। 155 00:10:41,530 --> 00:10:42,620 চলো। 156 00:10:42,620 --> 00:10:44,580 সামনের দুটো টাইটান আমাদের। 157 00:10:44,580 --> 00:10:45,410 হ্যাঁ! 158 00:10:48,790 --> 00:10:51,040 ধন্যবাদ, ক্যাপ্টেন! 159 00:10:51,040 --> 00:10:53,650 আকারম্যান, ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। 160 00:10:54,470 --> 00:10:57,970 আমি শুধু তোমাকে একা ছেড়ে দিতে চাচ্ছিলাম না। 161 00:10:58,710 --> 00:11:01,170 তুমি তোমার মতো লড়ো এখন, তবে পরিকল্পনা মাফিক। 162 00:11:01,170 --> 00:11:03,540 তাহলেই তোমার স্কিলের পূর্ন ব্যবহার হবে। 163 00:11:04,140 --> 00:11:04,970 জি, স্যার! 164 00:11:05,640 --> 00:11:07,680 তোমার প্রেমিককে দেখে রেখো! 165 00:11:08,430 --> 00:11:09,520 রাখবো, স্যার! 166 00:11:16,130 --> 00:11:17,070 কি? 167 00:11:17,770 --> 00:11:20,070 ওর ক্ষত ঠিক হচ্ছে না? 168 00:11:20,660 --> 00:11:22,160 কিন্তু, এটা কীভাবে সম্ভব? 169 00:11:24,870 --> 00:11:30,910 ওহ, এরেন! তুমি আবার মানুষের রূপে ফিরতে পারবে তো? 171 00:11:32,250 --> 00:11:35,640 না, থামো! অতিরিক্ত চিন্তা করা থামাও! 173 00:11:36,290 --> 00:11:39,260 তোমার যেটা করা উচিৎ এখন সেটা করো! 174 00:11:47,970 --> 00:11:48,850 এরেন... 175 00:11:49,140 --> 00:11:51,570 মিকাসা! কী হয়েছে? 180 00:12:20,000 --> 00:12:26,820 কি? কোথায় আছি আমি? কি করছি? 182 00:12:27,740 --> 00:12:29,390 বসে আছি আমি? 183 00:12:30,230 --> 00:12:31,780 কিছুই দেখতে পারছি না। 184 00:12:32,580 --> 00:12:34,140 আজকে কি বার? 185 00:12:35,810 --> 00:12:36,900 কোথায় আমি? 186 00:12:43,300 --> 00:12:44,410 আমি? 187 00:12:45,510 --> 00:12:46,760 আমি বাড়িতে? 188 00:12:53,950 --> 00:12:55,100 একটা ঘুম দেই! 189 00:13:02,850 --> 00:13:03,760 এরেন! 190 00:13:05,690 --> 00:13:07,850 কি করছ, এরেন? জেগে উঠো! 191 00:13:09,530 --> 00:13:10,610 শোনো সবাই! 192 00:13:10,610 --> 00:13:14,330 আমাদের শুধু ওদের গেইট থেকে দূরে রাখতে হবে! 193 00:13:14,330 --> 00:13:17,510 ওদেরকে যতোটা সম্ভব ব্যাস্ত রাখতে হবে! 194 00:13:18,050 --> 00:13:19,310 বুঝেছ? 195 00:13:19,310 --> 00:13:21,490 লড়াইয়ের প্রয়োজন নেই। 196 00:13:21,990 --> 00:13:24,820 তোমরা তিনজন মাটিতে নেমে দৌড়াও! 197 00:13:25,180 --> 00:13:27,150 সামনে দেয়াল চলে আসলে লাফাবে! 198 00:13:27,150 --> 00:13:28,480 মরো না কেউ। 199 00:13:28,800 --> 00:13:31,680 যদি অন্য কোন টাইটান এর মাঝে নাক গলায় আমরা সামলাবো। 200 00:13:32,580 --> 00:13:34,130 এত "যদি" কেন? 201 00:13:34,130 --> 00:13:36,700 প্রটোকল মেনে চললেই ভাল হতো না? 