1 00:00:02,502 --> 00:00:04,128 পানি ... 2 00:00:04,879 --> 00:00:06,088 ভূমি... 3 00:00:06,672 --> 00:00:08,341 অগ্নি ... 4 00:00:08,883 --> 00:00:10,301 বায়ু ... 5 00:00:11,344 --> 00:00:15,014 বহুকাল আগে থেকে , চার জাতি একসাথে মিলেমিশে বসবাস করছিল. 6 00:00:15,389 --> 00:00:18,601 তারপর অগ্নি-জাতির আক্রমণে সবকিছু পাল্টে যায়. 7 00:00:19,477 --> 00:00:22,563 একমাত্র অ্যাভাটার , চার উপাদানেই পারদর্শী , 8 00:00:22,647 --> 00:00:23,773 তাদেরকে থামাতে পারতেন. 9 00:00:23,856 --> 00:00:25,566 কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় , 10 00:00:25,650 --> 00:00:26,817 তিনি অদৃশ্য হয়ে গেলেন. 11 00:00:27,360 --> 00:00:28,402 ১০০ বছর পেরিয়ে গেছে , 12 00:00:28,486 --> 00:00:31,113 আর আমার ভাই আর আমি , নতুন অ্যাভাটার ... 13 00:00:31,197 --> 00:00:32,782 অ্যাং নামের বায়ুবেন্ডারকে খুঁজে পেয়েছি. 14 00:00:32,949 --> 00:00:35,076 আর বায়ুবেন্ডিংয়ে চমৎকার দক্ষতা থাকলেও ... 15 00:00:35,159 --> 00:00:37,870 কাউকে বাঁচানোর আগে তার অনেক কিছু শেখা দরকার. 16 00:00:39,038 --> 00:00:42,166 কিন্তু আমার বিশ্বাস অ্যাং পৃথিবীকে রক্ষা করতে পারবে. 17 00:00:47,945 --> 00:00:50,325 ফিরে দেখা অ্যাভাটার ... 18 00:00:50,466 --> 00:00:53,844 আমি অন্ধ হয়ে জন্ম নিলেও আমার দেখতে কখনো সমস্যা হয়নি. 19 00:00:53,928 --> 00:00:55,638 আমি ভূমিবেন্ডিংয়ের মাধ্যমে দেখি. 20 00:00:56,222 --> 00:00:57,723 মুখ সামলে , মিছরি রানী. 21 00:00:57,807 --> 00:00:59,395 আমি আমার সবকিছু ত্যাগ করে এসেছি ... 22 00:00:59,475 --> 00:01:01,602 যাতে অ্যাংকে ভূমিবেন্ডিং শেখাতে পারি. 23 00:01:07,233 --> 00:01:08,734 বাহ , দেখো কাহিনী. 24 00:01:09,402 --> 00:01:12,530 শত্রু আর বেইমানরা একই সারিতে কাজ করছে. 25 00:01:14,365 --> 00:01:15,408 আহ ! 26 00:01:30,590 --> 00:01:32,049 আজকেই সেই দিন. 27 00:01:32,133 --> 00:01:33,259 তুমি কি বিশ্বাস করতে পারো ? 28 00:01:33,342 --> 00:01:35,511 এত সময় ধরে একজন শিক্ষক খুঁজে বের করার পর ... 29 00:01:35,595 --> 00:01:37,888 আজ আবশেষে ভুমিবেন্ডিং করা শুরু করছি. 30 00:01:38,014 --> 00:01:39,640 আর এই জায়গাটা একদম উপযুক্ত জায়গা. 31 00:01:39,765 --> 00:01:41,100 তুমি কি তাই মনে করো না ? 32 00:01:41,475 --> 00:01:42,476 সকা ? 33 00:01:44,353 --> 00:01:45,855 ওহ , তুমি এখনো ঘুমাচ্ছ , তাই তো ? 34 00:01:48,524 --> 00:01:49,609 সরি. 35 00:01:51,944 --> 00:01:54,780 শুভ সকাল , ভূমিবেন্ডিং ছাত্র. 36 00:01:55,781 --> 00:01:57,325 শুভ সকাল , সিফু টফ. 37 00:01:57,533 --> 00:02:00,453 হেই , তুমি তো আমাকে কখনো সিফু কিটারা বলে ডাকোনি. 38 00:02:00,536 --> 00:02:02,538 তুমি যদি মনে করো আমার ডাকা উচিত তাহলে ডাকব. 39 00:02:04,248 --> 00:02:05,374 সরি , ঘুমকাতুরে. 40 00:02:05,499 --> 00:02:08,377 আমরা আমাদের ভূমিবেন্ডিং যত আস্তে করা যায় করব. 41 00:02:10,129 --> 00:02:13,257 আহ ! 42 00:02:17,053 --> 00:02:18,888 এক জায়গায় গোল্লা পাকিয়ে গোলমাল করছ. 43 00:02:18,971 --> 00:02:21,140 যখন সকা ঘুম পড়ার চেষ্টা করছে. 44 00:02:22,058 --> 00:02:24,018 তো প্রথমে তুমি আমাকে কোন স্টাইল শেখাবে ? 45 00:02:24,101 --> 00:02:26,395 শিলাধ্বস , কম্পন ? 46 00:02:26,604 --> 00:02:29,607 কিংবা হয়তো আমি ভূমি দিয়ে ঘূর্ণিপাক বানানো শিখতে পারব. 47 00:02:29,899 --> 00:02:33,235 আগে শিলাখণ্ড সরানো দিয়ে শুরু করা যাক. 48 00:02:33,778 --> 00:02:35,279 তাও তো ভালো. তাও তো ভালো. 49 00:02:36,572 --> 00:02:39,575 ভূমিবেন্ডিং করার মূলমন্ত্র হলো তোমার দাঁড়ানোর ভঙ্গিমা. 50 00:02:39,659 --> 00:02:42,119 তোমাকে অনড় আর শক্তিশালী হতে হবে. 51 00:02:42,203 --> 00:02:44,038 শিলা একটা শক্ত উপাদান. 52 00:02:44,121 --> 00:02:45,495 এটাকে সরাতে চাইলে , 53 00:02:45,581 --> 00:02:47,835 তোমার নিজেকে শিলার মতো হতে হবে. 54 00:02:47,958 --> 00:02:49,502 শিলার মতো হতে হবে. বুঝেছি. 55 00:02:49,585 --> 00:02:50,586 ভালো. 