1 00:03:23,380 --> 00:03:24,430 কে... 2 00:03:25,720 --> 00:03:27,720 কে তুমি? 3 00:05:46,780 --> 00:06:01,250 আখলাক আহমেদ 4 00:06:02,000 --> 00:06:08,090 www.subscene.com/u/1072247 5 00:23:55,870 --> 00:24:01,910 মূল্যবান জিনিস নিজের মধ্যে রাখো নাহলে তাদের হারিয়ে ফেলবে। 6 00:24:43,960 --> 00:24:47,540 ডিমটার মধ্যে কী আছে বলে তোমার মনে হয়? 7 00:24:51,510 --> 00:24:53,800 আমি তোমাকে সেরকম কথা বলতে পারবো না... 8 00:24:54,930 --> 00:24:57,720 তাছাড়া, আমি জানিও না তুমি কে। 9 00:24:58,890 --> 00:25:04,890 ভেতরে কী আছে জানার জন্য আগে ডিমটা ভাঙ্গতে হবে। 10 00:25:47,690 --> 00:25:49,940 কে তুমি?! 11 00:26:33,690 --> 00:26:35,610 আমার পিছা কোরো না! 12 00:29:35,710 --> 00:29:37,040 মাছ বেরিয়ে এসেছে। 13 00:29:39,880 --> 00:29:40,960 মাছ? 14 00:29:47,010 --> 00:29:50,680 যদিও তারা আর কোথাও নেই তবুও তাদের পিছা করে। 15 00:29:50,680 --> 00:29:53,180 যদিও কোথাও আর কোনো মাছ নেই। 16 00:36:47,140 --> 00:36:48,350 প্লিজ... 17 00:36:49,180 --> 00:36:51,060 আমার ডিম... 18 00:36:51,060 --> 00:36:52,980 ওটার কোনো ক্ষতি কোরো না... 19 00:36:52,980 --> 00:36:54,730 কথা দাও। 20 00:37:37,650 --> 00:37:39,020 এদিকে আসো। 21 00:38:04,300 --> 00:38:08,470 আমি এরকম একটা গাছ আগেও দেখেছি... 22 00:38:10,850 --> 00:38:13,390 কখন দেখেছি? 23 00:38:15,020 --> 00:38:17,730 এতো আগে যে আমার মনেও নেই... 24 00:38:19,020 --> 00:38:22,400 এমন এক আকাশের নিচে যেখানে মেঘ শব্দ করে চলাচল করতো। 25 00:38:25,280 --> 00:38:31,030 অন্ধকার দিগন্ত প্রসারিত হয়ে তার মধ্যে থেকে এক বিশাল গাছ বেড়ে উঠেছিল। 26 00:38:31,830 --> 00:38:34,580 ওটা মাটি থেকে জীবন চুষে নিতো... 27 00:38:34,580 --> 00:38:37,080 এবং তার জীবন্ত ডালপালা উপরের দিকে উঠে যেতো... 28 00:38:37,080 --> 00:38:39,170 যেন কোনোকিছু আঁকড়ে ধরার চেষ্টা করছে... 29 00:38:40,750 --> 00:38:46,380 বিশাল পাখিটা একটা ডিমের মাঝে ঘুমাচ্ছে। 30 00:38:47,130 --> 00:38:49,430 পাখিটার কী হয়েছে? 31 00:38:49,430 --> 00:38:51,100 কোথায় ওটা? 32 00:38:59,350 --> 00:39:03,730 সে এখনো সেখানেই আছে, এখনো স্বপ্ন দেখছে। 33 00:39:04,320 --> 00:39:05,230 স্বপ্ন দেখছে? 34 00:39:06,070 --> 00:39:08,070 পাখিটা কোন ধরণের স্বপ্ন দেখে? 35 00:39:09,780 --> 00:39:12,410 ডিমটার মধ্যে কী আছে? 36 00:39:12,410 --> 00:39:14,490 এখনো আমাকে বলতে রাজি না? 37 00:40:50,630 --> 00:40:53,630 তুমি কতদিন ধরে এখানে আছো? 