202 00:13:36,700 --> 00:13:41,330 যদি পরিস্থিতি দেখি নিয়ন্ত্রনের বাইরে, তাহলেও কি করব? 203 00:13:41,680 --> 00:13:43,630 তখন নিজের মর্জিমতো চলবে। 204 00:13:46,170 --> 00:13:47,740 ক্রিস্টেইন স্কোয়াড, চলো! 205 00:13:47,740 --> 00:13:48,590 চলো! 206 00:14:07,880 --> 00:14:09,420 হায়রে, কপালটা আসলেই খারাপ! দেখো! 207 00:14:10,490 --> 00:14:12,120 একটা ১৩ মিটার লম্বা টাইটান! 208 00:14:12,120 --> 00:14:13,950 জেগারের কাছে যাচ্ছে! 209 00:14:14,670 --> 00:14:17,210 গর্ত দিয়ে আরোও টাইটান ঢুকছে! 210 00:14:18,130 --> 00:14:20,110 চারটা টাইটান, সম্ভবত ১০ মিটার লম্বা! 211 00:14:20,640 --> 00:14:22,410 আকারম্যান, পেছনেরটার ব্যবস্থা করো! 212 00:14:22,410 --> 00:14:23,310 জি, স্যার! 213 00:14:23,310 --> 00:14:25,320 ওটাকে জেগারের কাছে ভিড়তে দিয়ো না! 214 00:14:25,900 --> 00:14:27,190 ওই চারটাকে আমরা দেখছি! 215 00:14:27,190 --> 00:14:27,970 জি, স্যার! 216 00:14:28,570 --> 00:14:31,710 তারা এলিট টিমের হলেও এক সাথে চারটাকে সামলাতে পারবে না! 217 00:14:47,340 --> 00:14:48,550 না... 218 00:14:48,920 --> 00:14:50,700 এখানে এত টাইটান ভিড় করছে কেন? 219 00:14:51,490 --> 00:14:53,380 আমাদের যথেষ্ট সৈনিক নেই সেখানে? 220 00:14:53,940 --> 00:14:57,240 এরেনের দিকেই ওরা শুধু আকৃষ্ট হচ্ছে নাতো? 221 00:14:57,640 --> 00:14:58,530 মিকাসা? 222 00:14:59,350 --> 00:15:00,680 প্ল্যানিং এর কি হলো? 223 00:15:00,680 --> 00:15:01,810 আরমিন! 224 00:15:01,810 --> 00:15:03,540 এরেনের কি হয়েছে? 225 00:15:04,020 --> 00:15:05,810 এটা বিপদজনক! নামো! 226 00:15:05,810 --> 00:15:08,890 টাইটান সত্ত্বা এরেনের বোধশক্তি দখলে নিয়েছে! 227 00:15:08,890 --> 00:15:11,300 ওর সাথে কথা বলেছি কিন্তু ও চিনতে পারেনি আমাকে! 228 00:15:11,520 --> 00:15:13,630 আর কোন চেষ্টা করে লাভ নেই! 229 00:15:13,630 --> 00:15:14,700 প্ল্যানের কি হলো? 230 00:15:14,700 --> 00:15:16,200 ব্যার্থ হয়েছে প্ল্যান! 231 00:15:16,200 --> 00:15:19,220 সবাই এরেনকে সুরক্ষিত রাখতে লড়ছে। 232 00:15:19,220 --> 00:15:21,060 কিন্তু, টাইটানদের সংখ্যা ক্রমাগত বাড়ছে! 233 00:15:21,430 --> 00:15:23,960 আমরা বেশিক্ষন লড়াই চালিয়ে যেতে পারব না! 234 00:15:34,990 --> 00:15:41,060 ঘাড়ের পেছনে ১০ সে.মি. চওড়া আর ১ মি. লম্বা করে কাটবো। 236 00:15:41,720 --> 00:15:42,710 আরমিন! 237 00:15:42,710 --> 00:15:44,880 আমি এরেনকে বের করে নিয়ে আসব! 238 00:15:44,880 --> 00:15:47,590 তুমি কোন টাইটানকে আমাদের কাছে আসতে দিয়ো না! 239 00:15:48,770 --> 00:15:49,880 কি বলছ এসব? 240 00:15:50,830 --> 00:16:00,220 মনে আছে, এরেন একটা টাইটানের শরীর ফুঁড়ে বের হয়েছিল? হয়তো সেটার কোন প্রভাব হতে পারে! 