56 00:02:50,670 --> 00:02:53,297 এখন , এই স্টাইল প্রাকটিক্যালি করাটা খুবই সহজ. 57 00:02:57,802 --> 00:03:00,012 ঠিক আছে , তুমি কি চেষ্টা করে দেখার জন্য প্রস্তুত ? 58 00:03:00,429 --> 00:03:01,430 আমি প্রস্তুত. 59 00:03:03,391 --> 00:03:05,935 আহ ! উহ ! 60 00:03:06,394 --> 00:03:07,728 শিলাখণ্ড বায়ুবেন্ডারকে পরাজিত করেছে. 61 00:03:12,566 --> 00:03:14,360 হা হা ! আমি তোমাকে ধরে ফেলেছি , বাবা. 62 00:03:15,152 --> 00:03:17,488 আহ ! 63 00:03:23,369 --> 00:03:25,579 আমার কলিজার টুকরা লু-টেন , 64 00:03:26,038 --> 00:03:27,540 আবার দেখা হবে তোমার সাথে. 65 00:03:29,750 --> 00:03:30,751 আঙ্কেল. 66 00:03:31,460 --> 00:03:32,962 আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন. 67 00:03:33,963 --> 00:03:35,131 আজুলা আপনার এই অবস্থা করেছে. 68 00:03:35,840 --> 00:03:37,591 ও আপনাকে হঠাৎ করেই শট করেছিল. 69 00:03:37,717 --> 00:03:40,636 ও তো সবসময় হঠাৎ করেই শট করে. 70 00:03:43,597 --> 00:03:45,558 আশা করি আপনার এটা পছন্দ হবে. 71 00:03:48,477 --> 00:03:49,770 ভালো. 72 00:03:51,939 --> 00:03:55,735 এটা খুবই , উম , সুস্বাদু ছিল. 73 00:03:58,154 --> 00:04:00,156 তো , আঙ্কেল , আমি মনে মনে ভাবছিলাম. 74 00:04:00,239 --> 00:04:03,159 আজুলার সাথে যেকোনো সময় আমার আবার সংঘর্ষে জাড়ানো লাগতে পারে. 76 00:04:03,325 --> 00:04:05,745 আমার আরো উন্নত অগ্নিবেন্ডিং শেখা দরকার ... 77 00:04:05,828 --> 00:04:07,705 যদি আমি আজুলার বিপক্ষে অন্তত টিকে থাকতে চাই. 78 00:04:07,788 --> 00:04:08,914 আমি জানি আপনি কী বলবেন. 79 00:04:08,998 --> 00:04:11,751 ও আমার বোন. আর আমার উচিত ওর সাথে মিলেমিশে থাকার চেষ্টা করা. 80 00:04:11,834 --> 00:04:15,671 না. ওর মানসিক সমস্যা আছে , আর ওর মানসিক সমস্যা ঠিক করা দরকার. 81 00:04:22,928 --> 00:04:25,347 সময় হয়েছে তোমার প্রশিক্ষণ আবার শুরু করার. 82 00:04:25,973 --> 00:04:27,600 আমি বুঝলাম না সমস্যা কোথায় হলো. 83 00:04:27,683 --> 00:04:29,435 ও তো ঠিক তোমার মতো করেই করেছে. 84 00:04:29,518 --> 00:04:30,770 এটা ছাড়া হয়তো অন্য কোনো উপায় আছে. 85 00:04:31,228 --> 00:04:33,731 আমি শিলাখণ্ডকে অন্য পাশ দিয়ে হিট করলে কি কাজ হবে ? 86 00:04:33,814 --> 00:04:35,191 না , এটাই তো সমস্যা. 87 00:04:35,274 --> 00:04:37,443 বায়ুবেন্ডাররের মতো চিন্তা ভাবনা করা বন্ধ করতে হবে. 88 00:04:37,777 --> 00:04:40,070 অন্য কোনো পাশ দিয়ে , চালাকি করে , 89 00:04:40,154 --> 00:04:42,698 বা কৌশল করে ওই শিলাখণ্ড নাড়ানো যাবে না. 90 00:04:42,990 --> 00:04:45,075 সরাসরি এটার মুখোমুখি হতে হবে তোমাকে. 91 00:04:45,159 --> 00:04:48,454 সরাসরি বলতে আমি বুঝিয়েছি ঠিক এইভাবে. 92 00:04:48,788 --> 00:04:49,789 হাইয়াহ ! 93 00:04:50,539 --> 00:04:51,540 ওয়া. 94 00:04:54,043 --> 00:04:56,420 আমি অ্যাংকে বেশ আগে থেকে শেখাচ্ছি. 95 00:04:56,504 --> 00:04:59,590 ওকে ইতিবাচকভাবে , বেশি বেশি উৎসাহ দিয়ে ... 96 00:04:59,965 --> 00:05:03,146 প্রশংসা আর কোমল কথা দিয়ে শেখালে ও চট করে শিখে যায়. 97 00:05:03,176 --> 00:05:04,512 ও যদি ভুল কিছু করে ... 98 00:05:04,595 --> 00:05:07,598 সঠিক সময়ে কনুইয়ের আলতো একটা গুতা সবকিছু ঠিক করে দিবে. 99 00:05:07,932 --> 00:05:11,602 ধন্যবাদ , কিটারা. কনুইয়ের আলতো একটা গুতা. ওটা আমি চেষ্টা করে দেখব. 100 00:05:12,186 --> 00:05:14,480 হাঁটু উঠানামা করতে থাকো , টুইঙ্কল টোস. 101 00:05:34,875 --> 00:05:35,960 সাবধান. 102 00:05:59,483 --> 00:06:00,484 হাহ ? 103 00:06:21,589 --> 00:06:22,798 সাবধান. 104 00:06:34,602 --> 00:06:36,103 তুই খুবই কিউট ... 105 00:06:36,312 --> 00:06:39,148 কিন্তু তোর কপাল খারাপ তুই মাংস দিয়ে তৈরি. 106 00:06:40,357 --> 00:06:42,443 আর একটুখানি কাছে আয়. 107 00:06:50,200 --> 00:06:51,243 হাতের মাথায় পেয়েছি. 108 00:06:55,039 --> 00:06:58,296 তুই খুবই ভাগ্যবান পিচ্চি মাংসের প্রাণী. 109 00:07:00,794 --> 00:07:04,048 বজ্র অগ্নিবেন্ডিংয়ের নিখাদ অভিব্যক্তি ... 110 00:07:04,131 --> 00:07:05,507 ... রাগের অনুভূতি ছাড়া. 111 00:07:05,591 --> 00:07:08,052 এটা অন্যান্য অগ্নিবেন্ডিংয়ের মতো ... 