1 00:00:02,460 --> 00:00:06,797 পানি , ভূমি ... 2 00:00:06,881 --> 00:00:10,176 অগ্নি , বায়ু ... 3 00:00:11,302 --> 00:00:15,348 বহুকাল আগে থেকে , চার জাতি একসাথে মিলেমিশে বসবাস করছিল. 4 00:00:15,431 --> 00:00:18,726 তারপর অগ্নি-জাতির আক্রমণে সবকিছু পাল্টে যায়. 5 00:00:19,769 --> 00:00:23,689 একমাত্র অ্যাভাটার তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা রাখতেন. 6 00:00:23,773 --> 00:00:26,984 কিন্তু বিশ্বের সবচেয়ে প্রয়োজনের সময় তিনি অদৃশ্য হয়ে গেলেন. 8 00:00:27,401 --> 00:00:31,197 ১০০ বছর পেরিয়ে গেছে , আর আমার ভাই আর আমি , নতুন অ্যাভাটার ... 9 00:00:31,280 --> 00:00:32,865 অ্যাং নামের বায়ুবেন্ডারকে খুঁজে পেয়েছি. 10 00:00:32,949 --> 00:00:35,243 আর বায়ুবেন্ডিংয়ে চমৎকার দক্ষতা থাকলেও ... 11 00:00:35,326 --> 00:00:37,995 কাউকে বাঁচানোর আগে তার অনেক কিছু শেখা দরকার. 12 00:00:38,955 --> 00:00:42,250 কিন্তু আমার বিশ্বাস অ্যাং পৃথিবীকে রক্ষা করতে পারবে. 13 00:01:14,532 --> 00:01:16,659 দারুণ চেষ্ট করেছ , ছাত্র স্যাংগক. 14 00:01:16,742 --> 00:01:17,994 আরো কয়েক বছর পরে হয়তো , 15 00:01:18,077 --> 00:01:20,329 তুমি নিরাময়কারীর সাথে ফাইট করার যোগ্যতা অর্জন করবে. 16 00:01:22,498 --> 00:01:23,874 ওয়া ! 17 00:01:24,375 --> 00:01:27,295 কারো কি কিটারার সাথে আবার ফাইট করার ইচ্ছা আছে ? 18 00:01:29,630 --> 00:01:31,924 কিটারা , তুমি আমার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া ... 19 00:01:32,008 --> 00:01:34,010 যেকোনো ছাত্রের চেয়ে দ্রুত প্রশিক্ষণ শেষ করেছ. 20 00:01:34,093 --> 00:01:38,764 তুমি প্রমাণ করেছ দৃঢ়সংকল্প , অনুরাগ ও কঠিন পরিশ্রমের মাধ্যমে 22 00:01:38,848 --> 00:01:40,975 ... সবকিছু অর্জন করা সম্ভব. 23 00:01:41,517 --> 00:01:44,145 প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র সুপ্ত প্রতিভা দিয়ে কিছুই হবেনা. 24 00:01:44,228 --> 00:01:45,354 ছাত্র অ্যাং ! 25 00:01:45,438 --> 00:01:46,647 জ্বি , মাস্টার পাকু ? 26 00:01:46,731 --> 00:01:49,317 খেলার জন্য বিরতি নিতে চাও নাকি ? 27 00:01:49,400 --> 00:01:52,194 আমি ভেবে দেখলাম যতক্ষণ তুমি পোষা প্রাণীর সাথে খেলার সময় পেয়েছ , 28 00:01:52,278 --> 00:01:55,156 তাতে তোমার এতক্ষণে পানিবেন্ডিং শিখে ফেলার কথা. 29 00:01:55,239 --> 00:01:56,782 সম্পূর্ণ শিখে ফেলেছি বলবনা , 30 00:01:56,866 --> 00:01:58,242 কিন্তু এটা দেখেন ! 31 00:02:08,628 --> 00:02:10,963 তো , তোমাদের দক্ষিণ পানি-গোত্রে কোনো রাজপ্রাসাদ নেই ? 32 00:02:11,047 --> 00:02:12,214 রাজপ্রাসাদ ? 33 00:02:12,298 --> 00:02:13,674 আমি তো বিশাল এক বরফখণ্ডের ভিতরে বড় হয়েছি. 34 00:02:13,758 --> 00:02:15,718 সেটাও আবার এবড়ো থেবড়ো ডিজাইনের. 35 00:02:18,804 --> 00:02:20,848 সকা , এটা ঠিক হচ্ছে না. 36 00:02:20,931 --> 00:02:22,016 অসুবিধা কী ? 