242 00:16:00,990 --> 00:16:01,740 চিন্তা করো না! 243 00:16:02,140 --> 00:16:07,330 ঘাড়ে গভীর কোন ক্ষত সৃষ্টি করবো না! ও মরবে না! 245 00:16:07,330 --> 00:16:09,720 শুধু একটু ব্যাথা পাবে! 246 00:16:10,570 --> 00:16:11,820 সামান্য! 247 00:16:11,820 --> 00:16:12,700 আরমিন! 248 00:16:23,020 --> 00:16:24,880 আরমিন, এটা বাড়াবাড়ি! থামো! 249 00:16:24,880 --> 00:16:28,050 মিকাসা, তুমি তোমার কাজ করো! 250 00:16:28,050 --> 00:16:30,380 তুমি গেলে, কয়েকটা প্রাণ বেঁচে যেতে পারে! 251 00:16:30,670 --> 00:16:32,980 এরেনকে আমার হাতে ছেড়ে দাও! 252 00:16:40,450 --> 00:16:42,270 এরেন, শুনতে পাচ্ছো আমার কথা? 253 00:16:42,950 --> 00:16:44,580 চেতনায় ফিরে আসো! 254 00:16:44,580 --> 00:16:47,190 টাইটান সত্ত্বার বলয় থেকে তুমি বের না হলে আমরা সবাই মরব! 255 00:16:47,800 --> 00:16:50,160 তুমি এখনও মানুষ! 256 00:16:50,160 --> 00:16:54,200 নিজের আসল পরিচয়টা ভুলে যেয়ো না! 257 00:16:54,790 --> 00:16:56,730 বের হবো? 258 00:16:57,610 --> 00:16:58,640 কেন? 259 00:16:59,500 --> 00:17:02,200 আমি খুব ক্লান্ত! 260 00:17:02,200 --> 00:17:04,720 এরেন! ফিরে আসো! 261 00:17:04,720 --> 00:17:05,930 তাড়াতাড়ি! 262 00:17:05,930 --> 00:17:08,540 এরেন! এরেন! 263 00:17:12,810 --> 00:17:15,340 তোমায় মায়ের মৃত্যুর বদলা নেবে না তুমি? 264 00:17:15,790 --> 00:17:18,210 টাইটানদের সমূলে বিনাশ করবে না তুমি? 265 00:17:18,220 --> 00:17:21,660 দেয়ালের বাইরে জীবন কাটাতে চাও না তুমি? 266 00:17:22,830 --> 00:17:25,130 কি বলছ এসব, আরমিন? 267 00:17:26,620 --> 00:17:29,250 মা তো এখানেই আছে! 268 00:17:30,210 --> 00:17:32,080 এরেন! এরেন! 269 00:17:32,080 --> 00:17:33,920 জেগে উঠো, এরেন! 270 00:17:33,920 --> 00:17:36,360 আমি জানি তুমি ওখানেই আছো! 271 00:17:36,620 --> 00:17:39,510 তুমি না জাগলে টাইটানেরা আমাদের মেরে ফেলবে! 272 00:17:39,890 --> 00:17:41,870 সব কিছু শেষ হয়ে যাবে! 273 00:17:43,760 --> 00:17:47,960 তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আরমিন! 275 00:17:50,700 --> 00:17:53,390 আমাকে কেন বের হতে হবে? 276 00:17:53,880 --> 00:17:54,880 হ্যাঁ! 277 00:17:55,610 --> 00:17:57,400 কেনই বা বের হবো আমি? 278 00:18:01,610 --> 00:18:03,560 কেন স্কাউট রেজিম্যান্টে যোগ দিতে চাইব আমি? 279 00:18:13,240 --> 00:18:16,320 মনে হচ্ছে, আজীবন এভাবেই দৌড়েই যেতে হবে! 280 00:18:27,060 --> 00:18:28,340 পেয়েছি! 281 00:18:34,810 --> 00:18:37,310 শুয়োরের বাচ্চা, মর তুই! 282 00:18:42,990 --> 00:18:44,330 সবাই পিছু হটো! 