112 00:07:08,135 --> 00:07:09,637 রাগ বা আবেগ দিয়ে চালিত না. 113 00:07:10,387 --> 00:07:13,057 কেউ কেউ বজ্রকে আবেগহীন আগুন বলে. 114 00:07:13,807 --> 00:07:16,727 এটা সূক্ষ্ম আর প্রাণঘাতী , আজুলার মতো. 115 00:07:17,227 --> 00:07:19,229 এই কৌশল অবলম্বন করার জন্য ... 116 00:07:19,313 --> 00:07:20,689 মাথা ঠাণ্ডা রাখা দরকার. 117 00:07:20,898 --> 00:07:23,859 আচ্ছা. এই কারণেই হয়তো আমরা চা খাচ্ছি ... 118 00:07:24,652 --> 00:07:25,945 মাথা ঠাণ্ডা রাখার জন্য. 119 00:07:26,028 --> 00:07:27,613 ওহ , হ্যাঁ , ঠিক বলেছ ! 120 00:07:28,238 --> 00:07:29,698 সিরিয়াসলি , ঠিকই বলেছ. 121 00:07:30,574 --> 00:07:32,368 আমাদের চারিপাশে সবখানে এনার্জি বিদ্যমান. 122 00:07:32,868 --> 00:07:35,913 এনার্জি দুই রকম: ইন আর ইয়াং ... 123 00:07:36,246 --> 00:07:39,166 ইতিবাচক এনার্জি আর নেতিবাচক এনার্জি. 124 00:07:39,249 --> 00:07:42,878 বাছাইকৃত কিছু অগ্নিবেন্ডার আছে যারা এই এনার্জি দুইটা পৃথক করতে পারে. 125 00:07:43,545 --> 00:07:45,547 এনার্জি পৃথক হয়ে একটা ভারসাম্যহীনতা সৃষ্টি করে. 126 00:07:45,631 --> 00:07:48,342 এনার্জি আবার একত্রিত হতে চায়. 127 00:07:48,425 --> 00:07:51,470 আর এই সময়ে ইতিবাচক আর নেতিবাচক এনার্জি ফিরে এসে ... 128 00:07:51,553 --> 00:07:53,472 ... একসাথে ধাক্কা লাগায় , 129 00:07:53,555 --> 00:07:56,558 তখনই এনার্জিকে রাস্তা দেখিয়ে বের করার মাধ্যমে , 130 00:07:56,642 --> 00:07:58,227 বজ্র তৈরি হয়. 131 00:08:12,116 --> 00:08:13,283 এটা চেষ্টা করে দেখার জন্য আমি প্রস্তুত. 132 00:08:14,785 --> 00:08:16,912 মনে রেখো , যখন এনার্জি বিভক্ত করা হয়ে যাবে ... 133 00:08:16,996 --> 00:08:18,539 তখন তুমি এটার সাথে জোর খাটাবে না. 134 00:08:18,622 --> 00:08:20,666 তুমি শুধু এটাকে দিশা দেখিয়ে দেবে. 135 00:08:21,125 --> 00:08:22,251 নিঃশ্বাস নাও আগে. 136 00:08:30,634 --> 00:08:32,553 হাইয়াহ ! আহ ! 137 00:08:37,891 --> 00:08:40,978 সময় হয়েছে একটু আলাদা কিছু চেষ্টা করে দেখার. 138 00:08:41,061 --> 00:08:44,440 পাথর সরানোর বদলে , তুমি এবার চলন্ত পাথর থামাবে. 139 00:08:44,773 --> 00:08:46,316 ঘোড়ার ভঙ্গিমায় দাঁড়াও ! 140 00:08:47,985 --> 00:08:50,195 ওই শিলাখণ্ড আমি উপর থেকে তোমার দিকে গড়িয়ে দেবো. 141 00:08:50,612 --> 00:08:52,614 যদি তোমার ভূমিবেন্ডার হওয়ার মনোভাব থাকে ... 142 00:08:53,073 --> 00:08:55,993 তাহলে তুমি জায়গায় দাঁড়িয়ে ওই শিলাখণ্ড থামাবে , 143 00:08:56,618 --> 00:08:58,078 ঠিক এভাবে. 144 00:08:58,454 --> 00:09:00,039 দুঃখিত , টফ , কিন্তু তুমি কি নিশ্চিত ... 145 00:09:00,122 --> 00:09:02,791 অ্যাংকে ভূমিবেন্ডিং শেখানোর জন্য এটাই সবচেয়ে ভালো পদ্ধতি ? 146 00:09:03,167 --> 00:09:04,793 আমি খুশি হয়েছি যে তুমি কিছু বলেছ. 147 00:09:05,127 --> 00:09:06,837 সত্যি বলতে এটার চেয়ে ভালো পদ্ধতি আছে. 148 00:09:07,629 --> 00:09:09,423 এই পদ্ধতিতে তোমাকে ওই শিলাখণ্ডকে ... 149 00:09:09,506 --> 00:09:11,633 থামানোর জন্য ভূমির কম্পন অনুভব করতে হবে. 150 00:09:12,176 --> 00:09:13,427 ধন্যবাদ , কিটারা. 151 00:09:13,510 --> 00:09:15,262 হ্যাঁ , ধন্যবাদ , কিটারা. 152 00:09:44,333 --> 00:09:45,918 মনে হয় আমি ভয় পেয়ে গেছিলাম. 153 00:09:46,001 --> 00:09:47,336 আমি জানি না কী বলব. 154 00:09:47,669 --> 00:09:50,172 কিছুই বলার নেই. তুমি সবকিছু গোল্লায় দিয়েছ. 155 00:09:50,255 --> 00:09:53,008 তোমার দাঁড়ানোর ভঙ্গিমা আর স্টাইল পুরোপুরি ঠিক ছিল. 156 00:09:53,092 --> 00:09:54,718 কিন্তু যখন ওটা ঠিক তোমার দিকে নেমে আসল , 157 00:09:54,802 --> 00:09:56,345 তখন ওটা থামানেরা মতো সাহস তোমার হলো না. 158 00:09:57,096 --> 00:09:58,764 আমি জানি. সরি. 159 00:09:59,348 --> 00:10:00,682 হ্যাঁ , তুমি একটা ভীতু. 160 00:10:00,891 --> 00:10:02,976 ওই শিলাখণ্ডকে থামানোর মতো দৃঢ় মনোভাব যদি তোমার না থাকে ... 161 00:10:03,060 --> 00:10:05,813 তাহলে ভীতু আবালের মতো লাফিয়ে সামনে থেকে সরে না গিয়ে ... 