37 00:02:22,099 --> 00:02:23,476 আমরা দুজন একসাথে হাঁটছি ! 38 00:02:23,559 --> 00:02:24,810 আমার বিয়ে ঠিক হয়ে গেছে. 39 00:02:24,894 --> 00:02:26,937 এটা ঠিক মনে হচ্ছে না ... 40 00:02:27,813 --> 00:02:29,148 আমি জানি তোমার কী দরকার. 41 00:02:29,231 --> 00:02:30,858 আমার বন্ধু আপার সাথে তোমার দেখা করা দরকার. 42 00:02:30,941 --> 00:02:32,276 কার সাথে ? 43 00:02:33,486 --> 00:02:35,613 আপা আর আমি অনেক দিনের পুরনো বন্ধু , তাইনা , আপা ? 44 00:02:35,696 --> 00:02:37,782 আহ ! আস্তে ! 45 00:02:37,865 --> 00:02:38,908 নীচে রাখো , আপা ! 46 00:02:38,991 --> 00:02:40,034 না , উপরে উঠাও ! 47 00:02:40,117 --> 00:02:42,995 মনে হচ্ছে অনেক দিন পরে তোমাদের দেখা হয়েছে. 48 00:02:45,790 --> 00:02:47,333 তো , এটা কীভাবে উড়ে ? 49 00:02:47,416 --> 00:02:48,876 শক্ত করে ধরে বসেছ তো ? 50 00:02:48,959 --> 00:02:50,211 উম-হুমম. 51 00:02:50,294 --> 00:02:51,796 ইয়েপ , ইয়েপ. 52 00:02:52,797 --> 00:02:55,007 ও মা গো ! 53 00:02:56,842 --> 00:02:57,885 ওয়াও ! 54 00:02:57,968 --> 00:03:00,805 ভাবতে অবাক লাগছে এটা তোমরা প্রত্যেক দিন করো. 55 00:03:00,888 --> 00:03:03,265 হ্যাঁ , আমরা বেশিরভাগ সময় এখানেই কাটাই. 56 00:03:03,349 --> 00:03:06,060 আকাশে কি সবসময় এমন ঠাণ্ডা লাগে ? 57 00:03:07,061 --> 00:03:08,688 সাথে কেউ থাকলে আর ঠাণ্ডা লাগে না. 58 00:03:10,231 --> 00:03:11,857 উপরে দৃশ্যটা অনেক সুন্দর. 59 00:03:11,941 --> 00:03:12,983 হ্যাঁ. 60 00:03:17,488 --> 00:03:18,906 হুউউ , ইয়াহ ! 61 00:03:20,408 --> 00:03:22,118 সময়টা ভালোই যাচ্ছে , সময়টা ভালোই যাচ্ছে. 62 00:03:23,494 --> 00:03:24,578 হেই , দেখো. 63 00:03:25,538 --> 00:03:26,789 কী হচ্ছে ? 64 00:03:27,998 --> 00:03:29,208 সর্বনাশ. 65 00:03:53,315 --> 00:03:54,900 - কালির গুড়া. - কী ? 66 00:03:54,984 --> 00:03:56,485 আগেও আমি এটা দেখেছি. 67 00:03:56,569 --> 00:03:58,404 আমাদের গ্রামে আক্রমণ হওয়ার ঠিক আগের মুহূর্তে. 68 00:03:58,487 --> 00:04:00,406 এটা তুষারের সাথে মিশ্রিত কালির গুড়া. 69 00:04:00,489 --> 00:04:01,574 কিন্তু কী কারণে ? 70 00:04:01,657 --> 00:04:03,325 অগ্নি-জাতির কারণে. 71 00:04:03,409 --> 00:04:05,202 তারা উত্তরমেরুর কাছাকাছি অবস্থান করছে. 72 00:04:05,286 --> 00:04:06,954 আর ধোঁয়ার পরিমাণ দেখে মনে হচ্ছে , 73 00:04:07,037 --> 00:04:09,039 বিশাল বড় নৌবহর নিয়ে আসছে. 74 00:04:12,710 --> 00:04:16,464 এই ঘটানা ইতিহাসের পাতায় লেখা থাকবে , জেনারেল আইরো. 75 00:04:16,547 --> 00:04:19,091 একটু ভেবে দেখেন. এখন থেকে কয়েক শতাব্দী যাবৎ , 76 00:04:19,175 --> 00:04:21,302 মানুষ মহান অ্যাডমিরাল জাউয়ের কথা পড়বে , 77 00:04:21,385 --> 00:04:24,889 সর্বশেষ পানি-গোত্রের সভ্যতাকে যে ধ্বংস করেছিল. 79 00:04:25,222 --> 00:04:27,099 আপনার সৌভাগ্য আপনি সেটা নিজ চোখে দেখছেন. 80 00:04:27,183 --> 00:04:30,019 যাই করো না কেন সেটা একটু বুঝেশুনে করো , অ্যাডমিরাল. 81 00:04:30,102 --> 00:04:33,272 ইতিহাস কিন্তু সবসময় ইতিহাস রচনাকারীর প্রাতি সদয় হয়না. 