283 00:18:44,330 --> 00:18:45,890 আমি এসে পড়েছি, ক্যাপ্টেন! 284 00:18:46,240 --> 00:18:47,860 মিটাবির স্কোয়াডে যোগ দিচ্ছি আমি। 285 00:18:58,120 --> 00:18:58,870 মানে কি? 286 00:19:05,090 --> 00:19:05,740 জন! 287 00:19:06,010 --> 00:19:07,410 তাড়াতাড়ি পালাও! 288 00:19:11,170 --> 00:19:13,840 আমি আর কাউকে আমার কারণে মরতে দেব না! 289 00:19:29,210 --> 00:19:31,350 ধুত্তুরি! এখনই ঝামেলা হওয়ার সময় হলো? 290 00:19:50,340 --> 00:19:51,040 জন! 291 00:19:56,720 --> 00:19:57,630 কি হয়েছে? 292 00:19:58,580 --> 00:20:00,810 ও ওর মেনুভার গিয়ার ব্যবহার করছে না কেন? 293 00:20:02,110 --> 00:20:05,110 কাজ করছে না গিয়ারটা! 294 00:20:06,450 --> 00:20:07,930 ঈশ্বর, রহম করো একটু! 295 00:20:20,040 --> 00:20:21,310 ধ্যাত! 296 00:20:21,310 --> 00:20:23,470 কেন এভাবে ভয়ে পালাচ্ছি? 297 00:20:37,260 --> 00:20:40,070 না লড়ে মরাটা কি ঠিক হবে? 298 00:20:43,570 --> 00:20:44,570 এরেন! 299 00:20:45,590 --> 00:20:46,530 এরেন! 300 00:20:47,400 --> 00:20:48,420 এরেন! 301 00:20:50,250 --> 00:20:51,330 এরেন! 302 00:20:52,940 --> 00:20:57,610 একদিন আমরা বাইরের দুনিয়াটা একসাথে স্বচক্ষে দেখবো, তাই না বন্ধু? 303 00:21:00,170 --> 00:21:03,300 দেয়ালের বাইরে কি আছে জানো? 304 00:21:04,130 --> 00:21:06,780 লবণাক্ত পানির সাগর! বরফে ঢাকা জনপদ! 305 00:21:07,990 --> 00:21:10,280 বালুময় মরুভূমি! 306 00:21:11,050 --> 00:21:14,450 যে দুনিয়াটা আমার মা বাবা দেখতে চেয়েছিল! 307 00:21:19,490 --> 00:21:21,610 মনে হয়, সেটা ভুলে গেছ! 308 00:21:22,540 --> 00:21:28,200 আমরা আমাদের ছোট্ট এই জীবনটা কেন এই দেয়ালের ভেতরে উদ্দেশ্যহীন ভাবে কাটাবো? 310 00:21:29,400 --> 00:21:31,910 বাইরের দুনিয়া? 311 00:21:35,650 --> 00:21:37,910 এরেন, উত্তর দাও আমাকে! 312 00:21:38,600 --> 00:21:42,750 তুমি কখনোই দেয়ালের ভেতরের এই শান্তিময় নরকে থাকতে চাওনি! 313 00:21:43,630 --> 00:21:48,030 তুমি জীবনভর স্বপ্ন দেখেছ অজানাকে জানার, অজানাকে চেনার! 314 00:21:48,960 --> 00:21:53,310 কেন তাহলে এভাবে চুপ করে আছো? 315 00:21:56,590 --> 00:21:58,040 কেন? 316 00:21:59,420 --> 00:22:02,340 কেন আমি বসে আছি এখানে? 317 00:22:05,240 --> 00:22:08,590 আমি আমার লক্ষ্য পূর্ণ করবোই! 318 00:23:53,620 --> 00:23:59,270 এলিট টিমের সবাই জানপ্রাণ দিয়ে লড়লেও ফলাফল অনুকূলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। 320 00:23:59,270 --> 00:24:06,060 অসংখ্য জীবনের দায় মেটাতে এরেন অবশেষে মানব জাতির আশাকে নিয়ে গেটের দিকে যাচ্ছে!