162 00:10:05,896 --> 00:10:08,649 ওটাকে অন্তত তোমাকে পিষে ফেলার আনন্দ নিতে তো দিতে পারতে ! 163 00:10:09,066 --> 00:10:13,654 এখন বলো তুমি কি ভূমিবেন্ডারের মতো ওই শিলাখণ্ডকে যেকোনো মূল্যে মোকাবেলা করতে পারবে ? 164 00:10:14,863 --> 00:10:17,533 না , পারব বলে আমার মনে হয়না. 165 00:10:17,950 --> 00:10:19,201 অ্যাং , এটা বড় কোনো সমস্যা না. 166 00:10:19,284 --> 00:10:22,371 তুমি কিছুক্ষণ বিরতি নিয়ে আবার যখন প্রস্তুত হবে তখন ভূমিবেন্ডিং করার চেষ্টা করবে. 167 00:10:22,454 --> 00:10:25,332 তাছাড়া , পানিবেন্ডিংয়ে তোমার এখনো অনেককিছু শেখার আছে , ঠিক আছে ? 168 00:10:25,874 --> 00:10:27,835 হ্যাঁ , চলো পানিবেন্ডিং করা যাক. 169 00:10:29,419 --> 00:10:32,548 হ্যাঁ , মন ভালো করার জন্য গিয়ে পানি চালাচালি করো. 170 00:10:37,302 --> 00:10:38,595 আমি এটা করতে পারছি না কেন ? 171 00:10:38,679 --> 00:10:41,140 বজ্রের পরিবর্তে , এটা আমার মুখে বিস্ফোরিত হচ্ছে. 172 00:10:41,390 --> 00:10:43,016 সবকিছু যেভাবে সবসময় আমার মুখে বিস্ফোরিত হয়. 173 00:10:43,934 --> 00:10:45,727 আমার মনে হচ্ছেনা তুমি এটা পারবে. 174 00:10:46,270 --> 00:10:48,522 তুমি বজ্র তৈরি করা শিখতে পারবে না ... 175 00:10:48,605 --> 00:10:51,483 যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে গোলযোগ কাজ করবে. 176 00:10:51,984 --> 00:10:53,110 কিসের গোলযোগ ? 177 00:10:53,360 --> 00:10:56,572 জুকো , অবশ্যই তোমাকে তোমার লজ্জার অনুভূতি দূর করতে হবে ... 178 00:10:56,655 --> 00:10:58,740 যদি তুমি তোমার রাগ দূর করতে চাও. 179 00:10:59,032 --> 00:11:00,742 কিন্তু আমি তো একটুও লজ্জা অনুভব করছি না. 180 00:11:00,826 --> 00:11:01,994 আমি তো যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত. 181 00:11:02,327 --> 00:11:06,623 প্রিন্স জুকো , গর্ব কিন্তু লজ্জার বিপরীত নয় বরং এটার উৎস. 183 00:11:06,999 --> 00:11:10,169 বিনম্রতাই কেবল মানুষকে লজ্জা থেকে মুক্তি দিতে পারে. 184 00:11:10,252 --> 00:11:14,006 আমি তো ইদানিং খুবই বিনম্র জীবনযাপন করছি. 185 00:11:15,424 --> 00:11:17,301 আমার মাথায় অন্য একটা বুদ্ধি এসেছে. 186 00:11:17,634 --> 00:11:19,636 আমি তোমাকে এমন একটা অগ্নিবেন্ডিং স্টাইল শেখাব ... 187 00:11:19,720 --> 00:11:21,430 যেটা এমনকি আজুলা তাই জানে না. 188 00:11:21,680 --> 00:11:23,932 কারণ সেটা আমি নিজেই আবিষ্কার করেছি. 189 00:11:28,604 --> 00:11:30,731 তুমি হয়তো ভাবছ আমার সাথে এমনটাই হওয়া উচিত , তাইনা ? 190 00:11:33,525 --> 00:11:34,943 দেখো , আমি তোমাকে শিকার করার জন্য মাফ চাচ্ছি. 191 00:11:35,027 --> 00:11:37,112 কিন্তু এটাই তো প্রকৃতির নিয়ম. 192 00:11:37,196 --> 00:11:40,115 বড় জিনিস ছোট জিনিস খায়. কষ্ট পাওয়ার কিছুই নেই. 193 00:11:40,199 --> 00:11:42,201 কিন্তু এইবার আর এই নিয়ম মানব না. 194 00:11:44,203 --> 00:11:46,914 তুমি কিউট আমি সেটা স্বীকার করছি. 195 00:11:48,916 --> 00:11:50,626 ঠিক আছে , তুমি আমার মন জয় করে ফেলেছ. 196 00:11:51,043 --> 00:11:52,336 আমি যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি ... 197 00:11:52,419 --> 00:11:55,505 তাহলে এরপর থেকে আমি নিরামিষভোজন করব. 198 00:11:55,714 --> 00:12:00,344 মাংস খাবো না , যদিও মাংস খেতে খুবই সুস্বাদু লাগে. 199 00:12:11,188 --> 00:12:13,899 হেই , মনে হচ্ছে আমি আমার কর্মফল পেতে শুরু করেছি. 200 00:12:15,400 --> 00:12:16,818 সমস্যা নেই. আমি নিয়ে নিচ্ছি. 201 00:12:21,448 --> 00:12:22,908 এখন ফিরে আসো , বূমেরাং. 202 00:12:31,833 --> 00:12:34,753 এখন তোমার যে সমস্যা হচ্ছে এটা তো অল্প সময়ের জন্য , তাইনা ? 203 00:12:35,087 --> 00:12:36,546 আমি এটা নিয়ে কথা বলতে চাই না. 204 00:12:36,797 --> 00:12:39,132 তুমি তো তোমার সমস্যাটা ধরতে পেরেছ , তাইনা ? 205 00:12:39,549 --> 00:12:41,802 তুমি যদি উপেক্ষা না করে এই সমস্যার মোকাবেলা করো ... 206 00:12:41,885 --> 00:12:43,470 জানি , জানি , জানি , জানি. 207 00:12:43,553 --> 00:12:46,640 বিষয়টা আমি বুঝতে পেরেছি , ঠিক আছে ? আমার শিলাখণ্ডের মতো সরাসরি এটার মোকাবেলা করা দরকার. 208 00:12:46,932 --> 00:12:48,433 কিন্তু আমি কেন যেন এটা পারছি না. 