82 00:04:33,355 --> 00:04:36,150 সম্ভবত আপনি অভিজ্ঞতা থেকে কথা বলছেন. 83 00:04:36,233 --> 00:04:39,153 কিন্তু জেনে রাখেন , এটা একদমই “বা সিং সে” শহরে ... 84 00:04:39,236 --> 00:04:42,656 আপনার ঐতিহাসিক পরাজয়ের মতো হবেনা. 85 00:04:42,740 --> 00:04:45,075 আশা করি তোমার সাথে যেন সেটা না ঘটে. 86 00:04:45,159 --> 00:04:48,287 ক্যাপ্টেনকে প্রথম আঘাত হানার জন্য প্রস্তুতি নিতে বলেন. 87 00:04:56,212 --> 00:04:58,005 শীঘ্রই আমরা উপকূলে জাহাজ ভিড়াব. 88 00:04:58,088 --> 00:04:59,590 তুমি কি কোনো প্লান করেছ ? 89 00:04:59,673 --> 00:05:01,133 প্লানের কাজ চলছে , আঙ্কেল. 90 00:05:11,685 --> 00:05:13,437 থামলে কেন ? উপরে যেতে হবে আমাদের ! 91 00:05:13,521 --> 00:05:15,689 না , সকা. থামো. 93 00:05:15,773 --> 00:05:17,316 আমাদের আর কখনো দেখা হবেনা. 94 00:05:17,399 --> 00:05:18,442 কোনো দিনও না. 95 00:05:18,526 --> 00:05:20,319 মানে ? আমরা তো শুধু বন্ধু. 96 00:05:20,402 --> 00:05:22,613 শুধু বন্ধু হলে তো ভালোই ছিল. 97 00:05:22,696 --> 00:05:24,198 কিন্তু আমি তোমাকে একটু বেশিই পছন্দ করি , 98 00:05:24,281 --> 00:05:26,617 আর তোমার সাথে থাকলে জানি না আমার কী হয়ে যায়. 99 00:05:26,700 --> 00:05:28,744 আমার অন্য কারো সাথে বিয়ে হয়ে যাচ্ছে. 100 00:05:28,953 --> 00:05:31,330 কিন্তু তুমি তাকে ভালোবাসো না , তাইনা ? 101 00:05:31,413 --> 00:05:33,249 পছন্দ করো বলেও তো মনে হচ্ছে না. 102 00:05:33,332 --> 00:05:35,000 কিন্তু আমার জনগনকে আমি ভালোবাসি. 103 00:05:35,084 --> 00:05:37,419 তুমি তো আর জনগনকে বিয়ে করছ না ! 104 00:05:37,503 --> 00:05:39,255 তুমি বুঝবে না. 105 00:05:39,338 --> 00:05:42,216 বাবার প্রতি , আমার গোত্রের প্রতি আমার একটা দায়িত্ব আছে. 107 00:05:42,299 --> 00:05:43,717 এটা আমাকে করতে হবে. 108 00:05:43,801 --> 00:05:45,094 ভালো থেকো. 109 00:05:48,097 --> 00:05:51,475 বহুদিন ধরে যে দিনের ভয়ে ছিলাম সেদিন আমাদের সামনে উপস্থিত হয়েছে. 110 00:05:51,559 --> 00:05:54,562 অগ্নি-জাতি আমাদের দোরগোড়ায় অবস্থান করছে. 111 00:05:54,645 --> 00:05:57,189 খুবই দুঃখের সাথে আমি এখানে ... 112 00:05:57,273 --> 00:05:59,984 আমার পরিবারকে যুদ্ধের জন্য ডেকেছি. 113 00:06:00,067 --> 00:06:03,195 এটা জেনেও যে এখানে যে মুখগুলো আছে ... 114 00:06:03,279 --> 00:06:06,282 তার মধ্য কিছু কিছু মুখ আমাদের গোত্র থেকে মুছে যাবে. 115 00:06:07,241 --> 00:06:10,744 কিন্তু আমাদের হৃদয় থেকে তারা কখনোই মুছে যাবেনা. 116 00:06:11,120 --> 00:06:14,832 এখন , যেহেতু আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে নেমে পড়েছি ... 117 00:06:14,915 --> 00:06:18,043 তাই আমি মহান আত্মাদের একবার ডেকে নিচ্ছি. 