38 00:40:58,390 --> 00:41:00,850 যতোগুলো বোতল আছে ততোদিন? 39 00:41:06,730 --> 00:41:09,820 আমিও ভুলে গেছি আমি কোথায় থেকে এসেছি... 40 00:41:10,490 --> 00:41:15,740 হয়তো শুরু থেকেই জানতাম না আমি কোথায় যাচ্ছি। 41 00:41:17,450 --> 00:41:19,540 তুমি কি দূরে কোথাও চলে যাবে? 42 00:41:39,810 --> 00:41:44,520 আমি মানব জাতিকে ধ্বংস করে দিব যাদের আমি মাটি থেকে সৃষ্টি করেছি, 43 00:41:45,230 --> 00:41:50,780 মানুষ, জন্তু, পোকামাকড় ও আকাশের পাখি, তাদের সৃষ্টি করেছি বলে আমি দুঃখিত। 44 00:41:51,320 --> 00:41:54,900 আমি পৃথিবীর উপর ৪০ দিন ও ৪০ রাত্রি বর্ষণ প্রেরণ করবো 45 00:41:55,320 --> 00:42:00,660 এবং আমার সৃষ্ট প্রত্যেক জীবিত প্রানী পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। 46 00:42:00,660 --> 00:42:05,120 এবং সাত দিন পরে পৃথিবীতে শুরু হলো মহাপ্লাবন। 47 00:42:10,420 --> 00:42:14,550 জল এত বাড়লো যে সবচেয়ে উঁচু পর্বতগুলো পর্যন্ত ডুবে গেল। 48 00:42:17,680 --> 00:42:21,220 এবং আকাশের সব জানালা খুলে দেওয়া হলো। 49 00:42:21,220 --> 00:42:26,480 এবং পৃথিবীতে ৪০ দিন ও ৪০ রাত ধরে সমানে বৃষ্টি হলো। 50 00:42:26,480 --> 00:42:29,310 নৌকো মাটি ছেড়ে জলের উপরে ভাসতে থাকলো। 51 00:42:30,060 --> 00:42:32,320 পৃথিবীর প্রত্যেক জীবিত প্রাণী মারা গেল। 52 00:42:32,320 --> 00:42:35,190 পাখি, গবাদিপশু, জন্তু, 53 00:42:35,190 --> 00:42:40,370 বুকে ভর দিয়ে হাঁটা সমস্ত প্রাণী যা পৃথিবীতে বিচরণ করতো এবং সমস্ত মানুষ। 54 00:42:40,370 --> 00:42:43,450 কেবল নোয়াহ অবশিষ্ট ছিল, 55 00:42:43,450 --> 00:42:46,870 এবং তারা, যারা তার সাথে নৌকায় ছিল। 56 00:42:48,000 --> 00:42:49,710 তারপর সে নৌকো থেকে একটা পায়রা উড়িয়ে দিল 57 00:42:49,710 --> 00:42:52,960 পৃথিবীর বুক থেকে জল নেমে গিয়ে মাটি দেখা দিয়েছে কিনা জানার জন্য। 58 00:43:02,010 --> 00:43:05,980 তারপর সে আরো ৭ দিন অপেক্ষা করলো এবং তারপর আবার পায়রা উড়িয়ে দিল। 59 00:43:06,600 --> 00:43:12,770 কিন্তু পাখিটা আর তার কাছে ফিরে আসেনি। 60 00:43:14,690 --> 00:43:19,950 পাখিটা কোথাও অবতরণ করেছে? নাকি দুর্বল হয়ে পড়ায় আর উড়তে না পেরে পানিতে ডুবে গেছে... 61 00:43:19,950 --> 00:43:22,490 কী ঘটেছে তা কেউ জানতো না। 62 00:43:22,490 --> 00:43:25,660 তাই মানুষ পাখিটা ফেরার অপেক্ষা করতে থাকে, 63 00:43:25,660 --> 00:43:28,080 অপেক্ষা করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়ে। 