209 00:12:48,517 --> 00:12:50,352 আমি এটা না পারার কারণ জানি না. কিন্তু আমি এটা পারছি না. 210 00:12:50,811 --> 00:12:53,188 অ্যাং , অগ্নির বিপরীত যদি পানি হয় ... 211 00:12:53,272 --> 00:12:55,065 বায়ুর বিপরীত কী তাহলে ? 212 00:12:55,315 --> 00:12:56,441 আমার ধারণা ভূমি. 213 00:12:56,692 --> 00:12:58,777 এই কারণেই এটা শিখতে তোমার এত কষ্ট হচ্ছে. 214 00:12:59,278 --> 00:13:01,280 তুমি তোমার স্বভাবের বিপরীত কিছু নিয়ে কাজ করছ. 215 00:13:01,363 --> 00:13:02,572 কিন্তু একসময় গিয়ে তুমি পারবে. 216 00:13:02,656 --> 00:13:03,865 আমি জানি তুমি পারবে. 217 00:13:06,660 --> 00:13:07,661 জলদি চিন্তা করো. 218 00:13:10,622 --> 00:13:14,710 চমৎকার. আমি তোমার ভিতরে পানিবেন্ডিং মাস্টারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি. 219 00:13:14,835 --> 00:13:18,505 ধন্যবাদ , কিটারা , সিফু কিটারা. 220 00:13:22,509 --> 00:13:24,678 অগ্নি হলো শক্তির উপাদান. 221 00:13:24,761 --> 00:13:27,681 অগ্নি-জাতির লোকদের আছে আকাঙ্খা আর ইচ্ছাশক্তি ... 222 00:13:27,973 --> 00:13:30,392 এনার্জি আর চালিকাশক্তি যা দিয়ে তারা তাদের আকাঙ্খিত সবকিছু অর্জন করতে সক্ষম. 223 00:13:32,144 --> 00:13:34,771 ভূমি হলো পদার্থের উপাদান. 224 00:13:34,855 --> 00:13:38,233 ভূমি-রাজ্যের মানুষেরা নানা রকম আর শক্তিশালী. 226 00:13:38,608 --> 00:13:40,902 তারা অনড় আর সবকিছু সহ্য করতে পারে. 227 00:13:42,112 --> 00:13:44,489 বায়ু হলো স্বাধীনতার উপাদান. 228 00:13:44,573 --> 00:13:47,242 বায়ু-যাযাবরেরা জাগতিক চিন্তাভাবনা থেকে ... 229 00:13:47,326 --> 00:13:49,328 নিজেদেরকে বিরত রেখেছিল. 230 00:13:49,619 --> 00:13:51,538 এবং প্রশান্তি আর স্বাধীনতা খুঁজে পেয়েছিল. 231 00:13:51,830 --> 00:13:55,917 এছাড়া তাদের ভিতরে অনেক বেশি হাস্যরসবোধ ছিল. 233 00:13:59,421 --> 00:14:02,174 পানি হলো পরিবর্তনের উপাদান. 234 00:14:02,257 --> 00:14:07,220 পানি-গোত্রের মানুষেরা নিজেকে অনেক কিছুর সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম. 236 00:14:07,637 --> 00:14:11,141 সমাজ ও ভালোবাসার প্রতি তাদের গভীর জ্ঞান রয়েছে ... 237 00:14:11,350 --> 00:14:13,518 যা তাদেরকে যেকোনো পরিস্থিতিতে একসাথে রাখে. 238 00:14:14,853 --> 00:14:16,30 আপনি আমাকে এসব বলছেন কী করণে ? 239 00:14:17,314 --> 00:14:20,776 বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করা আবশ্যক. 240 00:14:21,109 --> 00:14:23,653 তুমি যদি মাত্র এক জায়গা থেকে জ্ঞান আহরণ করো ... 241 00:14:23,737 --> 00:14:26,114 তাহলে সেটা হয়ে যায় দুর্বোধ্য আর নীরস. 244 00:14:26,198 --> 00:14:32,916 বাকিগুলো , বাকি উপাদান আর জাতিদের অনুধাবন করার মাধ্যমে তোমার জ্ঞানে পূর্ণতা আসবে. 245 00:14:33,663 --> 00:14:37,084 এই চার উপাদানের কথা শুনে অ্যাভাটারের বিষয় বলে মনে হচ্ছে. 246 00:14:37,417 --> 00:14:40,670 একই ব্যক্তির মাঝে চার উপাদানের সমষ্টি ... 247 00:14:40,754 --> 00:14:43,298 অ্যাভাটারকে খুবই শক্তিশালী করে তোলে. 248 00:14:43,632 --> 00:14:46,343 কিন্তু এটা তোমাকেও আরো শক্তিশালী করতে পারে. 249 00:14:46,593 --> 00:14:49,012 একটু পরে আমি তোমাকে যে টেকনিক শেখাব ... 250 00:14:49,096 --> 00:14:51,681 আমি কিন্তু পানিবেন্ডারদের উপর গবেষণা করে সেটা আবিষ্কার করেছি. 251 00:15:00,857 --> 00:15:01,942 অ্যাং ... 252 00:15:02,025 --> 00:15:03,527 এই বাদামগুলো আমি তোমার ব্যাগে পেয়েছি. 253 00:15:03,610 --> 00:15:05,153 আমি ভেবে দেখলাম এগুলো নিলে তুমি কিছু মনে করবেনা. 254 00:15:05,237 --> 00:15:07,030 আর তাছাড়া , তুমি যদি কিছু মনে করেও থাকো ... 255 00:15:07,114 --> 00:15:09,741 তুমি এতটাই ভীতু যে আমাকে মানা করার সাহস পাবে না. 256 00:15:10,200 --> 00:15:12,327 সত্যি বলতে আমি কিছু মনে করি না. 257 00:15:12,411 --> 00:15:14,037 আমি খুশি মনে আমার সবকিছু শেয়ার করতে রাজি আছি. 258 00:15:14,579 --> 00:15:16,915 আমি সত্যিই খুশি যে তুমি এমন ধারণা পোষণ করো. 