119 00:06:19,295 --> 00:06:24,925 সমুদ্রের আত্মা , চন্দ্রের আত্মা , সহায় হও আমাদের ! 120 00:06:25,009 --> 00:06:29,054 ভয়ঙ্কর একটা মিশনের জন্য আমার কিছু ভলেন্টিয়ার প্রয়োজন. 121 00:06:29,471 --> 00:06:31,515 - আমার নাম লিখান. - সকা ... 122 00:06:31,599 --> 00:06:32,975 সাবধান. 123 00:06:33,058 --> 00:06:35,728 তোমাদের মধ্য অনেকেই হয়তো আর ফিরে আসবেনা. 124 00:06:35,811 --> 00:06:40,316 মিশনে যেতে চাইলে সামনে এসে কপালে পানি-গোত্রের প্রতীক গ্রহণ করো. 126 00:07:07,301 --> 00:07:10,137 যুদ্ধের পূর্ব মুহূর্তের নিরবতা সহ্য করা খুবই কষ্টকর. 127 00:07:10,220 --> 00:07:12,723 বড়ই অপ্রীতিকর এই সময়টা. 128 00:07:12,806 --> 00:07:15,726 যখন অগ্নি-জাতি আমার জনগনের উপর আক্রমণ করেছিল , তখন আমি সেখানে ছিলাম না সাহায্য করার জন্য. 129 00:07:16,393 --> 00:07:18,520 এবার আমি আগের মতো হতে দিবনা. 130 00:08:04,525 --> 00:08:05,609 ইয়েপ , ইয়েপ ! 131 00:08:10,572 --> 00:08:11,824 কিটারা ! 132 00:08:34,680 --> 00:08:36,056 এইখানে নামিয়ে দিলেই চলবে , বন্ধু. 133 00:09:46,043 --> 00:09:47,252 আপা ! 134 00:09:50,798 --> 00:09:52,257 উদ্ধার করার জন্য ধন্যবাদ , বন্ধু. 135 00:10:13,946 --> 00:10:15,781 ধ্যাৎতেরি. 136 00:10:18,367 --> 00:10:21,870 সৈনিকেরা , তোমরা অগ্নি-নৌবাহিনীর জাহাজে অনুপ্রবেশ করবে. 137 00:10:22,204 --> 00:10:26,166 তার মানে তোমাদের একটা করে এই রকম ইউনিফর্ম দরকার. 138 00:10:31,672 --> 00:10:33,215 সমস্যা কী তোমার ? 139 00:10:33,298 --> 00:10:35,759 অগ্নি-জাতির ইউনিফর্ম দেখতে ওরকম নাহ. 140 00:10:35,843 --> 00:10:37,469 অবশ্যই এরকম দেখতে. 141 00:10:37,553 --> 00:10:41,056 এগুলো আসল ইউনিফর্ম , অগ্নি-নৌবাহিনীর সৈন্যদের কাছ থেকে যেগুলো হাতিয়ে নেয়া হয়েছিল. 142 00:10:41,348 --> 00:10:43,600 কখন , ১০০ বছর আগে ? 143 00:10:44,059 --> 00:10:45,435 ৮৫ বছর আগে. 144 00:10:45,519 --> 00:10:47,855 অগ্নি-জাতির সৈন্যরা এখন আর কাঁধের স্পাইপ ব্যবহার করেনা. 145 00:10:47,938 --> 00:10:51,024 নতুন ইউনিফর্ম আরো দক্ষতার সাথে তৈরি. 146 00:10:51,108 --> 00:10:52,943 আমরা কী দেখে ওকে বিশ্বাস করব ? 147 00:10:53,026 --> 00:10:55,529 নতুন এসেই যা না তাই বলছে. 148 00:10:55,612 --> 00:10:57,739 সকা আমাদের সমগোত্র থেকে এসেছে , হান. 149 00:10:57,823 --> 00:11:02,077 ওর লড়াই করার যোগ্যতা আছে , আর আমি ওকে অর্মিতে আসার অনুমতি দিয়েছি. 150 00:11:02,411 --> 00:11:08,125 এখন আমাদের প্রথম কাজ হলো তাদের কমান্ডিং অফিসার সম্পর্কে তথ্য খুঁজে বের করা. 152 00:11:08,500 --> 00:11:09,918 তার নাম জাউ. 153 00:11:10,836 --> 00:11:13,589 মাঝারি বয়সের , চোয়ালের দুইপাশে জুলফি , বদমেজাজি ... 154 00:11:13,964 --> 00:11:17,718 সকা , আমি চাই তুমি যা জানো হানকে সবকিছু বলো. 155 00:11:17,801 --> 00:11:19,595 ও এই মিশনের নেতৃত্ব দিচ্ছে. 