64 00:43:28,080 --> 00:43:32,380 তারা পাখিটার কথা ভুলে যায়, 65 00:43:32,380 --> 00:43:34,920 পানির নিচে ডুবে থাকা বিশ্বের কথাও তারা ভুলে যায়। 66 00:43:38,930 --> 00:43:44,140 ভুলে যায় তারা কোথায় থেকে এসেছে, কতদিন ধরে সেখানে আছে, বা কোথায় যাচ্ছে। 67 00:43:45,390 --> 00:43:49,390 এতো সময় পেরিয়ে যায় যে পশুরা পাথরে পরিণত হয়ে উঠে। 68 00:43:52,560 --> 00:43:59,030 এটা এতো আগের কথা যে আমার মনেও নেই আমি কোথায় বা কখন পাখিটাকে দেখেছিলাম। 69 00:43:59,400 --> 00:44:01,450 হয়তো সেটা একটা স্বপ্ন ছিল। 70 00:44:03,700 --> 00:44:09,830 হয়তো তুমি, আমি ও মাছটা এমন একটা মানুষের স্মৃতিতে টিকে আছি যে আর নেই। 71 00:44:10,330 --> 00:44:14,540 হয়তো কারোরই অস্তিত্ব নেই এবং শুধু বাইরেই বৃষ্টি হচ্ছে। 72 00:44:15,880 --> 00:44:19,090 হয়তো পাখিটার অস্তিত্বই ছিল না। 73 00:45:06,970 --> 00:45:08,060 পাখিটার অস্তিত্ব ছিল। 74 00:45:13,560 --> 00:45:14,980 ওটা এখানে আছে। 75 00:45:17,900 --> 00:45:18,940 আসো। 76 00:45:25,620 --> 00:45:26,950 আসো। 77 00:46:13,250 --> 00:46:17,250 আমি ওটাকে খুঁজে পেয়েছি। ওটা পাথরে পরিণত হয়েছে। এটার মধ্যে আছে সেটা। 78 00:46:17,250 --> 00:46:21,000 যখন ডিম ফুটে ওটা বের হবে তাকে সেখানে ফেরত রেখে দিব। 79 00:46:21,000 --> 00:46:22,920 এটা আমার খুঁজে পাওয়া পাখি। 80 00:46:27,220 --> 00:46:28,930 আমি জানতাম। 81 00:46:32,060 --> 00:46:34,600 এমনটাই ভেবেছিলাম। 82 00:47:25,070 --> 00:47:26,860 তুমি কি কিছু শুনতে পাচ্ছো? 83 00:47:42,090 --> 00:47:43,290 আমি শুনতে পাচ্ছি। 84 00:47:44,300 --> 00:47:46,550 কোমল নিশ্বাসের শব্দ। 85 00:47:47,010 --> 00:47:49,340 সেটা তোমার নিশ্বাসের শব্দ। 86 00:47:50,090 --> 00:47:51,590 আমি ডানার শব্দ শুনতে পাচ্ছি। 87 00:47:52,850 --> 00:47:56,100 সে নিশ্চয় আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখছে। 88 00:47:56,810 --> 00:47:59,310 সেটা কেবলই বাইরে থেকে আসা বাতাসের শব্দ। 89 00:48:00,230 --> 00:48:01,560 খুব শীঘ্রই... 90 00:48:02,520 --> 00:48:05,900 এমুহূর্তে, তুমি এখানে স্বপ্ন দেখছো... 91 00:48:05,900 --> 00:48:09,950 কিন্তু শীঘ্রই আমি তোমাকে দেখাবো.. খুব শীঘ্রই... 92 00:48:12,410 --> 00:48:14,910 তাই তোমাকে এখানে থাকতে হবে। 93 00:48:15,950 --> 00:48:18,870 এখানে বৃষ্টি হয় না... 94 00:48:21,000 --> 00:48:22,960 এই জায়গাটা উষ্ণ... 95 00:49:37,580 --> 00:49:40,540 কে তুমি? 96 00:49:44,210 --> 00:49:46,380 তুমি কে? 97 00:55:32,390 --> 00:55:33,970 কে... 98 00:55:34,720 --> 00:55:37,190 কে তুমি?