259 00:15:16,998 --> 00:15:20,127 কারণ আমি এই দারুণ বাদাম ভাঙ্গার জিনিসটাও পেয়েছি. 260 00:15:23,672 --> 00:15:25,841 আসলে , ওটা না করলে আমি খুশি হতাম ... 261 00:15:26,174 --> 00:15:28,343 ওটা একটা মূল্যবান জিনিস যা সন্ন্যাসীরা নিজ হাতে বানিয়েছিল ... 262 00:15:29,136 --> 00:15:30,554 ওটা একটা ঠুনকো জিনিস. 263 00:15:30,971 --> 00:15:33,598 এই ঠুনকো জিনিস এখন আরো কাজে ব্যবহার হবে. 264 00:15:39,187 --> 00:15:41,565 ওম. 265 00:15:41,982 --> 00:15:43,316 হেই , অ্যাং , তুমি কি ... 266 00:15:43,400 --> 00:15:44,443 ধ্যান করছি এখানে বসে. 267 00:15:44,734 --> 00:15:46,486 বিষয়টা গুরুত্বপূর্ণ. সূর্যাস্ত যেতে চলেছে. 268 00:15:46,570 --> 00:15:48,321 কিন্তু সকা এখনো ফিরে আসেনি. 269 00:15:48,405 --> 00:15:49,990 আমি মনে করি আমাদের ওকে খুঁজতে যাওয়া উচিত. 270 00:15:50,240 --> 00:15:52,242 আলাদা হয়ে খুঁজলে আমরা ওকে তাড়াতাড়ি খুঁজে পাবো. 271 00:15:54,578 --> 00:15:56,663 ঠিক আছে , কর্মফল প্রদানকারী ব্যক্তি বা বস্তু , 272 00:15:56,746 --> 00:15:58,415 যেই এই পদের দায়িত্বে আছো , 273 00:15:58,498 --> 00:16:01,084 আমি যদি এই অবস্থা থেকে জীবিত বের হতে পারি ... 274 00:16:01,168 --> 00:16:05,422 আমি মাংস খাওয়া আর কৌতুক করা ছেড়ে দেবো , ঠিক আছে ? 275 00:16:05,505 --> 00:16:08,216 আউ ! এছাড়া আর কিছুই দেয়ার নেই আমার. 276 00:16:08,550 --> 00:16:10,427 এটাই আমার প্রায় পুরো পরিচয়. 277 00:16:10,510 --> 00:16:13,054 সকা , মাংস খাদক আর কৌতুকবাজ পোলা. 278 00:16:13,138 --> 00:16:14,723 কিন্তু আমি এমন সকা হতে চাই ... 279 00:16:14,806 --> 00:16:16,600 যে নিরামিষ খায় আর সোজাসাপ্টা কথা বলে. 280 00:16:16,850 --> 00:16:17,851 ঠিক আছে ? 281 00:16:18,727 --> 00:16:19,728 অ্যাং ! 282 00:16:19,811 --> 00:16:21,813 ইশ্বরকে ধন্যবাদ. তুমি কি মাংস খুঁজে পেয়েছ ? 283 00:16:22,314 --> 00:16:24,191 সকা , ঠিক আছো তুমি ? 284 00:16:25,484 --> 00:16:28,278 থামো , থামো ! তুমি আমার আঙুল টেনে ছিড়ে ফেলবে. 285 00:16:28,361 --> 00:16:30,447 আর আমার মনে হয়না বাকি শরীর উঠে আসবে. 286 00:16:30,739 --> 00:16:33,867 হুমম , আমি নিশ্চিত আমি তোমাকে বায়ুবেন্ডিং করে তোমাকে তু্লতে পারব. 287 00:16:40,457 --> 00:16:42,417 সিরিয়াসলি , অ্যাং , আমি জানি তুমি এটাতে নতুন. 288 00:16:42,501 --> 00:16:45,170 কিন্তু তুমি তো ভূমিবেন্ডিং করে আমাকে এখান থেকে বের করতে পারো , তাইনা ? 289 00:16:46,505 --> 00:16:47,506 আমি পারব না. 290 00:16:47,589 --> 00:16:48,715 আমি এটা করতে পারব না. 291 00:16:55,847 --> 00:16:58,600 যদি তুমি ভূমিবেন্ডিং করে আমাকে এখান থেকে তুলতে না পারো তাহলে টফকে ডেকে নিয়ে আসো. 292 00:16:58,725 --> 00:16:59,976 আমি সেটাও করতে পারব না. 293 00:17:00,393 --> 00:17:02,020 তুমি পারবে না ? পারবে না কেন ? 294 00:17:02,437 --> 00:17:05,899 এটা করতে আমার খুবই ... অস্বস্তিকর মনে হবে. 295 00:17:06,107 --> 00:17:07,108 "অস্বস্তিকর." 296 00:17:07,192 --> 00:17:09,528 আমি চাইনা তুমি অস্বস্তি বোধ করো. 297 00:17:09,611 --> 00:17:10,779 ধন্যবাদ , সকা. 298 00:17:11,238 --> 00:17:14,282 এই পুরো ভূমিবেন্ডিং বিষয়টা আমাকে বিভ্রান্ত করে দিচ্ছে. 299 00:17:14,366 --> 00:17:15,996 আমি খুবই চাপের ভিতরে আছি. 300 00:17:16,326 --> 00:17:18,328 সবাই চাচ্ছে আমি যেন এটা তাড়াতাড়ি শিখে ফেলি. 301 00:17:18,453 --> 00:17:21,039 এটা সত্যিই আমাকে খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে. 302 00:17:21,164 --> 00:17:23,375 বিব্রতকর পরিস্থিতি ? আমি হয়তো জানি বিব্রতকর পরিস্তিতিতে পড়লে কেমন লাগে. 303 00:17:23,500 --> 00:17:25,377 আমি চেষ্টা করলে ব্যর্থ হই. 304 00:17:25,460 --> 00:17:28,588 কিন্তু চেষ্টা না করলে আমি আদৌ এটা শিখতে পারব না. 305 00:17:28,672 --> 00:17:31,258 আমার মনে হচ্ছে যেন আমি বিপদে পড়েছি কিন্তু পালানোর কোনো পথ নেই. 306 00:17:31,383 --> 00:17:33,051 হুমম , এটা কেমন বলো. 307 00:17:33,760 --> 00:17:35,929 অ্যাং , এই হলো আমার বন্ধু , ফুফু কাডলি পুপস. 308 00:17:36,012 --> 00:17:37,847 ফুফু কাডলি পুপস , ও অ্যাং. 