156 00:11:19,678 --> 00:11:21,889 হান , সকার প্রতি সম্মান প্রদর্শন করো. 157 00:11:21,972 --> 00:11:25,684 এটুকু ভদ্রতা আমি আমার হবু জামাতার কাছ থেকে আশা করতে পারি. 158 00:11:28,145 --> 00:11:29,897 রাজকুমারী ইউয়ে তোমাকে বিয়ে করছে ? 159 00:11:29,980 --> 00:11:31,565 হ্যাঁ. কেন কোনো সমস্যা আছে ? 160 00:11:31,648 --> 00:11:33,775 না. অভিনন্দন. 161 00:11:40,407 --> 00:11:42,159 অগ্নিগোলার গতিরোধ করো ! 162 00:11:51,543 --> 00:11:53,462 সন্ধ্যা প্রায় হয়ে এলো , অ্যাডমিরাল. 163 00:11:53,545 --> 00:11:54,838 তোমার সামরিক উপদেষ্টা হিসেবে , 164 00:11:54,922 --> 00:11:57,674 অবশ্যই তোমার প্রতি আমার পক্ষ থেকে আক্রমণ স্থগিত করার পরামর্শ থাকবে. 165 00:11:57,758 --> 00:12:00,761 পানিবেন্ডাররা চন্দ্র থেকে তাদের শক্তি সংগ্রহ করে , 166 00:12:00,844 --> 00:12:02,930 আর আজ রাতে চাঁদ প্রায় পূর্ণিমার আকার ধারণ করেছে. 167 00:12:03,013 --> 00:12:06,141 এখন সাময়িক বিরতি নিয়ে সূর্য উঠলে তোমার আক্রমণ শুরু করা উচিত. 168 00:12:06,225 --> 00:12:08,227 ওহ , চন্দ্র সমস্যা সম্পর্কে আমি পুরোপুরি অবগত আছি. 169 00:12:08,310 --> 00:12:11,104 আর আমি সমাধানের একটা প্রচেষ্টা চালাচ্ছি. 170 00:12:11,188 --> 00:12:13,774 কিন্তু আপাতত , বিরতি নেওয়া যাক সূর্য উঠা পর্যন্ত. 171 00:12:20,822 --> 00:12:22,449 অগ্নিবর্ষণ করা থামিয়ে দিয়েছে. 172 00:12:22,532 --> 00:12:23,575 অ্যাং ! 173 00:12:29,790 --> 00:12:31,583 আমি পারব না. 174 00:12:31,667 --> 00:12:32,876 আমি পারব না. 175 00:12:32,960 --> 00:12:34,294 কী হয়েছে ? 176 00:12:34,378 --> 00:12:36,755 অগ্নি-নৌবাহিনীর এক ডজন জাহাজ হলে আমি ধ্বংস করতে পারতাম. 177 00:12:36,838 --> 00:12:39,549 কিন্তু এখানে তো অনেক জাহাজ. 178 00:12:39,633 --> 00:12:41,176 সবকটার সাথে আমি পেরে উঠবনা ! 179 00:12:41,260 --> 00:12:43,053 কিন্তু তোমাকে পারতে হবে. 180 00:12:43,136 --> 00:12:44,554 তুমি অ্যাভাটার. 181 00:12:44,638 --> 00:12:46,640 আমি তো ছোট একটা ছেলে. 182 00:12:56,441 --> 00:12:58,735 তুমি যদি অক্টোপাস শিকার করতে গিয়ে থাকো , ভাইপো আমার , 183 00:12:58,819 --> 00:13:01,238 টাইট করে বোনা জাল দরকার পড়বে তোমার. 184 00:13:01,321 --> 00:13:05,033 নাহলে ও ছোট্ট ছিদ্র দিয়ে পালিয়ে যাবে. 185 00:13:05,117 --> 00:13:07,119 এই মুহূর্তে আপনার প্রজ্ঞা আমার দরকার নেই , আঙ্কেল. 186 00:13:07,202 --> 00:13:10,622 আমি দুঃখিত , আমি তোমাকে বারবার বলছি কারণ ... 187 00:13:10,706 --> 00:13:14,042 যখন থেকে আমি আমার ছেলেকে হারিয়েছি ... 188 00:13:14,501 --> 00:13:16,920 আঙ্কেল , আমি জানি. 189 00:13:17,004 --> 00:13:19,464 আমি তোমাকে নিজের ছেলে মনে করি. 190 00:13:21,675 --> 00:13:23,093 আমি জানি , আঙ্কেল. 191 00:13:23,176 --> 00:13:24,344 আবার দেখা হবে আমাদের. 192 00:13:26,138 --> 00:13:27,973 যখন আমি অ্যাভাটারকে বন্দী করব , তারপর. 193 00:13:30,976 --> 00:13:33,103 তোমার আগুনের নিঃশ্বাসের কথা মনে রেখো. 194 00:13:33,186 --> 00:13:34,771 ওটা তোমার জীবন বাঁচাতে পারে. 195 00:13:34,855 --> 00:13:35,897 ঠিক আছে. 196 00:13:35,981 --> 00:13:37,816 আর মাথায় হুড পরো. 197 00:13:37,899 --> 00:13:39,609 কান গরম রাখো. 198 00:13:39,693 --> 00:13:40,986 আমার কোনো সমস্যা হবেনা ! 199 00:13:49,494 --> 00:13:50,912 একটা কথা শুনো , সকা , 200 00:13:50,996 --> 00:13:54,166 জীবনে আমি অনেক মেয়ের সাথে লাইন মেরেছি , কিন্তু ইউয়ে তাদের ভিতরে সবচেয়ে সুন্দরী. 201 00:13:54,249 --> 00:13:56,251 আর ইউয়েকে বিয়ে করলে আমি বিশাল অঙ্কের যৌতুক পাবো. 202 00:13:56,335 --> 00:13:58,587 যৌতুক ?! সেটা আবার কী জিনিস ? 203 00:13:58,670 --> 00:14:00,964 আমি বলতে চাচ্ছি , ইউয়ের চেহারা ও আচার-ব্যবহার খুব সুন্দর. 204 00:14:01,048 --> 00:14:03,192 কিন্তু চীফের কাছ থেকে আমি বেতনের অতিরিক্ত যে ভাতা পাবো সেটা একেবারে খারাপ না. 205 00:14:03,216 --> 00:14:06,845 রাজকুমারী ইউয়েকে তোমার মতো স্বার্থপরের সাথে বিয়ে দিয়ে পুরোপুরি অপাত্রে ব্যয় করা হচ্ছে ! 206 00:14:07,220 --> 00:14:08,555 ওয়া , এক মিনিট ! 207 00:14:08,638 --> 00:14:09,806 তাতে তোমার কী আসে যায় ? 208 00:14:09,890 --> 00:14:12,309 তুমি তো দক্ষিণ গোত্রের সহজ সরলে একটা ছেলে. 209 00:14:12,392 --> 00:14:15,395 আমাদের জীবনের রাজনৈতির জটিলতার তুমি কী বুঝবে ? 210 00:14:15,479 --> 00:14:16,688 কষ্ট নিয়ো না মনে. 211 00:14:20,484 --> 00:14:23,236 তুই তো একটা নির্বোধ যার মন বলে কিছু নেই ! কষ্ট নিস না মনে ! 212 00:14:25,822 --> 00:14:27,157 অনেক হয়েছে ! 213 00:14:27,240 --> 00:14:29,910 সকা , মিশন থেকে তোমাকে বাদ দেওয়া হলো. 214 00:14:30,535 --> 00:14:32,287 ঠিক আছে , লাইন ধরে চলো , সৈনিকেরা ! 215 00:14:32,371 --> 00:14:34,164 সবাই আমি যা বলব সেটাই করবে , 216 00:14:34,247 --> 00:14:37,250 তাহলে অ্যাডমিরাল চো ব্যাটাকে পরপারে পাঠাতে সময় লাগবে না আমাদের ! 217 00:14:37,334 --> 00:14:39,127 নামটা অ্যাডমিরাল জাউ ! 218 00:15:15,080 --> 00:15:16,748 ওরা যাচ্ছে কোথায় ? 219 00:15:18,667 --> 00:15:20,836 ওরা হয়তো কোথাও বাতাস নিতে যাচ্ছে. 220 00:15:30,011 --> 00:15:33,098 জনশ্রুতি অনুসারে চাঁদ হলো প্রথম পানিবেন্ডার. 221 00:15:33,181 --> 00:15:35,767 আমাদের পূর্বপুরুষেরা দেখেছিল চাঁদ কীভাবে জোয়ার ভাটার সৃষ্টি করে , 222 00:15:35,851 --> 00:15:37,769 আর নিজেরা সেটা দেখে পানিবেন্ডিং করতে শিখেছিল. 223 00:15:37,853 --> 00:15:41,273 আমি খেয়াল করেছি রাতে আমার পানিবেন্ডিং সবসময় শক্তিশালী হয়. 224 00:15:41,356 --> 00:15:44,234 আমাদের শক্তি আসে চন্দ্রের আত্মা থেকে , 225 00:15:44,317 --> 00:15:46,695 আর এনার্জি আসে সমুদ্রের আত্মা থেকে. 226 00:15:46,778 --> 00:15:49,364 তারা দুই আত্মা ভারসাম্য রক্ষা করার জন্য একসাথে কাজ করে. 