309 00:17:37,931 --> 00:17:41,518 একটা খড়গদন্ত হরিণ-সিংহ শাবকের কী সুন্দর নাম. 310 00:17:41,977 --> 00:17:44,813 সত্যিই ? ওকে দেখে তো মোটেই খড়গদন্ত হরিণ-সিংহ বলে মনে হচ্ছেনা. 311 00:17:44,896 --> 00:17:47,816 বড় দাঁত আর শিং গজানোর আগে ওদের চিনতে পারা কঠিন. 312 00:17:48,066 --> 00:17:49,818 তুমি এখানে কী করছ , পিচ্চি বন্ধু ? 313 00:17:49,943 --> 00:17:51,111 তুমি কি তোমার মাকে হারিয়ে ফেলেছ 314 00:17:59,869 --> 00:18:02,497 পানিবেন্ডিং এনার্জি প্রাবাহের সাথে সম্পর্কিত. 315 00:18:03,123 --> 00:18:06,418 পানিবেন্ডাররা প্রতিপক্ষের শক্তিই তাদের বিপক্ষে ব্যবহার করার মাধ্যমে ... 316 00:18:06,501 --> 00:18:09,546 তাদের আত্মরক্ষাকে আক্রমণে পরিণত করে. 317 00:18:09,629 --> 00:18:12,132 একই কাজ আমি বজ্রের ক্ষেত্রে করতে শিখেছিলাম. 318 00:18:12,215 --> 00:18:14,217 আপনি আমাকে বজ্র ফেরত পাঠানো শেখাবেন ? 319 00:18:15,302 --> 00:18:18,346 তুমি নিজের দেহের শক্তিকে বয়ে যেতে দিলে ... 320 00:18:18,471 --> 00:18:20,098 বজ্র সেটাকে অনুসরণ করবে. 321 00:18:20,181 --> 00:18:22,976 অবশ্যই তোমাকে তোমার আঙুলের ডগা থেকে ... 322 00:18:23,059 --> 00:18:25,645 হাত হয়ে ঘাড় পর্যন্ত একটা পথ তৈরি করতে হবে. 323 00:18:25,729 --> 00:18:27,731 তারপর পেটে নামিয়ে আনবে. 324 00:18:28,231 --> 00:18:31,067 পেট হলো শরীরের এনার্জির উৎস. 325 00:18:31,526 --> 00:18:33,778 পেটকে বলা হয় চি’র সমুদ্র. 326 00:18:34,738 --> 00:18:38,074 অবশ্য আমার ক্ষেত্রে , এটা কিছুটা বিশাল এক মহাসমুদ্রের মতো. 327 00:18:41,661 --> 00:18:46,708 পেট থেকে , আবার উপর দিকে উঠাবে আর তারপর অপর হাত দিয়ে বের করে দেবে. 328 00:18:46,791 --> 00:18:48,793 বজ্র পেট থেকে নিয়ে বিকল্প পথে প্রবাহিত করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ. 329 00:18:49,294 --> 00:18:52,714 কখনোই তুমি বজ্রকে তোমার হৃদপিণ্ডের ভিতর দিয়ে যেতে দেবেনা. 330 00:18:52,797 --> 00:18:54,966 তাহলে সেটার খেসারত দিতে গিয়ে প্রাণ যেতে পারে. 331 00:18:55,759 --> 00:19:01,925 তুমি বজ্রপথের প্রাবাহকে অনুভব করার জন্য একটা শারীরিক অঙ্গভঙ্গি শিখে রাখতে পারো. 332 00:19:01,955 --> 00:19:03,016 ঠিক এভাবে. 333 00:19:07,270 --> 00:19:09,898 এখন , তুমি তোমার এনার্জির প্রতি মনোযোগ দিচ্ছো তো ? 334 00:19:10,231 --> 00:19:15,547 তুমি কি নিজের চি প্রবাহিত হয়ে ভিতরে , নীচে , উপরে আর বাহির হচ্ছে কিনা ... 335 00:19:15,556 --> 00:19:16,488 ... অনুভব করতে পারছ ? 336 00:19:16,571 --> 00:19:17,864 হুমম , মনে হচ্ছে তো পারছি. 337 00:19:19,574 --> 00:19:23,578 পানির মতো সহজ. শুধু প্রাবাহকে অনুভব করতে হবে. 338 00:19:29,292 --> 00:19:31,503 চমৎকার. তুমি শিখে ফেলেছ. 339 00:19:31,753 --> 00:19:34,089 দারুণ. আমি এখন সত্যিকার বজ্র দিয়ে এটা চেষ্টা করার জন্য প্রস্তুত. 340 00:19:34,798 --> 00:19:38,468 কী ? মাথা খারাপ হয়েছে নাকি তোমার ? বজ্র খুবই বিপজ্জনক. 341 00:19:38,551 --> 00:19:40,511 আমি তো ভেবেছিলাম এই কারণেই আপনি আমাকে শেখাচ্ছেন ... 342 00:19:40,595 --> 00:19:42,263 আমি নিজেকে এটা থেকে কীভাবে রক্ষা করব. 343 00:19:42,347 --> 00:19:45,433 হ্যাঁ , কিন্তু তাই বলে আমি তোমার দিকে বজ্র ছুড়ে মারতে পারব না. 344 00:19:45,796 --> 00:19:46,996 কপাল ভালো থাকেলে ... 345 00:19:46,997 --> 00:19:50,146 আদৌ তোমাকে এই কৌশল প্রয়োগ করার দরকার হবেনা. 346 00:19:54,234 --> 00:19:56,903 আপনি সাহায্য না করলে আমি নিজেই বজ্র খুঁজে নেবো. 347 00:20:01,324 --> 00:20:02,409 হেই. 348 00:20:02,992 --> 00:20:04,244 আমরা তোমার বাচ্চাকে পেয়েছি. 349 00:20:10,959 --> 00:20:13,002 দেখলে ? আমরা তোমাদের ক্ষতি করতে চাইনা. 350 00:20:13,545 --> 00:20:14,587 আমরা বন্ধুভাবাপন্ন. 351 00:20:16,339 --> 00:20:18,633 অ্যাং , অবস্থা খারাপ. এখান থেকে বের করো আমাকে. 352 00:20:19,551 --> 00:20:20,552 আহ ! 353 00:20:30,812 --> 00:20:32,021 এটা সত্যিই খারাপ হয়ে গেল. 354 00:20:32,230 --> 00:20:34,524 প্লিজ , অ্যাং ! ভূমিবেন্ডিং করে আমাকে বের করো. 355 00:20:34,607 --> 00:20:35,984 অন্য কোনো উপায় নেই. 356 00:20:37,068 --> 00:20:40,822 হাইয়াহ ! হাইয়াহ ! 357 00:20:44,576 --> 00:20:45,577 সর্বনাশ. 358 00:20:47,454 --> 00:20:49,205 উউউ-হুউউ ! আমাকে দেখো ! 359 00:20:58,465 --> 00:21:00,008 প্লিজ. আমাকে আবার একা ছেড়ে যেওনা. 360 00:21:00,091 --> 00:21:01,092 আমি যাবনা. 361 00:21:19,110 --> 00:21:20,320 তুমি এখানে কী করছ ? 362 00:21:20,653 --> 00:21:21,988 দৃশ্যটা বসে বসে উপভোগ করছি. 363 00:21:22,071 --> 00:21:24,491 কী ? তুমি পুরোটা সময় ধরে ওখানেই বসে ছিলে ? 364 00:21:24,574 --> 00:21:25,825 হ্যাঁ , প্রায় পুরোটা সময়. 365 00:21:25,909 --> 00:21:27,285 তুমি কিছু করো নাই কেন ? 366 00:21:27,577 --> 00:21:28,787 সকা বিপদে পড়েছিল. 367 00:21:28,870 --> 00:21:30,121 আমি বিপদে পড়েছিলাম ! 368 00:21:30,205 --> 00:21:32,707 ওকে ফাটল থেকে বের করে তুমি আমাদের সাহায্য করলে তো পারতে বসে না থেকে. 369 00:21:32,791 --> 00:21:34,459 হয়তো আমার ওটা করতে ইচ্ছাই করেনি. 370 00:21:39,756 --> 00:21:42,595 যথেষ্ট হয়েছে. আমি আমার গ্লাইডার ফিরে চাই. 371 00:21:43,718 --> 00:21:44,719 এখনই করো. 372 00:21:44,886 --> 00:21:45,887 কী ? 373 00:21:45,970 --> 00:21:47,430 ভূমিবেন্ডিং , টুইঙ্কল টোস. 374 00:21:47,680 --> 00:21:50,600 এইমাত্র তুমি বিশাল পশুর সামনে সাহস নিয়ে দাঁড়িয়েছ. 375 00:21:50,683 --> 00:21:51,935 আর এর চেয়ে অবাক করা কথা , 376 00:21:52,018 --> 00:21:53,812 তুমি আমার বিপক্ষে সাহস নিয়ে দাঁড়িয়েছ. 377 00:21:53,895 --> 00:21:55,313 এখন তুমি পারবে. 378 00:21:55,605 --> 00:21:57,273 - কিন্তু ... - করো ! 379 00:21:58,733 --> 00:21:59,818 হাহ ! 380 00:22:00,652 --> 00:22:01,778 তুমি করতে পেরেছ ! 381 00:22:02,362 --> 00:22:04,113 তুমি একজন ভূমিবেন্ডার. 382 00:22:04,197 --> 00:22:05,490 আমি এটা বিশ্বাস করতে পারছি না. 383 00:22:05,573 --> 00:22:08,952 এটা সত্যিই অপূর্ব আর মর্মস্পর্শী একটা মুহূর্ত. 384 00:22:09,160 --> 00:22:10,662 তো তুমি কি আমাকে এখান থেকে তুলতে পারবে ... 385 00:22:10,745 --> 00:22:13,122 যাতে আমি আদর দিয়ে তোমাদের দুজনকে জড়িয়ে ধরতে পারি ? 386 00:22:13,540 --> 00:22:14,791 এখনই করছি , সকা. 387 00:22:15,166 --> 00:22:17,669 সত্যি বলতে , তোমার হয়তো আমাকে কাজটা করতে দেওয়া উচিত. 388 00:22:17,752 --> 00:22:19,504 তুমি এখনো এ বিষয়ে একটু নতুন. 389 00:22:19,796 --> 00:22:21,381 তুমি হয়তো ওকে মাটি দিয়ে পিষে ফেলবে. 390 00:22:21,631 --> 00:22:23,049 হ্যাঁ , মাটি দিয়ে পিয়ে ফেলো না , প্লিজ. 391 00:22:30,849 --> 00:22:32,308 ওকে পেয়েছ ! 392 00:22:33,017 --> 00:22:34,936 যতক্ষণ আমি ওই গর্তে ছিলাম , 393 00:22:35,019 --> 00:22:37,605 জীবন আর মরণের সন্ধিক্ষণে , 394 00:22:37,689 --> 00:22:40,400 এটা আমাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভাবতে বাধ্য করল. 395 00:22:40,483 --> 00:22:41,651 আমি উপলব্ধি করলাম ... 396 00:22:41,734 --> 00:22:43,403 হেই , কিটারা , দেখো আমি কী করতে পারি. 397 00:22:46,823 --> 00:22:48,741 তুমি পেরেছ ! আমি জানতাম তুমি পারবে. 398 00:22:49,242 --> 00:22:51,536 তুমি ওকে ইতিবাচক দিক দিয়ে শিখিয়েছ , তাইনা ? 399 00:22:52,078 --> 00:22:54,372 হ্যাঁ , জাদুর মতো কাজ হয়েছে. 400 00:22:56,207 --> 00:22:59,002 আপা , আপা , এখন আমি ভূমিবেন্ডিং করতে পারি. 401 00:22:59,085 --> 00:23:00,879 ভূমিবেন্ডিংয়ের মুলমন্ত্র হলো ... 402 00:23:01,170 --> 00:23:03,256 শারিরীক আর মানসিকভাবে অটল থাকা. 403 00:23:03,506 --> 00:23:05,383 ওয়া ! আহ ! 404 00:23:13,600 --> 00:23:15,852 সবসময় তুই আমার উপর যত পেরেছিস বজ্র মেরেছিস. 405 00:23:15,935 --> 00:23:19,063 কিন্তু আমি বজ্র প্রতিরোধ করতে পারব. আর এখন উল্টো ফেরত পাঠাতে পারব ! 406 00:23:23,484 --> 00:23:24,485 মার ! 407 00:23:25,028 --> 00:23:26,029 বজ্রাঘাত কর আমাকে ! 408 00:23:26,112 --> 00:23:28,156 আগে তো কখনো আঘাত করতে দ্বিধা করিসনি. 409 00:23:49,456 --> 00:24:30,248 Translated By : Anisur Rahman