227 00:15:49,573 --> 00:15:50,824 আত্মা. 228 00:15:50,907 --> 00:15:53,660 হয়তো আমি তাদের খুঁজে পাবো আর তাদের কাছ থেকে সাহায্য নিতে পারব. 229 00:15:53,743 --> 00:15:55,120 তুমি কীভাবে তাদের কাছ থেকে সাহায্য নিবে ? 230 00:15:55,203 --> 00:15:58,832 অ্যাভাটার আমাদের জগৎ আর আত্মার জগতের মাঝে সেতুবন্ধন. 232 00:15:58,915 --> 00:16:00,292 অ্যাং তাদের সাথে কথা বলতে পারে ! 233 00:16:00,375 --> 00:16:03,336 হয়তো তারা তোমাকে যুদ্ধে জেতার মতো তথ্য দিতে পারবে. 234 00:16:03,420 --> 00:16:07,466 অথবা তারা হয়তো অগ্নি-জাতির উপর ভয়ঙ্কর একটা আত্মার আক্রমণ চালাবে ! 236 00:16:09,509 --> 00:16:11,178 অথবা তথ্য দিবে. সেটাও তো কম না একেবারে. 237 00:16:11,261 --> 00:16:12,971 সমস্যার কথা হলো , 238 00:16:13,054 --> 00:16:15,474 শেষবার তুমি দুর্ভাগ্যক্রমে আত্মার জগতে চলে গিয়েছিলে. 239 00:16:15,557 --> 00:16:17,267 এবার তুমি সেখানে যাবে কেমন করে ? 240 00:16:17,350 --> 00:16:19,603 আমার মাথায় একটা বুদ্ধি এসেছে. আমার সাথে আসো. 241 00:16:26,485 --> 00:16:28,445 তো , এটাই কি আত্মার জগতে প্রবেশের রাস্তা ? 242 00:16:28,528 --> 00:16:29,613 না. 243 00:16:29,696 --> 00:16:32,574 আত্মার জগতে নিজে থেকেই যেতে হবে তোমাকে. কিন্তু আমি তোমাকে পুরো ... 244 00:16:32,657 --> 00:16:35,827 উত্তরমেরুর সবচেয়ে আধ্যাত্মিক জায়গায় নিয়ে যেতে পারব. 245 00:16:52,677 --> 00:16:55,597 আমি কখনোই ভাবিনি ঘাস দেখে আমার এত ভালো লাগবে ! 246 00:16:55,680 --> 00:16:58,475 অনেক গরম তো এখানে ! এটা কীভাবে সম্ভব ? 247 00:16:58,558 --> 00:17:01,853 এটা আমাদের এলাকার সমস্ত আধ্যাত্মিক এনার্জির কেন্দ্রস্থল. 248 00:17:11,279 --> 00:17:12,781 তুমি ঠিকই বলেছিলে , ইউয়ে. 249 00:17:12,864 --> 00:17:14,449 আমি যেন কিছু একটা ... 250 00:17:14,533 --> 00:17:15,617 অনুভব করতে পারছি. 251 00:17:15,700 --> 00:17:16,910 এই জায়গাটা খুবই ... 252 00:17:16,993 --> 00:17:18,411 শান্ত. 253 00:17:36,263 --> 00:17:37,305 চুপ থাক ! 254 00:17:57,492 --> 00:17:59,494 মন খারাপ নাকি , সকা ? 255 00:17:59,578 --> 00:18:00,704 একদমই না. 256 00:18:00,787 --> 00:18:02,431 হান টপ-সিক্রেট মিশনে গেছে , 257 00:18:02,455 --> 00:18:04,332 আর আমি এখানে বসে আমার বূমেরাং শাণ দিচ্ছি. 258 00:18:04,416 --> 00:18:05,709 সবকিছু ঠিক আছে. 259 00:18:05,792 --> 00:18:07,252 আমার কথা শুনো. 260 00:18:07,335 --> 00:18:10,046 নিজের স্বার্থের কারণে মিশন থেকে আমি তোমাকে বাদ দিয়েছি. 261 00:18:10,130 --> 00:18:13,133 আমার পক্ষ থেকে তোমাকে বিশেষ একটা কাজ দেবো ভেবেছি. 262 00:18:13,216 --> 00:18:14,926 কী কাজ , সৈন্যদের থাকার ঘর পরিষ্কারের কাজ ? 263 00:18:15,010 --> 00:18:18,888 আমি তোমাকে আমার মেয়ে , রাজকুমারী ইউয়েকে দেখে রাখার দায়িত্ব দিতে চাই. 264 00:18:19,431 --> 00:18:21,308 ওহ. অবশ্যই. 265 00:18:21,391 --> 00:18:23,184 কাজটা তত বেশি কঠিন হবেনা. 266 00:19:16,196 --> 00:19:18,156 ও ওই ভাবে বসে আছে কেন ? 267 00:19:18,239 --> 00:19:19,532 ও ধ্যান করছে. 268 00:19:19,616 --> 00:19:21,826 আত্মার জগতের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে. 269 00:19:22,118 --> 00:19:24,079 এটা করতে ওর পুরোপুরি মনোনিবেশ করার দরকার হয়. 270 00:19:24,496 --> 00:19:26,206 আমরা কি ওকে কোনোভাবে সাহায্য করতে পারি ? 271 00:19:26,289 --> 00:19:27,957 একটু কি চুপ থাকা যায়না নাকি ?! 272 00:19:28,041 --> 00:19:31,169 সবাই চুপ করে থাকো , আমি তোমাদের প্রতিটা কথা শুনতে পাচ্ছি. 273 00:19:51,690 --> 00:19:52,774 ও কি ঠিক আছে ? 274 00:19:52,857 --> 00:19:54,651 ও আত্মার জগতে প্রবেশ করছে. 275 00:19:54,734 --> 00:19:57,112 ওর শরীর না সরানো পর্যন্ত ওর কোনো সমস্যা হবেনা. 276 00:19:57,195 --> 00:19:59,531 এটাই ওর বাস্তব জগতে ফিরে আসার উপায়. 277 00:19:59,614 --> 00:20:00,949 হয়তো আমরা ওকে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারি ? 278 00:20:01,032 --> 00:20:02,575 না. ও আমার বন্ধু. 279 00:20:02,659 --> 00:20:04,953 আমি ওকে রক্ষা করতে পুরোপুরি সক্ষম. 280 00:20:05,328 --> 00:20:08,248 আচ্ছা , মেয়ে বুঝি খুব বড় হয়ে গেছে ? 281 00:20:08,331 --> 00:20:09,374 না ... 282 00:20:09,457 --> 00:20:10,500 হ্যাঁ. 283 00:20:10,583 --> 00:20:13,044 ওকে আমার হাতে তুলে দে তাহলে আমি তোকে ছেড়ে দেবো. 284 00:20:15,797 --> 00:20:16,965 হিয়া ! 285 00:20:24,931 --> 00:20:26,599 আমি বুঝেছি তুই নতুন কিছু কৌশল শিখেছিস. 286 00:20:26,683 --> 00:20:28,560 কিন্তু তোর কাছে হেরে যাওয়ার জন্য আমি এতদূর আসিনি. 287 00:20:48,788 --> 00:20:50,874 গেঁয়ো কোথাকার. 288 00:20:50,957 --> 00:20:53,001 তুই একটা মাস্টার খুঁজে পেয়েছিস , তাই না রে ? 289 00:20:56,546 --> 00:20:58,006 হিয়া ! 290 00:21:03,094 --> 00:21:04,512 হিয়া ! হিয়া ... 291 00:21:09,309 --> 00:21:11,311 আহ ! উহ ! 292 00:21:12,061 --> 00:21:13,897 হিয়া ! হিয়া ... 293 00:21:27,076 --> 00:21:29,329 অবশেষে সূর্য উঠেছে. 294 00:21:29,704 --> 00:21:31,706 ইতিহাস রচনা করা যাক এবার. 295 00:21:53,561 --> 00:21:57,398 চাঁদ উঠার সাথে তোর উত্থান হয় , আমার উত্থান হয় সূর্য উঠার সাথে সাথে. 296 00:22:08,868 --> 00:22:12,497 পানি-গোত্র তাদের অনিবার্য পরাজয়কে রুখে দিতে চেষ্টা করবে. 297 00:22:13,289 --> 00:22:15,834 কিন্তু আজই তাদের শহরের পতন ঘটবে. 298 00:22:23,216 --> 00:22:25,009 অ্যাং ?! 299 00:22:26,886 --> 00:22:28,805 কী হয়েছে ?! জুকো কোথায় ?! 300 00:22:28,888 --> 00:22:30,014 ও অ্যাংকে নিয়ে গেছে. 301 00:22:30,098 --> 00:22:32,433 ও আমার কাছ থেকে অ্যাংকে খুব সহজে নিয়ে গেছে. 302 00:22:33,101 --> 00:22:34,894 ওরা কোথায় গেল ? 303 00:22:39,556 --> 00:22:56,527 Translated By : Anisur Rahman